প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের নতুন কিছু নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে তুলে ধরছি।
বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউটে নিয়োগ
বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটে বেশকিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : উপ-পরিচালক, সিনিয়র সহকারী পরিচালক, বৈজ্ঞানিক কর্মকর্তা, পরিচালক, মেডিকেল অফিসার, উচ্চমান সহকারী,ক্যাশিয়ার প্রভৃতি পদ।
পদসংখ্যা : ১০০
যোগ্যতা : পদভেদে এসএসসি থেকে সম্মানসহ স্মাতকোওর ডিগ্ৰি। বিশেষায়িত পদের ক্ষেএে সংশ্লিষ্ট বিষয়ে স্মাতক ডিগ্রি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর/২১ থেকে ৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান , শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ থেকে ৩২ বছর।
বেতন : পদভেদে গ্ৰেড-৫ থেকে গ্ৰেড-২০।
আবেদন প্রক্রিয়া:অনলাইন ( http://bwmri.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ:৩১/০৫/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের নিয়োগ বিজ্ঞপ্তি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বেশকিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
পদ : সহকারী পরিচালক (মানবসম্পদ), সহকারী পরিচালক (সমন্বয়), সহকারী পরিচালক (প্রশাসন), সহকারী পরিচালক (যানবাহন) , সহকারী বন্দর কর্মকর্তা,ল্যান্ড অফিসার,নদী জরিপকারী,মার্কম্যান,দপ্তরি প্রভৃতি পদ।
পদসংখ্যা: ৫৯
যোগ্যতা: পদভেদে এসএসসি থেকে দ্বিতীয় শ্রেণীর সম্মানসহ দ্বিতীয় শ্রেণীতে স্মাতকোওর ডিগ্ৰি।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে ১৮ থেকে ৩২ বছর।
বেতন : গ্ৰেড-৯ থেকে গ্ৰেড-২০।
আবেদন প্রক্রিয়া: অনলাইন ( www.jobsbiwta.gov.bd)
আবেদনের শেষ তারিখ:৩১/০৫/২০২১
সূত্র: প্রথম আলো অনলাইন
বাংলাদেশ ব্যাংকে নিয়োগ
বাংলাদেশ ব্যাংকে অফিসার (পুরকৌশল,যন্ত্রকৌশল,তড়িৎকৌশল) পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ : অফিসার (পুরকৌশল, যন্ত্রকৌশল,তড়িৎকৌশল)
পদসংখ্যা: ২৮
যোগ্যতা: যেকোন স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে চারবছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্ৰি। শিক্ষাজীবনের কোন পর্যায়ে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
বয়স: ১৮ থেকে ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে সর্বোচ্চ ৩২ বছর।
বেতন:১৬০০০ থেকে ৩৮৬৪০ টাকা।
আবেদন প্রক্রিয়া: অনলাইন (https://erecruitment.bb.org.bd/onlineapp/joblist.php)
আবেদনের শেষ তারিখ:৩১/০৫/২০২১
সূত্র: প্রথম আলো অনলাইন
সিটি ব্যাংকে নিয়োগ
সিটি ব্যাংকে 'অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং ) 'পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ: অফিসার (ব্রাঞ্চ ব্যাংকিং)
পদসংখ্যা: অনির্দিষ্ট
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে চারবছর মেয়াদি স্মাতক ডিগ্ৰি অথবা স্মাতকোওর ডিগ্ৰি।
বয়স: ৩০ বছর
চাকরির ধরণ: পূর্ণকালীন, চুক্তিভিত্তিক
কর্মক্ষেএ : চট্রগ্রাম,যশোর,পাবনা, গাইবান্ধা, খুলনা,মুন্সিগঞ্জ
আবেদন প্রক্রিয়া:অনলাইন (www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ:১৫/০৫/২০২১
সূত্র: বিডিজবস ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন