প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২৫শে বৈশাখ,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬০ তম জন্মজয়ন্তী।জন্মজয়ন্তীতে কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি এবং সেইসাথে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও সৃষ্টি সম্পর্কে কিছু উল্লেখযোগ্য তথ্য এখানে তুলে ধরছি।
রবীন্দ্র জীবন ও সৃষ্টির বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য
রবীন্দ্র জন্মজয়ন্তীতে কবির জীবন ও সৃষ্টি সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এখানে তুলে ধরছি।
১.রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ২৫শে বৈশাখ,১২৬৮ বঙ্গাব্দ (৭ই মে ,১৮৬১ খ্রিষ্টাব্দ)।
২.রবীন্দ্রনাথ একাধারে - কবি,ঔপন্যাসিক,প্রাবন্ধিক, গীতিকার,নাট্যকার, অভিনেতা,চিএকর, কন্ঠশিল্পী, দার্শনিক,ভাষাবিদ।
৩.রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার পান- ১৯১৩ সালে।
৪.কবিগুরুর প্রথম প্রকাশিত কাব্যগ্ৰন্থ - বনফুল।
৫.বিশ্বকবির বিখ্যাত 'সাজাহান' কবিতা মে কাব্যে স্থান পেয়েছে - বলাকা।
৬.রবিঠাকুরের যে উপন্যাসের উপজীব্য ব্রিটিশ ভারতের রাজনীতি - ঘরে বাইরে।
৭.. রবীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য রাজনৈতিক উপন্যাস - গোরা।
৮.রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্ৰন্থ - য়ুরোপ প্রবাসীর পএ।
৯.রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক - বাল্মীকি প্রতিভা।
১০.রবীন্দ্রনাথের আত্মজীবনী গ্ৰন্থ - জীবনস্মৃতি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন