WHAT'S NEW?
Loading...

আইপিএল ১৪তম আসরের নিলাম

                                            

প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি  ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম আসরের  নিলাম এই মাসে বসছে।চার-ছয়ের জমজমাট লড়াইয়ে কোন তারকা কোন টিমে খেলবেন তা জানা যাবে এ-ই মাসের ১৮তারিখে।২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ১৪তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। 

কতজন প্লেয়ার নিবন্ধন করেছেন 

আইপিএলের ১৪তম আসরের নিলামে ভারত ও অন্যান্য দেশ মিলে সর্বমোট ১০৯৭জন ক্রিকেটার নাম দিয়েছেন। বাংলাদেশের সাকিব আল হাসানসহ ৫জন ক্রিকেটার এবারের আইপিএল নিলামে নাম নিবন্ধন করেছেন। আইপিএলের নিলাম এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। আইপিএলের ১৪তম আসরের নিলামে ৮১৪জন ভারতীয় এবং বাইরের ২৮৩জন ক্রিকেটার নাম দিয়েছেন। এবার আইপিএল নিলামে  সবচেয়ে বেশি বিদেশি  ক্রিকেটার নাম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে (৫৬জন)।

কোন দেশের কতজন প্লেয়ার নিলামে উঠছেন

আইপিএল নিলাম মানে ক্রীড়া বিশ্বের এক মহা আয়োজন। বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ থাকে এই নিলামে।এবারের আইপিএল নিলামে আয়োজক দেশ ভারত থেকে নাম দিয়েছেন সবচেয়ে বেশি ক্রিকেটার (৮১৪জন),ওয়েস্ট ইন্ডিজের (৫৬জন), অস্ট্রেলিয়া থেকে(৪২জন),দক্ষিণ আফ্রিকা থেকে (৩৮জন),শ্রীলংকা থেকে (৩১জন),আফগানিস্তান থেকে (৩০জন),নিউজিল্যান্ড থেকে (২৯জন),ইংল্যান্ড থেকে(২১জন),সংযুক্ত আরব আমিরাত থেকে (৯জন),নেপাল থেকে( ৮জন),স্কটল্যান্ড থেকে (৭জন),বাংলাদেশ থেকে (৫জন),জিম্বাবুয়ে থেকে (২জন),যুক্তরাষ্ট্র থেকে (২জন),আয়ারল্যান্ড থেকে (২জন),নেদারল্যান্ড থেকে (১জন)।

কাদের দিকে বেশি দৃস্টি থাকবে

আইপিএল নিলাম বহুকারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এখানে বিশ্বের সব বড়  তারকারা খেলে থাকেন।তাছাড়া  আইপিএলে সবচেয়ে বেশি দামে প্লেয়ার কেনাবেচা চলে।এসবের সাথে শক্তিশালী ও চৌকস দল গড়তে আইপিএলে ফ্রাঞ্চাইজিগুলোর চেষ্ঠা  আর আয়োজন সবার কাছে এক আকর্ষণীয় বিষয় হিসেবে পরিগনিত হয়।এবারের আইপিএল নিলামে বেশকিছু তারকা ক্রিকেটারের দিকে সবার চোখ থাকবে। 

ভারত

ভারতের নতুন ও পুরাতন মিলিয়ে বেশকিছু তারকা ক্রিকেটারের দিকে এবারের আইপিএর নিলামে সবার দৃস্টি নিবদ্ধ থাকবে।এ সময়ে বিশ্বের  সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি কোন ফ্রাঞাইজিতে যান সেদিকে অনেকের দৃষ্টি থাকবে। আইপিএলে সর্বাধিক রান এখন কোহলির।এছাড়া গেল আসরে দারুণ ব্যাট করা কে এল রাউল,রিসব পনত,রোহিত শর্মা,শ্রেয়াস আয়ার, সনজু স্যামসনের দিকে সবার চোখ থাকবে।ভারতের বোলারদের মধ্যে বুমরা,সামি,অশ্বিন,বরুন চক্রবর্তী,নবদ্বীপ সাইনি কোন ফ্রাঞাইজিতে যান সেটি নিয়ে সবার আগ্রহ থাকবে।

ওয়েস্ট ইন্ডিজ

এবারের  নিলামে উইন্ডিজ তারকাদের দিকে সবার বেশি দৃস্টি থাকবে।ক্রিস গেইল,কিয়েরন পোলার্ড,হেটমায়ার,এভিন লুইস, নিকোলাস পুরান,শেলডন কটরেল,জেসন হোল্ডারদের দিকে সবার দৃস্টি থাকবে। 

অস্ট্রেলিয়া


 আইপিএলের শুরু থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দাপট চলছে। বিদেশিদের মধ্যে আইপিএলে সর্বাধিক রান করেছেন ডেভিড ওয়ার্নার।এছাড়া ফিনস, ম্যাকসওয়েল,স্টয়নিস,প্যাটিনসন,স্টার্ক,কামিনসরা বরাবরই আইপিএলে সফল।

নিউজিল্যান্ড 

এবারের আইপিএল নিলামে নিউজিল্যান্ডের বেশকিছু  ক্রিকেটারের টিম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন উইলিয়ামস টিম পাবেন একথা প্রায় নিশ্চিত করে বলা যায়।ট্রেনট বোল্ট গেল আসরে ভালো করেছেন।তিনিও টিম পাবেন বলে অনুমান করা যায়। এছাড়াও ফার্গুসনসহ নতুনদের অনেকেই সুযোগ পেতে পারেন।

ইংল্যান্ড

আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটারদের চাহিদা অনেক।এবারের আসরের নিলামে এর ব্যতয় ঘটবেনা বলেই অনুমান করা যায়। বাটলার,বেয়ারস্টো,মইন আলী,শেম কারেন,জোফরা আর্চার এবারের নিলামে টিম পাবেন একথা প্রায় নিশ্চিত করে বলা যায়। 


শ্রীলংকা

২০২১ সালের আইপিএল নিলামে শ্রীলংকার ৩১জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। শেষপর্যন্ত কতজন টিম পান সেটি অবশ্য দেখার বিষয়।কুশল পেরেরা, ইশুরু উদানা টিম পেতে পারেন।উদানা গত আইপিএলে ভালো বল করেছেন।এছাড়া নতুন কেউ কেউ হয়তো টিম পাবেন।

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার ডি কক, ডু প্লেসিস,ডিভিলিয়ার্স,এনগিদি,নর্টজে,রাবাদা,তাহির আইপিএলে প্রায় নিশ্চিতভাবে টিম পাবেন।ডিভিলিয়ার্স,ডু প্লেসিস, রাবাদা,নর্টজে গত আইপিএলেও অসাধারণ পারফর্ম করেছেন।

বাংলাদেশ 


বাংলাদেশ থেকে এবারের আইপিএল নিলামে  সাকিব ছাড়াও আরো চার ক্রিকেটারের নাম শুনা যাচ্ছে। তবে শেষপর্যন্ত সাকিব ছাড়া আরও কেউ   টিম পাবেন কিনা  সেটি অবশ্য আগাম বলা কঠিন।

আফগানিস্তান ও অন্যান্য

আফগানিস্তানের রশিদ খানের সাথে আরো কেউ কেউ এবার আইপিএল নিলামে টিম পেতে পারেন।এছাড়া জিম্বাবুয়ের  টেলরের টিম পাবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আয়ারল্যান্ড থেকে পল স্টারলিং টিম পেতে পারেন।নেপাল,স্কটল্যান্ড,নেদারল্যান্ড থেকে কেউ কেউ এবার আইপিএলে সুযোগ পেতে পারেন।

আইপিএলে সর্বাধিক রান

আইপিএলের ইতিহাসে তাকালে আয়োজক দেশ ভারত ছাড়াও বিদেশি ক্রিকেটারদের ব্যাটবলের ব্যাপক দাপট দেখা যায়।আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি  ১৯২টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং তাঁর মোট রান  ৫৮৭৮রান (সর্বোচ্চ ১১৩)।সুরেশ রায়না আইপিএলে মোট ১৯৩টি ম্যাচ ৫৩৬৮ রান(সর্বোচ্চ অপরাজিত ১০০)।ডেভিড ওয়ার্নার বিদেশিদের মধ্যে সর্বাধিক রানকারী (১৪২ ম্যাচে ৫২৫৪ রান)ব্যাটসম্যান (সর্বোচ্চ ১২৬)।রোহিত শর্মা আইপিএলে মোট ২০০ম্যাচ খেলে ৫২৩০রান করেছেন (সর্বোচ্চ অপরাজিত ১০৯)।শিকর ধাওয়ান আইপিএলে মোট ১৭৬টি ম্যাচ খেলে ৫১৯৭ রান করেছেন (সর্বোচ্চ অপরাজিত ১০৬)।

আইপিএলে সর্বাধিক উইকেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী লংকান গতিতারকা লাসিথ মালিঙ্গা ১২২ম্যাচে ১৭০ উইকেট। অমিত মিশ্র ১৫০ ম্যাচ খেলে নিয়েছেন ১৬০টি  উইকেট।পিযুষ চাওলা আইপিএলে ১৬৪ম্যাচ খেলে ১৫৬টি উইকেট নিয়েছেন।উইন্ডিজ তারকা ডিজে ব্রাভো ১৪০ ম্যাচে বোলিং করে ১৫৩টি উইকেট নিয়েছেন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং আইপিএলে ১৬০ ম্যাচ খেলে ১৫০টি  উইকেট নিয়েছেন।