প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটের শুরু থেকেই আয়ারল্যান্ড ভালো খেলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আয়ারল্যান্ড দলে একাধিক বিশ্বমানের তারকা ক্রিকেটার রয়েছে।কেভিন ওব্রায়েন,পল স্টারলিংয়ের মত তারকা ক্রিকেটার আয়ারল্যান্ডের হয়ে খেলে থাকেন। আয়ারল্যান্ডের সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান নিয়ে এখানে আলোচনা করছি।
টিটুয়েন্টিতে আয়ারল্যান্ডের শীর্ষ দশ ব্যাটসম্যানের পরিসংখ্যান
আয়ারল্যান্ডের টিটুয়েন্টি দলে দারুণ সব ব্যাটসম্যান রয়েছে। এক্ষেত্রে পল স্টারলিং, কেবিন ওব্রায়েন,উইলসন,পোটারফিল্ড,ব্যালবিমির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। আয়ারল্যান্ডের টিটুয়েন্টি সাফল্যের পেছনে এসব ব্যাটসম্যানের অবদান সবচেয়ে বেশি। আয়ারল্যান্ডের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
পল স্টারলিং
পল স্টারলিং আয়ারল্যান্ডের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্জাইজি লিগের জনপ্রিয় মুখ। স্টারলিং ৮১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ২১৬৭ রান। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে পল স্টারলিংয়ের ১৮টি ফিফটি রয়েছে।
কেবিন ওব্রায়েন
কেবিন ওব্রায়েন আয়ারল্যান্ডের অন্যতম সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যান। কেবিন ওব্রায়েন ৯৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১সেঞ্চুরি ও ৩ফিফটিসহ মোট ১৬৭৪ রান সংগ্রহ করেন।
জিসি উইলসন
জিসি উইলসন আয়ারল্যান্ডের হয়ে ৮১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১২৬৮ রান সংগ্রহ করেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে উইলসনের ৩টি ফিফটি রয়েছে।
উইলিয়াম পোটারফিল্ড
উইলিয়াম পোটারফিল্ড ৬১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১০৭৯ রান সংগ্রহ করেন। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই ব্যাটসম্যানের ৩টি ফিফটিও রয়েছে।
এ ব্যালবিমি
এ ব্যালবিমি ৪৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ১০০০ রান সংগ্রহ করেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই ব্যাটসম্যানের ৪টি ফিফটি রয়েছে।
নিল ওব্রায়েন
নিল ওব্রায়েন আয়ারল্যান্ডের হয়ে ৩০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৪৬৬ রান সাথে রয়েছে ১টি ফিফটি।
জি ডিলেনি
জি ডিলেনি ২৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৪৩৬ রান সংগ্রহ করেন। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই ব্যাটসম্যানের ২টি ফিফটি রয়েছে।
এইস টেক্টর
এইস টেক্টর আয়ারল্যান্ডের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন।এই ব্যাটসম্যান
২৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১ফিফটিসহ মোট ৪০৮ রান সংগ্রহ করেন।
ই জোসি
ই জোসি আয়ারল্যান্ডের হয়ে ১৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১টি ফিফটিসহ মোট ৪০৪ রান সংগ্রহ করেন।
এস থমসন
এস থমসন ৪১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩২৮ রান সংগ্রহ করেন। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এই ব্যাটসম্যানের ১টি ফিফটি রয়েছে।
আয়ারল্যান্ডের শীর্ষ দশ টিটুয়েন্টি বোলার
আয়ারল্যান্ডের টিটুয়েন্টি বোলারদের তালিকায় উল্লেখযোগ্য নামগুলো হলো ডকরিল, কেবিন ওব্রায়েন,রানকিন। এছাড়াও আয়ারল্যান্ড দলে আরো বেশকিছু প্রতিভাবান টিটুয়েন্টি বোলার রয়েছে। এখানে আয়ারল্যান্ডের শীর্ষ দশ টিটুয়েন্টি বোলারের পরিসংখ্যান তুলে ধরছি।
জি ডকরিল
জি ডকরিল আয়ারল্যান্ডের সবচেয়ে সফল টিটুয়েন্টি বোলার।ডকরিল ৭৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৭৬টি উইকেট নিয়েছেন। এই বোলারের সেরা বোলিং (৪/২০)।
কেবিন ওব্রায়েন
৯৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে কেবিন ওব্রায়েন ৫৮টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৪/৪৫)।
ডব্লিউ রানকিন
ডব্লিউ রানকিন ৪৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৫৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/১৬)।
এ কোচেক
এ কোচেক ৩৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৫টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৪/১১)।
এম আর এডহেয়ার
এম আর এডহেয়ার আয়ারল্যান্ডের হয়ে ২১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩২টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৪/৪০)।
ডি জনস্টন
ডি জনস্টন আয়ারল্যান্ডের হয়ে ৩০ ম্যাচে ৩২টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৪/২২)।
সি ইয়ং
সি ইয়ং আয়ারল্যান্ডের হয়ে ৩৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৮টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৪/১৩)
এম শরেনচেন
এম শরেনচেন আয়ারল্যান্ডের সেরা টিটুয়েন্টি বোলারদের মধ্যে অন্যতম।২৬ ম্যাচে তাঁর মোট উইকেট সংখ্যা ২৬ টি। তাঁর সেরা বোলিং (৩/১৭)।
শিমি সিং
শিমি সিং আয়ারল্যান্ডের হয়ে ২৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৫টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/১৫)।
এচি বোথা
এচি বোথা ১৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২১টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/১৪)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন