প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারের নতুন কিছু চাকরির খবর এখানে জানিয়ে দিচ্ছি।
বিআরটিসিতে নিয়োগ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনে (বিআরটিসি) বাস/চালক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ:বাস/ট্রাক চালক
পদসংখ্যা: ১০৪
যোগ্যতা : অষ্টম শ্রেণী পাস।বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।ভারি গাড়ি চালনায় (২) বছরের অভিজ্ঞতা।
গ্ৰেড: ১৬
বেতন :৯,৩০০ - ২২,৪৯০ টাকা।
বয়স:১৮-৩২ বছর
আবেদন প্রক্রিয়া: ডাকযোগে(চেয়ারম্যান বিআরটিসি, পরিবহন ভবন ২১,রাজউক এভিনিউ,ঢাকা-১০০০)
আবেদনের শেষ তারিখ : ১১/০৪/২০২১
সূত্র : দৈনিকশিক্ষা ডটকম
সরকারি ৮ ব্যাংকে আবেদন চলছে
সরকারি ৭ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানে 'সিনিয়র অফিসার' পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া চলছে।
পদ: সিনিয়র অফিসার (সাধারণ)
পদসংখ্যা :৮৬৮
যোগ্যতা : যেকোন বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি বা ৪ বছর মেয়াদি স্মাতক ডিগ্রি। যেকোন দুটি একাডেমিক পরীক্ষায় প্রথম বিভাগ থাকতে হবে।তবে তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।
বয়স: গত বছরের ১ মার্চ তারিখে সর্বোচ্চ ৩০ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে একইদিনে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২,০০০ - ৫৩০৬০ টাকা ও অন্যান্য সুবিধা।
আবেদন প্রক্রিয়া : অনলাইন( https://erecruitment.bb.org.bd)
আবেদনের শেষ তারিখ : ৩১/০৩/২০২১
সূত্র : প্রথম আলো
পঞ্চিমাঞ্চল গ্যাস কোম্পানিতে নিয়োগ
পেট্রোবাংলার অধীন পঞ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেডে ৯ম ও ১০গ্ৰেডে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ: সহকারী ব্যবস্থাপক,সহকারী প্রকৌশলী,সহকারী কর্মকর্তা, উপ-সহকারী প্রকৌশলী।
পদসংখ্যা : ৫৩
যোগ্যতা : পদভেদে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/স্মাতকোওর ডিগ্ৰি।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২বছর।
বেতন : ৯ম ও ১০গ্ৰেড
আবেদন প্রক্রিয়া : অনলাইন ( http://pgcl.teletalk.com.bd)
আবেদনের শেষ তারিখ : ০৪/০৪/২০২১
সূত্র : প্রথম আলো
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে 'তথ্যসেবা সহকারী' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : তথ্যসেবা সহকারী
পদসংখ্যা : ৫৪
যোগ্যতা: এইসএসসি বা সমমানের ডিগ্ৰি।
অতিরিক্ত যোগ্যতা : বেসিক আইটিতে ডিপ্লোমা, মাইক্রোসফট অফিস, ইন্টারনেট ব্রাউজিং ও সবধরণের সোশাল মিডিয়া পরিচালনায় দক্ষতা। বাইসাইকেল চালনায় দক্ষতা।শুধু মহিলারা আবেদন করতে পারবেন।
বেতন : ৯,৩০০- ২২,৬৯০ টাকা
বয়স : ৩০ বছর
আবেদন প্রক্রিয়া: অনলাইন ( https://erecruitment.bcc.gov.bd)
আবেদনের শেষ তারিখ : ০৮/০৮/২০২১
সূত্র : প্রথম আলো
এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডে (ক্রাউন সিমেন্ট) নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় সিমেন্ট নির্মাতা প্রতিষ্ঠান এমআই সিমেন্ট ফ্যাক্টরি লিমিটেডে "টেরিটরি অফিসার/সিনিয়র টেরিটরি অফিসার -সেলস/ মার্কেটিং " পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ : টেরিটরি অফিসার/সিনিয়র টেরিটরি অফিসার - সেলস/মার্কেটিং
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : বিবিএ (মার্কেটিং) ও এমবিএ ( মার্কেটিং)
অভিজ্ঞতা :২থেকে ৩ বছর
বেতন-ভাতা : আলোচনা সাপেক্ষে
বয়স: ২৫-৩০ বছর
আবেদনের প্রক্রিয়া : অনলাইন ( সিভি পাঠাতে হবে এই ইমেইলে career@crowncement.com)
আবেদনের শেষ তারিখ : ২৪/০৩/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
এসিআই এ নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় কোম্পানি এসিআই এ "টেরিটরি সুপারভাইজার ( ফুড কমোডিটি)" পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : টেরিটরি সুপারভাইজার (ফুড কমোডিটি)
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : যেকোন বিষয়ে স্মাতক ডিগ্রি।তবে বিবিএ/এমবিএ ডিগ্ৰিধারীদের অগ্ৰাধিকার।
অভিজ্ঞতা : কমপক্ষে ৩ বছর
বয়স: ২৫ - ৪০ বছর
কর্মস্থল : বাংলাদেশের যেকোন স্থান
আবেদন প্রক্রিয়া: অনলাইন ( ভিজিট www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ : ২৯/০৩/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন