WHAT'S NEW?
Loading...

টিটুয়েন্টিতে জিম্বাবুয়ের সেরা দশ

                                                                 


প্রিয় ক্রিকেট ডটকমঃ জিম্বাবুয়ে টিটুয়েন্টি ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক টিম। দারুণ সব টিটুয়েন্টি প্লেয়ার জিম্বাবুয়ের হয়ে খেলে থাকেন।ব্রেন্ডন টেলর,হ্যামিল্টন মাসাকাদজা,এলটন চিগুম্বুরার মত বেশকিছু তারকা টিটুয়েন্টি ক্রিকেটার জিম্বাবুয়ের হয়ে খেলে থাকেন। জিম্বাবুয়ের টিটুয়েন্টি দলে  দুর্দান্ত কিছু ইয়াংস্টারও রয়েছে। টিটুয়েন্টি ক্রিকেটে জিম্বাবুয়ের সেরা দশ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান নিয়ে এখানে আলোচনা করছি।


টিটুয়েন্টিতে জিম্বাবুয়ের শীর্ষ দশ ব্যাটসম্যান

জিম্বাবুয়ে টিটুয়েন্টি ক্রিকেটে শুরু থেকেই ভালো ক্রিকেট খেলছে।সম্প্রতি দলটি টিটুয়েন্টি ক্রিকেটে পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষে মোটামুটি সমীহ জাগানো ক্রিকেট খেলেছে।দলটিতে দারুণ  অভিজ্ঞ কিছু টিটুয়েন্টি ব্যাটসম্যানের পাশাপাশি সফল কিছু তরুণ ব্যাটসম্যানও রয়েছে। আসুন জিম্বাবুয়ের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের রেকর্ড দেখে নিই।




হ্যামিল্টন মাসাকাদজা

হ্যামিল্টন মাসাকাদজা জিম্বাবুয়ের সেরা দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় সবার শীর্ষে অবস্থান করছেন।এই তারকা ব্যাটসম্যান ৬৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১১ফিফটিসহ ১৬৬২ রান সংগ্রহ করেন।

শন উইলিয়ামস


শন উইলিয়ামস ৪৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৯৪৫ রান সংগ্রহ করেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে তাঁর ৬টি ফিফটি রয়েছে।


ব্রেন্ডন টেলর


ব্রেন্ডন টেলর জিম্বাবুয়ের সফল ব্যাটসম্যানদের অন্যতম।টেলর ৪৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৬টি ফিফটিসহ মোট ৯৩৪ রান সংগ্রহ করেন।


এলটন চিগুম্বুরা


জিম্বাবুয়ের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অলরাউন্ডার এলটন চিগুম্বুরা ৫৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩ফিফটিসহ  ৮৯৩ রান সংগ্রহ করেন।


সিজে চিবাবা


সিজে চিবাবা ৩৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৫ফিফটিসহ মোট ৬৬৭ রান করেন।


এমএন ওয়ালার


এমএন ওয়ালার ৩২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৬১৩ রান সংগ্রহ করেন। এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ওয়ালারের ১টি ফিফটি রয়েছে।

ক্রেইগ আরভিন


ক্রেইগ আরভিন জিম্বাবুয়ের হয়ে ২৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৩ফিফটিসহ ৫৩৬ রান।


সিকান্দার রাজা


সিকান্দার রাজা জিম্বাবুয়ের হয়ে ৪২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১ফিফটিসহ ৫২৪ রান সংগ্রহ করেন।


ভুসিমুজি সিবান্দা


ভুসিমুজি সিবান্দা ২৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১ফিফটিসহ ৫১১ রান সংগ্রহ করেন।


রায়ান বার্ল

রায়ান বার্ল জিম্বাবুয়ের প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছেন। বার্ল জিম্বাবুয়ের হয়ে ২৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে  ১ফিফটিসহ তাঁর মোট সংগ্রহ ৪৬২ রান।



জিম্বাবুয়ের শীর্ষ দশ টিটুয়েন্টি বোলার


জিম্বাবুয়ে টিমে বেশকিছু অভিজ্ঞ টিটুয়েন্টি বোলার এবং সেই সাথে বেশকজন প্রতিভাবান তরুণ টিটুয়েন্টি বোলার রয়েছে। এক্ষেত্রে জিম্বাবুয়ের সফল টিটুয়েন্টি বোলার হিসেবে এমপপু,শন উইলিয়ামস,জারবিস,চাতারা,উতসেয়া,রায়ান বার্লের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।


এজে ক্রেমার


ক্রেমার জিম্বাবুয়ের হয়ে সর্বাধিক টিটুয়েন্টি উইকেটের মালিক। ক্রেমার ২৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৩৫টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং( ৩/১১)।

সিবি এমপপু


এমপপু জিম্বাবুয়ের অন্যতম সেরা টিটুয়েন্টি বোলার।এমপপু ৩২টি টিটুয়েন্টি ম্যাচে ৩৩টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং (৪/৩০)।

শন উইলিয়ামস

শন উইলিয়ামস ৪৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৩২টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং (৩/১৫)।


কেএন জারবিস

কেএন জারবিস ২২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৮টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/১৫)।

টিএল চাতারা


টিএল চাতারা জিম্বাবুয়ের হয়ে ২৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৮টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৩/২০)।

প্রসপার উতসেয়া


প্রসপার উতসেয়া ৩৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ২৬উইকেট। তাঁর সেরা বোলিং (৩/২৫)।


বি মোজাম্বানি


বি মোজাম্বানি জিম্বাবুয়ের হয়ে ১৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২৫টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং (৩/২১)।


এল এম জুঙ্গি


এল এম জুঙ্গি জিম্বাবুয়ের হয়ে ১৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ২১টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং (৪/১৮)।

টি পানিয়াঙ্গারা

টি পানিয়াঙ্গারা ১৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ২০টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং (৪/৩৭)।


ওয়েলিংটন মাসাকাদজা


ওয়েলিংটন মাসাকাদজা জিম্বাবুয়ের হয়ে ২০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ১৮উইকেট। তাঁর সেরা বোলিং (৪/২৮)।