WHAT'S NEW?
Loading...

টিটুয়েন্টিতে বাংলাদেশের সেরা দশ

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ আন্তর্জাতিক টিটুয়েন্টিতে  বাংলাদেশের দলীয় সফলতার বাইরে ইন্ডিভিজুয়াল পারফরম্যান্স বিবেচনায় বেশকজন টাইগার  ব্যাটসম্যান ও বোলার দারুণ খেলেছেন।অনেকেই ব্যক্তিগত রেকর্ডের হিসেবে বেশ  সফল। এখানে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ দশ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান তুলে ধরছি।

টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ দশ ব্যাটসম্যান

আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের দলীয় সফলতার হার নিয়ে অনেক আলোচনা সমালোচনা রয়েছে।তবে  টাইগার ব্যাটসম্যান ও বোলারদের অনেকেই ব্যক্তিগত সফলতার দিক থেকে নজর কেড়েছেন। এক্ষেত্রে ব্যাট হাতে তামিম,সাকিব, মাহমুদুল্লাহ, মুশফিকুর রহিম এদের কেউ কেউ বেশ ভালো করেছেন। আসুন দেখে নেই বাংলাদেশের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের রেকর্ড।

তামিম ইকবাল


তামিম ইকবাল বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে সফল ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।এই বাঁহাতি ওপেনার ৭৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ১সেঞ্চুরি ও ৭ ফিফটিসহ ১৭০১ রান করেন।

সাকিব আল হাসান


তামিমের পর আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সাকিব আল হাসান।এই তারকা অলরাউন্ডার ৭৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৯ ফিফটিসহ ১৫৬৭ রান করেছেন।

মাহমুদুল্লাহ রিয়াদ


মাহমুদুল্লাহ বাংলাদেশের হয়ে ৮৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে তাঁর মোট সংগ্রহ ৪ফিফটিসহ ১৫০৭ রান।

মুশফিকুর রহিম


মুশফিকুর রহিম বাংলাদেশের সবচেয়ে সফল মিডল অর্ডার ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত।এই তারকা ব্যাটসম্যান ৮৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৫ ফিফটিসহ সহ ১২৮২ রান সংগ্রহ করেন।

সৌম্য সরকার


সৌম্য সরকার ইতিমধ্যে জাতীয় দলের হয়ে ৫৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন।ব্যাট হাতে তাঁর মোট সংগ্রহ ৩ফিফটিসহ ৯৫১ রান।

সাব্বির রহমান


সাব্বির রহমান আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ দশ ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন।এই ব্যাটসম্যান ৪৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪ ফিফটিসহ ৯৪৬ রান সংগ্রহ করেন।

লিটন দাস


জাতীয় দলের তারকা ব্যাটসম্যান লিটন দাস ইতিমধ্যে ৩২ টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর মোট সংগ্রহ ৪ফিফটিসহ ৬৪৬ রান।

মোঃ আশরাফুল


মোঃ আশরাফুল বাংলাদেশের  নিখুঁত টেকনিকের ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম সেরা হিসেবে স্বীকৃত।এই তারকা ব্যাটসম্যান ২৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২ফিফটিসহ ৪৫০ রান করেন।

মাশরাফি বিন মর্তুজা


বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সেরা পেসার ও সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ।এই তারকা ক্রিকেটার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ দশ ব্যাটসম্যানের তালিকায় রয়েছেন। মাশরাফি ৫৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ব্যাট হাতে ৩৭৭ রান সংগ্রহ করেন।

নাসির হোসেন


নাসির হোসেন বাংলাদেশের হয়ে ৩১টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। নাসির আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ২ফিফটিসহ মোট ৩৭০ রান সংগ্রহ করেন।


টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের শীর্ষ দশ বোলার

আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের  বোলারদের মধ্যে অনেকে ব্যক্তিগত সাফল্য বিবেচনায় ভালো করেছেন। এখানে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে বাংলাদেশের শীর্ষ দশ বোলারের পরিসংখ্যান তুলে ধরছি।

সাকিব আল হাসান


সাকিব আল হাসান বাংলাদেশের শীর্ষ টিটুয়েন্টি বোলারের তালিকায় সবার উপরে রয়েছেন।এই তারকা অলরাউন্ডার ৭৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৯২টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ২০ রানে ৫ উইকেট।

মোস্তাফিজুর রহমান


মোস্তাফিজুর রহমান বাংলাদেশের হয়ে ইতিমধ্যে ৪২টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট উইকেট সংখ্যা ৫৮।সেরা বোলিং ২২ রানে ৫ উইকেট।

আব্দুর রাজ্জাক


আব্দুর রাজ্জাক বাংলাদেশের সফল টিটুয়েন্টি বোলারদের মধ্যে অন্যতম। সাবেক এই স্পিনার ৩৪টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪৪টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ১৬ রানে ৪ উইকেট।

আল-আমিন হোসেন


আল-আমিন হোসেন বাংলাদেশের হয়ে ৩১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪৩টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ২০ রানে ৩ উইকেট।

মাশরাফি বিন মর্তুজা


মাশরাফি বাংলাদেশের হয়ে ৫৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪২টি উইকেট নেন।তাঁর সেরা বোলিং ৪/১৯ ।

মাহমুদুল্লাহ রিয়াদ


মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে ৮৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩১টি উইকেট নেন। মাহমুদুল্লাহর সেরা বোলিং ১৮ রানে ৩ উইকেট।

রুবেল হোসেন


রুবেল হোসেন আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ২৮ম্যাচ খেলে ২৮টি উইকেট নেন। রুবেল হোসেনের টিটুয়েন্টির সেরা বোলিং ৩১রানে ৩ উইকেট।

শফিউল ইসলাম


শফিউল ইসলাম বাংলাদেশের হয়ে ২০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২০টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ৩৬ রানে ৩ উইকেট।

মোঃ সাইফুদ্দিন

তারকা অলরাউন্ডার মোঃ সাইফুদ্দিন বাংলাদেশের হয়ে ১৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট উইকেট সংখ্যা ১৫। সাইফুদ্দিনের সেরা বোলিং ৩৩ রানে ৪ উইকেট।

তাসকিন আহমেদ


বাংলাদেশের তারকা পেসার তাসকিন আহমেদ ইতিমধ্যে ২১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন। তাঁর মোট উইকেট সংখ্যা ১৪। তাসকিনের সেরা বোলিং ৩২ রানে ২ উইকেট।