প্রিয় ক্রিকেট ডটকমঃ দেশের চাকরির বাজারে কিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পল্লী বিদ্যুতে নিয়োগ
পল্লী বিদ্যুতে "লাইন শ্রমিক "পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদ:লাইনশ্রমিক
পদসংখ্যা: ২২০০
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমানের ডিগ্ৰি। এছাড়া বিদ্যুৎ বিভাগের রেপুলার ইলেকট্রিশিয়ান কোর্স সম্পন্ন এবং বিদ্যুৎ লাইসেন্সিং বোর্ড কর্তৃক সনদপ্রাপ্ত।
বেতন : দৈনিক ৮০০টাকা।
বয়স : ৪০ বছর
আবেদনের প্রক্রিয়া: অনলাইন (www.reb.gov.bd)
আবেদনের শেষ তারিখ: ১৫ মার্চ,২০২১।
সূত্র: প্রিয়জবস (www.priojob.com)
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ
দেশের শীর্ষস্থানীয় প্রাইভেট ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডে" ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার" পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদ: ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার
পদসংখ্যা: অনির্দিষ্ট
শিক্ষাগত যোগ্যতা: স্মাতক/স্মাতকোওর (এমবিএ/এমবিএম/ফিনান্স/একাউন্টিং/ ম্যানেজমেন্ট/ কম্পিউটার সায়েন্স/ ইকোনমিক্স ইত্যাদি বিষয় অগ্ৰাধিকার)
দক্ষতা: কম্পিউটার চালনায় দক্ষতা
বয়স:৩০ বছর
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান
আবেদনের প্রক্রিয়া : অনলাইন (www.mblbd.com)
আবেদনের শেষ তারিখ : ১৪/০৩/২০২১
সূত্র: দৈনিক প্রথম আলো
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন