WHAT'S NEW?
Loading...

তামিমের নতুন মাইলফলক

                                                                


প্রিয় ক্রিকেট ডটকমঃ তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সফল ওপেনার হিসেবে স্বীকৃত। এছাড়া পরিসংখ্যান ও সার্বিক পারফরম্যান্স বিবেচনায় তামিম বাংলাদেশের সেরা ব্যাটসম্যান। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে এই বাঁহাতি ওপেনার নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই ওপেনার ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন। এছাড়া ক্রিকেট ইতিহাসের নবম ওপেনার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে  তামিম ১৪ হাজার রান করলেন। আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছেন শ্রীলঙ্কার সাবেক গ্ৰেট সনাথ জয়সুরিয়া ১৯২৯৮ রান। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রান সংগ্ৰহকারী ওপেনারদের তালিকায় তামিমের ঠিক উপরে রয়েছেন অসি ওপেনার ডেভিড ওয়ার্নার (১৪৮০৩ রান)।


তামিমের আন্তর্জাতিক ব্যাটিং রেকর্ড


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা ওপেনার তামিম ইকবাল ইতিমধ্যে তিন ফরম্যাটেই দারুণ সফলতা পেয়েছেন। টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের বর্তমান রানসংখ্যা ১৪০৬৩ রান। আন্তর্জাতিক ক্রিকেটে তামিমের ২৩টি সেঞ্চুরি ও ৮৯টি ফিফটি রয়েছে।এই তারকা ওপেনারের ব্যাটিং পরিসংখ্যান এখানে তুলে ধরছি।

টেস্ট পরিসংখ্যান


তামিম ইকবাল ইতিমধ্যে ৬৪টি টেস্ট ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৪৭৮৮ রান। টেস্ট ক্রিকেটে তামিমের ৯টি সেঞ্চুরি ও ৩১টি ফিফটি রয়েছে। টেষ্টে তাঁর সর্বোচ্চ ইনিংস ২০৬ রান।

ওয়ানডে পরিসংখ্যান


তামিম ইকবাল বাংলাদেশের হয়ে ইতিমধ্যে ২১৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর মোট রান ৭৫১৭। ওয়ানডে ক্রিকেটে তামিমের সেঞ্চুরি সংখ্যা ১৩ এবং হাফসেঞ্চুরি ৫১টি।

টিটুয়েন্টি পরিসংখ্যান


এই দেশসেরা ওপেনার ৭৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ১৭৫৮ রান এবং সেই সাথে এই ফরম্যাটে তামিমের ১টি সেঞ্চুরি ও ৭টি ফিফটি রয়েছে।

বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যান

ক্রিকেটের তিন ফরম্যাট (টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি) বিবেচনায় বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকায় সবার উপরে রয়েছেন ১. তামিম ইকবাল (১৪০৬৩ রান),২.মুশফিকুর রহিম ( ১২৫২০রান),৩.সাকিব আল হাসান (১১৯৪৮ রান),৪.মাহমুদুল্লাহ রিয়াদ (৮৬২৭ রান),৫.মোঃআশরাফুল (৬৬৫৫ রান)।

ক্রিকেটের শীর্ষ দশ ব্যাটসম্যানের রানসংখ্যা

ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে শীর্ষ দশ ব্যাটসম্যানের রানের পরিসংখ্যান এখানে আলোচনা করব।এই তালিকায় সবার শীর্ষে রয়েছেন ভারতের লিটল মাষ্টার ১.শচীন টেন্ডুলকার (৩৪৩৫৭রান)।২.কুমার সাঙ্গাকারা (২৮০১৬ রান)।৩.রিকি পন্টিং (২৭৪৮৩ রান)।৪.মাহেলা জয়াবর্ধনে (২৫৯৫৭ রান)।৫.জ্যাক ক্যালিস (২৫৫৩৪ রান)।৬.রাহুল দ্রাবিড় (২৪২০৮ রান)।৭.বিরাট কোহলি (২২৮১৮ রান)।৮.ব্রায়ান লারা (২২৩৫৮ রান)।৯.সনাথ জয়সুরিয়া (২১০৩২ রান)।১০.শিবনারায়ণ চন্দরপাল (২০৯৮৮রান)।

তথ্যসূএ : ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজ