ডিপিএলে তামিম সাকিবরা কে কোন টিমে
প্রিয় ক্রিকেট ডটকমঃ অবশেষে মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটের (ডিপিএল) এবারের আসর।আগামী ৩১মে শুরু হতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। ইতিমধ্যে ম্যাচসূচি প্রকাশ করা হয়েছে। জাতীয় দলের তারকা ক্রিকেটারদের প্রায় সবাই ডিপিএলে খেলবেন। আসুন দেখে নিই এবারের ডিপিএলে তারকারা কে কোথায় খেলছেন সেই তথ্য। এছাড়া ডিপিএলের সূচিও এখানে তুলে ধরা হলো।
টিমসংখ্যা ও তারকারা কে কোন টিমে
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে মোট টিমসংখ্যা ১২। এবং প্রায় প্রতিটি টিমই বেশ ব্যালান্সড হয়েছে বলা যায়।জাতীয় দল ও দলের বাইরে থাকা প্রায় সব তারকা ক্রিকেটারই ডিপিএলে খেলবেন। এছাড়াও ভবিষ্যতের তারকা ক্রিকেটার তৈরির এই লিগে বেশকিছু সংখ্যক তরুণ ক্রিকেটারও খেলবেন। ডিপিএলের এই আসরে সবগুলো ম্যাচ টিটুয়েন্টি ফরম্যাটের হবে। এবারের ডিপিএলে সাকিব,তামিম, মুশফিক,রুবেল হোসেনরা কে কোথায় খেলছেন আসুন সেটি দেখে নেই।
আবাহনী লিমিটেড
আবাহনী লিমিটেডের হয়ে বেশকিছু তারকা প্লেয়ার মাঠে নামবেন।এদের মধ্যে অন্যতম হলেন মুশফিকুর রহিম,লিটন দাস, মোঃ সাইফুদ্দিন,নাঈম শেখ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, আরাফাত সানি, আফিফ হোসেন,আমিনুল ইসলাম বিপ্লব।
মোহামেডান স্পোর্টিং ক্লাব
মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে বেশকজন তারকা ক্রিকেটার মাঠে নামবেন। মোহামেডান স্পোর্টিং ক্লাবে তারকাদের মধ্যে রয়েছেন সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শামসুর রহমান শুভ,শুভাগত হোম চৌধুরী, আবু জাহেদ রাহি,আবু হায়দার রনি, ইরফান শুক্কুর প্রমুখ।
লিজেন্ডস অব রূপগঞ্জ
লিজেন্ডস অব রূপগঞ্জের উল্লেখযোগ্য তারকারা হলেন সাদমান ইসলাম অনিক,সোহাগ গাজী, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন,নাবিল সামাদ,পিনাক ঘোষ।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
তারকা ক্রিকেটারদের মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে মাঠে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজা, মোঃ আশরাফুল, ইমরুল কায়েস,এবাদত হোসেন চৌধুরী, সোহরাওয়ার্দী শুভ, নাসির হোসেন প্রমুখকে।
ব্রাদার্স ইউনিয়ন
ব্রাদার্স ইউনিয়নের হয়ে বেশকজন তারকা ও মেধাবী তরুণ ক্রিকেটার মাঠে নামবেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য তারকারা হলেন জুনায়েদ সিদ্দিকী,তুসার ইমরান, সাকলাইন সজীব, মেহেদী হাসান।
ওল্ড ডিওএইচএস স্পোটর্স ক্লাব
ওল্ড ডিওএইচএস স্পোটর্স ক্লাবে বেশকিছু সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার মাঠে নামবেন। এক্ষেত্রে উল্লেখযোগ্য ক্রিকেটার হলেন রাকিবুল হাসান, মিনহাজুল আবেদীন সাব্বির,গাজী সোহেল রানা সাগর,অমিত হাসান,শাহনাজ আহমেদ, মোহাম্মদ সেন্টু।
প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব
প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাবের হয়ে বেশকজন তারকা ক্রিকেটার মাঠে নামবেন ।এই দলটিতে ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব,সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বির মত তারকা ক্রিকেটাররা খেলবেন।
গাজী গ্ৰুপ ক্রিকেটার্স
গাজী গ্ৰুপ ক্রিকেটার্সের হয়ে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ,সৌম্য সরকার, মুমিনুল হক, হাসান মাহমুদ,আকবর আলী,নাসুম আহমেদ প্রমুখ বেশকজন তারকা ক্রিকেটার।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে মাঠে দেখা যাবে তানজিদ হাসান তামিম, তৌহিদ হ্নদয়,মোহর শেখ অন্তর,প্রীতম কুমার, সাজ্জাদুল হক রিপনের মত বেশকিছু তরুণ ও মেধাবী ক্রিকেটারকে।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
তারকা ক্রিকেটারদের মধ্যে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ মিঠুন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, এনামুল হক বিজয়,অলক কাপালি,রনি তালুকদার,নাঈম হাসান, নাজমুল ইসলাম অপু ।
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি
খেলাঘর সমাজ কল্যাণ সমিতির হয়ে খেলবেন মেহেদী হাসান মিরাজ, সৈয়দ খালেদ হোসেন, জহুরুল ইসলাম অমি,রনি চৌধুরীর মত বেশকিছু তরুণ ও তারকা ক্রিকেটার।
পারটেক্স স্পোটিং ক্লাব
পারটেক্স স্পোটিং ক্লাবের হয়ে মাঠে নামবেন ধীমান ঘোষ, রবিউল ইসলাম,সগির হোসেন শুভ্র,শাহবাজ চৌহান,তাসামুল হক,রনি হোসেন প্রমুখ বেশকিছু তারকা ক্রিকেটার।
ডিপিএলের সূচি
এবারের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট পাঁচটি রাউন্ডে সম্পন্ন করা হবে। এক্ষেত্রে একদিনে এক রাউন্ডের সব খেলা অনুষ্ঠিত হবে। সবগুলো খেলা মিরপুর ও বিকেএসপির মাঠে অনুষ্ঠিত হবে।
প্রথম রাউন্ড - ৩১ মে,২০২১
মোট ম্যাচ সংখ্যা- ৬টি
দ্বিতীয় রাউন্ড- ১জুন,২০২১
মোট ম্যাচ সংখ্যা - ৬
তৃতীয় রাউন্ড- ৩ জুন,২০২১
মোট ম্যাচ সংখ্যা- ৬
চতুর্থ রাউন্ড - ৪ জুন,২০২১
মোট ম্যাচ সংখ্যা - ৬
পঞ্চম রাউন্ড - ৬ জুন,২০২১
মোট ম্যাচ সংখ্যা - ৬