প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা বরাবরই সফল এক দল। দারুণ সব ব্যাটসম্যান আর বোলারের সাথে অসাধারণ ফিল্ডিংয়ের জন্য টিটুয়েন্টি ক্রিকেটে দলটি সদাই বিশিষ্ট। টিটুয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যান ডিভিলিয়ার্স,ডুপ্লেসিস,ডেভিড মিলার,ডিকক এবং এই ফরম্যাটের সেরা বোলার রাবাদা,তাহির,ক্রিস মরিচরা দক্ষিণ আফ্রিকার হয়ে খেলে থাকেন। এখানে টিটুয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বর্তমান শীর্ষ দশ ব্যাটসম্যান ও বোলারের পরিসংখ্যান নিয়ে আলোচনা করছি।
টিটুয়েন্টি ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার সেরা ১০
দক্ষিণ আফ্রিকা টিটুয়েন্টি ক্রিকেটের শীর্ষ দলগুলোর একটি ।দলটির ঐতিহ্যবাহী অলরাউন্ডারনির্ভর ক্রিকেট টিটুয়েন্টি ফরম্যাটেও বেশ সফলতা পেয়েছে। তাছাড়া দক্ষিণআফ্রিকার টিটুয়েন্টি টিমে ডিভিলিয়ার্স,ডুপ্লেসিস, ডেভিড মিলার, ডিকক,রাবাদা,নর্টজের মত দারুণ সব প্লেয়ার রয়েছেন। আসুন বর্তমান টিটুয়েন্টি ক্রিকেটে দক্ষিণআফ্রিকার শীর্ষ ১০ ব্যাটসম্যানের পরিসংখ্যান দেখে নিই।
জেপি ডুমিনি
এই সময়ের টিটুয়েন্টি পরিসংখ্যানে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষে রয়েছেন জেপি ডুমিনি।এই ব্যাটসম্যান ৮১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ১১টি ফিফটিসহ ১৯৩৪ রান করেছেন যা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে সর্বাধিক ব্যক্তিগত রান।
এবি ডিভিলিয়ার্স
এবি ডিভিলিয়ার্স বর্তমান টিটুয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার অন্যতম সেরা ব্যাটসম্যান।ডিভিলিয়ার্স ৭৮ টি টিটুয়েন্টি ম্যাচ ১০ ফিফটিসহ ১৬৭২ রান করেছেন।
ডেভিড মিলার
বর্তমান টিটুয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় ব্যাটসম্যানদের মধ্যে ডেভিড মিলার অন্যতম।এই মারকুটে ব্যাটসম্যান ৭৮টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩ফিফটি ও ১ সেঞ্চুরি সহ মোট ১৪৮৪ রানের মালিক।
ফাফ ডুপ্লেসিস
ফাফ ডুপ্লেসিস দক্ষিণ আফ্রিকা জাতীয় দলের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগেও সফল এবং জনপ্রিয় ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত।এই স্টাইলিশ ব্যাটসম্যান দক্ষিণ আফ্রিকার হয়ে ৪৭ টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন এবং তাতে তাঁর সংগ্রহ ১ শতক ও ১০টি অর্ধশতকসহ ১৪৬৬ রান।
ডি কক
ডিকক দক্ষিণ আফ্রিকার সেরা টিটুয়েন্টি ব্যাটসম্যানের তালিকায় বর্তমানে শীর্ষ দশে রয়েছেন।এই তারকা ব্যাটসম্যান ৪৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৬ ফিফটিসহ মোট ১৩০৩ রান করেছেন।
হাসিম আমলা
হাসিম আমলা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের মধ্যে অন্যতম।এই তারকা ব্যাটসম্যান ৪১ টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৭ ফিফটির সাহায্যে ১১৫৮ রান করেন।
গ্ৰায়েম স্মিথ
দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান গ্ৰায়েম স্মিথ ৩৩টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৫ ফিফটিসহ মোট ৯৮২ রান করেন।
হ্যান্ডডিক্স
হ্যান্ডডিক্স দক্ষিণ আফ্রিকার সফল টিটুয়েন্টি ব্যাটসম্যানের মধ্যে অন্যতম।এই ব্যাটসম্যান ২৮টি টিটুয়েন্টি খেলে ৫ফিফটির সহায়তায় ৭৩৪ রান করেন।
জ্যাক ক্যালিস
দক্ষিণ আফ্রিকার সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস টিটুয়েন্টি ক্রিকেটে ব্যাট হাতে সফলতা পেয়েছেন।ক্যালিস ২৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৫ফিফটিসহ ৬৬৬ রান সংগ্রহ করেন।
ভ্যান ডার ডুসেন
ভ্যান ডার ডুসেন আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার হয়ে ইতিমধ্যে ২০ টি ম্যাচ খেলেছেন। তাঁর সংগ্রহ ৪ ফিফটিসহ মোট ৬২৮ রান।
টিটুয়েন্টি বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার সেরা ১০
দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টির সেরা বোলারদের মধ্যে বর্তমানে রাবাদা ,ক্রিস মরিচ, তাহির,এনগিদি,সামসি বিশেষভাবে উল্লেখযোগ্য। দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টির সেরা দশ বোলারের পরিসংখ্যান এখানে তুলে ধরছি।
ডেল স্টেইন
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সেরা টিটুয়েন্টি বোলার ডেল স্টেইন। এবং পরিসংখ্যানও তাঁর পক্ষে কথা বলছে।এই গতিতারকা ৪৭টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৬৪টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৯ রানে ৪ উইকেট।
ইমরান তাহির
এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার সেরা টিটুয়েন্টি বোলারের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইমরান তাহির।এই তারকা স্পিনার ৩৫টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৬১টি উইকেট নিয়েছেন। তাহিরের সেরা বোলিং ২৩ রানে ৫ উইকেট।
মর্নি মরকেল
মর্নি মরকেল দক্ষিণ আফ্রিকার সেরা টিটুয়েন্টি বোলারের শীর্ষ দশের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন।এই পেসার ৪১টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪৬টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৭ রানে ৪ উইকেট।
পারনেল
পারনেল দক্ষিণ আফ্রিকার টিটুয়েন্টির অন্যতম সেরা বোলার।এই বোলার ৪০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৪১টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৩ রানে ৪ উইকেট।
এন্ডিলি ফেলকয়ে
এন্ডিলি ফেলকয়ে ৩৪ ম্যাচে নিয়েছেন মোট ৩৯ উইকেট। তাঁর সেরা বোলিং ২৪ রানে ৪ উইকেট।
জোয়ান বোথা
দক্ষিণ আফ্রিকার সফল টিটুয়েন্টি বোলারদের মধ্যে জোয়ান বোথা অন্যতম।এই তারকা বোলার ৪০টি টিটুয়েন্টি খেলে ৩৭টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৬ রানে ৩ উইকেট।
ক্রিস মরিচ
ক্রিস মরিচ দক্ষিণ আফ্রিকার সেরা টিটুয়েন্টি বোলারের তালিকায় শীর্ষ দশে রয়েছেন।এই পেসার ২৩টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে মোট ৩৪ টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ২৭ রানে ৪ উইকেট।
কাগিছো রাবাদা
এ সময়ের ক্রিকেটের সফল পেসার কাগিছো রাবাদা টিটুয়েন্টি ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা জাতীয় টিমের হয়েও দারুণ সাফল্য পেয়েছেন।এই তারকা পেসার ২৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলে ৩১টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ৩০ রানে ৩ উইকেট।
তাবরেইজ সামসি
তাবরেইজ সামসি দক্ষিণ আফ্রিকার সেরা টিটুয়েন্টি বোলারের তালিকায় শীর্ষ দশে রয়েছেন। তিনি ৩২টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ৩১টি উইকেট নিয়েছেন।সামসির সেরা বোলিং ২৫ রানে ৪ উইকেট।
লোঙ্গি এনগিদি
লোঙ্গি এনগিদি বর্তমান দক্ষিণ আফ্রিকা জাতীয় টিমের গুরুত্বপূর্ণ পেসার। এবং জাতীয় টিমের হয়ে টিটুয়েন্টি ক্রিকেটে এনগিদি বেশ সফলতা পেয়েছেন। এই পেসার ১৬টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ২৮টি উইকেট নিয়েছেন। তাঁর সেরা বোলিং ১৯ রানে ৪ উইকেট।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন