প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে কিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।এমনি কিছু নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে তুলে ধরা হলো।
চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে নিয়োগ
পদ : সহকারী লাইব্রেরীয়ান/সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক/একাউন্টস অফিসার/মেডিকেল অফিসার/ফিজিক্যাল ইন্সট্রাক্টর/সহকারী কম্পিউটার প্রোগ্ৰামার/বৈজ্ঞানিক কর্মকর্তা/প্রশাসনিক কর্মকর্তা/ক্যাশিয়ারসহ বেশকিছু পদ।
পদসংখ্যা :১০৩
যোগ্যতা : পদভেদে জেএসসি/সমমান থেকে স্মাতকোওর ডিগ্ৰি । বিশেষায়িত পদের ক্ষেএে সংশ্লিষ্ট বিষয়ে সর্বোচ্চ ডিগ্ৰি।
বয়স : পদভেদে ৩০/৩৫ বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে সবপদের জন্য অতিরিক্ত ২বছর ।
বেতন : পদভেদে গ্ৰেড-৭ থেকে গ্ৰেড-২০
আবেদন প্রক্রিয়া : ডাক(তবে আবেদন ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (cvasu.ac.bd) থেকে সংগ্রহ করা যাবে।
আবেদনের শেষ তারিখ : ১২/০৪/২০২১
সূত্র: বিডিজবস ডটকম
ব্র্যাকে নিয়োগ
বাংলাদেশ তথা বিশ্বের অন্যতম সেরা এনজিও ব্র্যাকে ইয়ং প্রফেশনাল প্রোগ্ৰামের অধীনে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি। এছাড়া সকল একাডেমিক পরীক্ষায় ১ম শ্রেণি থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা : উদ্যমী,ব্যাপক উদ্ভাবনী চিন্তাশক্তির অধিকারী,উচ্চতর যোগাযোগ দক্ষতা।
কর্মক্ষেত্র : বাংলাদেশের যেকোন স্থান
বেতন : আর্কষণীয় বেতন ,উৎসব ভাতা।
চাকরির ধরণ : পূর্ণকালীন
আবেদন প্রক্রিয়া : অনলাইন ( http://careers.brac.net)
আবেদনের শেষ তারিখ : ২৭/০৩/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
বিএসবি ক্যামব্রিয়ান শিক্ষা গ্ৰুপে নিয়োগ
বিএসবি ক্যামব্রিয়ান শিক্ষা গ্ৰুপে 'প্রভাষক' পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ : প্রভাষক ( গণিত, ইংরেজি, একাউন্টিং,আইসিটি, পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান)
যোগ্যতা : সংশ্লিষ্ট বিষয়ে স্মাতকোওর ডিগ্ৰি। এছাড়া এনটিআরসিএ সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতা :১থেকে ৩বছর
বেতন : আলোচনা সাপেক্ষে
কর্মক্ষেত্র : ব্রাম্মণবাড়িয়া(আখাউড়া)
আবেদন প্রক্রিয়া: অনলাইন (সিভি পাটানোর ইমেইল jobs@cambrian.bd.com)
আবেদনের শেষ তারিখ : ২৭/০৩/২০২১
সূত্র : বিডিজবস ডটকম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন