WHAT'S NEW?
Loading...

নতুন উচ্চতায় ক্যাপ্টেন জে রুট

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ ইংল্যান্ডের বর্তমান টেস্ট ক্যাপ্টেন জে রুট এখন ইংল্যান্ডের সফলতম টেস্ট অধিনায়ক।  ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি  ম্যাচ জয়ের রেকর্ড এখন জে রুটের। ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে জে রুট এই সাফল্য অর্জন করেন।এর ফলে ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই টেস্ট ব্যাটসম্যান অধিনায়ক হিসেবেও অনন্য কীর্তি গড়লেন।সফল ইংলিশ টেস্ট ক্যাপ্টেনদের পরিসংখ্যানইংলিশ ক্রিকেট বেশকজন সফল টেস্ট ক্যাপ্টেন পেয়েছে। এক্ষেত্রে জে রুট,আলিস্টার কুক, মাইকেল ভন,এন্ডু স্ট্রাউস,পিটার মে,নাসের হোসেইন,মাইক আতারটনের নাম বিশেষভাবে স্মরণযোগ্য।তবে সর্বাধিক টেস্ট ম্যাচ জয়ের হিসেবে বাকিদের ছাড়িয়ে গেলেন জে রুট।জে রুট এখন ইংল্যান্ডের  সফলতম টেস্ট ক্যাপ্টেন। ইংল্যান্ডের সফলতম টেস্ট ক্যাপ্টেনদের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।


জে রুট


ক্রিকেটের অভিজাত ফরম্যাট হচ্ছে টেস্ট ক্রিকেট। এখানে পাঁচদিনের ম্যাচ হয়ে থাকে ।ফলে একজন টেস্ট অধিনায়ককে ব্যাপক বিষয় মাথায় রাখতে হয় এবং মাঠে সেটি প্রয়োগ করতে হয়। তাছাড়া টেস্ট ক্রিকেটে কন্ডিশন , উইকেট ইত্যাদি খুবই গুরুত্বপূর্ণ। এসবের সাথে টেস্ট ক্রিকেটে একজন ক্যাপ্টেনকে সামনে থেকে নেতৃত্ব দিতে হয়।এসব হিসেবনিকেশের পর একজন টেস্ট অধিনায়কের সফলতার বড় মানদন্ড হল জয়-পরাজয়ের হিসাব। আর ইংলিশ ক্রিকেটে সবকিছু বিবেচনায় এখন সেরা টেস্ট অধিনায়ক জে রুট।রুট ইতিমধ্যে ৫৫টি টেষ্টে ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন যেখানে ২৭টি টেষ্টে ইংল্যান্ড জয়ী হয়েছে এবং ২০টিতে ইংলিশরা হেরেছে।জে রুটের নেতৃত্বে ইংল্যান্ড ইতিমধ্যে ৮ টি টেস্ট ড্র করেছে।মাইকেল ভন


ইংল্যান্ডের টেস্ট পরিসংখ্যান দেখলে মাইকেল ভনের নামটি বেশ ভালো ভাবেই চোখে পড়ে।নিজে সফল টেস্ট ব্যাটসম্যান ছিলেন এছাড়া ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবেও তাঁর সাফল্য  ব্যাপক।অত্যন্ত কুল ও ক্যালকুলেটেড ক্রিকেটার তথা অধিনায়ক হিসেবে ভনের সুনাম রয়েছে।বিশেষত টেস্ট অধিনায়ক হিসেবে মাইকেল ভন দারুণ সফল।যদিও তাঁর সময়ে ইংল্যান্ডের টেস্ট দলের বোলিং এখনকার মত এতোটা ভালো ছিল না তবু  ক্যাপ্টেন হিসেবে ভনের টেস্ট সাফল্য বিশেষভাবে উল্লেখযোগ্য। মাইকেল ভনের নেতৃত্বে ইংল্যান্ড ৫১টি টেস্ট খেলেছে যেখানে ২৬টি ম্যাচে ইংলিশরা জয়ী হয়েছে। এছাড়া ভনের নেতৃত্বে ইংল্যান্ড ১১টি টেস্ট ড্র ও ১৪টিতে হেরেছে।এন্ডু স্ট্রাউস


ইংল্যান্ডের সফলতম টেস্ট ক্যাপ্টেন হিসেবে এন্ডু স্ট্রাউসের নামটিও স্মরণযোগ্য।স্ট্রাউস নিজে ভালো ব্যাটসম্যান ছিলেন এবং সেইসাথে তাঁর টেস্ট অধিনায়কত্বের সাফল্যও ব্যাপক।স্ট্রাউসের নেতৃত্বে ইংল্যান্ড মোট ৫০টি টেস্ট খেলেছে যেখানে ২৪টিতে ইংলিশরা জয়ী হয়েছে এবং ১১টিতে পরাজিত হয়েছে। এছাড়া স্ট্রাউসের নেতৃত্বে ইংলিশরা মোট ১৫টি টেস্ট ড্র করেছে।


আলিস্টার কুক


ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান আলিস্টার কুক। দারুণ এক টেষ্ট ব্যাটসম্যান ছিলেন কুক।ক্ল্যাসিক্যাল ঘরাণার সফল এই ব্যাটসম্যান টেস্ট অধিনায়ক হিসেবেও সাফল্য পেয়েছেন। কুকের নেতৃত্বে ইংল্যান্ড মোট ৫৯টি টেস্ট খেলেছে যেখানে ২৪টিতে জয় ও ২২টি ম্যাচে পরাজয় রয়েছে। উল্লেখ্য আলিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড ১৩টি টেস্ট ড্র করেছে।


পিটার মে


ইংল্যান্ডের সফলতম টেস্ট ক্যাপ্টেন হিসেবে পিটার মে এর নামটিও স্মরণযোগ্য।এই ইংলিশ ক্রিকেটার ১৯৫৫-১৯৬১ সাল সময়ে ইংল্যান্ডকে টেস্ট ক্রিকেটে নেতৃত্ব দিয়েছেন। এবং পরিসংখ্যান বিচারে তিনি ইংল্যান্ডের অন্যতম সেরা টেস্ট অধিনায়ক।মের নেতৃত্বে ইংল্যান্ড দল মোট ৪১টি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে ইংলিশরা মোট ২০টি ম্যাচে জয়ী ও ১০টিতে পরাজিত হয়েছে। এছাড়া মের অধিনায়কত্বে ইংল্যান্ড ১১টি টেস্ট ড্র করেছে।
জে রুটের সেরা টেস্ট সাফল্য


জে রুট ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড গড়েছেন। এছাড়া নিজের টেষ্ট ক্যারিয়ারকেও নতুন উচ্চতায় নিয়ে গেছেন এই তারকা ব্যাটসম্যান।জে রুটের অধিনায়ক হিসেবে বড় সাফল্য গুলোর মধ্যে বেশকিছু টেস্ট সিরিজ জয় উল্লেখযোগ্য। অধিনায়ক হিসেবে জে রুটের উল্লেখযোগ্য কিছু টেস্ট সিরিজ জয়ের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়


অধিনায়ক হিসেবে জে রুটের সেরা টেস্ট সাফল্যের একটি ২০১৭ সালে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ জয়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়


জে রুটের নেতৃত্বে ইংল্যান্ড দল ২০১৭ সালে নিজেদের মাঠে টেস্ট সিরিজ জয় করে।এটি ক্যাপ্টেন জে রুটের অন্যতম সেরা টেস্ট সাফল্য।


ভারতের বিপক্ষে সিরিজ জয়


২০১৮ সালে জে রুটের নেতৃত্বে ইংলিশরা ভারতকে টেস্ট সিরিজে পরাজিত করে।এটিও অধিনায়ক হিসেবে জে রুটের অন্যতম সেরা সাফল্য।


শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জয়


জে রুটের নেতৃত্বে ইংল্যান্ড দল (২০১৮-১৯) শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজে জয়লাভ করে।এটি টেস্ট অধিনায়ক হিসেবে জে রুটের এক সেরা সাফল্য।

আজ শুভ জন্মাষ্টমী

                                                                      প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ শুভ জন্মাষ্টমী।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে আমাদের সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি।

সিপিএলের সর্বোচ্চ টিম টোটাল

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটের  বড় আসরগুলোর অন্যতম একটি হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল)।সব ধরণের ক্রিকেটীয় উওেজনা উপভোগ করতে চাইলে আপনাকে সিপিএল দেখতেই হবে।গেইল, পোলার্ডদের দেশের এই ক্রিকেটযজ্ঞ (২০২১) ইতিমধ্যে শুরু হয়ে গেছে।চলছে সিপিএলের ২০২১ আসরের মাঠের লড়াই। এখানে সিপিএলের সর্বোচ্চ টিম টোটালগুলোর চিএ তুলে ধরছি।সিপিএলের চিরায়ত চরিত্র


সব ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক্ষেত্রে আইপিএলে যে জামজমকপূর্ণ আয়োজন ও উওেজনাপূর্ণ ক্রিকেট হয় সেটি সিপিএল কিংবা অন্যকোন ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগে দেখা যায় না। আবার গতিশীল ও স্মার্ট ক্রিকেটের জন্য বিগব্যাশের তুলনা হয় না। আবার আয়োজন কম কিন্তু দর্শকদের তুমুল আগ্ৰহের দিক বিবেচনায় বিপিএলের মত তুলনামূলক কম বাজেটের টিটুয়েন্টি লিগের সফলতা লাভের উদাহরণ  আমাদের হাতের কাছে রয়েছে। সিপিএলের কিছু বিশেষ বৈশিষ্ট্য এখানে তুলে ধরছি।


ধুন্ধুমার ব্যাটিং 


ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগগুলোর মধ্যে সিপিএলের অবস্থান বেশ উপরের দিকে রয়েছে।আর সিপিএলের জনপ্রিয়তার বড় এক নিয়ামক এর ধুন্ধুমার চার-ছক্কার মহোৎসব।উইন্ডিজ ব্যাটসম্যানরা স্বাভাবিকভাবেই বিগহিটার হিসেবে পরিচিত। এছাড়া টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির ক্ষেত্রে উইন্ডিজ ব্যাটসম্যানদের অবদান রয়েছে।আর নিজেদের দেশের এই টিটুয়েন্টি লিগে উইন্ডিজ ব্যাটসম্যানরা যেমন দারুণ  ব্যাটিং করেন তেমনি অন্যান্য বিদেশি প্লেয়াররাও সিপিএলে বিগহিট নির্ভর ক্রিকেট খেলে থাকেন।এর ফলে বিশেষত উইন্ডিজ ব্যাটসম্যানদের ধুন্ধুমার ব্যাটিং দেখার জন্য সিপিএল এক চমৎকার মঞ্চ।


দুর্দান্ত সব পেসবোলার


সিপিএলে যে দৃশ্যগুলো সবচেয়ে বেশি আনন্দ দেয় তার মধ্যে একটি হচ্ছে এই ক্যারিবিয়ান ক্রিকেট উৎসবে দারুণ সব পেসবোলারকে দেখা যায়।একসময় উইন্ডিজ ক্রিকেটের অন্যতম প্রাইড ছিল তাদের বিশ্বসেরা সব পেস বোলার।যদিও এখন তেমনটা নেই তবু সিপিএলে সবসময় দুর্দান্ত  কিছু উইন্ডিজ পেসারকে দেখা যায়।অসাধারণ ফিল্ডিং


সিপিএলে অসাধারণ সব ফিল্ডিংয়ের দেখা পাওয়া যায় যা এর উওেজনাকে বাড়িয়ে দেয়।বিশেষত উইন্ডিজ ক্রিকেটে অসাধারণ সব ফিল্ডার রয়েছে যা সিপিএল দেখলে সহজে বোঝা যায়। এছাড়া সিপিএলের ফিল্ডিংয়ে হাফ চান্সকে ফুলচান্সে পরিণত করার দৃশ্য এক চমৎকার বৈশিষ্ট্য যা সবাইকে আনন্দ দেয়।গেমপ্লেন বোঝা মুশকিল


যেকোন ধরণের ক্রিকেটে গেমপ্লেন একটি বিশেষ বিষয়। এবং গেমপ্ল্যান টিটুয়েন্টি ক্রিকেটকে আরো বেশি উওেজনাপূর্ণ করে তুলে।তবে সিপিএলে কখনো কখনো দেখবেন এক টিম হয়তো  হাইস্কোর করেছে অথচ অন্যটিম এর ধারেকাছে যেতে পারছেনা এবং বিশাল ব্যবধানে হেরে যাচ্ছে। সিপিএলে এভাবে এলোমেলো ব্যাটিং বেশি দেখা যায় এবং তখন পরাজিত টিমের গেমপ্ল্যান বোঝা মুশকিল হয়ে পড়ে।এর ফলে সিপিএলে গেমপ্ল্যান বোঝা অনেক ক্ষেত্রে কঠিন হয়ে উঠে।


বিচিত্র ভঙ্গির উদযাপন 


ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা দারুণ এন্টারটেইনার হিসেবে স্বীকৃত। হাফসেঞ্চুরি, সেঞ্চুরি কিংবা উইকেট পেলে বিচিত্র ভঙ্গিতে উদযাপন উইন্ডিজ ক্রিকেটারদের বিশেষ বৈশিষ্ট্য। এবং সিপিএলে এ বৈশিষ্ট্য আরো চমৎকারভাবে ফুটে উঠে।এর ফলে সিপিএলের মাঠের লড়াই নতুন মাএা পেয়ে থাকে।এমনকি টিভির দর্শকরাও উইন্ডিজ ক্রিকেটারদের বিচিত্র উদযাপন ভঙ্গি উপভোগ করেন।সিপিএলের সর্বোচ্চ টিম টোটালসিপিএলের ভয়ডরহীন ক্রিকেটের জন্য এখানে হাই ইনিংস টোটালের সংখ্যাও অনেক। সিপিএলের সর্বোচ্চ রানের কিছু টিম টোটালের চিএ এখানে তুলে ধরছি।


ত্রিনবাগো নাইট রাইডার্সের ২৬৭/২সিপিএলের ইতিহাসে আজ অবধি সর্বোচ্চ ইনিংস টোটাল হচ্ছে ত্রিনবাগো নাইট রাইডার্সের ২ উইকেটে ২৬৭ রান (২০১৯ সিপিএল)।সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল জামাইকা তালাওয়াশ।জামাইকা তালাওয়াশের ২৫৫/৫ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে আজ অবধি দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস টোটালের রূপকার জামাইকা তালাওয়াশ ২৫৫/৫। এবারের সিপিএলের দ্বিতীয় দিনের ম্যাচে(২৭ আগষ্ট,২১) তালাওয়াশের ব্যাটসম্যানরা প্রতিপক্ষ সেন্ট লুসিয়া কিংসের বোলারদের উপর রীতিমতো চার-ছয়ের ঝড় বইয়ে দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৫৫ রানের বিশাল টোটাল গড়ে তুলেন।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্সের ২৪২/৬সিপিএলের তৃতীয় সর্বোচ্চ ইনিংস টোটাল সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্সের।২০১৯ সালের সিপিএলে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স জামাইকা তালাওয়াশের বিপক্ষে এক ম্যাচে ১৮.৫ ওভারে ২৪২ রানের বিশাল ইনিংস গড়ে তুলে।
জামাইকা তালাওয়াশের ২৪১/৪ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের সেরা টিম টোটালের অনেকগুলো জামাইকা তালাওয়াশের নামের পাশে রয়েছে। তেমনি ২০১৯ সিপিএলের এক ম্যাচে জামাইকা তালাওয়াশ সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ২৪১ রানের বিশাল স্কোর গড়ে তুলে।

সাম্প্রতিক চাকরির খবর

                                                                    


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের  নতুন কিছু নিয়োগের তথ্য এখানে তুলে ধরা হলো।


সেনাবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।প্রতিষ্ঠানটি ৮৮তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।আবেদন করা যাবে ৯ অক্টোবর,২০২১ পর্যন্ত।


কোরের নাম : ৮৮ তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স।

যোগ্যতা 


জাতীয় মাধ্যম : মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক / সমমান পরীক্ষার যেকোন একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ পেয়ে উওীর্ণ।

ইংরেজি মাধ্যম : ও- লেভেলের ৬ টি বিষয়ের মধ্যে ৩টিতে এ-গ্ৰেড ও ৩টিতে বি-গ্ৰেড এবং এ- লেভেলের ২টি বিষয়েই ন্যূনতম বি-গ্ৰেড পেয়ে উওীর্ণ ।

এছাড়া ২০২১ সালে এইচএসসি/এ-লেভেল পরীক্ষায় উত্তীর্ণরাও আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের এসএসসিতে জিপিএ ৫/ও-লেভেলের ৬ বিষয়ের ৩টিতে এ-গ্ৰেড,৩টি বি-গ্ৰেড বা সমমানের ফল থাকতে হবে।


বয়স: ১ জুলাই,২০২২ তারিখে ১৭-২১ বছর।তবে সশস্ত্র বাহিনীতে কর্মরতদের বয়স ১৮-২৩ বছর।

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

জাতীয়তা : জন্মসূত্রে বাংলাদেশি


শারীরিক যোগ্যতা 


পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা  ১.৬৩ মিটার (৫ ফুট ৪ ইঞ্চি) ,ওজন ৫৪ কেজি(১২০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার(৩০ ইঞ্চি), প্রসারিত অবস্থায় ০.৮১ মিটার(৩২ ইঞ্চি)।

নারী প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৫৭ মিটার ( ৫ফুট ২ ইঞ্চি),ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারিত অবস্থায় ০.৭৬ মিটার (৩০)। 


বেতন-ভাতা


নির্বাচিত প্রার্থীদের সরকার নির্ধারিত স্কেলে বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদন প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://joinbangladesharmy.army.mil.bd)


আবেদনের শেষ তারিখ : ০৯ অক্টোবর,২০২২


সূত্র : প্রথম আলো অনলাইন
বিমানবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা  নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদের নাম : বিমানসেনা

যোগ্যতা 


কমপক্ষে এসএসসি পাস। এছাড়াও বিস্তারিত শিক্ষাগত যোগ্যতা জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন।

                                                                     


বয়সসীমা : ১৬-২৬

বৈবাহিক অবস্থা : অবিবাহিত

ওজন : বয়স ও উচ্চতা অনুযায়ী


বুকের মাপ : পুরুষ কমপক্ষে ৩০ ইঞ্চি (প্রসারিত ২ ইঞ্চি) । বুকের মাপ : মহিলা কমপক্ষে ২৮ ইঞ্চি ( ২ ইঞ্চি)।

চোখ : ৬/৬

যোগদানের সম্ভাব্য তারিখ : ২৭ মার্চ,২০২২

আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট https://joinairforce.baf.mil.bd)


আবেদনের শেষ তারিখ : ৩১ আগষ্ট,২০২১

সূত্র : এডু ডেইলি২৪নৌবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ নৌবাহিনীতে নাবিক, মহিলা নাবিক,এমওডিসি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : নাবিক, মহিলা নাবিক, এমওডিসি (নৌ)

যোগ্যতা : কমপক্ষে এসএসসি পাস। সাঁতার জানতে হবে।

বয়স : ১ জানুয়ারি,২০২২ প্রার্থীর বয়স ১৭-২২ বছর।

প্রার্থীর ধরণ : পুরুষ ও মহিলা 

বৈবাহিক অবস্থা : অবিবাহিত 

বেতন-ভাতা : নির্বাচিত প্রার্থীদের সরকারী বেতনস্কেল অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা দেয়া হবে।

আবেদনের প্রক্রিয়া : অনলাইন (ভিজিট https://joinnavy.navy.mil.bd)

আবেদনের শেষ তারিখ : ২০ সেপ্টেম্বর,২০২১

সূত্র : প্রথম আলো অনলাইন


স্ট্যান্ডার্ড ব্যাংকে নিয়োগ


দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক 'স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড' এ ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে জনবল নিয়োগ দেয়া হবে।

পদ : ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারবছর মেয়াদি স্মাতক ডিগ্রি/স্মাতকোওর ডিগ্ৰি।

বয়স : সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর।

চাকরির ধরণ: পূর্ণকালীন


আবেদন প্রক্রিয়া  : অনলাইন (www.standardbankbd.com/career)


আবেদনের শেষ তারিখ : ১৮ সেপ্টেম্বর,২০২১


সূত্র : প্রথম আলো অনলাইন

আজ কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস।১৯৭৬ সালের এই দিনে (২৯ আগষ্ট) কবি মৃত্যবরণ করেন। নজরুল প্রয়াণ দিবসে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আসুন কবির প্রয়াণ দিবসে তাঁর জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে কিছু তথ্য জেনে নিই।


নজরুলের জীবন ও সৃষ্টিকর্ম


১. কাজী নজরুল ইসলাম একাধারে - কবি, কথাসাহিত্যিক,নাট্যকার,প্রাবন্ধিক, গীতিকার, সুরকার,শিল্পী,সম্পাদক, অভিনেতা।


২. নজরুল ঢাকায় আসেন - মোট ১৩ বার।


৩.কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবির স্বীকৃতি পান - ১৯৭২ সালের ২৪ মে ।


৪.বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপকৃত (২০০৪) সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায় নজরুলের অবস্থান - তৃতীয়।


৫.রবীন্দ্রভারতী নজরুলকে ডিলিট দেয় - ১৯৬৯ সালে।


৬.নজরুলের কাব্যগ্ৰন্থ - মোট ২৩টি ।


৭.নজরুলের সর্বশেষ কাব্যগ্ৰন্থ - নির্ঝর ।


৮.নজরুলের জাতীয়তা - ব্রিটিশ ভারতীয় ( ১৮৯৯- ১৯৪৭), ভারতীয় (১৯৪৭- ১৯৭৬), বাংলাদেশী (১৯৭২-১৯৭৬)।


৯. কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্য প্রকাশিত হয় - ১৯২২ সালে ।


১০. কাজী নজরুল ইসলাম একুশে পদক পান - ১৯৭৬ সালে।


১১.নজরুল স্বাধীনতা পদক পান - ১৯৭৭ সালে।


১২. বাংলা কাব্যে প্রথম প্রচুর পরিমাণে আরবি ও ফারসি শব্দ ব্যবহার করেন - কাজী নজরুল ইসলাম।


১৩.নজরুল সম্পাদিত পএিকা - ধূমকেতু (১৯২২), লাঙ্গল ( ১৯২৫), দৈনিক নবযুগ(১৯৪১)।


১৪.নজরুলের চল্,চল্, চল্  সঙ্গীতকে বাংলাদেশ পদাতিক বাহিনীর রণসঙ্গীত হিসেবে গ্ৰহন করা হয় - ১৯৯৬ সালে।


১৫.কাজী নজরুলের কবিতা প্রথম যে পএিকায় প্রকাশিত হয় - বঙ্গীয় মুসলিম সাহিত্য পএিকা।


১৬.বাংলা ভাষায় প্রথম গজল রচনা করেন - কাজী নজরুল ইসলাম।


১৭.কবি নজরুল যে রচনার জন্য ৬ মাস কারাবরণ করেন - প্রলয়শিখা।


১৮.নজরুলের সঞ্চিতা কাব্য ইংরেজিতে অনুবাদ করেন - অধ্যাপক মোস্তফা মুনির ।


১৯.নজরুলের উল্লেখযোগ্য সঙ্গীতগ্ৰন্থ - বুলবুল।


২০.নজরুল প্রথমবার ঢাকায় আসেন - ১৯২৬ সালে।

দ্য হান্ড্রেডের ব্যাটেবলে সেরা যারা

                                                                     


প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে ইংলিশ ক্রিকেটের নতুন সংস্করণ হ্য হান্ড্রেডের  (১০০ বলের ক্রিকেট) প্রথম আসর(পুরুষ) সফলভাবে শেষ হলো। ইংল্যান্ডের ৮টি শহরের  ৮টি ফ্রাঞ্চাইজি এবারের দ্য হান্ড্রেডের(পুরুষ) মাঠের লড়াইয়ে অবতীর্ণ হয় এবং চ্যাম্পিয়ন হয় সাউদার্ন ব্রেইভ।প্রথম পুরুষ আসরে ব্যাট বলের ধুন্ধুমার লড়াই দ্য হান্ড্রেডের ফ্লেবারকে বেশ ভালোভাবেই ছড়াতে পেরেছে একথা বলা যায়।মাঠভর্তি দর্শক সমাগম দ্য হান্ড্রেডের প্রথম পুরুষ আসরের এক অনন্য দৃশ্য ছিল। এছাড়া দ্য হান্ড্রেডের (পুরুষ) প্রথম আসরে ক্রিকেটামোদীদের জন্য এক ভিন্ন ক্রিকেটীয় সৌন্দর্য উপভোগের সুযোগ ছিল।দ্য হান্ড্রেডের ২০২১ (পুরুষ) আসরের সেরা পাঁচ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।দ্য হান্ড্রেডের সেরা ব্যাটসম্যানএবারের দ্য হান্ড্রেডের পুরুষ আসরে ব্যাট হাতে বেশকজন ব্যাটসম্যান নজরকাড়া পারফরম্যান্স করেছেন।যদিও ১০০ বলের ক্রিকেটে ব্যাটসম্যানদের জন্য বেশ রিস্ক নিয়েই অতিরিক্ত শট খেলতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এখানে বলের বিচার বিশ্লেষণের সুযোগ খুব কম।দ্য হান্ড্রেডের (২০২১) আসরের সেরা পাঁচ ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


এল লিভিংস্টোন


এল লিভিংস্টোন এবারের দ্য হান্ড্রেডে দারুণ ব্যাটিং করেছেন।এই ব্যাটসম্যান ৯ ম্যাচে ৩ ফিফটিসহ ৩৪৮ রান করেন। লিভিংস্টোনের ব্যাটিং এবার দ্য হান্ড্রেডের দর্শকদের বাড়তি আনন্দ দিয়েছে এটি নিঃসন্দেহে বলা যায়।বিএম ডাকেট


বিএম ডাকেট ২০২১ এর দ্য হান্ড্রেড(পুরুষ) আসরের অন্যতম সেরা ব্যাটসম্যান ছিলেন।এই চৌকস ব্যাটসম্যান ৮ ম্যাচে ২ ফিফটিসহ মোট ২৩২ রান করেন।


জেমস ভিনসজেমস ভিনস এবার চ্যাম্পিয়ন দল সাউদার্ন ব্রেইভের সাফল্যের মূল রূপকার ছিলেন।এই ব্যাটসম্যান ১০ ম্যাচে ২ ফিফটিসহ মোট ২২৯ রান করেন।মঈন আলীইংল্যান্ড জাতীয় দলের তারকা ব্যাটসম্যান মঈন আলী এবারের দ্য হান্ড্রেডে দুর্দান্ত ব্যাটিং উপহার দেন।এই ব্যাটসম্যান ৭ ম্যাচ খেলে ১ফিফটিসহ মোট ২২৫ রান সংগ্রহ করেন।গ্লেন ফিলিপসদ্য হান্ড্রেডের এবারের আসরে গ্লেন ফিলিপস নজরকাড়া ব্যাটিং করেন।এই হাডহিটার ৮ ম্যাচ খেলে ২১৪ রান সংগ্রহ করেন। এছাড়া ফিলিপস দ্য হান্ড্রেডের এই আসরে ২টি ফিফটিও মেরেছেন।দ্য হান্ড্রেডের সেরা বোলার১০০ বলের ক্রিকেটে বোলিং খুব সহজ কাজ নয়।কারণ বাস্তবতা বিবেচনায় ব্যাটসম্যানরা অতিরিক্ত শট খেলতে চাইবে ফলে ভালো বলও এখানে বিগশটের শিকার হতে পারে।তবু দ্য হান্ড্রেডের প্রথম পুরুষ আসরে বেশকজন বোলার সফলতা দেখিয়েছেন।দ্য হান্ড্রেডের সেরা পাঁচ বোলারের পরিসংখ্যান দেখে নিন।


এ মিলনেএ মিলনে এবারের দ্য হান্ড্রেডের সেরা বোলার ছিলেন।এই বোলার ৮ ম্যাচ খেলে মোট ১২ টি উইকেট নেন।মিলনের  সেরা বোলিং ছিল (৩/১৫)।


এম লেনজ


এম লেনজ দ্য হান্ড্রেডের এবারের আসরে চমৎকার বোলিং করেন।এই বোলার ৮ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৫/২০)।


আদিল রশিদ


তারকা ইংলিশ স্পিনার আদিল রশিদ দ্য হান্ড্রেডের এবারের আসরে বল হাতে সাফল্য পেয়েছেন।এই বোলার ৭ ম্যাচে ১২ উইকেট নেন। এই বোলারের সেরা বোলিং ছিল ( ৩/১৩)।রশিদ খানতারকা আফগান স্পিনার রশিদ খান দ্য হান্ড্রেডে ৯ ম্যাচে ১২টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/১৬)।


ব্যাক হোয়েলব্যাক হোয়েল এবারের দ্য হান্ড্রেডের অন্যতম সেরা বোলার ছিলেন।এই বোলার ৯ ম্যাচ খেলে মোট ১১টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং (২/১৩)।

নিউজিল্যান্ড সিরিজের টাইগার স্কোয়াড মূল্যায়ন

                                                                 


বিসিবি বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ডের টিটুয়েন্টি সিরিজের সূচি চূড়ান্ত করেছে । ইতিমধ্যে এই সিরিজের জন্য বাংলাদেশের  স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং জনপ্রিয় ওপেনার লিটন দাস দলে ফিরেছেন।অষ্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টিটুয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ দল বেশ ভালো একটি সময় পার করছে। এবং কিউইদের বিপক্ষে আসন্ন টিটুয়েন্টি সিরিজটিও বাংলাদেশ জিতবে বলেই আমাদের ধারণা। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টিটুয়েন্টি সিরিজে বাংলাদেশ দলের সমস্যা সম্ভাবনা নিয়ে একটি বিশ্লেষণ এখানে তুলে ধরছি।ওপেনিংয়ে কারা খেলবেন


এই সিরিজেও তামিম বাংলাদেশের স্কোয়াডে নেই। এবং টিটুয়েন্টি বিশ্বকাপের আগে এটি বাংলাদেশের জন্য  একটি দুঃসংবাদ।এর ফলে নিউজিল্যান্ড সিরিজের জন্য টাইগারদের যে স্কোয়াড দেয়া হয়েছে তাতে দেখা যায় স্পেশালিষ্ট ওপেনার রয়েছেন তিনজন (লিটন দাস,নাঈম শেখ এবং সৌম্য সরকার)।এখন প্রশ্ন হচ্ছে লিটন অটোচয়েজ হিসেবে খেলবেন ।হয়তো সৌম্য সরকার অষ্ট্রেলিয়া সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এই সিরিজেও সুযোগ পেতে পারেন । আবার নাঈম শেখ এই সময়ে দেশের অন্যতম প্রতিভাবান ওপেনার এবং আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনায় তিনিও একাদশে থাকার যোগ্য। এছাড়া টিটুয়েন্টি বিশ্বকাপের টিম কম্বিনেশন বিবেচনায় নাঈম শেখ গুরুত্বপূর্ণ প্লেয়ার।এমন অবস্থায় এই সিরিজে তিন ওপেনারকে নির্বাচকরা কিভাবে হ্যান্ডেল করেন সেটি খুবই গুরুত্বপূর্ণ।চেনা উইকেটে টোটাল বাড়াতে হবে


অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের সদ্যসমাপ্ত টিটুয়েন্টি সিরিজ জয়ের ঘটনা টাইগারদের বড় এক সাফল্য হিসেবে স্বীকৃত হয়েছে।তবে একটি বিষয় অবশ্যই ভাবনার ছিল আর সেটি হলো অষ্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দলীয় টোটাল রান কিন্তু কোন ম্যাচেই সন্তোষজনক ছিল না। এবং টিটুয়েন্টি বিশ্বকাপের আগে এই বিষয়ে আরো সচেতন হবে।চেনা উইকেটে দলীয় টোটাল আরো কিছুটা বেশি হলে ভালো লাগতো। কিউইদের বিপক্ষে এই সিরিজে প্রত্যাশা থাকবে বাংলাদেশ যেন দলীয় টোটালের প্রতি আরো যত্নবান হয়। তাছাড়া সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ,লিটন,আফিফদের জন্য এই সিরিজে টিটুয়েন্টি স্টাইকরেট বাড়ানোর সুযোগ থাকবে।বিশ্বকাপের আগে অলরাউন্ডারদের পারফরম্যান্স


একথা প্রায় সবাই স্বীকার করবেন যে বাংলাদেশের টিটুয়েন্টি ক্রিকেটের এক গুরুত্বপূর্ণ শক্তি হচ্ছে দারুণ কজন অলরাউন্ডার দলটিতে রয়েছে। সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের সাথে আফিফ হোসেন, সাইফুদ্দিনের মত একাধিক মেধাবী অলরাউন্ডার বাংলাদেশ দলে রয়েছেন।এই সিরিজে বাংলাদেশের সাফল্যের জন্য অলরাউন্ডারদের পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতকে বিশ্বকাপের আগে খেলার সুযোগ দেয়া উচিত।এর ফলে এই সিরিজের পাশাপাশি আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের জন্য বাংলাদেশ একটি ব্যালেন্সড কম্বিনেশন সহজে পেয়ে যাবে।


বোলারদের জন্য বলার কিছু নেই


জিম্বাবুয়ে সিরিজ ও অষ্ট্রেলিয়া সিরিজে বাংলাদেশের সাফল্যের মূল রূপকার ছিলেন বোলাররা। এবং সেই বিবেচনায় এই সিরিজেও টাইগার বোলাররা ভালো করবেন বলেই মনে হয়। মোস্তাফিজ মিরপুরের উইকেটে বরাবরই সফল । এছাড়া সাকিবের সাথে  বল হাতে নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসানও ভালো  করছেন।এটি টিটুয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে দেখতে হবে।নাসুম আহমেদ ভালো করলে সাকিবের উপর চাপ কমে যায়। সেইসাথে এবার আমিনুল ইসলাম বিপ্লবকে খেলার সুযোগ দেয়া যেতে পারে।কারণ টিটুয়েন্টি বিশ্বকাপে বিপ্লব ব্রেকথ্রো লেগস্পিনার হিসেবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারেন। তাছাড়া এবারের টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু (মধ্যপ্রাচ্য) বিবেচনায় একজন লেগস্পিনারকে খেলার মধ্যে রাখা বাড়তি অ্যাডভান্টেজ হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপে প্রায় সব বড় দলেই কিন্তু স্পেশালিষ্ট লেগস্পিনার থাকবে।
সবশেষে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টিটুয়েন্টি পরিসংখ্যান এখানে তুলে ধরছি।কিউইদের বিপক্ষে বাংলাদেশের টিটুয়েন্টি রেকর্ডমোট ম্যাচ - ১০

বাংলাদেশ - জয় নেই

নিউজিল্যান্ড- ১০ জয়বাংলাদেশ স্কোয়াড ও ম্যাচসূচি


নিউজিল্যান্ডের বিপক্ষে টিটুয়েন্টি সিরিজের বাংলাদেশ স্কোয়াড ও সিরিজ সূচি দেখে নিন।

মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান,সৌম্য সরকার, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত,আফিফ হোসেন,নাঈম শেখ, নুরুল হাসান সোহান, শামীম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম,শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব,নাসুম আহমেদ।


বাংলাদেশ-নিউজিল্যান্ড টিটুয়েন্টি ম্যাচসূচি


১ সেপ্টেম্বর - ১ম টিটুয়েন্টি - ভেন্যু (শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)-বিকেল ৪টা

৩ সেপ্টেম্বর- ২য় টিটুয়েন্টি- ভেন্যু-( শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)- বিকাল ৪টা

৫ সেপ্টেম্বর- ৩য় টিটুয়েন্টি - ভেন্যু-( শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম)- বিকাল ৪টা

৮ সেপ্টেম্বর- ৪র্থ টিটুয়েন্টি - ভেন্যু-( শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম) বিকাল ৪টা

১০ সেপ্টেম্বর- ৫ম টিটুয়েন্টি - ভেন্যু-( শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম) বিকাল ৪টা


লিখেছেনঃ প্রভাকর চৌধুরীমোস্তাফিজের সেরা ওডিআই বোলিং

                                                                  


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান  স্বল্প সময়ে ক্রিকেটবিশ্বে নিজের অবস্থান তৈরি করতে সমর্থ হয়েছেন। এক্ষেত্রে দুর্দান্ত কাটার ও উইকেট বোঝে বল করার অনন্য দক্ষতা ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত এই পেসারকে বিশিষ্ট করে তুলেছে। এছাড়া মোস্তাফিজের ধারাবাহিকতা একটি বিশেষ কোয়ালিটি হিসেবে স্বীকৃত। তাছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো এই কাটারমাষ্টারের অনন্য বোলিংভেলকি জাতীয় দলের পাশাপাশি আইপিএলের মত তুমুল উত্তেজনাপূর্ণ টুর্নামেন্টেও দেখা গেছে। মোস্তাফিজুর রহমানের কিছু সেরা ওডিআই বোলিং ফিগার নিয়ে একটি বিশ্লেষণ এখানে তুলে ধরা হলো।
মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংবাংলাদেশের ওডিআই ক্রিকেটে (বোলিং) সাফল্যের পেছনে মাশরাফি, সাকিবের পর মোস্তাফিজের অবদান সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর উইকেট বোঝার দক্ষতা এবং সেইসাথে ইনোভেটিভ বোলিং একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এসবকিছুর ফলে মোস্তাফিজের পক্ষে সহজে যেকোন ব্যাটসম্যানকে পরীক্ষায় ফেলা সম্ভব হয়।এটি বিশ্বের সব বড় বোলারই করে থাকেন।অবশ্য ওডিআই ক্রিকেটে ব্যাটসম্যানকে সহজে প্রলুব্ধ করার সুযোগ নেই এজন্য প্রয়োজন টানা ভালো বল করে যাওয়া আর সেই সাথে গতি, সুইং ও লাইনের বিষয়ে সতর্ক থাকা যেটি মোস্তাফিজের বোলিংয়ে শুরু থেকেই পাওয়া যায়। আসুন মোস্তাফিজের কিছু অসাধারণ ওডিআই বোলিং ফিগার দেখে নিই।


ভারতের বিপক্ষে ৬/৪৩মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের বহু নজির রয়েছে । এবং এই বাঁহাতি সিমারের সেরা ওডিআই বোলিংয়ের এক অনন্য নির্দশন হয়ে আছে ২০১৫ সালে ভারতের বিপক্ষে মিরপুরে ৪৩ রানে ৬ উইকেট নেয়ার ঘটনা।জিম্বাবুয়ের বিপক্ষে ৫/৩৪মোস্তাফিজুর রহমানের ওডিআই বোলিংয়ের বড় এক বৈশিষ্ট্য হচ্ছে টানা সঠিক লাইনে বল করার দক্ষতা।আর এটি ওডিআই ক্রিকেটে তাঁর সাফল্যের বড় এক কারণ। মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের অন্যতম এক উদাহরণ  ২০১৫ সালে মিরপুরে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৪ রানে ৫ উইকেট নেয়ার ঘটনা।


ভারতের বিপক্ষে ৫/৫০
ভারতের বিপক্ষে মোস্তাফিজের সফল বোলিংয়ের অসংখ্য উদাহরণ রয়েছে ।তেমনি ভারতের বিপক্ষে এই পেসার ২০১৫ সালে মিরপুরে এক ওডিআই ম্যাচে ৫০ রান দিয়ে ৫টি উইকেট নেন যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অন্যতম সেরা বোলিং হিসেবে স্বীকৃত।ভারতের বিপক্ষে এজবাস্টনে ৫/৫৯২০১৯ সালে ভারতের বিপক্ষে এজবাস্টনে মোস্তাফিজ তাঁর ওডিআই বোলিংয়ের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন । সেই ম্যাচে এই বাঁহাতি কাটার মাষ্টার ৫৯ রান দিয়ে ৫টি উইকেট নেন।এটি মোস্তাফিজের ওডিআই ক্যারিয়ারের এক উল্লেখযোগ্য বোলিং ফিগার হিসেবে পরিচিত।পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৫/৭৫


২০১৯ সালে মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের আরেক নজির ছিল পাকিস্তানের বিপক্ষে লর্ডসে ৭৫ রানে ৫ উইকেট নেয়ার ঘটনা। সেই ম্যাচে রান কিছুটা বেশি দিয়েছেন বটে কিন্তু পাকিস্তানের ৫টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে দারুণ এক কাজ করেন এই তারকা পেসার।আয়ারল্যান্ডের বিপক্ষে ৪/২৩


২০১৭ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে দি ভিলেজ মাঠের এক ওডিআই ম্যাচে মোস্তাফিজুর রহমান ২৩ রান খরচ করে চার চারটি গুরুত্বপূর্ণ উইকেট দখল করেন। এটিও মোস্তাফিজের অন্যতম সেরা ওডিআই বোলিং ফিগার হিসেবে বিবেচিত।পাকিস্তানের বিপক্ষে ৪/৪৩মোস্তাফিজের সেরা ওডিআই বোলিংয়ের আরেক অনন্য দৃষ্টান্ত ছিল ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে শেখ জায়েদ স্টেডিয়ামে ৪৩ রানের বিনিময়ে ৪ উইকেট নেয়ার ঘটনা। সেই ম্যাচে মোস্তাফিজের বোলিং সত্যিই অসাধারণ ছিল।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪/৪৩২০১৯ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে দি ভিলেজ মাঠে মোস্তাফিজ তাঁর ওডিআই ক্যারিয়ারের আরেক সেরা বোলিংয়ের দৃষ্টান্ত স্থাপন করেন।সেই ম্যাচে মোস্তাফিজ ৪৩ রানের বিনিময়ে ৪টি উইকেট নেন।


শ্রীলঙ্কার বিপক্ষে ৩/১৬মোস্তাফিজুর রহমানের অন্যতম সেরা ওডিআই বোলিংয়ের একটি ছিল এ বছর মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ রানে ৩ উইকেট নেয়ার ঘটনা।সেই ম্যাচে মোস্তাফিজের হিসেবি বোলিং সত্যিই এক অসাধারণ ঘটনা হয়ে রয়েছে।

আজ মনসা পূজা

                                                                     প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ মনসা পূজা।প্রিয় ক্রিকেট ডটকম'এর সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে মনসা পূজার শুভেচ্ছা জানাচ্ছি।

জে রুটের সেরা টেস্ট নক

                                                                    


প্রিয় ক্রিকেট ডটকমঃ ইংলিশ ক্রিকেটের এই সময়ের সফল টেস্ট ব্যাটসম্যান জে রুট। দারুণ টেকনিক ও ক্যালকুলেটেড স্ট্রোকপ্লের জন্য এই ইংলিশ ব্যাটসম্যান ব্যাপক জনপ্রিয়।বিখ্যাত টেস্ট ব্যাটসম্যান আলিষ্টার কুক,নাসের হোসেইন,মাইকেল ভন,পিটারসন প্রমুখদের ব্যাটিং একসময় ইংল্যান্ডের ক্রিকেটকে অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং সেইধারায় এই সময়ের এক অনন্য দৃষ্টান্ত জে রুট। এই কুল ব্যাটসম্যান দীর্ঘদিন ধরে ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপের এক নির্ভরতার প্রতীক হয়ে আছেন। জে রুটের সেরা কিছু টেস্ট নক সম্পর্কে এখানে আলোচনা করব।


রুটের সেরা টেস্ট ইনিংস


অসাধারণ টেকনিক ও ক্যালকুলেটেড ক্রিকেটের জন্য জে রুট এই সময়ের টেস্ট ক্রিকেটের এক জনপ্রিয় ফিগার। ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক মরগ্যানের দৃষ্টিতে জে রুট হচ্ছেন ' মোষ্ট কমপ্লিট ব্যাটসম্যান'। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো জে রুটের সেরা টেস্ট ইনিংসগুলো শুধু ইংল্যান্ডে নয় বরং এর বাইরেও পাওয়া যায়। রুটের সেরা কিছু টেস্ট ইনিংসের তথ্য এখানে দেখে নিন।পাকিস্তানের বিপক্ষে ২৫৪


জে রুটের সেরা টেস্ট ইনিংসগুলোর একটি পাকিস্তানের বিপক্ষে ২০১৬ সালে ওল্ড ট্রাফোর্ডের ২৫৪ । আজ অবধি সেটিই জে রুটের সর্বোচ্চ রানের টেস্ট ইনিংস ।


শ্রীলঙ্কার বিপক্ষে ২২৮


এ বছর গলে শ্রীলঙ্কার বিপক্ষে জে রুট ২২৮ রানের আরেকটি অসাধারণ ইনিংস খেলেন। এবং সেই ইনিংসটি জে রুটের সেরা ইনিংসগুলোর মধ্যে অন্যতম।


নিউজিল্যান্ডের বিপক্ষে ২২৬


জে রুট তাঁর টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংসগুলোর একটি খেলেছেন ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে। সেই ম্যাচে রুট ২২৬ রানের অসাধারণ এক ইনিংস উপহার দেন।


ভারতের বিপক্ষে ২১৮


এ বছরের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে জে রুট ২১৮ রানের  দারুণ এক ইনিংস উপহার দেন।এটিও তাঁর অন্যতম সেরা টেস্ট নক হিসেবে স্বীকৃত। ভারতের কঠিন উইকেটে জে রুট এই ইনিংসটি দারুণভাবে খেলেছিলেন।এটিও তাঁর অনন্য টেকনিকের পরিচয়বাহক।

শ্রীলঙ্কার বিপক্ষে ২০০*


২০১৪তে লর্ডসে শ্রীলঙ্কার বিপক্ষে জে রুট অপরাজিত ২০০ রানের এক হার না মানা টেস্ট নক উপহার দেন।সেটিও এই তারকা ব্যাটসম্যানের অন্যতম সেরা টেস্ট ইনিংস হিসেবে পরিচিত।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৯০


লর্ডসে জে রুটের দারুণ সব টেস্ট ইনিংস রয়েছে তেমনি একটি ইনিংস (১৯০) তিনি ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন।


শ্রীলঙ্কার বিপক্ষে ১৮৬


এ বছরের ফেব্রুয়ারিতে গলে শ্রীলঙ্কার বিপক্ষে জে রুট আরেকটি অসাধারণ টেস্ট ইনিংস উপহার দেন। এবং রুটের সেই ইনিংসটি ছিল ১৮৬ রানের।এই ইনিংসটি জে রুটের অসাধারণ টেকনিকের এক অনন্য দৃষ্টান্ত হয়ে আছে।


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮২*


জে রুট বিশ্বের সব কন্ডিশনেই সফলতা দেখিয়েছেন তাঁর তেমনি এক টেষ্ট নক ২০১৫ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট জর্জয়ের অপরাজিত ১৮২ রান।সেই ইনিংসটিও জে রুটের অন্যতম সেরা টেস্ট নক হিসেবে স্বীকৃত।

জাতীয় শোক দিবসের শ্রদ্ধার্ঘ্য

                                                              


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ জাতীয় শোক দিবস।১৯৭৫ সালের এই দিনে ঘাতকরা স্বাধীন বাংলাদেশ রাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা করে।এই দিনে প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে ১৯৭৫সালের ১৫ আগষ্টের সকল শহীদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।

সাকিব এবার মাসসেরা ক্রিকেটার

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান  আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন।এর মধ্যদিয়ে সাকিব আল হাসানের ক্যারিয়ারে আরো একটি স্বীকৃতি যুক্ত হলো। উল্লেখ্য এর আগে বাংলাদেশের আরেক তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন। এবার সাকিব জুলাই মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হলেন।মূলত বাংলাদেশের জিম্বাবুয়ে সফরে সাকিব আল হাসানের পারফরম্যান্স বিবেচনায় এই স্বীকৃতি দেয়া হলো। সাকিবের সাথে জুলাই মাসের সেরা ক্রিকেটারের প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের হেইডেন ওয়ালস জুনিয়র ও অষ্ট্রেলিয়ার মিশেল মার্শ।তবে শেষমেশ  সাকিব আল হাসান আইসিসির জুলাই মাসের সেরা ক্রিকেটারের স্বীকৃতি পেলেন। সবশেষে সাকিব ভক্তদের জন্য আরেকটি সুসংবাদ হচ্ছে এই তারকা অলরাউন্ডার আবারও আইসিসির টিটুয়েন্টি অলরাউন্ডার রেঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছেন।


সাকিবের ক্যারিয়ার চিএ


বাংলাদেশের ক্রিকেটের সেরা আবিষ্কার সাকিব আল হাসান ক্যারিয়ারজুড়ে দারুণ সব রেকর্ড উপহার দিয়েছেন। আইসিসির নাম্বার ওয়ান অলরাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন। বাংলাদেশের ক্রিকেট কালচারে ব্যাপক পরিবর্তনের অন্যতম রূপকারও সাকিব আল হাসান। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টোটাল ক্রিকেটার (দারুণ ব্যাটিং+ কার্যকর স্পিন+পজিটিভ এটিচিউড) হিসেবে সাকিবের তুলনা ক্রিকেটবিশ্বে খুব কমই আছে। এখানে সাকিবের ক্যারিয়ারচিএ দেখে নিন।


টেস্ট ক্যারিয়ার


টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে ইতিমধ্যে সাকিব নিজের নামকে প্রতিষ্ঠিত করেছেন। টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সহ সাকিবের দারুণ সব অলরাউন্ডিং পারফরম্যান্সের নজির রয়েছে। ইতিমধ্যে ৫৮টি টেস্ট ম্যাচ খেলেছেন এই তারকা অলরাউন্ডার। টেস্ট ক্রিকেটে ব্যাট হাতে মোট ৩৯৩৩ রান করেছেন সাকিব যাতে ৫টি সেঞ্চুরি ও ২৫টি ফিফটিও রয়েছে। এছাড়া পাঁচ দিনের ক্রিকেটে(টেস্ট) সাকিবের মোট ২১৫টি উইকেটও রয়েছে।ওয়ানডে ক্যারিয়ার


ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অসংখ্য ম্যাচ জয়ের নায়ক সাকিব আল হাসান। বাংলাদেশের হয়ে সাকিব ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলে মোট ৬৬০০ রান সংগ্রহ করেন। ওয়ানডে ক্রিকেটে এই তারকা অলরাউন্ডার ৯টি সেঞ্চুরি ও ৪৯টি ফিফটির মালিক। এছাড়া একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার। ওয়ানডে ক্রিকেটে সাকিব বল হাতে ২৭৭টি উইকেট নিয়েছেন।


টিটুয়েন্টি ক্যারিয়ার


বর্তমান টিটুয়েন্টি ক্রিকেটে সাকিব আল হাসান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অলরাউন্ডারদের অন্যতম।এই অভিজ্ঞ অলরাউন্ডার জাতীয় দলের হয়েও যথারীতি টিটুয়েন্টি ক্রিকেটে সফলতার ধারা অব্যাহত রেখেছেন। সাকিব আল হাসান ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দলের হয়ে ৮৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১৭১৮ রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে এই অলরাউন্ডারের ৯টি ফিফটি রয়েছে। এছাড়া সাকিব আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ এবং বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার (১০২ উইকেট)। 

সাকিবের নতুন দুই টিটুয়েন্টি রেকর্ড

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের নামের পাশে নতুন দুই রেকর্ড যুক্ত হয়েছে। অলরাউন্ডার সাকিব গড়েছেন এক অনন্য রেকর্ড এদিকে বোলার সাকিব আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় সেরা বোলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। লাসিথ মালিঙ্গার পরে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি সাকিব আল হাসান। আসুন সাকিব আল হাসানের নতুন দুই রেকর্ড সম্পর্কে জেনে নিই।


অলরাউন্ডার সাকিবের রেকর্ড


এটি সবাই জানেন যে সাকিবের মাঠে নামার অর্থ হচ্ছে এক প্লেয়ারের মধ্যে দুই সেরাকে পেয়ে যাওয়া( বোলার সাকিব ও ব্যাটসম্যান সাকিব)। এবং এটি যে এক চরম সত্য তা সাকিব আবার প্রমাণ করলেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে একই সাথে ১হাজার রান ও ১০০ উইকেট নেয়া প্রথম ক্রিকেটার এখন সাকিব আল হাসান।অষ্ট্রেলিয়ার  বিপক্ষে সদ্যসমাপ্ত পঞ্চম টিটুয়েন্টিতে সাকিব এই অনন্য কীর্তি গড়েন।এর আগে আর কোন ক্রিকেটার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে একই সাথে ১হাজার রান ও ১০০ উইকেট নিতে পারেননি।


বোলার সাকিবের কীর্তি


অষ্ট্রেলিয়ার বিপক্ষে সদ্যসমাপ্ত টিটুয়েন্টি সিরিজে সাকিব বল হাতে মোট ৭ উইকেট নিয়ে দারুণ সাফল্য লাভ করেন এবং এর মধ্যদিয়ে তিনি আন্তর্জাতিক টিটুয়েন্টিতে মোট ১০২টি উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন। উল্লেখ্য আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সাকিব আল হাসান এখন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট(১০২ উইকেট) শিকারি বোলার তাঁর আগে রয়েছেন শুধু শ্রীলঙ্কার স্পিডস্টার লাসিথ মালিঙ্গা (১০৭ উইকেট) ।


আন্তর্জাতিক টিটুয়েন্টির সেরা বোলার


আন্তর্জাতিক টিটুয়েন্টির সেরা দশ বোলারের সর্বশেষ পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

১.লাসিথ মালিঙ্গা -৮৪ ম্যাচ - ১০৭ উইকেট

২.সাকিব আল হাসান - ৮৪ ম্যাচ - ১০২ উইকেট

৩.টিম সাউদি - ৮৩ ম্যাচ - ৯৯ উইকেট

৪.শহিদ আফ্রিদি - ৯৯ ম্যাচ - ৯৮ উইকেট

৫.রশিদ খান - ৫১ম্যাচ - ৯৫ উইকেট

৬.উমর গুল - ৬০ ম্যাচ - ৮৫ উইকেট

৭.সৈয়দ আজমল -৬৪ ম্যাচ - ৮৫ উইকেট

৮.জি ডকরিল - ৭৯ ম্যাচ - ৭৬ উইকেট

৯.ডোয়াইন ব্রাভো - ৮৬ ম্যাচ - ৭৬ উইকেট

১০.ইস সোদি - ৫৭ ম্যাচ - ৭৩ উইকেট

আন্তর্জাতিক টিটুয়েন্টিতে যত হ্যাটট্রিক

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃটিটুয়েন্টি ক্রিকেট ক্রিকেটের নতুন সংস্করণ। এবং ভিন্নধরণের ধুমধাড়াক্কা ব্যাটবলের লড়াই টিটুয়েন্টি ক্রিকেটকে করে তুলেছে ব্যাপক জনপ্রিয়।যদিও টেস্ট বা ওয়ানডে ক্রিকেটের মত কৌশল ও  টেকনিকের কারিকুরি টিটুয়েন্টিতে নেই তবু স্বল্প দৈর্ঘ্যের ক্রিকেট হিসেবে এটি খুবই দর্শকপ্রিয়। এছাড়া টিটুয়েন্টি ক্রিকেটে বোলারদের চ্যালেঞ্জ অন্য ফরম্যাটের চেয়ে ঢের ভিন্ন। এখানে একজন বোলার মাএ চার ওভার হাতঘোরানোর সুযোগ পেয়ে থাকে। সেইসাথে ডটবল ,উইকেট ইত্যাদির বিচিত্র মারপ্যাচ বোঝে এখানে বল করতে হয়। আজকের স্টোরিটি  আন্তর্জাতিক টিটুয়েন্টির সবগুলো হ্যাটট্রিক নিয়ে সাজানো হয়েছে।আন্তর্জাতিক টিটুয়েন্টির হ্যাটট্রিকগুলো


আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বোলারদের বহুমাত্রিক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় এবং সেখানে হ্যাটট্রিক করাও বেশ কঠিন কাজ।তবু এই কঠিন কাজটি ইতিপূর্বে ষোলজন বোলার সফলভাবে সম্পন্ন করেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিকের সংখ্যা ১৭টি এবং এই তালিকায় শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার দুটি হ্যাটট্রিকের রেকর্ড রয়েছে। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে প্রথম হ্যাটট্রিক করেন অষ্ট্রেলিয়ার সাবেক স্পিডস্টার ব্রেট লি।২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষে কেপটাউনে ব্রেট লি আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম হ্যাটট্রিক করেন। সর্বশেষ আন্তর্জাতিক টিটুয়েন্টিতে হ্যাটট্রিক করলেন আরেক অসি পেসার নাথান ইলিচ।ইলিচ বাংলাদেশের সাথে চলমান টিটুয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন। উল্লেখ্য এটি ছিল ইলিচের অভিষেক টিটুয়েন্টি ম্যাচ। অভিষেক টিটুয়েন্টিতে এর আগে আর কোন বোলার হ্যাটট্রিক করতে পারেননি। আসুন আন্তর্জাতিক টিটুয়েন্টির হ্যাটট্রিকগুলোর কথা জেনে নিই।


ব্রেট লির হ্যাটট্রিক


আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথম হ্যাটট্রিকের রূপকার সাবেক অষ্ট্রেলিয়ান স্পিডস্টার ব্রেট লি।২০০৭ সালে কেপটাউনে  বাংলাদেশের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে ব্রেট লি  হ্যাটট্রিকের গৌরব অর্জন করেন।


জ্যাকব ওরামের হ্যাটট্রিক


সাবেক কিউই পেসার জ্যাকব ওরাম ২০০৯ সালে কলম্বোয় শ্রীলঙ্কার বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


টিম সাউদির হ্যাটট্রিক


২০১০ সালে কিউই পেসার টিম সাউদি অকল্যান্ডে পাকিস্তানের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন।থিসারা পেরেরার হ্যাটট্রিক


শ্রীলঙ্কার তারকা অলরাউন্ডার থিসারা পেরেরা ২০১৬ সালে রাচিতে ভারতের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন।


লাসিথ মালিঙ্গার হ্যাটট্রিক

শ্রীলঙ্কার তারকা পেসার লাসিথ মালিঙ্গা ২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বোয় এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


ফাহিম আশরাফের হ্যাটট্রিক

পাকিস্তানের ফাহিম আশরাফ ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে আবুধাবিতে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


রশিদ খানের হ্যাটট্রিক


আফগান লেগস্পিনার রশিদ খান ২০১৯ সালে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।এই ম্যাচে রশিদ খান চার বলে চার উইকেট নেন।


লাসিথ মালিঙ্গার দ্বিতীয় হ্যাটট্রিক


শ্রীলঙ্কার স্পিডস্টার লাসিথ মালিঙ্গা ২০১৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্যান্ডিতে নিজের দ্বিতীয় টিটুয়েন্টি হ্যাটট্রিক সম্পন্ন করেন।এই ম্যাচে মালিঙ্গা চার বলে চার উইকেট নেন।


হাসনাইনের হ্যাটট্রিক


পাকিস্তানের মোহাম্মদ হাসনাইন ২০১৯ সালে শ্রীলঙ্কার বিপক্ষে লাহোরে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


কাওছার আলীর হ্যাটট্রিক


২০১৯ সালে ওমানের কাওছার আলী নেদারল্যান্ডের বিপক্ষে মাসকাটে অনুষ্ঠিত এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন ।


ভানুয়ার হ্যাটট্রিক


পাপুয়া নিউগিনির নরমান ভানুয়া ২০১৯ সালে  বারমুডার বিপক্ষে দুবাইয়ে অনুষ্ঠিত এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


দীপক চাহারের হ্যাটট্রিক


ভারতের তারকা অলরাউন্ডার দীপক চাহার ২০১৯ সালে নাগপুরে বাংলাদেশের বিপক্ষে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ভারতের কোন বোলারের এটিই প্রথম হ্যাটট্রিকের ঘটনা।


এষ্টন এগারের হ্যাটট্রিক


অষ্ট্রেলিয়ার তারকা স্পিনার এষ্টন এগার ২০২০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


অখিলা ধনঞ্জয়ার হ্যাটট্রিক


শ্রীলঙ্কার তারকা স্পিনার অখিলা ধনঞ্জয়া ২০২১ সালে ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে এন্টিগার এক ম্যাচে হ্যাটট্রিক করেন।


ওয়াসিম আব্বাসের হ্যাটট্রিক


মাল্টার ওয়াসিম আব্বাস ২০২১ সালে বেলজিয়ামের বিপক্ষে মারসায় অনুষ্ঠিত এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


সিরাজ শেখের হ্যাটট্রিক


বেলজিয়ামের সিরাজ শেখ মাল্টার বিপক্ষে এই বছরের জুলাইয়ে মারসায় অনুষ্ঠিত এক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিক করেন।


নাথান ইলিচের হ্যাটট্রিক


আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে সর্বশেষ হ্যাটট্রিক করেন অষ্ট্রেলিয়ার তরুণ পেসার নাথান ইলিচ।৬ আগষ্ট,২০২১ তারিখে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ইলিচ নিজের অভিষেক টিটুয়েন্টি ম্যাচে হ্যাটট্রিকের কৃতিত্ব অর্জন করেন।

রবীন্দ্র প্রয়াণ দিবসের শুভেচ্ছা

                                                               

    


প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২২শে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুদিবস।এই দিনে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সাথে এখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টিকর্ম সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি।


রবীন্দ্রনাথের জীবন ও সৃষ্টিকর্ম


বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ দিকপাল রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও উল্লেখযোগ্য সৃষ্টিকর্মের পরিচয় এখানে তুলে ধরছি।


রবীন্দ্রনাথের জীবনকাল 

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ৭মে ১৮৬১; বাংলা ২৫ বৈশাখ ১২৬৮ 
রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু ৭ আগষ্ট ১৯৪১; বাংলা ২২ শ্রাবণ ১৩৪৮


পারিবারিক উপাধি

রবীন্দ্রনাথ ঠাকুর পিরালি ব্রাম্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।তাদের পারিবারিক উপাধি ছিল কুশারি।


রবীন্দ্রনাথ প্রথম ইংল্যান্ডে যান

রবীন্দ্রনাথ ঠাকুর মাএ সতেরো বছর বয়সে  প্রথম ইংল্যান্ডে (১৮৭৮)  যান।রবীন্দ্রনাথের উপাধি

কবিগুরু, গুরুদেব,বিশ্বকবি


রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ


রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৫২টি কাব্যগ্ৰন্থ রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্ৰন্থ  বলাকা,সোনারতরী,চিএা, গীতাঞ্জলি ।রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য উপন্যাস


রবীন্দ্রনাথ ঠাকুর মোট ১৩টি উপন্যাস রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য উপন্যাস যথাক্রমে চোখের বালি,যোগাযোগ,চারঅধ্যায়,শেষের কবিতা,গোরা ।রবীন্দ্রনাথের গীতিকাব্য

 
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ১৯১৫টি গান রচনা করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য গীতিকাব্য গীতবিতান। তাঁর গানে হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত,কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত,বাংলা লোকসঙ্গীত, ইংরেজি ব্যালাড ও স্কটিস লোকগীতির ব্যবহার রয়েছে।রবীন্দ্র ছোটগল্প


রবীন্দ্রনাথ ঠাকুর ৯৫টি ছোটগল্প রচনা করেন। তাঁর বিখ্যাত ছোটগল্প গ্ৰন্থের নাম সঞ্চয়িতা। রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য ছোটগল্প যথাক্রমে নিশীথে,মণিহারা, ক্ষুধিত পাষাণ,নষ্টনীড়, কাবুলিওয়ালা,মুসলমানীর গল্প।রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক


রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৩৮টি নাটক রচনা করেন। তাঁর উল্লেখযোগ্য নাটক যথাক্রমে রক্তকরবী,চিএাঙ্গদা,গোড়ায় গলদ,রাজা,ডাকঘর,তাসের দেশ,কালের যাএা।রবীন্দ্র প্রবন্ধ


রবীন্দ্রনাথ ঠাকুর মোট ৩৬টি প্রবন্ধগ্ৰন্থ রচনা করেন। তাঁর প্রবন্ধের বিষয়বস্তু হচ্ছে সমাজ,রাষ্ট্রনীতি, সাহিত্যতত্ত্ব,ইতিহাস,ভাষা ইত্যাদি। রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য প্রবন্ধ যথাক্রমে কালান্তর, ভারতবর্ষ,ইতিহাস, সাহিত্য,শব্দতত্ত্ব,সভ্যতার সংকট,ন্যাশনালিজম,জীবনস্মৃতি ইত্যাদি।রবীন্দ্র সৃষ্টিকর্মের অনুবাদ


রবীন্দ্রনাথের সৃষ্টিকর্ম বিশ্বের বেশকিছু প্রভাবশালী ভাষায় অনূদিত হয়েছে এর মধ্যে ইংরেজি, জার্মান,স্পেনিশ,চীনা ভাষা, জাপানী ভাষা,হিন্দি ভাষা অন্যতম।রবীন্দ্রনাথ ঠাকুরের ঢাকায় আগমন


রবীন্দ্রনাথ ২বার ঢাকায় আসেন।প্রথম ১৮৯৮সালে এবং দ্বিতীয়বার ১৯২৬ সালে।


গ্ৰামউন্নয়নে কৃষিব্যাংক


বাংলার গ্ৰাম উন্নয়নে রবীন্দ্রনাথ প্রথম কৃষিব্যাংক প্রতিষ্ঠা করেন।


গীতাঞ্জলি ও নোবেল পুরস্কার


রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ 'song offerings' এর জন্য সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন।


রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী


রবীন্দ্রনাথের উল্লেখযোগ্য আত্মজীবনীমূলক গ্রন্থ যথাক্রমে জীবনস্মৃতি, ছেলেবেলা।

ব্রাভোর অবসরের খবর

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ ওয়েস্ট ইন্ডিজের জনপ্রিয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। উইন্ডিজ জাতীয় টিমের হয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আর টিটুয়েন্টি ক্রিকেটে তাকে দেখা যাবে না এবং আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক টিটুয়েন্টি থেকে পুরোপুরি অবসরে চলে যাবেন এই তারকা অলরাউন্ডার। বিশ্বের অন্যতম সেরা টিটুয়েন্টি অলরাউন্ডার ব্রাভো ব্যাটবলের পাশাপাশি ফিল্ডার হিসেবেও দারুণ সফল।উইন্ডিজ জাতীয় দলের পাশাপাশি বিশ্বের সব বড় টিটুয়েন্টি লিগেই তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে টিটুয়েন্টি বিশ্বকাপ জয় করেছেন।এর সাথে ফ্রাঞ্চাইজি ক্রিকেটেও তাঁর ঈর্ষনীয় সাফল্য রয়েছে।প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে ডোয়াইন ব্রাভোর জন্য শুভকামনা জানাচ্ছি।


ডোয়াইন ব্রাভোর ক্যারিয়ারচিএ


ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি তিন ফরম্যাটেই খেলেছেন। এবং ক্রিকেটের তিন ফরম্যাটে তাঁর সফলতার ইতিহাস রয়েছে। আসুন ডোয়াইন ব্রাভোর আন্তর্জাতিক ক্যারিয়ারচিএ দেখে নিই।

টেস্ট ক্যারিয়ার


উইন্ডিজ জাতীয় দলের হয়ে ডোয়াইন ব্রাভো ৪০টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তাঁর ব্যাটহাতে মোট সংগ্ৰহ ২২০০ রান এর সাথে রয়েছে ৩টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি। টেস্ট ক্রিকেটে বল হাতে ৮৬টি উইকেট নিয়েছেন এই তারকা অলরাউন্ডার।


ওয়ানডে ক্যারিয়ার


ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৬৪টি ওয়ানডে ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ২৯৬৪ রান। এছাড়া  ওয়ানডে ক্রিকেটে তাঁর ২টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি রয়েছে।বল হাতে নিয়েছেন ১৯৯টি মূল্যবান উইকেট।


টিটুয়েন্টি ক্যারিয়ার


ডোয়াইন ব্রাভো আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম নায়ক।এই তারকা অলরাউন্ডার ইতিপূর্বে ৮৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪ ফিফটিসহ ১২২৯ রান সংগ্রহ করেছেন। সেই সাথে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ব্রাভো বল হাতে ৭৬টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।


ফ্রাঞ্চাইজি ক্যারিয়ার


ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় অলরাউন্ডারদের একজন ব্রাভো।হাডহিটার ও কার্যকর মিডিয়াম পেসার হিসেবে বিশ্বের সব বড় টিটুয়েন্টি লিগে ব্রাভোর জনপ্রিয়তা রয়েছে। ইতিমধ্যে ১০০টি ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার যেখানে ব্যাট হাতে ৫৩০২ রান ও বল হাতে ১৭৭টি মূল্যবান উইকেট নিয়েছেন।


ব্রাভো যেসব টিমে খেলেছেন


বিশ্বের সব বড় প্রথমশ্রেণীর লিগে ব্রাভোর ব্যাপক জনপ্রিয়তা ও উপস্থিতি রয়েছে।ডোয়াইন ব্রাভো যেসব বিখ্যাত টিমে খেলেছেন তাঁর ভেতরে রয়েছে কেন্ট,এিনিদাদ এন্ড টোবাগো, ভিক্টোরিয়া,মোম্বাই ইন্ডিয়ানস, চেন্নাই সুপার কিংস,সিডনি সিক্সার্স,সারে,ঢাকা ডায়নামাইটস,মিডলসেকস,গুজরাট লায়নস, পেশোয়ার জালমি প্রভৃতি।বিশেষ রেকর্ড


ডোয়াইন ব্রাভোর কিছু বিশিষ্ট রেকর্ড এখানে তুলে ধরছি।


১. ক্রিকেট ইতিহাসের তৃতীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো যার ক্রিকেটের তিন ফরম্যাটে ১০০০ রান ও ৫০টি করে উইকেট নেয়ার কৃতিত্ব রয়েছে।


২.২০০৯ সালের চ্যাম্পিয়নসলিগ টিটুয়েন্টিতে সর্বাধিক উইকেট নেন ব্রাভো।৩.২০১৩ ও ২০১৫ সালের আইপিএলে সর্বাধিক উইকেট দখল করে পারপল ক্যাপ পান এই তারকা অলরাউন্ডার।৪.২০১৫ সালের সিপিএলে ব্রাভো প্লেয়ার অব দ্য সিরিজ হন।


৫.২০১৫ ও ২০১৬ সালের সিপিএলে সর্বাধিক উইকেট নেন ডোয়াইন ব্রাভো।


৬.বিপিএলের ২০১৬ আসরে ব্রাভো সর্বাধিক উইকেট নেয়ার কৃতিত্ব অর্জন করেন।


৭.২০১৭-১৮ মৌসুমের বিগব্যাশ লিগে রশিদ খানের সাথে যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি ছিলেন ব্রাভো।

সাম্প্রতিক চাকরির খবর

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে বেশকিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষে নিয়োগ

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের কিছু পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : নৌস্থপতি,মাষ্টার পাইলট, নিম্নমান সহকারী,ড্রাইভার ইত্যাদি।

পদসংখ্যা : ২৭

যোগ্যতা : পদভেদে এসএসসি থেকে স্মাতক ডিগ্রি।

বেতন : পদভেদে গ্ৰেড-৬ থেকে গ্ৰেড-২০।

বয়স : নৌস্থপতি ও মাষ্টার পাইলট পদ ছাড়া বাকি সব পদের জন্য ১৮-৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেএে সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া : অনলাইন  (www.jobsbjwta.gov.bd)

আবেদনের শেষ তারিখ :৩১/০৮/২০২১

সূত্র : বিডিজবস ডটকম


সেনাবাহিনীতে নিয়োগ


বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক বিভিন্ন পদে ৬২৭জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ : অটো ইলেকট্রিশিয়ান,কেমিস্ট,ফিটার,বুক বাইন্ডার,ল্যাবরেটরি এন্টেনডেন্ট, নিরাপত্তা প্রহরীসহ শতাধিক ক্যাটাগরি।

পদসংখ্যা :৬২৭

যোগ্যতা : যোগ্যতা সম্পর্কে জানতে এই লিংকে ক্লিক করুন (www.army.mil.bd)

বেতন : পদভেদে গ্ৰেড -১১ থেকে গ্ৰেড-২০ ।

আবেদনের প্রক্রিয়া: আবেদনের প্রক্রিয়া ইত্যাদি সম্পর্কে জানতে ভিজিট করুন (www.army.mil.bd)

আবেদনের শেষ তারিখ :৩১/০৮/২০২১

সূত্র : দৈনিকশিক্ষা 


ব্র্যাক ব্যাংকে নিয়োগ


দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেডে নিম্নোক্ত পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদ : এসোসিয়েট ম্যানেজার,ম্যানেজার, সিনিয়র ম্যানেজার, অফিসার ইত্যাদি বেশকিছু পদ।

পদসংখ্যা : অনির্দিষ্ট

যোগ্যতা ও অভিজ্ঞতা : যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি জানতে এই লিংকে ক্লিক করুন।(www.bdjobs.com)

সূত্র : বিডিজবস ডটকম (www.bdjobs.com)


এসিআই এ নিয়োগ

এসিআই এ 'সিনিয়র বিজনেস এনালিষ্ট/বিজনেস এনালিষ্ট 'পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।


পদ : সিনিয়র বিজনেস এনালিষ্ট/ বিজনেস এনালিষ্ট

পদসংখ্যা : অনির্দিষ্ট

যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/এমবিএ (ফিনান্স, একাউন্টিং)।

অভিজ্ঞতা :২ বছরের অভিজ্ঞতা।

চাকরির ধরণ : পূর্ণকালীন

বয়স : ২২-৩২ বছর।

কর্মক্ষেত্র : ঢাকা

আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট : www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ :০৯/০৮/২০২১

সূত্র : বিডিজবস ডটকম