প্রিয় ক্রিকেট ডটকমঃ এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) সূচি আগেই জানানো হয়েছিল। এবং সিপিএলের প্লেয়ার ড্রাপটও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।২০২১ সালের সিপিএলে যথারীতি ৬টি ফ্রাঞ্চাইজি টিম গঠন করেছে।এ লেখায় ২০২১ সিপিএলের ছয় স্কোয়াড এবং তাদের শক্তিমত্তা ইত্যাদি নিয়ে আলোচনা করব।
সিপিএলের ৬ স্কোয়াড
এবারের সিপিএলে মোট দলসংখ্যা ৬। করোনাকালিন এবারের সিপিএলে প্রায় সব ফ্রাঞ্চাইজিই শক্তিশালী টিম গঠন করেছে। আসুন কেমন হল এবারের সিপিএল স্কোয়াডগুলো সেটি দেখে নিই।
জামাইকা তালাওয়াশ
আন্দ্রে রাসেল, সাকিব আল হাসান, কার্লোস ব্রাথওয়েট,রভম্যান পাওয়েল , হায়দার আলী,চ্যাডউইক ওয়ালটন , ফিদেল এডওয়ার্ডস,জশুয়া জেমস, কায়েস আহমেদ,জেমস মোহাম্মদ,মিগারেল প্রিটোরিয়াস, কেনার লুইস, ইব্রাহিম জাদরান,জেরেসামি পেরমল,আভিজাই মানসিং,কার্ক ম্যাকেঞ্জি,রায়ান পারসদ
সেন্ট লুসিয়া জুকস
আলজারি জোসেফ,ফাফ ডুপ্লেসিস,ওয়াহাব রিয়াজ,কিমো পল,ম্যাথু ওয়েড,আন্দ্রে ফ্লেচার,কেসরিক উইলিয়ামস, উসমান কাদির,সামিত প্যাটেল,ওবেদ ম্যাকয়,রাকিম কর্নওয়েল,মার্ক দেয়াল,রুষ্টন চেজ,জাভেলে গ্লেন,কিরন কটোয়,জেভর রয়াল,কাদিম আলেয়িনে
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স
ডোয়াইন ব্রাভো,এভিন লুইস,ক্রিস গেইল,ফ্যাবিয়ান এলেন,রসি ভ্যান ডার ডুসেন,আনরিক নর্টজে,শেরফানে রাদারফোর্ড,শেলডন কটরেল,ওয়ানিন্দু হাসারাঙ্গা ,ডেভন থমাস,রায়াদ এমরিট, রহমতুল্লাহ গুরবাজ,কলিন আরশিবাল্ড,জন রাস জাগেসার,ডমিনিক ড্রেকস,জশুয়া ডি সিলভা,মিকাইল লুইস
বার্বাডোস ট্রাইডেন্টস
ক্রিস মরিচ,জেসন হোল্ডার,থিসারা পেরেরা, মোহাম্মদ আমির,জনসন চার্লস,শাই হোপ,ওশানে থমাস,কাইল মায়ার্স, হেইডেন ওয়ালস জুনিয়র,আজম খান,রেমন রেইফার,জাষ্টিন গ্ৰেভস,অ্যাশলে নার্স, শফিকুল্লাহ গাফারি,নিম ইয়ং,জশুয়া বিশপ,স্মিত প্যাটেল
ত্রিনবাগো নাইট রাইডার্স
কিয়েরন পোলার্ড, সুনীল নারাইন,রবি রামপাল,লিন্ডল সিমন্স,ইসুরু উদানা,কলিন মুনরো,ডারেন ব্রাভো,সন্দীপ লামিসানে,খ্যারি পিয়েরে, সিকান্দার রাজা,অ্যান্ডারসন ফিলিপ, দিনেশ রামদিন,টিয়ন ওয়েবস্টার,আকিল হোসেন,জেডেন সিলস, লিওনার্দো হুলিয়ান,আলী খান
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
নিকোলাস পুরান,শিমরন হেটমায়ার, শোয়েব মালিক, ইমরান তাহির, মোহাম্মদ হাফিজ,ব্রেন্ডন কিং,নবীন উল হক, রোমারিও শেফার্ড,ওডেন স্মিথ, ওয়াকার সালামকেইল,চন্দরপল হেমরাজ,নিয়াল স্মিথ,গুড়াকেশ মোটি,অ্যান্তনি ব্র্যাম্বল
যাদের উপর দৃষ্টি থাকবে
এবারের সিপিএলের প্রায় প্রতিটি ফ্রাঞ্চাইজিই শক্তিশালী টিম করেছে।তাই ব্যাটবলের লড়াইয়ে কাউকে হালকাভাবে নেয়ার খুব বেশি সুযোগ নেই। বিভিন্ন ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ প্লেয়ারদের সম্পর্কে এখানে আলোচনা করছি।
জামাইকা তালাওয়াশ : জামাইকা তালাওয়াশ বেশ শক্তিশালী টিম গঠন করেছে।এই ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ প্লেয়ারদের মধ্যে অন্যতম হলেন আন্দ্রে রাসেল, কার্লোস ব্রাথওয়েট, সাকিব আল হাসান,চ্যাডউইক ওয়ালটন, ফিদেল এডওয়ার্ডস।
সেন্ট লুসিয়া জুকস : সেন্ট লুসিয়া জুকসের মূল কান্ডারি হিসেবে থাকবেন যথাক্রমে ফাফ ডুপ্লেসিস, ওয়াহাব রিয়াজ,ম্যাথু ওয়েড, আন্দ্রে ফ্লেচার,রাকিম কর্নওয়েল,রূষ্টন চেজ।
সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স : সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স এবারের সিপিএলে সম্ভবত সবচেয়ে সেরা টিম করেছে।এই ফ্রাঞ্চাইজির যে প্লেয়ারদের উপর বিশেষ দৃষ্টি থাকবে তাদের মধ্যে অন্যতম হচ্ছেন ইউনিভার্স বস খ্যাত ক্রিস গেইল। এছাড়া এই ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ প্লেয়ারদের মধ্যে রয়েছেন অন্যতম হলেন ডোয়াইন ব্রাভো, এভিন লুইস,রসি ভ্যান ডার ডুসেন,এনরিক নর্টজে,শেলডন কটরেল,হাসারাঙ্গা,ডেভন থমাস।
বার্বাডোস ট্রাইডেন্টস : বার্বাডোস ট্রাইডেন্টস যথারীতি ব্যালান্সড টিম করেছে।এই ফ্রাঞ্চাইজির গুরুত্বপূর্ণ প্লেয়ারদের মধ্যে অন্যতম ক্রিস মরিচ, জেসন হোল্ডার, থিসারা পেরেরা, মোহাম্মদ আমির ,জনসন চার্লস, শাই হোপ,কাইল মায়ার্স, হেইডেন ওয়ালস জুনিয়র।
ত্রিনবাগো নাইট রাইডার্স : ত্রিনবাগো নাইট রাইডার্সের মূল কান্ডারি হিসেবে যারা থাকবেন তাদের মধ্যে অন্যতম হলেন কিয়েরন পোলার্ড,সুনীল নারাইন,লিন্ডল সিমন্স, ইসুরু উদানা, কলিন মুনরো, সিকান্দার রাজা।
গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স : গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মূল প্লেয়ার হিসেবে থাকবেন নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, শোয়েব মালিক, ইমরান তাহির, মোহাম্মদ হাফিজ, রোমারিও শেফার্ড।
সিপিএল ফাইনাল পরিসংখ্যান
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল )শুরু হয় ২০১৩ সালে। সিপিএলের সর্বশেষ আসর ২০২০সালে অনুষ্ঠিত হয়।২০২১ সালের সিপিএল শুরু হবে ২৮ আগষ্ট এবং সমাপ্ত হবে ১৯সেপ্টেম্বর । এখানে সিপিএলের ফাইনাল ম্যাচগুলোর পরিসংখ্যান তুলে ধরা হলো।
সিপিএল ২০১৩
চ্যাম্পিয়ন - জামাইকা তালাওয়াশ
রানার্সআপ - গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
সিপিএল ২০১৪
চ্যাম্পিয়ন - বার্বাডোস ট্রাইডেন্টস
রানার্সআপ - গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
সিপিএল ২০১৫
চ্যাম্পিয়ন - ত্রিনিদাদ এন্ড টোবাগো রেডস্টিল
রানার্সআপ - বার্বাডোস ট্রাইডেন্টস
সিপিএল ২০১৬
চ্যাম্পিয়ন - জামাইকা তালাওয়াশ
রানার্সআপ - গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
সিপিএল ২০১৭
চ্যাম্পিয়ন - ত্রিনবাগো নাইট রাইডার্স
রানার্সআপ - সেন্ট কিটস এন্ড নেভিস প্যাটট্রিয়র্স
সিপিএল ২০১৮
চ্যাম্পিয়ন - ত্রিনবাগো নাইট রাইডার্স
রানার্সআপ -গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
সিপিএল ২০১৯
চ্যাম্পিয়ন -বার্বাডোস ট্রাইডেন্টস
রানার্সআপ -গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স
সিপিএল ২০২০
চ্যাম্পিয়ন -ত্রিনবাগো নাইট রাইডার্স
রানার্সআপ - সেন্ট লুসিয়া জুকস
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন