প্রিয় ক্রিকেট ডটকমঃ ফ্রাঞ্চাইজিগুলোতে করোনা সংক্রমণ দেখা দেয়ায় ও আয়োজক দেশ ভারতে এই মহামারী বেড়ে যাওয়ায় ২০২১ সালের আইপিএল আপাতত স্থগিত রয়েছে। এবং যতদূর জানা যায় এই মুহূর্তে ভারতের ভিতরে আইপিএলের বাকি খেলা চালিয়ে যাওয়া সম্ভব নয়। আসুন স্থগিত এবারের আইপিএলে ব্যাটেবলে সেরাদের পরিসংখ্যান জেনে নিই।
ব্যাট হাতে শীর্ষে রয়েছেন ধাওয়ান
এবারের আইপিএলে ইতিমধ্যে যতগুলো খেলা মাঠে গড়িয়েছে তাতে দেখা যায় ব্যাট হাতে সেরা দশের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন শিখর ধাওয়ান । এই ওপেনার ৮ ম্যাচ থেকে মোট ৩৮০ রান সংগ্রহ করেছেন ।তারপর রয়েছেন কেএল রাউল এবং এই তারকা ব্যাটসম্যান ৭ ম্যাচ খেলে ৩৩১ রান সংগ্রহ করেছেন।ফাফ ডুপ্লেসিস ৭ ম্যাচ খেলে মোট ৩২০ রান করেছেন। পৃথিবী শাহ ৮ ম্যাচ খেলে মোট ৩০৮ রান করেছেন।সঞ্জু স্যামসন ৭ ম্যাচ খেলে ২৭৭ রান করেছেন।মায়াঙ্ক আগারওয়াল ৭ ম্যাচ খেলে সংগ্রহ করেছেন ২৬০ রান।জস বাটলার ৭ ম্যাচ খেলে করেছেন ২৫৪ রান। রোহিত শর্মা ৭ ম্যাচে করেছেন ২৫০ রান।জনি বেয়ারস্টো এবারের আইপিএলে ইতিমধ্যে ৭ ম্যাচ খেলে করেছেন ২৪৮ রান। এবারের আইপিএলে ইতিমধ্যে যতগুলো খেলা হয়েছে তাতে দশম সর্বোচ্চ রানকারী গ্লেন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল ৭ ম্যাচে করেছেন ২২৩ রান।
বল হাতে শীর্ষে হার্শাল প্যাটেল
এই (২০২১)আইপিএলে ইতিমধ্যে যতগুলো খেলা হয়েছে তাতে দেখা যাচ্ছে বল হাতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন হার্শাল প্যাটেল।এই পেসার ৭ ম্যাচ খেলে ১৭টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছেন আভিস খান। তিনি ৮ ম্যাচে মোট ১৪ উইকেট নিয়েছেন।ক্রিস মরিচ ৭ ম্যাচে নিয়েছেন ১৪ উইকেট। রাহুল চাহার ৭ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন। রশিদ খান রয়েছেন বোলারদের মধ্যে পঞ্চম স্থানে।এই লেগি ৭ ম্যাচে ১০টি উইকেট নিয়েছেন।সাম কারেন ৭ ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট।প্যাট কামিন্স ৭ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।কাইল জেমিসন ৭ ম্যাচে নিয়েছেন ৯টি উইকেট।দীপক চাহার ৭ ম্যাচে নিয়েছেন ৮টি উইকেট। স্থগিত এবারের আইপিএলে সেরা বোলারদের মধ্যে দশম স্থানে রয়েছেন মোঃ সামি।সামি ৮ ম্যাচে ৮টি উইকেট নিয়েছেন।
ছক্কায় এগিয়ে কেএল রাউল
এবারের আইপিএলে ইতিমধ্যে যতগুলো খেলা মাঠে গড়িয়েছে তাতে সর্বাধিক ছক্কা মেরেছেন কেএল রাউল।রাউল ৭ ম্যাচে ১৬টি ছয় মেরেছেন।বেয়ারস্টো ৭ ম্যাচে ১৫ ছক্কা।আম্বাতি রাইডু ৭ ম্যাচে ১৩ ছক্কা।জস বাটলার ৭ ম্যাচ ১৩ ছক্কা।ডুপ্লেসিস ৭ ম্যাচে ১৩ ছক্কা।পোলার্ড ৭ ম্যাচে ১৩ ছক্কা।আন্দ্রে রাসেল ৭ ম্যাচ ১৩ ছক্কা।মঈন আলী ৬ ম্যাচে ১২ ছক্কা। পৃথিবী শাহ ৮ ম্যাচে ১২ ছক্কা।মায়াঙ্ক আগারওয়াল এই তালিকায় দশম স্থানে রয়েছেন। আগারওয়াল ৭ ম্যাচে ১১ছক্কা মেরেছেন।
পয়েন্ট টেবিলের শীর্ষে দিল্লি
এবারের আইপিএলে ইতিমধ্যে যেসব খেলা হয়েছে তাতে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে ১. দিল্লি ক্যাপিটালস(৮ ম্যাচে ১২ পয়েন্ট)। ২.চেন্নাই সুপার কিংস (৭ ম্যাচে ১০ পয়েন্ট)।৩.রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (৭ ম্যাচে ১০ পয়েন্ট)।৪.মোম্বাই ইন্ডিয়ান্স (৭ ম্যাচে ৮ পয়েন্ট)।৫. রাজস্থান রয়্যালস (৭ ম্যাচ ৬ পয়েন্ট)।৬.পাঞ্জাব কিংস (৮ ম্যাচ ৬ পয়েন্ট)।৭.কেকেআর (৭ ম্যাচে ৪ পয়েন্ট)।৮.সানরাইজার্স হায়দরাবাদ ( ৭ ম্যাচে ২ পয়েন্ট)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন