WHAT'S NEW?
Loading...

২০২১ টিটুয়েন্টি বিশ্বকাপের টুকিটাকি

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ বহু আলোচনা সমালোচনার পর অবশেষে  টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু নির্ধারণ করেছে আইসিসি। আইসিসি ম্যানস টিটুয়েন্টি বিশ্বকাপ২০২১ অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। যদিও ২০২১সালের টিটুয়েন্টি বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে ভারতের করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় শেষমেশ টিটুয়েন্টির এই বৈশ্বিক আসর ভারতের বাইরে আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয়। ইতিমধ্যে টিটুয়েন্টি বিশ্বকাপের তারিখ ,ভেন্যু ইত্যাদিও চূড়ান্ত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। টিটুয়েন্টি বিশ্বকাপের তারিখ, ভেন্যু ও অন্যান্য তথ্য এখানে তুলে ধরছি।


টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু ও আয়োজক



আসন্ন ২০২১ সালের টিটুয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো চারটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে।তবে যথারীতি ভারতই ২০২১ টিটুয়েন্টি বিশ্বকাপের আয়োজক হিসেবে থাকছে।আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের ভেন্যু চারটি যথাক্রমে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়াম,শারজাহ স্টেডিয়াম,ওমান একাডেমি গ্ৰাউন্ড মাঠ।




টিটুয়েন্টি বিশ্বকাপের তারিখ



এবারের টিটুয়েন্টি বিশ্বকাপ শুরু হবে এ বছরের ১৪ অক্টোবর এবং ২০২১ টিটুয়েন্টি বিশ্বকাপের  ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এ বছরের ১৪ নভেম্বর।


কোন গ্ৰুপে কোন দেশ


এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে আগে হবে প্রাথমিক পর্বের লড়াই।তারপর শুরু হবে মূলপর্ব। প্রাথমিক পর্বে ৮টি দেশ দুটি গ্ৰুপে বিভক্ত হয়ে  পরস্পরের বিপক্ষে লড়াই করবে এবং সেখান থেকে ৪টি দেশ মূল পর্বে খেলার সুযোগ পাবে।



প্রাথমিক পর্বের দল


আসন্ন টিটুয়েন্টি বিশ্বকাপের প্রাথমিক পর্বে ৮টি দল অংশ নেবে।এই ৮টি দল যথাক্রমে' এ'গ্ৰুপ (শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, নামিবিয়া) ও ' বি'গ্ৰুপ (বাংলাদেশ,ওমান,পাপুয়া নিউগিনি,স্কটল্যান্ড)।


মূল পর্বের দল

এবারের টিটুয়েন্টি বিশ্বকাপে মূলপর্বে সরাসরি খেলবে আটটি দল। এবং প্রাথমিক পর্ব থেকে চারটি দল মূল পর্বে খেলার সুযোগ পাবে।দুটি গ্ৰুপে বিভক্ত হয়ে মূলপর্বে সরাসরি খেলবে এই আটটি দল -( গ্ৰুপ-১ ইংল্যান্ড,অষ্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ) এবং (গ্ৰুপ-২ ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড, আফগানিস্তান)।প্রাথমিক পর্বের 'এ'গ্ৰুপ চ্যাম্পিয়ন ও ' বি' রানার্সআপ দল মূলপর্বে গ্ৰুপ-১ এ খেলবে। এছাড়া প্রাথমিক পর্বের 'এ'গ্ৰুপ রানার্সআপ ও 'বি' গ্ৰুপ চ্যাম্পিয়ন দল মূল পর্বে গ্ৰুপ-২ এ খেলার সুযোগ পাবে।



টিটুয়েন্টি বিশ্বকাপ ফাইনাল পরিসংখ্যান


আইসিসি টিটুয়েন্টি বিশ্বকাপের প্রথম আসর বসে ২০০৭ সালে এবং সর্বশেষ টিটুয়েন্টি বিশ্বকাপ ২০১৬ সালে। বিগত টিটুয়েন্টি বিশ্বকাপগুলোর ফাইনাল পরিসংখ্যান এখানে দেখে নিন।

২০০৭ (ফাইনাল)- চ্যাম্পিয়ন ( ভারত) - রানার্সআপ (পাকিস্তান)
২০০৯ (ফাইনাল)- চ্যাম্পিয়ন (পাকিস্তান)- রানার্সআপ (শ্রীলঙ্কা)
২০১০ (ফাইনাল)- চ্যাম্পিয়ন (ইংল্যান্ড) - রানার্সআপ (অষ্ট্রেলিয়া)
২০১২ (ফাইনাল)- চ্যাম্পিয়ন (ওয়েস্ট ইন্ডিজ)- রানার্সআপ (অষ্ট্রেলিয়া)
২০১৪ (ফাইনাল)- চ্যাম্পিয়ন (শ্রীলঙ্কা) - রানার্সআপ (ভারত)
২০১৬ (ফাইনাল)- চ্যাম্পিয়ন (ওয়েষ্ট ইন্ডিজ) - রানার্সআপ (ইংল্যান্ড)