প্রিয় ক্রিকেট ডটকমঃ অষ্ট্রেলিয়া টিটুয়েন্টি ক্রিকেটের শুরু থেকেই দারুণ খেলছে।এই মুহূর্তে অষ্ট্রেলিয়া টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় ও শীর্ষ দলগুলোর একটি। তাছাড়া দলটিতে অসাধারণ সব টিটুয়েন্টি প্লেয়ার রয়েছে।ফিঞ্চ, ওয়ার্নার, ম্যাক্সওয়েলের মত কৌশলী ও তুখোর ব্যাটসম্যানের পাশাপাশি কামিন্স, ফকনার, মিশেল স্টার্ক,জাম্পার মত বিখ্যাত সব টিটুয়েন্টি বোলার দলটিতে রয়েছে।এই স্টোরিটি অষ্ট্রেলিয়ার শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান নিয়ে তৈরি করা হয়েছে।
অষ্ট্রেলিয়ার শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যান
অষ্ট্রেলিয়া টিটুয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে সফল ও জনপ্রিয় টিম হিসেবে স্বীকৃত। দারুণ সব মারকুটে ব্যাটসম্যান ও কৌশলী বোলারের সমন্বয়ে গড়া দলটি বরাবরই সফল। তাছাড়া টিটুয়েন্টি ক্রিকেটে অষ্ট্রেলিয়ার দুর্দান্ত সব ফিল্ডারও রয়েছে। এখানে অসিদের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের রেকর্ড তুলে ধরছি।
অ্যারন ফিঞ্চ
অ্যারন ফিঞ্চ এই সময়ের টিটুয়েন্টি ক্রিকেটে সেরা ব্যাটসম্যানদের একজন।এই স্ট্রোকমেকার অষ্ট্রেলিয়ার সবচেয়ে সফল টিটুয়েন্টি ব্যাটসম্যান হিসেবে রেকর্ডবুকে অবস্থান করছেন।ফিঞ্চ ইতিমধ্যে ৭১টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৩৪৬ রান সংগ্রহ করেছেন। সেই সাথে এই ফরম্যাটে ফিঞ্চের ২টি শতক ও ১৪টি অর্ধশতক রয়েছে।
ডেভিড ওয়ার্নার
ডেভিড ওয়ার্নার অষ্ট্রেলিয়ার সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ দশে রয়েছেন।এই তারকা ব্যাটসম্যান অষ্ট্রেলিয়ার হয়ে ইতিমধ্যে ৮১টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর মোট সংগ্রহ ২২৬৫ রান এছাড়া সাথে রয়েছে ১টি শতক ও ১৮টি অর্ধশতক।
গ্লেন ম্যাক্সওয়েল
গ্লেন ম্যাক্সওয়েল টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় এক ব্যাটসম্যান।এই মারকুটে ব্যাটসম্যান অষ্ট্রেলিয়ার হয়ে ইতিমধ্যে ৭২টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যাতে তাঁর মোট সংগ্রহ ১৭৮০ রান সাথে রয়েছে ৩টি শতক ও ৯টি অর্ধশতক।
শেন ওয়াটসন
শেন ওয়াটসন অষ্ট্রেলিয়ার সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।এই তারকা ব্যাটসম্যান অষ্ট্রেলিয়ার হয়ে ৫৮টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৪৬২ রান করেন। ক্রিকেটের এই ফরম্যাটে ওয়াটসনের ১টি শতক ও ১০টি অর্ধশতক রয়েছে।
ক্যামেরুন হোয়াইট
অষ্ট্রেলিয়ার সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে ক্যামেরুন হোয়াইট অন্যতম।ক্যামেরুন হোয়াইট অষ্ট্রেলিয়ার হয়ে টিটুয়েন্টি ক্রিকেটে দারুণ খেলেছেন।এই ব্যাটসম্যান আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্রিকেটে ৪৭টি ম্যাচ খেলে ৫ফিফটিসহ ৯৮৪ রান করেছেন।
স্টিভ স্মিথ
এই সময়ের টিটুয়েন্টি ক্রিকেটে সফল অসি ব্যাটসম্যানদের মধ্যে স্টিভ স্মিথ অন্যতম।এই স্টাইলিশ অসি ব্যাটসম্যান ইতিমধ্যে ৪৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন। তাঁর মোট টিটুয়েন্টি রান ৭৯৪ এছাড়া সাথে রয়েছে ৪ফিফটি।
ডেভিড হাসি
ডেভিড হাসি অষ্ট্রেলিয়ার হয়ে দারুণ সব টিটুয়েন্টি ইনিংস খেলেছেন।এই ব্যাটসম্যান ৩৯টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৩ফিফটিসহ ৭৫৬ রান সংগ্রহ করেন।
মাইক হাসি
সাবেক তারকা ব্যাটসম্যান মাইক হাসি অসিদের হয়ে ৩৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪ফিফটিসহ ৭২১ রান সংগ্রহ করেন।
ডিজেএম সর্ট
অষ্ট্রেলিয়ার সফল টিটুয়েন্টি ব্যাটসম্যানের মধ্যে ডিজেএম সর্ট অন্যতম।এই তারকা ব্যাটসম্যান অসিদের হয়ে ২৩টি টিটুয়েন্টি খেলেছেন।তাঁর মোট সংগ্রহ ৪ফিফটিসহ ৬৪২ রান।
ম্যাথু ওয়েড
অষ্ট্রেলিয়ার শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের মধ্যে ম্যাথু ওয়েডের নামটিও রয়েছে।এই তারকা ব্যাটসম্যান ৩৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৩ ফিফটিসহ মোট ৫২৬ রান করেন।
অষ্ট্রেলিয়ার শীর্ষ দশ টিটুয়েন্টি বোলার
টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে সেরা বোলারদের মধ্যে বেশকজন অষ্ট্রেলীয় বোলার রয়েছেন। এক্ষেত্রে শেন ওয়াটসন,মিশেল স্টার্ক, মিশেল জনসন,এডাম জাম্পা,ফকনারের নাম বিশেষভাবে বলতে হয়। এখানে অষ্ট্রেলিয়ার শীর্ষ দশ টিটুয়েন্টি বোলারের রেকর্ড তুলে ধরছি।
শেন ওয়াটসন
অষ্ট্রেলিয়ার টিটুয়েন্টি বোলারদের মধ্যে সবার উপরে রয়েছেন শেন ওয়াটসন।এই তারকা অলরাউন্ডার ৫৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৪৮টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ১৫ রানে ৪ উইকেট।
মিশেল স্টার্ক
মিশেল স্টার্ক অসিদের হয়ে ৩৫টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪৭টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট।
এডাম জাম্পা
এডাম জাম্পা টিটুয়েন্টি ক্রিকেটের সফল অসি বোলারদের মধ্যে অন্যতম।এই লেগি অসিদের হয়ে ৪১টি টিটুয়েন্টি খেলে মোট ৪৩টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ১৪ রানে ৩ উইকেট।
এন্ড্রু টাই
এন্ড্রু টাই অষ্ট্রেলিয়ার হয়ে ২৮টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৯টি উইকেট নেন। তাঁর সেরা বোলিং ২৩ রানে ৪ উইকেট।
এষ্টন এগার
এষ্টন এগার অসিদের হয়ে ৩২টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন। তাঁর মোট টিটুয়েন্টি উইকেটসংখ্যা ৩৮ সেরা বোলিং ৩০ রানে ৬ উইকেট।
মিশেল জনসন
মিশেল জনসন অষ্ট্রেলিয়ার শীর্ষ দশ টিটুয়েন্টি বোলারের তালিকায় রয়েছেন।এই গতিতারকা অসিদের হয়ে ৩০টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর মোট সংগ্রহ ৩৮ উইকেট। মিশেল জনসনের সেরা টিটুয়েন্টি বোলিং ১৫ রানে ৩ উইকেট।
প্যাট কামিন্স
প্যাট কামিন্স অষ্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের সেরা পেস বোলারদের মধ্যে অন্যতম।এই পেসার ৩০টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর মোট সংগ্রহ ৩৭ উইকেট। তাঁর সেরা বোলিং ১৫ রানে ৩ উইকেট।
জেমস ফকনার
অষ্ট্রেলিয়ার জনপ্রিয় পেসার জেমস ফকনার আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ২৪ টি ম্যাচ ইতিমধ্যে খেলেছেন এবং তাতে তাঁর সংগ্রহ ৩৬ উইকেট। ফকনারের সেরা বোলিং ২৭ রানে ৫ উইকেট।
নাথান কোল্টারনাইল
নাথান কোল্টারনাইল অষ্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসবোলার।এই তারকা পেসার ২৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৩৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৩১ রানে ৪ উইকেট।
গ্লেন ম্যাক্সওয়েল
টিটুয়েন্টি ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় প্লেয়ারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বের সব ফ্রাঞ্চাইজি লিগেই ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এই অসি অলরাউন্ডারের।অষ্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক টিটুয়েন্টিতেও বেশ সফলতা পেয়েছেন ম্যাক্সওয়েল।ম্যাক্সওয়েল ৭২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন যেখানে তাঁর মোট উইকেটসংখ্যা ৩১ (সেরা বোলিং ৩/১০)।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন