WHAT'S NEW?
Loading...

টিটুয়েন্টিতে সৌম্য সরকারের ১ হাজার রান

                                                                   

  


প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করলেন সৌম্য সরকার।জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টিটুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ এক ফিফটি হাকিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন সৌম্য সরকার এবং সেইসাথে দেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টিটুয়েন্টি ক্রিকেটে এক হাজার রানের মালিক হন এই স্টাইলিশ ওপেনার।


 টিটুয়েন্টিতে বাংলাদেশের  হাজার রানকারী

আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সৌম্য সরকারের আগে ইতিপূর্বে মাএ চারজন  ব্যাটসম্যান এক হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন । এবং এই তালিকায় এবার যুক্ত হলেন সৌম্য সরকার। বাংলাদেশের যেসব ব্যাটসম্যান ইতিপূর্বে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এক হাজার রান পূর্ণ করেছেন তারা হলেন যথাক্রমে তামিম ইকবাল, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম,সৌম্য সরকার।



সৌম্য সরকারের ক্যারিয়ারচিএ

বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের জনপ্রিয় ওপেনার সৌম্য সরকার। স্টাইলিশ স্টোকমেকার হিসেবে পেয়েছেন ব্যাপক পরিচিতি। এছাড়া মিডিয়াম পেস বোলার হিসেবেও সৌম্যের পরিচিতি রয়েছে। বর্তমানে বাংলাদেশ টিটুয়েন্টি টিমের নিয়মিত সদস্য এই বাঁহাতি ওপেনার তিন ফরম্যাটেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন।এখানে সৌম্য সরকারের ক্যারিয়ারচিএ তুলে ধরছি।



টেস্ট ক্যারিয়ার


১৬ ম্যাচ - ৮৩১ রান - ১সেঞ্চুরি/৪ফিফটি (উইকেট ৪টি)

ওয়ানডে ক্যারিয়ার

৬১ম্যাচ - ১৭৬৮ রান -২সেঞ্চুরি/১১ফিফটি (উইকেট১১টি)

টিটুয়েন্টি ক্যারিয়ার

৫৫ম্যাচ- ১০০৯ রান- ৪ফিফটি (উইকেট ৭টি)



 টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান


আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

১.তামিম ইকবাল (৭৪ ম্যাচে ১৭০১ রান)
২.সাকিব আল হাসান (৭৮ ম্যাচে ১৫৭৯রান)
৩.মাহমুদুল্লাহ রিয়াদ (৯১ ম্যাচে ১৫২৬রান)
৪.মুশফিকুর রহিম (৮৬ ম্যাচে ১২৮২ রান)
৫.সৌম্য সরকার (৫৫ ম্যাচে ১০০৯ রান)




টিটুয়েন্টির শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

আন্তর্জাতিক ক্রিকেটে নতুন সংযোজন টিটুয়েন্টি ক্রিকেট।তবে অল্প সময়ে দারুণ জনপ্রিয়তা পেয়েছে ক্রিকেটের এই ছোট সংস্করণ। টিটুয়েন্টির ধুন্ধুমার ব্যাটবলের লড়াই দর্শকদের এক ভিন্ন ধরণের ফ্লেবার দিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক টিটুয়েন্টির শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের পরিসংখ্যান দেখে নিন।

১.বিরাট কোহলি (৯০ ম্যাচ ৩১৫৯ রান)
২.মার্টিন গাপটিল (১০২ ম্যাচ ২৯৩৯ রান)
৩.রোহিত শর্মা (১১১ ম্যাচ ২৮৬৪ রান)
৪.অ্যারন ফিন্স (৭৬ ম্যাচ ২৪৭৩ রান)
৫.মোহাম্মদ হাফিজ (১০৯ ম্যাচ ২৪২৩ রান)