WHAT'S NEW?
Loading...

আইপিএলের নতুন ভেন্যু সংযুক্ত আরব আমিরাত

                                                                      


প্রিয় ক্রিকেট ডটকমঃ স্থগিত ২০২১ আইপিএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। করোনা মহামারীর কারণে স্থগিত হওয়া আইপিএলের বাকি ৩১ ম্যাচ আগামী ১৯সেপ্টেম্বর থেকে শুরু হবে। ২০২১ আইপিএলের বাকি ম্যাচগুলো (৩১টি ম্যাচ) যথাক্রমে দুবাই,শারজা ও আবুধাবিতে অনুষ্ঠিত হবে।এ বছরের ১৫ অক্টোবর ২০২১ আইপিএলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।


আইপিএলের নতুন ভেন্যু

আইপিএলের বাকি ৩১টি ম্যাচের ভেন্যু হিসেবে থাকবে দুবাই,শারজা ও আবুধাবি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দ্বিতীয় ধাপের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাইয়ে এবং ফাইনাল ম্যাচটিও অনুষ্ঠিত হবে দুবাইয়ে।


আইপিএলের নতুন ম্যাচসূচি

২০২১ আইপিএলের সংযুক্ত আরব আমিরাত পর্বের ম্যাচসূচি দেখে নিন।


                               




আইপিএলের ভারতপর্বে  ব্যাটেবলে  শীর্ষ পাঁচ

ইতিপূর্বে এবারের আইপিএলের উদ্ধোধনী ম্যাচসহ বেশকিছু ম্যাচ ভারতে অনুষ্ঠিত হয়েছে তবে বিভিন্ন ফ্রাঞ্চাইজিতে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় শেষমেশ ২০২১ আইপিএল স্থগিত ঘোষণা করা হয়। স্থগিত আইপিএলের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরা হলো।


শীর্ষ পাঁচ ব্যাটসম্যান


১.শিকর ধাওয়ান - দিল্লি ক্যাপিট্যালস - ৭ম্যাচে ৩৮০রান
২.কেএল রাউল - পাঞ্জাব কিংস -৭ ম্যাচে  ৩৩১ রান
৩.ফাফ ডু প্লেসিস - চেন্নাই সুপার কিংস- ৭ ম্যাচে ৩২০ রান
৪.পৃথিবি শাহ - দিল্লি ক্যাপিট্যালস - ৮ ম্যাচে ৩০৮ রান
৫.সঞ্জু স্যামসন - রাজস্থান রয়্যালস - ৭ ম্যাচে ২৭৭ রান 


শীর্ষ পাঁচ বোলার


১.হার্শাল প্যাটেল -রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু- ৭ম্যাচে ১৭ উইকেট
২.আভিস খান - দিল্লি ক্যাপিট্যালস - ৮ ম্যাচে ১৪ উইকেট
৩.ক্রিস মরিস - রাজস্থান রয়্যালস - ৭ ম্যাচে ১৪ উইকেট
৪.রাউল চাহার - মোম্বাই ইন্ডিয়ানস - ৭ ম্যাচে ১১ উইকেট
৫.রশিদ খান - সানরাইজার্স হায়দরাবাদ - ৭ ম্যাচে ১০ উইকেট