WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                       


প্রিয় ক্রিকেট ডটকমঃ চাকরিপ্রার্থীদের জন্য সাম্প্রতিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য এখানে তুলে ধরা হলো।


সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ


সড়ক ও জনপথ অধিদপ্তরের পাঁচটি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ: সার্ভেয়ার/কার্য সহকারী/ইলেকট্রিশিয়ান/অফিস সহায়ক/সড়কশ্রমিক

পদসংখ্যা : ৪০৫

যোগ্যতা : পদভেদে পিএসসি বা সমমান থেকে উচ্চমাধ্যমিক বা সমমানের ডিগ্ৰি।

বেতন: পদভেদে ১৪তম গ্ৰেড থেকে ২০তম গ্ৰেড।

বয়স: ৩০বছর তবে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেএে ৩২বছর।

আবেদন প্রক্রিয়া : অনলাইন ( http://rhd.teletalk.com.bd)

আবেদনের শেষ তারিখ : ৩১/০৩/২০২১

সূত্র: সমকালবেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ


বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে বেশকিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার/জেনারেল সার্ভিসেস অফিসার/সিনিয়র অফিসার/চিফ ক্যাশ অফিসার/ব্রাঞ্চ ম্যানেজার সহ বেশকিছু পদ।

পদসংখ্যা : অনির্দিষ্ট

যোগ্যতা : পদভেদে স্মাতক/স্মাতকোওর ডিগ্ৰি।

অভিজ্ঞতা : পদভেদে ২থেকে ৬ বছর।

বেতন: চূড়ান্তভাবে নির্বাচিতদের আর্কষণীয় বেতন দেবে ব্যাংকটি।

কর্মক্ষেত্র : পদভেদে ঢাকা অথবা দেশের যেকোন স্থান।

আবেদন প্রক্রিয়া : অনলাইন ( ভিজিট www.bdjobs.com)

আবেদনের শেষ তারিখ : ৩১/০৩/২০২১

সূত্র: বিডিজবস ডটকম