প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে কিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তেমনি কিছু নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে তুলে ধরছি।
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ
বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটে (ঈশ্বরদী,পাবনা) রাজস্বখাতভুক্ত বেশকিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : সহকারী শিক্ষক (বাংলা, হিসাববিজ্ঞান,ব্যবস্থাপনা,রসায়ন বিজ্ঞান, পদার্থবিজ্ঞান ইত্যাদি),হিসাব সহকারী,ক্যাশিয়ার,ওয়েল্ডার,অফিস সহায়ক,সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ,বার্তা বাহক , পরিচ্ছন্নতা কর্মী প্রভৃতি পদ।
পদসংখ্যা:৩৭টি
যোগ্যতা : পদভেদে অষ্টম শ্রেণী পাস থেকে সর্বোচ্চ বিএডসহ স্মাতক ডিগ্রি।
বয়স: ১৮-৩০বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান, শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স ১৮-৩২ বছর।
বেতন: পদভেদে গ্ৰেড-১০ থেকে গ্ৰেড-২০।
আবেদন প্রক্রিয়া: অনলাইন ( ভিজিট http://bsri.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ: ০২/০৭/২০২১ বিকাল ৫ ঘটিকা
সূত্র : বিডিজবস ডটকম
ট্রাষ্ট ব্যাংকে নিয়োগ
দেশের সুপরিচিত প্রাইভেট ব্যাংক ট্রাষ্ট ব্যাংক লিমিটেডে 'অফিসার-ইসলামিক ব্যাংকিং উইন্ডোজ' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : অফিসার- ইসলামিক ব্যাংকিং উইন্ডোজ
পদসংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: এমবিএ / বাণিজ্যসংশ্লিষ্ট বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরণ: পূর্ণকালীন
কর্মক্ষেএ: বাংলাদেশের যেকোন স্থান
আবেদন প্রক্রিয়া: অনলাইন (https://career.tblbd.com)
আবেদনের শেষ তারিখ:১৫/০৬/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
ব্র্যাক ব্যাংকে নিয়োগ
দেশের সুপরিচিত প্রাইভেট ব্যাংক ব্র্যাক ব্যাংক লিমিটেডে 'ডেপুটি ম্যানেজার-ফাইন্যান্সিয়াল মনিটরিং ' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : ডেপুটি ম্যানেজার- ফাইন্যান্সিয়াল মনিটরিং
পদসংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একাউন্টিং/ফিনান্সে স্মাতকোওর ডিগ্ৰি।
অভিজ্ঞতা: কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা।
চাকরির ধরণ : পূর্ণকালীন
কর্মক্ষেএ ব্র্যাক প্রধান কার্যালয়,বাঁকা।
আবেদন প্রক্রিয়া: অনলাইন(www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ: ১০/০৬/২০২১
সূত্র: বিডিজবস ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন