প্রিয় ক্রিকেট ডটকমঃ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল আর খুব বেশি দূরে নয়।১৮জুন থেকে শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের সাউদাম্পটনের রোজবুলে। ফাইনালের দুই দল ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। ফাইনালে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ড আগেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল এবং পরবর্তীতে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অর্থাৎ ২০১৯-২০২০ সময়ের দুই শীর্ষ টেস্ট টিম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে নামবে। এখানে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট টিমের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছি।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শুরু
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রথম আলোচনা হয় ২০০৯ সালে।২০১০ সালে আইসিসির নির্বাহী কমিটির সভায় টেস্ট চ্যাম্পিয়নশিপের অনুমোদন দেয়া হয়।তবে ২০১৯ সালের আশেজ সিরিজের মধ্যদিয়ে প্রথম আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয় । নিউজিল্যান্ড প্রথম টিম হিসেবে ২০১৯-২০২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। পরবর্তীতে ভারত ২০১৯-২০২১ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠে। অবশেষে সব জল্পনা কল্পনা পর আগামী ১৮ জুন আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু হতে যাচ্ছে।
ভারত-নিউজিল্যান্ড টেস্ট রেকর্ড
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে ইতিমধ্যে ৫৯টি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে যেখানে ভারত ২১টি টেষ্টে জয়লাভ করেছে এবং ১২টি টেস্টে নিউজিল্যান্ড জয়ী হয়েছে। এছাড়া ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ২৬টি টেস্ট ম্যাচ ড্র হয়েছে।
ভারতের টেস্ট রেকর্ড
ভারত বিশ্বের অন্যতম সেরা টেস্ট টিম হিসেবে স্বীকৃত।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে ভারতের টেস্ট পরিসংখ্যানে চোখ দিলে দেখা যায় দলটি ইতিপূর্বে মোট ৫৫০টি টেস্ট ম্যাচ খেলেছে।ভারতীয় দল ইতিমধ্যে মোট ১৬২টি টেস্ট ম্যাচে জয়ী হয়েছে। এছাড়া দলটি ইতিমধ্যে ১৬৯টি টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে।ভারত তাদের টেস্ট ইতিহাসে মোট ২১৮টি টেস্ট ড্র করেছে এবং ১টি টেস্ট পরিত্যক্ত হয়েছে।
নিউজিল্যান্ডের টেস্ট রেকর্ড
নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেট ইতিহাসে বেশ জনপ্রিয় এক টিম হিসেবে স্বীকৃত। এই দলটি ইতিপূর্বে ৪৪৬টি টেস্ট ম্যাচ খেলেছে যেখানে তারা ১০৫টি টেষ্টম্যাচে জয়ী হয়েছে। এছাড়া দলটি ইতিপূর্বে ১৭৫টি টেস্ট ম্যাচে পরাজিত হয়েছে। নিউজিল্যান্ড মোট ১৬৬টি টেস্ট ড্র করেছে।
ভারতের মূলশক্তি
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড মুখোমুখি হবে। এক্ষেত্রে দুদলের শক্তির জায়গা অবশ্যই ভিন্ন। ভারতের কথা বললে তাদের বিশ্বসেরা ব্যাটিং লাইনআপ একটি বড় নিয়ামক। তাছাড়া বিরাট কোহলির মত সময়ের সেরা ব্যাটসম্যান ভারতের হয়ে খেলছেন এটি তাদের জন্য বিশাল বিষয়। তাছাড়া ভারতের টপঅর্ডারে পুজারা, রোহিত শর্মা, রাহানে,বিশব পন্তদের মত পরীক্ষিত পারফরমার রয়েছেন। ভারতীয় দলে একাধিক মেধাবী তরুণ ব্যাটসম্যানও রয়েছেন।এসব ছাড়াও ভারতের টেষ্ট বোলিংকে এ মুহূর্তে বিশ্বের অন্যতম ব্যালান্সড অ্যাটাক হিসেবে ধরা হয়। ইংল্যান্ডের মাঠে ভারতীয় পেসাররা উজ্জ্বল হয়ে উঠবেন এটি আগাম ধারণা করা যায়। জাদেজা,অশ্বিনের মত অভিজ্ঞ স্পিনার রয়েছে দলটিতে এবং এটিও ভারতের বড় এক প্রেষণা।
নিউজিল্যান্ডের মূলশক্তি
নিউজিল্যান্ডের বড় শক্তি হচ্ছে তাদের ধারাবাহিক টেষ্টসাফল্য। তাছাড়া কিউইদের নেতৃত্বে রয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন। দলটিতে রস টেলরের মত অভিজ্ঞ টেস্ট পারফরমার রয়েছেন। তাছাড়া গাপটিল,ওয়াটলিং, নিকোলাস,নিশাম এরা প্রত্যেকেই দারুণ ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত। ইংল্যান্ডের মাঠে এদের প্রায় প্রত্যেকের ভালো রেকর্ড রয়েছে।তবে নিউজিল্যান্ড টিমের সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি নিঃসন্দেহে তাদের পেস অ্যাটাক(সাউদি-বোল্ট-জেমিসন-ম্যাট হেনরি)। এসময়ের সবচেয়ে সেরা পেস অ্যাটাক নিয়ে দলটি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু করবে।
ব্যাট হাতে দুদলের মূলশক্তি
দুই দলেই একাধিক সেরা ব্যাটসম্যান রয়েছে।আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচে ভারত সময়ের সেরা টপঅর্ডার নিয়ে মাঠে নামবে।বিরাট কোহলি, রোহিত শর্মার মত ধারাবাহিক পারফরমার দলটিতে রয়েছেন। এছাড়া সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য টপঅর্ডার ব্যাটসম্যান হিসেবে পুজারা, আজিঙ্কা রাহানে,রিশব পন্তের মত ব্যাটসম্যান ভারতীয় দলে খেলবেন। এসবের বাইরে রবীন্দ্র জাদেজার ভালো ব্যাটিংয়ের সামর্থ্য রয়েছে। নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপে কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল এবং রস টেলরের মত অভিজ্ঞ ও তারকা ব্যাটসম্যান রয়েছেন। এছাড়া দলটিতে ওয়াটলিং, নিকোলাস,নিশামের মত সময়ের সফল ব্যাটসম্যান রয়েছেন।আর মোটামুটি এসবকিছু মিলিয়ে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপকে বেশ শক্তিশালী হিসেবেই দেখতে হবে।
বল হাতে দুদলের মূলশক্তি
যেহেতু ইংল্যান্ডের মাঠে খেলা হবে তাই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উইকেটের সুবিধা কে বেশি পাবে সেটি বলা কঠিন।তাই এখানে দুদলের বোলারদের মান ও রেকর্ড শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ।এদিক দিয়ে বিবেচনা করলে বলতে হবে দুদলই প্রায় কাছাকাছি শক্তির বোলিং নিয়ে মাঠে নামবে। ভারতের পেস অ্যাটাকে বুমরা,সামি,উমেশ যাদব, ইশান্ত শর্মা, মোঃ সিরাজের মত সেরা বোলাররা রয়েছেন। এছাড়া ভারতের স্পিন অ্যাটাকে সময়ের সেরা রবীন্দ্র জাদেজা,অশ্বিনের মত বোলাররা রয়েছেন। অন্যদিকে কিউইদের পেস অ্যাটাকে টিম সাউদি,ট্রেন্ট বোল্ট,ম্যাট হেনরি,কাইল জেমিসনের মত দারুণ সব বোলারকে দেখা যাবে। এসবের সাথে দলটিতে স্যান্টনারের মত তারকা স্পিনার রয়েছেন।
দুদলের দুর্বল দিক
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত ও নিউজিল্যান্ড দুই দলেই কিছু দুর্বলতা থাকবে। যেহেতু খেলাটি হচ্ছে নিরপেক্ষ ভেন্যুতে তাই দুদলই কিছুটা আগাম চাপে থাকবে।কারণ স্পিন সহায়ক উইকেট হলে ভারতের জন্য বেশি সুবিধা হবে আবার পেস সহায়ক উইকেট হলে নিউজিল্যান্ডের জন্য সুবিধাজনক হবে। তবে স্পোটিং উইকেট হলে দুদলের সমান সুযোগ থাকবে। তবে সবকিছু বিবেচনায় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল যে বেশ জমজমাট হতে যাচ্ছে তা আগামই ধারণা করা যায়।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সূচি
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের (২০১৯-২০২১) ফাইনাল অনুষ্ঠিত হবে ১৮-২২জুন,২০২১ তারিখে। ফাইনালের ভেন্যু - রোজবুল, সাউদাম্পটন, ইংল্যান্ড।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন