প্রিয় ক্রিকেট ডটকমঃ বলা হয় শীত হলো ভ্রমণের ঋতু।শীতের ভ্রমণ অন্য সময়ের চেয়ে বেশি আনন্দদায়ক।কারণ বৃষ্টি বাদলের চিন্তা নেই।শীতে যেকোন স্থানে ভ্রমণ করা যায়। এসবকিছু বিবেচনা করে অনেকেই শীতকালে ভ্রমণ করতে পছন্দ করেন। আর শীতের ভ্রমণকে আরো বেশি আনন্দদায়ক করে তুলতে এখানে কিছু টিপস তুলে ধরছি।
কোথায় বেড়াতে যাবেন
ভ্রমণের আগে পরিকল্পনা জরুরি। কোথায় যেতে চান তার আগে নির্ধারণ করুন।তাছাড়া শীতে কোথায় ভ্রমণে গেলে বেশি সুবিধা সেটিও জেনে নিন। এ বিষয়ে আশপাশের কাউকে জিজ্ঞেস করতে পারেন।এছাড়া নির্ভরযোগ্য কোন অনলাইন ভ্রমণগাইডের সহায়তা নিতে পারেন।বেড়াতে যাবার আগে জেনে নিন কোথায় ভ্রমণ করলে বাজেট কত লাগবে।আপনার বাজেট কতটা তাও দেখে নিন।কতদিনের জন্য ভ্রমণে যেতে চান তাও নিশ্চিত করুন।যেখানে যেতে চান সেই স্থানে থাকা-খাওয়ার সুবিধা আছে কিনা দেখে নিন।সবকিছুর পর আপনি সাগর,পাহাড়, নদী,বন,হাওড়,ঠিক কোথায় বেড়াতে বেশি পছন্দ করেন তা জেনে নিয়ে ভ্রমণের স্থান নির্ধারণ করুন।
হোটেলের খোঁজখবর
কোথাও বেড়াতে যাবার আগে সেখানে মানসম্মত হোটেল আছে কিনা তা জেনে নিন।এখন ইন্টারনেট সার্স করলে মোটামুটি সব হোটেলের ঠিকানা, ফোন ইত্যাদি পেয়ে যাবেন।কোথায় কেমন সুবিধা,ভাড়া ইত্যাদি তথ্য অনলাইনেই পেয়ে যাবেন।তাছাড়া ভালো মানের রেস্টুরেন্ট আছে কিনা তাও জেনে নিন।আপনার সঙ্গী কতজন তা নিশ্চিত হয়ে নিন।কেমন পরিবেশে থাকতে আপনার আগ্রহ বেশি সে বিষয়টি মাথায় রাখুন।এছাড়া যেখানে যেতে চান সেই স্থানটির নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন।সবকিছুর পর করোনাকালে স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি খেয়াল রাখুন।
যাতায়াত সুবিধা
কোথাও বেড়াতে যাবার আগে সে স্থানটির যাতায়াত সুবিধা জেনে নিন।গাড়ী না ট্রেন কোনটি বেশি সুবিধাজনক তা জেনে নিন।রাস্তাঘাট ভালো কিনা সেটিও জেনে নিন। বাস বা ট্রেনে গেলে টিকেট, সময়সুচি ইত্যাদি জেনে নিন।বাসে গেলে বাস সরাসরি সেই স্থানে যায় কিনা তাও জেনে নিতে হবে।তাছাড়া প্রাইভেট গাড়ীতে যাওয়া যায় কিনা জেনে নিন।
কি কি দেখা যাবে
ভ্রমণের স্থান নির্ধারণ করার পর জেনে নিন সেই জায়গায় কি কি আকর্ষণীয় জিনিস আছে।কিভাবে সহজে দর্শনীয় স্থানে ঘুরা যাবে।অন্যান্য আরও কি দেখার আছে তাও জেনে নিন।এ কাজে অনলাইনের সহায়তা নিতে পারেন। ভ্রমণে বেরোবার আগে পছন্দের জায়গাটির বিস্তারিত জেনে নিন তাহলে পরে কোন ঝামেলা হবে না।
নিরাপত্তা ও পরিবেশ জেনে নিন
কোথাও বেড়াতে যাবার আগে সেই স্থানটির নিরাপত্তা ও পরিবেশ আগাম জেনে নেয়া উচিত। পাশাপাশি সেই স্থানটির জরুরি ফোন নম্বর,নিকটস্থ থানার ফোন নম্বর,টুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর,নিকটস্থ হাসপাতাল,ব্যাংক ও বাজারের লোকেশন ইত্যাদি আগাম জেনে নেয়া ভালো।
ব্যাকপ্যাক
ব্যাকপ্যাক যেকোন ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ।কোথাও বেড়াতে গেলে ব্যাগপ্যাক কি হবে তা আগেই ঠিক করে নিন।যেমন উঁচু জায়গায় বেড়াতে গেলে পাতলা ব্যাগ সুবিধাজনক। আবার সমতল কোথাও বেড়াতে গেলে কিছুটা ভারি ব্যাগপ্যাক নিতে পারেন।তবে এক্সপার্টদের মতে শীতের ভ্রমণে পাতলা ব্যাগপ্যাক নিয়ে যাওয়াই ভালো।তাই শীতে বেড়াতে গেলে একান্ত দরকারী কাপড়চোপড়ই শুধু সাথে রাখুন।এছাড়া একান্ত দরকারী জিনিস ব্রাশ, টুথপেষ্ট ,সাবান, স্যানিটইজার,মাস্ক,জুতা ইত্যাদি আগেই গুছিয়ে রাখুন।শীতের ভ্রমণে বেশি ভারি ব্যাগ এড়িয়ে চলা ভালো।
ভ্রমণের পোশাকআশাক
শীতে ভ্রমণে গেলে গাঢ় রংয়ের পোশাক আরামদায়ক হবে।তবে মনে রাখতে হবে বেশি পরিমাণে ভারি পোশাক বহন করলে ব্যাগপ্যাকের ওজন বেড়ে যেতে পারে।আর অবশ্যই প্রয়োজনীয় শীতের পোশাক সাথে রাখতে হবে।তাছাড়া এক্সপার্টদের মতে পাহাড় বা বনাঞ্চলে বেড়াতে গেলে উজ্জ্বল রংয়ের পোশাক এড়িয়ে চলা উচিত।
প্রয়োজনীয় ওষুধপএ সাথে নিন
শীতে ভ্রমণের সময় বিভিন্ন মৌসুমী রোগব্যাধি হানা দিতে পারে।পুরনো রোগ থাকলে প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন।বিভিন্ন টেলিমেডিসিন নম্বর কোথাও লিখে রাখুন।
এই শীতে কোথায় ভ্রমণে যাবেন
শীতে ভ্রমণ করলে সারা বছরজুড়ে বিপুল প্রাণশক্তি পাওয়া যায়।তাছাড়া ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে। ভ্রমণ জীবনের বহুমাএিক দিকের সাথে পরিচিত হবার সুযোগ দেয়। এ শীতে ভ্রমণের সেরা কিছু স্থানের পরিচয় তুলে ধরছি।
সাগরের কাছে সেন্টমার্টিন দ্বীপে
এই শীতে সমুদ্রের কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে যেতে পারেন সেন্টমার্টিন দ্বীপে।প্রতিবছর লাখ লাখ পর্যটকের পদভারে মুখরিত থাকে সেন্টমার্টন দ্বীপ।বাংলাদেশের সবচেয়ে আর্কষণীয এ দ্বীপে শীতকালে বেড়িয়ে আসতে পারেন।
বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত
শীতে ভ্রমণের জন্য আদর্শ এক স্থান হলো কক্সবাজার সমুদ্রসৈকত।শীতকালে বেড়াতে যেতে চাইলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে যেতে পারেন।তবে শীতে কক্সবাজার বেড়াতে যাবার আগে হোটেল ও অন্যান্যকিছু আগাম বুক করে যান কারণ শীতে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে যায়।
অপরূপ সাজেক ভ্যালি
এই শীতে ভ্রমণের জন্য্য চমৎকার এক স্থান সাজেক ভ্যালি।সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।চারপাশে মনোরম পাহাড় সাজেক ভ্যালির মূল আর্কষণ। রাঙামাটি জেলায় অবস্থিত অপরূপ সাজেক ভ্যালি হতে পারে শীতে ভ্রমণের সেরা জায়গা।
জল-পাহাড়ের জাফলং
এ-ই শীতে যেতে পারেন সিলেটের জাফলং।জাফলং গেলে জল ও পাহাড়ের অপূর্ব মিলন অবশ্যই ভালো লাগবে।শীতে জাফলং ভ্রমণে ভিন্ন এক আনন্দ রয়েছে।ভারত-বাংলাদেশ সীমান্তে বহে চলা সারি নদী আর জাফলংয়ের প্রকৃতি যেকোন ভ্রমণপিপাসুকে আনন্দ দেবে।
মৌলভীবাজারের শ্রীমঙ্গল
শীতে ভ্রমণের জন্য সেরা এক স্থান হতে পারে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল।এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশ বাবুর চিড়িয়াখানা, চারদিকে সারি সারি চাবাগান আর অপরূপ প্রকৃতি যে কারো প্রাণ জুড়াবে।
মাধবকুণ্ড
মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত এই শীতে ভ্রমণের জন্য হতে পারে চমৎকার এক স্থান।মাধবকুণ্ড বাংলাদেশের বৃহওম জলপ্রপাত।
লিখেছেন ঃপ্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন