WHAT'S NEW?
Loading...

আজ বঙ্গবন্ধুর জন্মদিন

                                                      

প্রিয় ক্রিকেট ডটকমঃআজ ১৭ই মার্চ স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের স্তপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন।১৯২০সালের এই দিনে  বর্তমান গোপালগঞ্জ জেলার(তৎকালিন ফরিদপুর জেলা) টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্মগ্রহণ করেন।এই বিশেষ দিনে 'প্রিয় ক্রিকেট ডটকম'এর পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য


জীবনকাল: ১৭ই মার্চ ১৯২০- ১৫ই আগষ্ট ১৯৭৫

বঙ্গবন্ধু বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি : (১১ এপ্রিল ১৯৭১ - ১২ জানুয়ারি ১৯৭২)
বঙ্গবন্ধু বাংলাদেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী : (১২ জানুয়ারি ১৯৭২ - ২৪ জানুয়ারি ১৯৭৫)
বঙ্গবন্ধু সংসদ সদস্য: ঢাকা-১২ (৭ই মার্চ ১৯৭৩ - ১৫ আগষ্ট ১৯৭৫)
বঙ্গবন্ধু বাংলাদেশের চতুর্থ রাষ্ট্রপতি  : (২৫ জানুয়ারি ১৯৭৫ - ১৫ আগষ্ট ১৯৭৫)


রাজনৈতিক জীবন: সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ (১৯৬৬ - ১৯৭৪)


কারাভোগ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাজনৈতিক জীবনে ৪হাজার ৬৮২দিন কারাভোগ করেছেন।


বঙ্গবন্ধুর রচিত গ্ৰন্থাবলি : অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন, আমার কিছু কথা।


বঙ্গবন্ধুর উপাধী : ১৯৬৯ সালে 'বঙ্গবন্ধু' উপাধী,১৯৭১সালে' জাতির জনক',১৯৭১সালে 'রাজনীতির কবি',২০০৪সালে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি,২০১৯ সালে বিশ্ববন্ধু।


তথ্যসূএ: উইকিপিডিয়া