WHAT'S NEW?
Loading...

ঐতিহ্যবাহী লর্ডসে ডাবল সেঞ্চুরির গল্প

                                                                   

 

প্রিয় ক্রিকেট ডটকমঃ ইংল্যান্ডের লর্ডসকে বলা হয় 'হোম অব ক্রিকেট'।অর্থাৎ ক্রিকেটের এক বিশেষ ঐতিহ্যবাহী স্টেডিয়াম হচ্ছে লর্ডস। এবং লর্ডসে সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরি ক্রিকেটের এক বিশিষ্ট রেকর্ড হিসেবে স্বীকৃত। সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইংল্যান্ডের এই ঐতিহ্যবাহী ক্রিকেটগ্ৰাউন্ডে সেঞ্চুরি কিংবা ডাবল সেঞ্চুরির সংখ্যা প্রায় হাতেগোনা।সম্প্রতি নিউজিল্যান্ডের তরুণ ব্যাটসম্যান ডেভন কনওয়ে লর্ডসে ডাবল সেঞ্চুরি করে আলোচনায় আসেন।লর্ডসে নিজের অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরি করে এক বিরল কৃতিত্ব অর্জন করেন এই কিউই ওপেনার। উল্লেখ্য বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তামিম ইকবালের লর্ডসে সেঞ্চুরির কীর্তি রয়েছে। আজকের স্টোরিটি লর্ডসের সব ডাবল সেঞ্চুরির কীর্তি নিয়ে তৈরি করা হয়েছে।ছবি: ডেভন কনওয়ে।


লর্ডসের ম্যাচ পরিসংখ্যান

ক্রিকেটের বিশেষ ঐতিহ্য লর্ডসে ইতিপূর্বে ১৩০টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ক্রিকেটের 'হোম অব ক্রিকেট ' হিসেবে পরিচিত এই মাঠে ইতিমধ্যে ৫৬টি ওয়ানডে ম্যাচ খেলা হয়েছে। ইংলিশ ক্রিকেটার অ্যালান স্টিল ১৮৮৪ সালে  প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসের মাঠে সেঞ্চুরি করেন ।লর্ডসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি আরেক ইংলিশ গ্ৰেট গ্ৰায়াম গোচের(৩৩৩ রান)। বিদেশি ক্রিকেটার হিসেবে লর্ডসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের মালিক দক্ষিণ আফ্রিকার গ্ৰায়েম স্মিথ (২৫৯ রান)।লর্ডসে সর্বাধিক ৩টি করে টেস্ট সেঞ্চুরি রয়েছে গ্ৰায়াম গোচ,মাইকেল ভন ও দিলিপ ভেংশরকারের ।লর্ডসে সর্বাধিক ৩টি ওয়ানডে শতক রয়েছে সাবেক  ইংলিশ ব্যাটসম্যান মার্কাস ট্রেসকোথিকের ।

লর্ডসে ডাবল সেঞ্চুরির যত কীর্তি


লর্ডসে ইতিমধ্যে ১৮টি ডাবল সেঞ্চুরির ঘটনা ঘটেছে।  হোম অব ক্রিকেটে(লর্ডস) প্রথম ডাবল সেঞ্চুরি করেন ইংল্যান্ডের জ্যাক হবস (১৯২৪)। এবং লর্ডসে সর্বশেষ ডাবল সেঞ্চুরি করেন নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে (২০২১)।লর্ডসের সবগুলো ডাবল সেঞ্চুরির পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

জ্যাক হবস 

লর্ডসে সর্বপ্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন ইংল্যান্ডের জ্যাক হবস (২১১রান) ১৯২৪সালে।সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।

ডোনাল্ড ব্র্যাডম্যান


অসি গ্ৰেট ডোনাল্ড ব্র্যাডম্যান (২৫৪রান)  ১৯৩০সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

ওয়ালি হামন্ড


ইংল্যান্ডের ওয়ালি হামন্ড (২৪০ রান) ১৯৩৮ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। প্রতিপক্ষ ছিল অষ্ট্রেলিয়া।

বিল ব্রাউন


অসি ব্যাটসম্যান বিল ব্রাউন (অপরাজিত২০৬ ) ১৯৩৮ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

জো হার্ডস্টাপ


ইংলিশ ব্যাটসম্যান জো হার্ডস্টাপ (অপরাজিত ২০৫) ১৯৪৬ সালে ভারতের বিপক্ষে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন।

ডেনিস কম্পটন


ইংল্যান্ডের ডেনিস কম্পটন (২০৮ রান) ১৯৪৭ সালে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। প্রতিপক্ষ ছিল দক্ষিণ আফ্রিকা।

মার্টিন ডনলি


সাবেক কিউই ব্যাটসম্যান মার্টিন ডনলি (২০৬ রান) ১৯৪৯ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন।

মহসিন খান


পাকিস্তানের মহসিন খান (২০০ রান) ১৯৮২ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

গর্ডন গ্ৰিনিজ


সাবেক উইন্ডিজ গ্ৰেট গর্ডন গ্ৰিনিজ ১৯৮৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন।গ্ৰীনিজের ইনিংসটি ছিল অপরাজিত ২১৪ রানের।

গ্ৰায়াম গোচ


১৯৯০ সালে সাবেক ইংলিশ ব্যাটসম্যান গ্ৰায়াম গোচ ভারতের বিপক্ষে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসটি ৩৩৩ রানের যা লর্ডসের মাঠে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

গ্ৰায়েম স্মিথ


দক্ষিণ আফ্রিকার সাবেক ওপেনার গ্ৰায়েম স্মিথ ২০০৩ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। তাঁর ইনিংসটি ছিল ২৫৯ রানের এবং এই ইনিংসটি লর্ডসে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।

রবার্ট কি


ইংলিশ ব্যাটসম্যান রবার্ট কি ২০০৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসটি ছিল ২২১ রানের।

মোহাম্মদ ইউসুফ


পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ (২০২ রান) ২০০৬ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন।সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

জোনাথন ট্রট


ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট ২০১০ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসটি ছিল ২২৬ রানের। প্রতিপক্ষ ছিল বাংলাদেশ। সেই টেস্ট ম্যাচে বাংলাদেশের তামিম ইকবাল লর্ডসে সেঞ্চুরির কীর্তি গড়েন।

কেভিন পিটারসেন


সাবেক তারকা ইংলিশ ব্যাটসম্যান কেভিন পিটারসেন (অপরাজিত ২০২ রান) ২০১১সালে ভারতের বিপক্ষে লর্ডসে অপরাজিত ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন।


জে রুট


গ্ৰেট ইংলিশ ব্যাটসম্যান জে রুট ২০১৪ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি করেন। তাঁর ইনিংসটি ছিল অপরাজিত ২০০ রানের। প্রতিপক্ষ ছিল শ্রীলঙ্কা।


স্টিভ স্মিথ


অষ্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ ২০১৫ সালে লর্ডসে ডাবল সেঞ্চুরি(২১৫ রান) করেন। সেই ম্যাচে প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড।

ডেভন কনওয়ে


সর্বশেষ ২০২১ এ নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে লর্ডসে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে কনওয়ে(২০০ রান) তাঁর অভিষেক টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েন।

লর্ডসে প্রথম সেঞ্চুরির পরিসংখ্যান

ইংল্যান্ডের ঐতিহ্যবাহী লর্ডসে বিভিন্ন দেশের ক্রিকেটারদের সেঞ্চুরির ইতিহাস রয়েছে। কোন কোন দেশের একাধিক ব্যাটসম্যান লর্ডসে সেঞ্চুরির কীর্তি গড়েছেন। এখানে বিভিন্ন দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে সেঞ্চুরির রেকর্ডগুলো তুলে ধরা হলো।

ইংল্যান্ডের প্রথম ব্যাটসম্যান তথা লর্ডসের মাঠে প্রথম সেঞ্চুরি করেন ইংলিশ ব্যাটসম্যান অ্যালান স্টিল (১৮৮৪ সালে)।অষ্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে লর্ডসে সেঞ্চুরি করেন হ্যারি গ্ৰায়াম(১৮৯৩)। দক্ষিণ আফ্রিকার প্রথম ব্যাটসম্যান হিসেবে পার্সি শেরওয়েল (১৯০৭)লর্ডসে সেঞ্চুরির কীর্তি গড়েন। নিউজিল্যান্ডের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্টিউ জেমস্টার ১৯৩১ সালে লর্ডসে সেঞ্চুরি করেন। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ব্যাটসম্যান হিসেবে জর্জ হ্যাডলি ১৯৩৯ সালে লর্ডসে সেঞ্চুরি করেন। ভারতের প্রথম ব্যাটসম্যান হিসেবে ভিনো মানকাড ১৯৫২ সালে লর্ডসে সেঞ্চুরি করেন। পাকিস্তানের প্রথম ব্যাটসম্যান হিসেবে জাবেদ বারকি ১৯৬২ সালে লর্ডসে সেঞ্চুরি করেন। প্রথম লংকান ব্যাটসম্যান হিসেবে লর্ডসে সেঞ্চুরির কীর্তি গড়েন সিদ্ধার্থ ওয়েটেমুনি (১৯৮৪)। ২০১০ সালে তামিম ইকবাল বাংলাদেশের প্রথম ও একমাত্র ব্যাটসম্যান হিসেবে লর্ডসে সেঞ্চুরির কীর্তি গড়েন । উল্লেখ্য উপরিউক্ত দেশগুলোর বাইরে আর কোন দেশের ব্যাটসম্যান লর্ডসে সেঞ্চুরি করতে পারেননি।