প্রিয় ক্রিকেট ডটকমঃবাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে নতুন দুই কোচ যুক্ত হয়েছেন।একজন ব্যাটিংকোচ এবং অন্যজন স্পিনবোলিং কোচ । ব্যাটিং কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান আশওয়েল প্রিন্সকে নিয়োগ দেয়া হয়েছে।প্রিন্স জন লুইসের স্থলাভিষিক্ত হলেন।। এছাড়া স্পিনবোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন শ্রীলঙ্কার সাবেক বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ।হেরাথ প্রাথমিকভাবে এবছরের টিটুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের স্পিনকোচ হিসেবে দায়িত্ব পালন করবেন।আশওয়েল প্রিন্স প্রাথমিকভাবে জিম্বাবুয়ে সিরিজের জন্য নিয়োগ পেয়েছেন।
ছবি: রঙ্গনা হেরাথ
রঙ্গনা হেরাথের ক্যারিয়ার ও কোচিং
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন স্পিনবোলিং কোচ রঙ্গনা হেরাথ স্পিনার হিসেবে খুবই সফল ছিলেন।তবে কোচ হিসেবে হেরাথের এটিই প্রথম অভিজ্ঞতা।রঙ্গনা হেরাথের ক্যারিয়ার চিএ এখানে তুলে ধরা হলো।
টেস্ট ক্যারিয়ার
রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ৯৩টি টেস্ট খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৪৩৩ উইকেট। টেস্ট ক্রিকেটে ম্যাচে ১০ উইকেট নিয়েছেন ৯ বার এবং টেষ্টে ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৩৪ বার।
ওয়ানডে ক্যারিয়ার
রঙ্গনা হেরাথ ৭১টি ওয়ানডে খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৭৪ উইকেট।
টিটুয়েন্টি ক্যারিয়ার
রঙ্গনা হেরাথ ১৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৮টি উইকেট নেন।
কোচিং ক্যারিয়ার
হেরাথের কোচিংয়ের অভিজ্ঞতা নেই। কোচ হিসেবে এটিই তাঁর প্রথম কাজ।তবে এই লংকান গ্ৰেট আইসিসি ও শ্রীলংকার লেভেল ৩ স্পেশালিষ্ট কোচ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
রঙ্গনা হেরাথের টেস্ট অভিষেক হয় ১৯৯৯সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে।এই লংকান গ্ৰেটের ওয়ানডে অভিষেক হয় জিম্বাবুয়ের বিপক্ষে ২০০৪ সালে। হেরাথের টিটুয়েন্টি অভিষেক হয় ২০১১সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে।
ডমেষ্টিক ক্যারিয়ার
রঙ্গনা হেরাথ মুরস ক্রিকেট ক্লাব,সারে,হামশায়ারের মত বিখ্যাত সব ক্লাবের হয়ে ডমেষ্টিক ক্রিকেট খেলেছেন।
হেরাথের অজানা রেকর্ড
রঙ্গনা হেরাথের কিছু অজানা রেকর্ড এখানে তুলে ধরছি।
* আন্তর্জাতিক ক্রিকেটে বাঁহাতি স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট হেরাথের (৪৩৩)।
* রঙ্গনা হেরাথ শ্রীলঙ্কার দ্বিতীয় বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নেন।
* ক্রিকেট ইতিহাসে প্রথম বাঁহাতি স্পিনার হিসেবে হেরাথ টেস্ট ক্রিকেটে ৪০০ উইকেট নিয়েছেন।
* প্রথম লংকান বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে হ্যাটট্রিক রয়েছে হেরাথের।
* মুরালিধরন ও ডেল স্টেইনের পর রঙ্গনা হেরাথ তৃতীয় বোলার যিনি সব টেষ্টপ্লেয়িং দেশের বিপক্ষে টেস্টে ৫ উইকেট নিয়েছেন।
* দ্বিতীয় লংকান বোলার হিসেবে হেরাথ প্রথমশ্রেণীর ক্রিকেটে ১ হাজার উইকেট নিয়েছেন।
ছবি: আশওয়েল প্রিন্স
আশওয়েল প্রিন্সের ক্যারিয়ার ও কোচিং
আশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্যের সাথে খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটে সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান ১১টি সেঞ্চুরি ও ১৪টি ফিফটি করেছেন। আশওয়েল প্রিন্সের ক্যারিয়ার চিএ এখানে দেখে নিন।
টেস্ট ক্যারিয়ার
৬৬টি টেস্ট ম্যাচ খেলেছেন আশওয়েল প্রিন্স। টেস্ট ক্রিকেটে প্রিন্সের মোট রানসংখ্যা ৩৬৬৫।
ওয়ানডে ক্যারিয়ার
আশওয়েল প্রিন্স দক্ষিণ আফ্রিকার হয়ে ৫২টি ওয়ানডে ম্যাচ খেলেছেন।প্রিন্সের মোট ওয়ানডে রানসংখ্যা ১০১৮।
টিটুয়েন্টি ক্যারিয়ার
আশওয়েল প্রিন্স ১টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে ব্র্যাক হাতে তাঁর সংগ্রহ ছিল ৫ রান।
কোচিং ক্যারিয়ার
প্রিন্স আইসিসির লেভেল৩ স্পেশালিষ্ট কোচ হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত। এছাড়া সাবেক এই প্রোটিয়া ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকা 'এ 'দলের ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করেছেন।প্রিন্স দক্ষিণ আফ্রিকা'এ' দলের অন্তর্বর্তীকালীন হেডকোচও ছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক
২০০২ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে আশওয়েল প্রিন্সের টেস্ট অভিষেক হয় ।প্রিন্সের ওয়ানডে অভিষেক হয় বাংলাদেশের বিপক্ষে ২০০২ সালে।প্রিন্সের টিটুয়েন্টি অভিষেক হয় ২০০৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে।
ডমেষ্টিক ক্যারিয়ার
আশওয়েল প্রিন্স ডমেষ্টিক ক্রিকেটে ইষ্টার্ন প্রভিন্স,ওয়েষ্টার্ন প্রভিন্স, নটিংহ্যাম্পশায়ার,ল্যাঙ্কাশায়ারের মত বিশ্বখ্যাত প্রথম শ্রেণীর দলের হয়ে খেলেছেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন