প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটের ধুন্ধুমার ব্যাটবলের লড়াইয়ে ইংল্যান্ডও সফল এক দল হিসেবে পরিচিতি পেয়েছে। এবং দলটিতে জেসন রয়,বেয়ারস্টো,বাটলার,মরগান,স্টোকস,ক্রিস জর্ডানের মত দারুণ সব টিটুয়েন্টি প্লেয়ার রয়েছে। তাছাড়া সবচেয়ে ছোট ফরম্যাটের এই ক্রিকেটে ইংলিশরা অসাধারণ সব ইনিংস ও ম্যাচ উপহার দিয়েছে ।এই স্টোরিটি টিটুয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের সেরা দশ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান নিয়ে তৈরি করা হয়েছে।
টিটুয়েন্টি ক্রিকেটে সেরা দশ ইংলিশ ব্যাটসম্যান
টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় দলগুলোর একটি ইংল্যান্ড।দলটিতে দারুণ সব টিটুয়েন্টি প্লেয়ার রয়েছেন। ইংল্যান্ডের টিটুয়েন্টি দলে ব্যাট হাতে জেসন রয়, বেয়ারস্টো, বাটলার, মরগান,স্টোকসদের পাশাপাশি বল হাতে আর্চার,ক্রিস জর্ডান,আদিল রশিদের মত বেশকিছু তারকা প্লেয়ার রয়েছেন।এদের প্রত্যেকেই টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় প্লেয়ার। আসুন দেখে নেই ইংল্যান্ডের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের রেকর্ড।
এউইন মরগান
ইংল্যান্ডের টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থানে রয়েছেন এউইন মরগান।এই হাডহিটার ইতিমধ্যে ১০২টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর সংগ্রহ ১৪ ফিফটিসহ ২৩১১ রান।
জস বাটলার
ইংল্যান্ডের শীর্ষ টিটুয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন জস বাটলার।এই তারকা ব্যাটসম্যান ইতিমধ্যে ৭৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর সংগ্রহ ১২ফিফটিসহ ১৭২৩ রান।
আলেক্স হেলস
ইংল্যান্ডের শীর্ষ দশ টিটুয়েন্টি ব্যাটসম্যানের মধ্যে আলেক্স হেলসও রয়েছেন।হেলস ইতিমধ্যে ৬০ টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন।হেলসের মোট টিটুয়েন্টি রান (১টি সেঞ্চুরি ও ৮ ফিফটিসহ ) ১৬৪৪।
কেভিন পিটারসেন
কেভিন পিটারসেন ইংল্যান্ডের সফল টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।এই তারকা ব্যাটসম্যান ৩৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৭ফিফটিসহ মোট ১১৭৬ রান করেছেন।
জনি বেয়ারস্টো
এই সময়ের অন্যতম সেরা ইংলিশ ব্যাটসম্যান জনি বেয়ারস্টো ইতিমধ্যে ৫১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন। এবং তাঁর মোট সংগ্রহ ৬ফিফটিসহ ১০৫০ রান।
জেসন রয়
জেসন রয় ইংল্যান্ডের হয়ে ৪৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর সংগ্রহ ৫ফিফটিসহ ১০৩৪ রান।
ডেভিড মালান
ডেভিড মালান ২৪ টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ১সেঞ্চুরি ও ১০ ফিফটিসহ ১০০৩ রান করেছেন।
জে রুট
এই সময়ের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান জে রুট ইংল্যান্ড জাতীয় টিমের হয়ে ৩২টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যাতে তাঁর সংগ্ৰহ ৫ফিফটিসহ ৮৯৩ রান।
লুক রাইট
ইংল্যান্ডের শীর্ষ টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে লুক রাইটের নামটিও রয়েছে।এই ব্যাটসম্যান টিটুয়েন্টি ক্রিকেটে ৫১ ম্যাচ খেলে ৪ ফিফটিসহ ৭৫৯ রান করেন।
রবি বোপারা
রবি বোপারা ইংল্যান্ডের শীর্ষ টিটুয়েন্টি ব্যাটসম্যানদের মধ্যে দশম স্থানে রয়েছেন।এই ব্যাটসম্যান ৩৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩ ফিফটিসহ ৭১১ রান করেন।
টিটুয়েন্টি ক্রিকেটের সেরা দশ ইংলিশ বোলার
ক্রিকেটের এই ক্ষুদ্র সংস্করণে ইংল্যান্ডের বেশকজন বোলার সফলতা পেয়েছেন। বিশেষত ক্রিস জর্ডান, আদিল রশিদ,গ্ৰায়েম সোয়ান,টম কারেনের মত বেশকজন বোলার টিটুয়েন্টি ক্রিকেটে দারুণ সফলতা পেয়েছেন। এখানে টিটুয়েন্টিতে ইংল্যান্ডের শীর্ষ দশ বোলারের পরিসংখ্যান তুলে ধরছি।
ক্রিস জর্ডান
ইংল্যান্ডের সবচেয়ে সফল টিটুয়েন্টি বোলার হিসেবে ক্রিস জর্ডান এক বিশিষ্ট নাম।এই তারকা বোলার ৬০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৭০টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৬ রানে ৪ উইকেট।
স্টুয়াট ব্রড
স্টুয়াট ব্রড টিটুয়েন্টি ক্রিকেটেও সফলতা পেয়েছেন।এই পেসার ৫৬টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৬৫টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট।
আদিল রশিদ
আদিল রশিদ ইংল্যান্ডের অন্যতম সেরা স্পিনার।এই তারকা স্পিনার ৫৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৫৫ টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১১ রানে ৩ উইকেট।
গ্ৰায়েম সোয়ান
গ্ৰায়েম সোয়ান ৩৯টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৫১টি উইকেট নিয়েছেন। গ্ৰায়েম সোয়ানের সেরা বোলিং ১৩ রানে ৩ উইকেট।
ডানবার্চ
ইংল্যান্ডের অন্যতম সেরা টিটুয়েন্টি বোলার ডানবার্চ ৩৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৯টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ২২ রানে ৪ উইকেট।
ডিজে উইলি
ইংল্যান্ডের শীর্ষ টিটুয়েন্টি বোলারের তালিকায় শীর্ষ দশে ডিজে উইলিও রয়েছেন।এই বোলার ২৮টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৭ রানে ৪ উইকেট।
স্টিভেন ফিন
স্টিভেন ফিন ২১টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৭টি উইকেট নিয়েছেন। ১৬ রানে ৩ উইকেট তাঁর সেরা বোলিং।
টম কারেন
টম কারেন এই সময়ে ইংল্যান্ডের অন্যতম সেরা টিটুয়েন্টি বোলার।টম কারেন ২৮টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৬টি উইকেট নিয়েছেন।৩৬ রানে ৪ উইকেট তাঁর সেরা বোলিং।
লিয়াম প্লাংকেট
লিয়াম প্লাংকেট ২২ টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৫টি উইকেট নিয়েছেন।প্লাংকেটের সেরা বোলিং ২১ রানে ৩ উইকেট।
টিম ব্রেসনান
টিম ব্রেসনান ইংল্যান্ডের দশম শীর্ষ টিটুয়েন্টি বোলার।এই বোলার ৩৪টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১০ রানে ৩ উইকেট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন