প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে করোনার জন্য স্থগিত পিএসএলের নতুন ভেন্যু ও ম্যাচসূচি প্রকাশ করা হয়েছে।পিএসএলের অসমাপ্ত খেলাগুলো আবুধাবিতে অনুষ্ঠিত হবে। বর্তমানে পিএসএলের ৬ষ্ঠ আসর চলছে।পিএসএলের এই আসর প্রথমে পাকিস্তানে শুরু হলেও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ২০টি ম্যাচ বাকি রেখে আসরটি স্থগিত করা হয়। আগামী ৯ জুন থেকে আবুধাবিতে পিএসএলের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের পিএসএলের ফাইনাল হবে ২৪ জুন।
পিএসএলের নতুন ম্যাচসুচি
পিএসএলের বাকি ম্যাচগুলোর সূচি এখানে দেখে নিন।
৯ জুন : লা: কা: বনাম ই: ইউ:
১০ জুন : মু:সু: বনাম ক: কি: এবং পে:জা: বনাম লা: কা:
১১ জুন : ই:ইউ বনাম কো: গ্লে:
১২ জুন : কো:গ্লে: বনাম পে: জা:
১৩ জুন : ই:ইউ: বনাম লা:কা: এবং মু:সু: বনাম পে:জা:
১৪ জুন : ই:ইউ বনাম ক: কি:
১৫ জুন :কো:গ্লে: বনাম লা: কা: এবং পে: জা: বনাম ক:কি:
১৬ জুন: মু:সু: বনাম কো:গ্লে:
১৭ জুন : ই:ইউ: বনাম পে: জা: এবং ক:কি: বনাম লা:কা:
১৮জুন : মু:সু: বনাম লা:কা:
১৯ জুন: কো:গ্লে: বনাম ক:কি: এবং মু:সু: বনাম ই:ইউ:
২১ জুন : কোয়ালিফায়ার ও এলিমিনেটর-১
২২ জুন: এলিমিনেটর-২
২৪ জুন : ফাইনাল
পিএসএলের এবারের টিমগুলো যথাক্রমে করাচি কিংস,কোয়েট্টা গ্লেডিয়েটর্স,মুলতান সুলতানস, ইসলামাবাদ ইউনাইটেড,লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি।
পিএসএলের সেরা পাঁচ ব্যাটসম্যান
পিএসএলের সেরা দশ ব্যাটসম্যানের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
১.বাবর আজম ৫২ম্যাচ খেলে সংগ্রহ ১৭৭৪ রান। ২.কামরান আকমল ৬১ ম্যাচ খেলে সংগ্রহ ১৬০৬ রান। ৩.শেন ওয়াটসন ৪৬ ম্যাচ খেলে সংগ্রহ ১৩৬১ রান। ৪.ফখর আজম ৪৪ ম্যাচ খেলে সংগ্রহ ১২৫৩ রান। ৫.শোয়েব মালিক ৫৩ ম্যাচ খেলে সংগ্রহ ১২২৮ রান।
পিএসএলের সেরা দশ বোলার
পিএসএলের সেরা দশ বোলারের পরিসংখ্যান এখানে দেখে নিন।
১.ওয়াহাব রিয়াজ ৫৯ ম্যাচে ৮৪ উইকেট। ২.হাসান আলী ৪৯ ম্যাচে ৬৫ উইকেট। ৩.মোহাম্মদ আমির ৫৩ ম্যাচে ৫৩ উইকেট। ৪.ফাহিম আশরাফ ৩৫ ম্যাচে ৫০ উইকেট। ৫.মোহাম্মদ নেওয়াজ ৫৭ ম্যাচে ৫০ উইকেট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন