প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় টিমগুলোর একটি ওয়েষ্ট ইন্ডিজ। ক্রিকেটের অন্যতম শীর্ষ এই টিমে (ওয়েস্ট ইন্ডিজ) দারুণ সব টিটুয়েন্টি আইকন রয়েছেন।ক্রিস গেইল,ব্রাভো থেকে হালের হেটমায়ার ,পুরাণ প্রমুখ তারকা ক্রিকেটারের দেশ ওয়েষ্ট ইন্ডিজ। তাছাড়া এই টিমের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ের রেকর্ডও রয়েছে। আজকের স্টোরিটি টিটুয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সেরা দশ পারফরমারকে নিয়ে তৈরি করা হয়েছে।
টিটুয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের সেরা দশ ব্যাটসম্যান
টিটুয়েন্টি ক্রিকেটের ধুন্ধুমার ব্যাটবলের লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ সবসময়ই জনপ্রিয় এক টিম ।তাই বিশ্বের সব ফ্রাঞ্চাইজি টিটুয়েন্টি লিগে উইন্ডিজ ব্যাটসম্যান ও বোলারদের চাহিদা ব্যাপক। টিটুয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে ক্রিস গেইল,লিন্ডল সিমন্স,মারলন স্যামুয়েলস,হেটমায়ার,পুরাণের নাম সদাই উচ্চারিত হয়। এখানে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ দশ ব্যাটসম্যানের রেকর্ড তুলে ধরছি।
ক্রিস গেইল
টিটুয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের সেরা দশ ব্যাটসম্যানের তালিকায় সবার শীর্ষে রয়েছেন ক্রিস গেইল।গেইল ইতিমধ্যে ৬১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট টিটুয়েন্টি রান ১৬৫৬ সাথে রয়েছে ২টি সেঞ্চুরি ও ১৩টি ফিফটি।
মারলন স্যামুয়েলস
মারলন স্যামুয়েলস ৬৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর মোট রান ১৬১১ এবং সেই সাথে ক্রিকেটের এই ফরম্যাটে সামুয়েলসের ১০টি ফিফটি রয়েছে।
কিয়েরন পোলার্ড
কিয়েরন পোলার্ড ইতিমধ্যে ৭৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন। তাঁর মোট রান ১২৭৭ । এছাড়া আন্তর্জাতিক টিটুয়েন্টিতে পোলার্ডের ৫টি ফিফটি রয়েছে।
লিন্ডল সিমন্স
ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় লিন্ডল সিমন্সের নামটিও রয়েছে।সিমন্স ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন।তাঁর মোট রান ১২৬২ সাথে রয়েছে ৮টি ফিফটি।
ডোয়াইন ব্রাভো
ডোয়াইন ব্রাভো ৭৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ১১৫৭ রান সাথে রয়েছে ৪টি ফিফটি।
এভিন লুইস
এভিন লুইস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৫টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৯৮৯। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে এভিন লুইসের ২টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি রয়েছে।
আন্দ্রে ফ্লেচার
আন্দ্রে ফ্লেচার ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪৫টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট রান ৮২৩। এবং আন্তর্জাতিক টিটুয়েন্টিতে আন্দ্রে ফ্লেচারের ৬টি ফিফটি রয়েছে।
জনসন চার্লস
জনসন চার্লস ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন। ইতিমধ্যে ৩৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে এই ব্যাটসম্যান ৪ফিফটিসহ ৭২৪ রান করেছেন।
দিনেশ রামদিন
দিনেশ রামদিন ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৭১টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১ফিফটিসহ ৬৩৬ রান সংগ্রহ করেন।
ডোয়াইন স্মিথ
ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ব্যাটসম্যান ডোয়াইন স্মিথ ৩৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর সংগ্রহ ৩ফিফটিসহ ৫৮২ রান।
টিটুয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের সেরা দশ বোলার
টিটুয়েন্টি ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজের বেশকজন বোলার দারুণ সফলতা পেয়েছেন। এক্ষেত্রে ওয়েষ্ট ইন্ডিজের সেরা বোলারদের মধ্যে ডিজে ব্রাভো, সুনীল নারাইন,ডারেন সামির নাম উল্লেখযোগ্য। এখানে ওয়েষ্ট ইন্ডিজের শীর্ষ দশ টিটুয়েন্টি বোলারের রেকর্ড তুলে ধরছি।
ডোয়াইন ব্রাভো
আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ওয়েস্টইন্ডিজের সেরা দশ বোলারের তালিকায় সবার শীর্ষে রয়েছেন ডোয়াইন ব্রাভো।ব্রাভো ৭৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৬২টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ২৮ রানে ৪ উইকেট।
স্যামুয়েল বাডরি
স্যামুয়েল বাডরি ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৫০টি ম্যাচ খেলে ৫৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ( ৪/১৫)।
সুনীল নারাইন
সুনীল নারাইন এই সময়ের টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় এক স্পিনার।এই স্পিনার ৫১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট উইকেট সংখ্যা ৫২ (সেরা বোলিং ৪/১২)।
ডারেন সামি
ডারেন সামি ৬৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৪৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৫/২২।
কেসরিক উইলিয়ামস
কেসরিক উইলিয়ামস ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬টি টিটুয়েন্টি ম্যাচ খেলে মোট ৪১টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ৪/২৮।
শেলডন কটরেল
শেলডন কটরেল ওয়েস্ট ইন্ডিজের সফল টিটুয়েন্টি বোলারের অন্যতম।এই তারকা পেসার ৩০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট উইকেট সংখ্যা ৩৭(সেরা বোলিং ৪/২৮)।
কিয়েরন পোলার্ড
কিয়েরন পোলার্ড ওয়েস্ট ইন্ডিজ জাতীয় টিমের হয়ে টিটুয়েন্টি ক্রিকেটে দারুণ বোলিং করছেন।এই তারকা অলরাউন্ডার ইতিমধ্যে ৭৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৭টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৪/২৫।
জেরেমি টেইলর
জেরেমি টেইলর ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৩টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ৩/৬।
কার্লোস ব্রাথওয়েট
কার্লোস ব্রাথওয়েট ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর উইকেটসংখ্যা ৩১।সেরা বোলিং ৩/২০।
রবি রামপাল
রবি রামপাল ২৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৯টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৩/১৬।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন