প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২৫শে মে, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী।প্রিয় ক্রিকেট ডটকম' এর পক্ষ থেকে এই বিশেষ দিনটিতে কবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সেইসাথে এখানে নজরুলের জীবন ও সৃষ্টি সম্পর্কে কিছু তথ্য তুলে ধরছি।
নজরুলের জীবন ও সৃষ্টি সম্পর্কে বিভিন্ন তথ্য
১.কাজী নজরুল ইসলাম একাধারে - কবি, কথাসাহিত্যিক, প্রাবন্ধিক, গীতিকার -সুরকার ও শিল্পী,নাট্যকার, সম্পাদক,চলচ্চিএকার।
২.ঢাকা বিশ্ববিদ্যালয় নজরুলকে ডি.লিট উপাধি দেয়- ১৯৭৪ সালে।
৩.রবীন্দ্রভারতী নজরুলকে ডি.লিট দেয় - ১৯৬৯ সালে।
৪.ভারত সরকার নজরুলকে পদ্মভূষণ উপাধি দেয়- ১৯৬০সালে।
৫.কলকাতা বিশ্ববিদ্যালয় নজরুলকে জগওারিণী পদক দেয়- ১৯৪৫সালে।
৬.বাংলাদেশ সরকার নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দেয়- ১৯৭২ সালে।
৭.নজরুল একুশে পদক পান- ১৯৭৬ সালে।
৮.নজরুলকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়- ১৯৭৭ সালে।
৯.বিবিসির বাংলা বিভাগ কর্তৃক জরিপে(২০০৪) নজরুল সর্বশ্রেষ্ঠ বাঙালির তালিকায়- তৃতীয় হন।
১০.কাজী নজরুল ইসলাম প্রথম ঢাকায় আসেন - ১৯২৬ সালে।
১১.নজরুলের প্রথম প্রকাশিত গ্ৰন্থ - ব্যথার দান
১২.তাঁর প্রথম প্রবন্ধগ্ৰন্থ - যুগবাণী
১৩.তাঁর প্রথম বাজেয়াপ্ত গ্ৰন্থ - বিষের বাঁশী
১৪.বাংলা সাহিত্যে নজরুল - মুক্তক ছন্দের প্রবর্তক।
১৫.তাঁর সর্বশেষ কাব্যগ্ৰন্থ - নির্ঝর ।
১৬.নজরুলের সম্পাদিত পএিকা - ৩টি ( ধূমকেতু,লাঙ্গল, দৈনিক নবযুগ)
১৭.নজরুল বাংলা ভাষায় প্রথম ইসলামী সঙ্গীত ও গজল লেখেন।
১৮.নজরুল প্রথম বাঙালি মুসলমান চলচ্চিএকার।
১৯.কবির স্মৃতিবিজড়িত বাংলাদেশের বিখ্যাত স্থান - এিশাল, ময়মনসিংহ, কুমিল্লার দৌলতপুর, চুয়াডাঙ্গা।
২০.নজরুলের মোট বাজেয়াপ্ত গ্ৰন্থ - ৫টি।
২১.কাজী নজরুল ইসলামের সঙ্গীত বিষয়ক গ্ৰন্থ -চোখের চাতক, নজরুল গীতিকা,সুরসাকি,বনগীতি প্রভৃতি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন