প্রিয় ক্রিকেট ডটকমঃ সাম্প্রতিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে তুলে ধরা হলো।
বাউবিতে নিয়োগ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)তে বেশকিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ: সিষ্টেম ম্যানেজার, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), সহকারী আঞ্চলিক পরিচালক, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক প্রভৃতি পদ।
পদসংখ্যা: ২৩
যোগ্যতা: যোগ্যতা ও আবেদন সম্পর্কিত তথ্যাবলি জানতে ভিজিট করুন (www.bou.edu.bd) এই ওয়েবসাইট।
আবেদনের প্রক্রিয়া: ডাকযোগে
আবেদনের শেষ তারিখ : ০৮/০৪/২০২১
সূত্র: প্রথম আলো
বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ
বাংলাদেশ সেনাবাহিনীতে ৮৭তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
যোগ্যতা: জাতীয় মাধ্যম- মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক/সমমান পরীক্ষার যেকোন একটিতে জিপিএ ৫ ও অন্যটিতে জিপিএ ৪.৫০ থাকতে হবে। ইংরেজি মাধ্যম: ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ৩টিতে এ গ্ৰেড এবং ৩টিতে বি গ্ৰেড এবং এ লেভেলে ২টি বিষয়েই ন্যুনতম বি গ্ৰেড থাকতে হবে অথবা ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্ৰেড ,৩টিতে বি গ্ৰেড ও ১টিতে সি গ্ৰেড এবং এ লেভেলে ১টিতে এ ও অন্যটিতে বি গ্ৰেড থাকতে হবে।
সশস্ত্রবাহিনীতে কর্মরত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যুনতম জিপিএ ৪ থাকতে হবে।
২০২১সালে এইসএসসি ও এ লেভেল পরীক্ষার্থী প্রার্থীরাও আবেদন করতে পারবেন এবং তাদের ক্ষেএে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ এবং ও লেভেলের ৬টি বিষয়ের ৩টিতে এ গ্ৰেড ও ৩টিতে বি গ্ৰেড থাকতে হবে।তবে বিএমএ যোগদানের আগে ফলাফল প্রকাশিত হতে হবে।
শারীরিক যোগ্যতা
পুরুষ : উচ্চতা ৫ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি,ওজন ৫৪ কেজি।
নারী : উচ্চতা ৫ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ ২৮-৩০ ইঞ্চি, ওজন ৪৭কেজি।
বয়স : এ বছরের ১ জানুয়ারিতে ১৭-২১ বছর।তবে সেনাবাহিনীতে কর্মরতদের ক্ষেএে বয়স ১৮-২৩ বছর।
জাতীয়তা : বাংলাদেশি
বৈবাহিক অবস্থা : অবিবাহিত
আবেদনের প্রক্রিয়া : অনলাইন ( https://joinbangladesharmy.army.mil.bd)
আবেদনের শেষ তারিখ : ২২মে ২০২১
সূত্র : প্রথম আলো
আইএফআইসি ব্যাংকে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট ব্যাংক আইএফআইসি ব্যাংক লিমিটেডে 'ডাইরেক্ট সেলস এসোসিয়েট ' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ: ডাইরেক্ট সেলস এসোসিয়েট
যোগ্যতা: স্মাতক
বয়স : সর্বোচ্চ ৩৪বছর
বেতন : ১৫হাজার টাকা থেকে ১৭ হাজার টাকা এবং আকর্ষণীয় ইনসেনটিভ সুবিধা ।
কর্মক্ষেত্র : বাংলাদেশের যেকোন স্থান
আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট : www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ : ৩১/০৩/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
ট্রান্সকম এ নিয়োগ
দেশের সুপরিচিত কোম্পানী ট্রান্সকম বেভারেজে 'সিনিয়র সেলস এক্সিকিউটিভ' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : সিনিয়র সেলস এক্সিকিউটিভ
যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ/এমবিএ/স্মাতক ডিগ্ৰি।
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া চমৎকার ভাষাগত দক্ষতা (ইংরেজি), কম্পিউটারে এমএস অফিস সম্পর্কে ভালো ধারণা ইত্যাদি দক্ষতা থাকতে হবে।
বেতন-ভাতা: চূড়ান্তভাবে নির্বাচিতদের আর্কষণীয় বেতন-ভাতা দেয়া হবে।
বয়স: সর্বোচ্চ ৩৫ বছর
কর্মক্ষেত্র: বাংলাদেশের যেকোন স্থান
আবেদন প্রক্রিয়া: অনলাইন (ভিজিট www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ : ২০/০৪/২০২১
সূত্র: বিডিজবস ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন