WHAT'S NEW?
Loading...

আমি বর্তমানকেই ভালোবাসি - ডেল স্টেইন

                                                     

প্রিয় ক্রিকেট ডটকমঃ বিশ্বক্রিকেটের জনপ্রিয় তারকাদের একজন ডেল স্টেইন।এই দক্ষিণ আফ্রিকান স্পিডস্টারের বলের কারিকুরিতে মুগ্ধ হন বিশ্বের কোটি ক্রিকেট ভক্ত। টেস্ট ক্রিকেটে ৪৩৯টি উইকেটের মালিক এই বোলারের উইকেটে গতির ঝড় তোলার পাশাপাশি  সুন্দর একটি মনও রয়েছে একথা হয়তো অনেকের অজানা । ক্রিকেটের পাশাপাশি ডেল স্টেইন প্রকৃতি,পোষা প্রাণী এগুলোও খুব পছন্দ করেন। পছন্দ করেন ভিক্টোরিয়া ফলসের মত অপার প্রাকৃতিক সৃষ্টিকে।আর এসবকিছুই উঠে এসেছে ডেল স্টেইনের বিভিন্ন সাক্ষাৎকারে। উইজডেন থেকে ডেল স্টেইনের একটি সাক্ষাৎকার এখানে বাংলায় ভাষান্তর করে প্রকাশ করা হলো। ভাষান্তর: প্রভাকর চৌধুরী।


উইজডেন: নিজের সম্পর্কে বলতে বললে একবাক্যে কি বলবেন ?

স্টেইন     : মহাসাগর।

উইজডেন: কোন শব্দ বা উপমা সবচেয়ে বেশি ব্যবহার করেন ?

স্টেইন     : শেইম।শেইম শব্দটি আমি সবচেয়ে বেশি ব্যবহার করি।

উইজডেন: যদি বলি নিজের অতীতের কোন বিষয়টি পরিবর্তন করতে চান?

স্টেইন      : তেমন কিছু না। কারণ অতীতে যেমন ব্যর্থতা আছে তেমনি অর্জনও আছে।

উইজডেন: "সুখ" সম্পর্কে আপনার ধারণা কি ?

স্টেইন     : সুখ বলতে আমার কাছে অনেক কিছু আছে।যেমন ট্র্যাভেল করতে আমি সুখ পাই। পরিবার ও বন্ধুদের সাথে সময় উপভোগ করে সুখ পাই। এছাড়া আমার পোষা কুকুর আমার কাছে এক অন্যরকম সুখ।

উইজডেন: মানুষের কোন দিকটি অপছন্দ করেন ?

স্টেইন     :অসততা।

উইজডেন: আত্মীয় পরিজনের মধ্যে আপনার সবচেয়ে প্রিয় কে ?

স্টেইন     : আমার দাদা আমার খুব প্রিয় একজন মানুষ।তার বয়স যখন ৭৮বছর তখন তিনি আমাকে দারুণ কিছু পরামর্শ দিয়ে যান।

উইজডেন: আপনার সবচেয়ে বড় নাপাওয়া ও ব্যর্থতা কোনটি ?

স্টেইন      : আমার অনেক নাপাওয়া ও ব্যর্থতা রয়েছে।

উইজডেন: জীবন থেকে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা ?

স্টেইন      : আপনি সবসময় যা চাইবেন তা নাও পেতে পারেন। তবে চেষ্টা চালিয়ে যেতে হবে এবং চেষ্টা চালিয়ে গেলে আপনি আপনার উপযুক্ত উপহার ঠিকই পাবেন।

উইজডেন: আপনার দেখা সবচেয়ে সুন্দর জিনিস কোনটি ?

স্টেইন      : প্রকৃতি আমাকে টানে। ভিক্টোরিয়া ফলস আমার খুব প্রিয়।ক্যারিবিয়ান ও মৌরিতাস আমার প্রিয় জায়গা।

উইজডেন: পৃথিবীতে সবচেয়ে ভুল ?

স্টেইন      : লোভ ।

উইজডেন :অন্য আর কোনকালে জন্মগ্ৰহন করলে খুশি হতেন?

স্টেইন       : আমি বর্তমানকেই ভালবাসি।


ডেল স্টেইনের টেস্ট ক্যারিয়ার

৯৩টি টেস্ট খেলেছেন। টেস্ট উইকেট ৪৩৯টি। ইনিংসে ১০উইকেট নিয়েছেন ৫বার। ইনিংসে ৫উইকেট নিয়েছেন ২৬বার।

ডেল স্টেইনের ওয়ানডে ক্যারিয়ার

১২৫টি ওয়ানডে খেলেছেন ডেল স্টেইন। তাঁর ওয়ানডে উইকেট ১৯৬টি।৫উইকেট নিয়েছেন ৩বার।

ডেল স্টেইনের টিটুয়েন্টি ক্যারিয়ার

ডেল স্টেইন ৪৭টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে তাঁর উইকেট সংখ্যা ৬৪টি।

ডেল স্টেইনের উল্লেখযোগ্য টিম

দক্ষিণ আফ্রিকা জাতীয় টিম, রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু,ডেকান চার্জার্স,টাইটানস।

অবসরে ইউসুফ পাঠান

                                                                   

প্রিয় ক্রিকেট ডটকমঃ ভারতের তারকা অলরাউন্ডার ইউসুফ পাঠান সবধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ভারতের দুটি গুরুত্বপূর্ণ বিশ্বকাপ শিরোপা জয়ের অন্যতম নায়ক এই অলরাউন্ডার ক্রিকেট মাঠে দুর্দান্ত সব পারফরম্যান্সের জন্য স্মরণীয়। এবং বিদায়ের ক্ষণে ইউসুফ পাঠান তাকে সাপোর্ট দেয়ার জন্য পরিবার,বন্ধু,সমর্থক,কোচ ও দলকে ধন্যবাদ জানিয়েছেন । সেই সাথে ভারতীয় দলকে প্রতিনিধিত্ব করতে পেরে নিজেকে গর্বিত মনে করেন একথাও জানান ইউসুফ পাঠান (সূত্র:ক্রিকবাজ)।

ইউসুফ পাঠানের ক্যারিয়ার ও অন্যান্য

ইউসুফ পাঠান ভারতের জাতীয় দলের অনেকগুলো গুরুত্বপূর্ণ  সাফল্যের অন্যতম সহযোগী। তিনি টেস্ট ক্রিকেট খেলেননি তবে ভারতের হয়ে ওয়ানডে ও টিটুয়েন্টি ক্রিকেটে দারুণ সময় কাটিয়েছেন।২০০৭এ ভারতের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ে ইউসুফ পাঠানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে  । এছাড়া ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য এই অলরাউন্ডার। ইউসুফ পাঠান জাতীয় দলের পাশাপাশি ফাস্টক্লাস ক্রিকেটেও দারুণ সব পারফরম্যান্স উপহার দেন। আইপিএলের ইতিহাসে সেরা অলরাউন্ডারদের একজন ইউসুফ পাঠান। আইপিএলে এই অলরাউন্ডারের মাএ ৩৭বলে সেঞ্চুরির রেকর্ড রয়েছে।২০১০সালে আইপিএলে মাএ ৩৭বলে সেঞ্চুরির অবিশ্বাস্য কীর্তি গড়েন এই অলরাউন্ডার।

যেসব দলে খেলেছেন

ইউসুফ পাঠান ভারতের জাতীয় দল ছাড়াও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ লিগে খেলেছেন। ইউসুফ পাঠান ক্রিকেট ক্যারিয়ারে আইপিএল টিম রাজস্থান রয়্যালস, কেকেআর, সানরাইজার্স হায়দরাবাদ,কাউন্টি দল এস্যাক্স প্রভৃতির হয়ে খেলেছেন।

ওয়ানডে ক্যারিয়ার

ইউসুফ পাঠান ভারতের হয়ে ওয়ানডে ক্রিকেটে দারুণ একটি সময় কাটিয়েছেন। ভারতের ২০১১ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম এক কান্ডারি ছিলেন এই অলরাউন্ডার। ইউসুফ পাঠান ভারতের হয়ে ৫৭টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তাঁর ২টি শতক ও ৩টি ফিফটি আছে। ওয়ানডে ক্রিকেটে বল হাতে ৩৩টি উইকেটও নিয়েছেন এই অলরাউন্ডার।

টিটুয়েন্টি ক্যারিয়ার

ইউসুফ পাঠান ক্যারিয়ারে ২২টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যেখানে মোট ২৩৬ রান করেছেন। টিটুয়েন্টি ক্রিকেটে বল হাতে ২২ম্যাচে ১৩টি উইকেট নিয়েছেন এই অলরাউন্ডার।

আইপিএল ক্যারিয়ার

আইপিএলে ইউসুফ পাঠানের অসাধারণ কিছু ইনিংস রয়েছে। এবং পাওয়ারহিটার হিসেবে দীর্ঘদিন আইপিএলকে মাতিয়েছেন এই অলরাউন্ডার।বল হাতেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে তাঁর ভালো রেকর্ড রয়েছে। আইপিএলে ইউসুফ পাঠান মোট ১৭৪টি ম্যাচ খেলেছেন । এবং আইপিএলে ইউসুফ পাঠানের নামের পাশে ১টি শতক,১৩টি ফিফটিসহ মোট ৩২০৪ রান রয়েছে।

ইউসুফ পাঠানের উল্লেখযোগ্য কিছু রেকর্ড

ইউসুফ পাঠানের বিধ্বংসী ব্যাটিং জাতীয় দলের বাইরে আইপিএল ও ভারতের ফাস্টক্লাস ক্রিকেটেও অব্যাহত ছিল। ইউসুফ পাঠানের পাওয়ারফুল হিটিংগুলো ক্রিকেট দর্শকদের জন্য অন্যরকম আনন্দের অনুসঙ্গ হয়ে আছে।এর কিছু কিছু অংশ এখনো ইউটিউব এবং স্পোটর্স টিভিগুলোর পর্দায় ঝড় তুলে দর্শকদের আন্দোলিত করে। ইউসুফ পাঠানের ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু রেকর্ড এখানে তুলে ধরছি।

রঞ্জি ট্রফিতে ১৮বলে ফিফটি 

ইউসুফ পাঠান জাতীয় দলের পাশাপাশি ভারতের প্রথমশ্রেণীর ক্রিকেটেও জনপ্রিয় এক নাম।রঞ্জি ট্রফিতে বেশকিছু রেকর্ড রয়েছে এই অলরাউন্ডারের নামের পাশে।এমনই এক কীর্তি হচ্ছে ২০১২সালে রঞ্জি ট্রফির এক ম্যাচে মাএ ১৮ বলে হাফসেঞ্চুরি করে সবার নজর কাড়েন।

দুলিপ ট্রফিতে ৫১বলে শতক

ভারতের জনপ্রিয় সব লিগেই ইউসুফ পাঠান খেলেছেন।তেমনি দুলিপ ট্রফিতে ইউসুফ পাঠানের অসাধারণ কিছু রেকর্ড রয়েছে। ইউসুফ পাঠান দুলিপ ট্রফিতে ২০০৮/০৯ সেশনে এক ম্যাচে মাএ ৫১বলে সেঞ্চুরি করেন ।

আইপিএলে ১৫বলে ফিফটি

আইপিএলের জনপ্রিয় এক তারকা ইউসুফ পাঠান। আইপিএলে সেঞ্চুরিসহ বেশকিছু রেকর্ড রয়েছে এই অলরাউন্ডারের নামের পাশে। ইউসুফ পাঠান ২০১৪সালের আইপিএলে কেকেআরের হয়ে এক ম্যাচে ১৫বলে ফিফটি হাঁকান।

ভারতীয়দের মধ্যে আইপিএলে দ্রুততম সেঞ্চুরি

ইউসুফ পাঠান ২০১০সালে আইপিএলের এক ম্যাচে মাঠে ৩৭ বলে শতক হাঁকান যা ভারতীয় হিসেবে আইপিএলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

বিজয়হাজারে ট্রফিতে ৪০বলে শতক

ইউসুফ পাঠান ভারতের প্রথমশ্রেণীর ক্রিকেটেও দুর্দান্ত সব পারফরম্যান্স করেছেন।২০১০সালে বিজয়হাজারে ট্রফির এক ম্যাচে  ইউসুফ পাঠান মাএ ৪০ বলে শতক হাঁকান।

ঘুরে আসুন লাউয়াছড়া

                                                                    বাংলাদেশে ভ্রমণের সেরা সময় শীতকাল।সারাবছরের ব্যস্ততার মাঝে একটু শীতকালিন ভ্রমণ হতে পারে সারা বছরের  সঞ্জিবনী শক্তি। এছাড়া শীতকালিন ভ্রমণ এ অঞ্চলের পুরনো বৈশিষ্ট্য। উপরন্তু শীতকালিন ভ্রমণের স্বাস্থ্যগত উপকার বিশ্বব্যাপী স্বীকৃত।আর শীতে যাপিত জীবনের শত ব্যস্ততার ভিড়ে কিছু সময় প্রকৃতির কাছাকাছি থাকতে চাইলে যেতে পারেন লাউয়াছড়ায়। সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় লাউয়াছড়া জাতীয় উদ্যান অবস্থিত। প্রতিদিন শতশত পর্যটকের আনাগোনায় মুখর থাকে এই জাতীয় উদ্যান।আর শীতে মেঘ-কুয়াশার পাশাপাশি অরণ্যের সুবাস নিতে লাউয়াছড়া হতে পারে শ্রেষ্ঠ ভ্রমণগন্তব্য। নিশ্চিতভাবে বলা যায় শীতে ভ্রমণের তৃপ্তি মেটাতে লাউয়াছড়া জাতীয় উদ্যান আপনাকে দারুণ সহায়তা করবে।


লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিচিত

লাউয়াছড়া জাতীয় উদ্যান সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার কমলগঞ্জে অবস্থিত। বিশাল বিশাল গাছ আর বিভিন্ন বন্যপ্রাণীর কোলাহলে পূর্ণ এক প্রাকৃতিক পর্যটনস্পট এই লাউয়াছড়া। শ্রীমঙ্গল শহর থেকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের দূরত্ব প্রায় ১০কিলোমিটার।১৯৯৭সালে সরকার এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে। লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রায় ৪৬০প্রজাতির দুর্লভ উদ্ভিদ ও প্রাণী রয়েছে। লাউয়াছড়ায় বিরল প্রজাতির বেশকিছু বৃক্ষের দেখাও পাবেন।

যা কিছু দেখা যাবে

শীতে মেঘ কুয়াশা আর রোদের মিশ্র প্রাকৃতিক পরিবেশে কিছু সময় কাটাতে চাইলে যেতে পারেন লাউয়াছড়া জাতীয় উদ্যানে। শ্রীমঙ্গল শহর থেকে যখন লাউয়াছড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন তখন অপূর্ব সুন্দর সব চাবাগানের দৃশ্য আপনাকে আনন্দ দেবে।চাবাগানগুলোর মাঝ দিয়ে বয়ে চলেছে আঁকাবাঁকা পথ যা দেখলে যে কারো  চোখ জুড়াবে।সারি সারি চাবাগান আর বনের ভেতর দিয়ে লাউয়াছড়ার পথে যতই আগাবেন ততই একধরণের ভিন্ন আনন্দ পাবেন। লাউয়াছড়ায় হয়তো এমন কিছু গাছ গাছালির দেখা পাবেন যা আগে কখনো নিজচোখে দেখা হয়নি এবং যা শুধু বইয়ের পাতায় কিংবা টিভিতে দেখেছেন। লাউয়াছড়া উদ্যানের ভেতর দিয়ে বয়ে চলা রেলপথের পাশ দিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে ভালোই লাগবে। এছাড়া রেলপথ পেরিয়ে উদ্যানের ভেতর দিয়ে আঁকাবাঁকা পথে অরণ্যের ভেতরে বিভিন্ন পাখির ডাক শুনে  ঘন্টা দেড়েক হেঁটে  গেলে যেকারো ভালোই লাগবে। লাউয়াছড়া উদ্যানের বনের ভেতর প্রবেশের তিনটি পথ রয়েছে।যেকোন পথ ধরে বনের শেষ সীমানায় যেতে পারেন।তবে বনের ভেতর কিছুটা অন্ধকারাচ্ছন্ন তাই সবসময় সাবধান থাকতে হবে। বনের ভিতরে বিভিন্ন পশুপাখি চোখে পড়বে তবে ভুলেও এদের দিকে ঢিল ছুঁড়বেন না বা উচ্চঃস্বরে আওয়াজ করবেন না। লাউয়াছড়া বনের ভেতরে বেশ সুন্দর লেবুবাগান রয়েছে যা দেখলে ভিন্ন অভিজ্ঞতা হবে।


ফিরতি পথে  সীতেশ বাবুর চিড়িয়াখানা

লাউয়াছড়া ভ্রমণের পর ফিরতি পথে শ্রীমঙ্গল শহরের পাশে সীতেশ বাবুর চিড়িয়াখানায় ঘুরে যেতে পারেন।সীতেশ বাবুর চিড়িয়াখানা বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন নামে পরিচিত। বইয়ে পড়া বিভিন্ন পশুপাখি দেখতে পারবেন এই চিড়িয়াখানায়। শ্রীমঙ্গল শহর থেকে রিকশায় সীতেশ বাবুর চিড়িয়াখানায় মেতে ১৫থেকে ২০ মিনিট সময় লাগবে।সীতেশ বাবুর চিড়িয়াখানায় বাঘ,ভাল্লুক,অজগর,সঙ্কিনী সাপ,কচ্ছপ, কাঠবিড়ালী,ধনেশসহ বিভিন্ন পশুপাখির দেখা পাবেন। নিরিবিলি পরিবেশে চিড়িয়াখানায় কিছু সময় কাটাতে পারেন।তবে সীতেশ বাবুর চিড়িয়াখানায় প্রবেশের জন্য টিকেট ক্রয় করতে হবে।এই চিড়িয়াখানা সকাল ৮টা থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে।

কেন শীতে লাউয়াছড়া যাবেন

লাউয়াছড়া ভ্রমণের জন্য শীতে এক ভিন্ন ধরণের আনন্দ পাবেন। শীতে লাউয়াছড়া উদ্যানের প্রকৃতি এক ভিন্ন ছবি ধারণ করে। তাছাড়া পাহাড়ী এলাকা হওয়ায় শীতে বৃষ্টির ঝামেলায় পড়তে হবে না।আর এসবকিছু বিবেচনায় শীতে শ্রীমঙ্গলের লাউয়াছড়া উদ্যান হতে পারে এক শ্রেষ্ঠ ভ্রমণ গন্তব্য। শীতে শ্রীমঙ্গলের পরিবেশ বেশ শীতল থাকে তাই ভ্রমণে এক অন্যরকম অনুভুতি পাবেন।

হোটেল রিসোর্ট

কোথাও ভ্রমণে যাওয়ার আগে সেই এলাকার হোটেল রিসোর্ট সম্পর্কে আগাম জেনে নিতে হয়। শ্রীমঙ্গলে থাকা ও খাওয়ার জন্য বেশকিছু ভালোমানের হোটেল ও রিসোর্ট রয়েছে।রয়েছে কটেজ ও সরকারী রেষ্টহাউস। আপনার চাহিদা ও বাজেট অনুযায়ী যেকোন হোটেল বা রিপোর্টে উঠতে পারেন।তাছাড়া চাবাগান ঘেঁষা ইকো রিসোর্টগুলোতে উঠতে পারেন। 

কোথায় খাবেন

লাউয়াছড়া উদ্যানের পাশে খাওয়ার খুব ভালো কোন সুব্যবস্থা নেই।তাই ভালো খাবার পেতে চাইলে যেতে হবে শ্রীমঙ্গল শহরে। শ্রীমঙ্গল শহরে মানসম্মত খাবার পাবেন।

প্রবেশ টিকিট

লাউয়াছড়া জাতীয় উদ্যানে প্রবেশের জন্য টিকিটের মূল্য (প্রাপ্তবয়স্ক জনপ্রতি ৫০টাকা  এবং অপ্রাপ্তবয়স্ক ও শিক্ষার্থী জনপ্রতি ২০টাকা)। এছাড়া বিদেশি পর্যটকদের জন্য প্রবেশমূল্য জনপ্রতি ৫০০টাকা।গাড়ি পার্কিংয়ের জন্য আপনাকে গুনতে হবে ২৫টাকা।ভ্রমণগাইড চাইলে নিতে পারবেন ।

যেভাবে লাউয়াছড়া যাবেন

বাংলাদেশের যেকোন স্থান থেকে বাস অথবা ট্রেনযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নামতে হবে।ঢাকা থেকে বাসে শ্রীমঙ্গল পৌঁছতে ৪ ঘন্টা সময় লাগবে। সিলেট শহর থেকে শ্রীমঙ্গল পৌঁছাতে ২ঘন্টা সময় লাগবে। শ্রীমঙ্গল শহর থেকে সিএনজি অটোরিকশায় লাউয়াছড়া যেতে ২০ থেকে ২৫মিনিট সময় লাগবে।

লিখেছেনঃ প্রভাকর চৌধুরী

ইরফান পাঠানের ক্রিকেট একাডেমি

                                                                   


প্রিয় ক্রিকেট ডটকমঃ ভারতের সাবেক তারকা অলরাউন্ডার ইরফান পাঠান নতুন ক্রিকেট প্রতিভা তৈরির উদ্দেশ্যে একটি ক্রিকেট একাডেমি করেছেন। ইরফান পাঠানের ক্রিকেট একাডেমির নাম " পাঠান ক্রিকেট একাডেমি (সিএপি)"। ইরফান পাঠান তাঁর ক্রিকেট একাডেমিটি গড়ে তুলেছেন ভারতের হায়দারাবাদে। উল্লেখ্য ক্রিকেটতারকাদের একাডেমি তৈরির ঘটনা এটিই প্রথম নয়।এর আগেও বেশকজন তারকা ক্রিকেটার একাডেমি তৈরি করেছেন। এক্ষেত্রে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান, ভারতের সুরেশ রায়নার কথা বলা যায়(তথ্যসূএ: যুগান্তর অনলাইন)।

পাঠান ক্রিকেট একাডেমি

ইরফান পাঠান মূলত বিশ্বমানের অবকাঠামো ও কোচিং সুবিধা প্রদানের উদ্দেশ্যে ভারতের হায়দারাবাদে তাঁর পাঠান ক্রিকেট একাডেমি (সিএপি) গড়ে তুলেছেন। ইরফান পাঠান এই একাডেমি করতে পেরে খুবই আনন্দিত বলে জানিয়েছেন। ভারতের সাবেক এই অলরাউন্ডার একথাও জানিয়েছেন যে তিনিও হায়দারাবাদে একসময় খেলেছেন। এছাড়া এই একাডেমিতে সুবিধাবঞ্চিত ক্রিকেটারদের জন্য দশ শতাংশ আসন বরাদ্দের ব্যবস্থা রাখবেন এমন কথাও বলেছেন ইরফান পাঠান। ইরফান পাঠান বলেছেন এমন একটি ক্রিকেট একাডেমি গড়ে তোলার পেছনে তাঁর মূল উদ্দেশ্য হচ্ছে নতুন প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা। এসবকিছুর সাথে আরো একটি সুঃসংবাদ হলো ইরফান পাঠান ভারতে আরো ২৫টি একাডেমি তৈরির পরিকল্পনা করছেন।

পরামর্শক গ্ৰেগ চ্যাপেল 

ইরফান পাঠানের পাঠান ক্রিকেট একাডেমির মূল পরামর্শক হিসেবে রয়েছেন অষ্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক গ্ৰেগ চ্যাপেল।

ইরফান পাঠানের ক্রিকেট ক্যারিয়ার

ইরফান পাঠান ভারতের হয়ে একসময় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন।বিশেষত ব্যাট ও বল হাতে অসাধারণ ক্রিকেটীয় দক্ষতা ইরফান পাঠানকে দিয়েছে দারুণ এক অলরাউন্ডারের স্বীকৃতি। ভারতের হয়ে টেস্ট, ওয়ানডে ও টিটুয়েন্টি তিন ধরণের ক্রিকেটে দারুণ সব ম্যাচ উপহার দিয়েছেন ইরফান পাঠান।বিশেষত বল হাতে উইকেটের দুই পাশে সুইং দিয়ে ব্যাটসম্যানদের কাজকে সবসময়ই কঠিন করে তুলতেন এই বাঁহাতি মিডিয়াম পেসার। ইরফান পাঠানকে একসময় ওয়াসিম আকরামের সাথে তুলনা করা হতো।তরুণ বয়সে দুর্দান্ত অলরাউন্ডিং পারফরম্যান্সের জন্য তাকে কপিল দেবের সাথে তুলনা করা হতো।

টেস্ট ক্যারিয়ার

ব্যাটিং- ২৯টেষ্ট- ১১০৫রান-সেঞ্চুরি(১)/হাফসেঞ্চুরি (৬)।
বোলিং- ২৯টেষ্ট - ১০০উইকেট- ১০উইকেট(২বার)/৫উইকেট(৭বার)।

ওয়ানডে ক্যারিয়ার

ব্যাটিং- ১২০ ওয়ানডে- ১৫৪৪ রান- হাফসেঞ্চুরি (৫)।
বোলিং- ১২০ ওয়ানডে - ১৭৩উইকেট - ৫উইকেট(২বার)।

টিটুয়েন্টি ক্যারিয়ার

ব্যাটিং - ২৪ টিটুয়েন্টি- ১৭২ রান।
বোলিং- ২৪টিটুয়েন্টি - ২৮উইকেট।

সাম্প্রতিক চাকরির খবর

                                                         

প্রিয় ক্রিকেট ডটকম: দেশের চাকরির বাজারে  কিছু নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে সাম্প্রতিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য জানিয়ে দিচ্ছি।

সরকারি ৮ ব্যাংকে নিয়োগ

সরকারি ৮ ব্যাংকে অফিসার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদ: অফিসার (২০১৯সালভিওিক)
প্রতিষ্ঠান: সোনালী, রূপালী,জনতাসহ মোট ৮ টি সরকারি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান।
পদসংখ্যা :২৪৭৮

যোগ্যতা: যেকোন বিষয়ে স্মাতকোওর বা ৪ বছরমেয়াদি স্মাতক ডিগ্রি। এছাড়া শিক্ষাজীবনের যেকোন একটি পরীক্ষায় প্রথম বিভাগ/শ্রেণি থাকতে হবে।তবে শিক্ষাজীবনে কোন তৃতীয় বিভাগ/শ্রেণি থাকলে আবেদন করা যাবে না।

বেতনস্কেল:১৬,০০০-৩৮,৬৪০টাকা ও বিধিমোতাবেক অন্যান্য সুবিধা।
বয়স: গত বছরের ১  মার্চ বয়স সর্বোচ্চ ৩০বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে গত বছরের ১ মার্চ বয়স সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের প্রক্রিয়া: অনলাইন (erecruitment.bb.org.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।)
আবেদনের শেষ সময়:১১ মার্চ,২০২১ রাত ১১টা ৫৯ মিনিট।
আবেদন ফি:২০০টাকা।

সূত্র: দৈনিক প্রথম আলো


সড়ক ও জনপথ অধিদপ্তরে নিয়োগ

পদ: সার্ভেয়ার,কার্য সহকারী, ইলেকট্রিশিয়ান সহ বেশকিছু পদ।
পদসংখ্যা:৪০৫
যোগ্যতা: পদভেদে এসএসসি পাস থেকে ডিপ্লোমা ভিগ্ৰি।
বেতন স্কেল: পদভেদে সর্বশেষ জাতীয় বেতনস্কেল অনুসারে ১৪তম গ্ৰেড থেকে  ২০তম গ্ৰেড।
বয়স:১৮থেকে ৩০বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেএে বয়স সর্বোচ্চ ১৮থেকে ৩২ বছর।
আবেদনের প্রক্রিয়া: অনলাইন ( http://rhd.teletalk.com.bd এই লিংকে ক্লিক করে আবেদন করা যাবে।)
আবেদনের শেষ সময়:৩১/০২/২০২১ বিকাল ৫.০০টা।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

টিএমএসএসে নিয়োগ

জাতীয় পর্যায়ের বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএসে বেশকিছু পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

পদ: সহকারী প্রকল্প সমন্বয়কারী,ইউনিট ব্যবস্থাপক, হিসাবরক্ষক সহ বেশকিছু পদ।
পদসংখ্যা:১৯৪৬টি

যোগ্যতা: পদভেদে স্মাতক/স্মাতকোওর।
বেতনস্কেল: পদভেদে ৮,৪৪৮ থেকে ৫০,০০০টাকা।
আবেদন প্রক্রিয়া:ডাক
আবেদনের শেষ সময়: কিছু পদের ক্ষেএে ০৮/০৩/২০২১ এবং কিছু পদের ক্ষেএে ৩১/০৩/২০২১পর্যন্ত।
বিস্তারিত:www.tmss-bd.org (ফোন:০৫১-৬৫৭১৯)

সূত্র: দৈনিক প্রথম আলোটেস্ট ক্রিকেট থেকে ডুপ্লেসিসের বিদায়

                                                                     


প্রিয় ক্রিকেট ডটকমঃ বর্তমানে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের অন্যতম দক্ষিণ আফ্রিকার ফাফ ডুপ্লেসিস। অসাধারণ টেকনিক ও স্টাইলের জন্য ক্রিকেটামুদীদের কাছে খুবই জনপ্রিয় এই ব্যাটসম্যান। তাছাড়া তিন ফরম্যাটে সমানভাবে কার্যকর হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন এই ব্যাটসম্যান।এর প্রমাণ হিসেবে বিশ্বের সবলিগে ডুপ্লেসিসের অংশগ্রহণ এবং দুর্দান্ত ব্যাটিংয়ের কথা বলা যায়।তবে তাঁর ভক্তদের জন্য একটি  দুুঃসংবাদ হচ্ছে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেয়ার কথা জানিয়েছেন। অর্থাৎ ফাফ ডুপ্লেসিসকে আর টেষ্ট ক্রিকেটে দেখা যাবে না।ডুপ্লেসিস টেস্ট ক্রিকেট থেকে নিজের বিদায়ের কারণ হিসেবে পরবর্তী দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ খেলা এবং ওয়ানডে ক্রিকেটে আরো মনোযোগী হওয়ার কথা বলেন। উল্লেখ্য করোনার কারণে আগামী দুই বছরে দুটি টিটুয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে আইসিসি।(তথ্যসূএ:বিডিক্রিকটাইম)

ডুপ্লেসিসের ব্যাটিংয়ের গল্প

এই সময়ের ক্রিকেটে স্টাইলিশ ব্যাটসম্যান হিসেবে ডুপ্লেসিসের নাম বলতেই হয়।এই সময়ের ক্রিকেটে যাদের ব্যাটিং চোখের জন্য অন্যরকম আনন্দ নিয়ে আসে ফাফ ডুপ্লেসিস তাদের অন্যতম। চমৎকার টেকনিক এবং কুল ক্রিকেটের জন্য ডুপ্লেসিসের প্রশংসা করতেই হয়।ডুপ্লেসিসের ব্যাটিংয়ের যে দিকটি সবচেয়ে বেশি আনন্দদায়ক তা হচ্ছে তাঁর চমৎকার বডিল্যাঙ্গুয়েজ এবং সেই সাথে সময়োপযোগী ব্যাটিংয়ের দক্ষতা। এসবের বাইরে উইকেটে সেট হলে আধিপত্য বিস্তার করে খেলার দারুণ মুন্সিয়ানা দেখা যায় এই দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লিজেন্ডের মধ্যে।হোক ন্যাশনাল টিমের খেলা কিংবা কোন ফ্রাঞ্চাইজি ক্রিকেট সবক্ষেত্রে ডুপ্লেসিসের ব্যাটিংয়ে একধরণের নিজস্বতা দেখা যায়।

কুল ও ক্যালকুলেটেড ক্রিকেটে দক্ষতা

এই সময়ের ক্রিকেটে ঠান্ডামাথায় যেকোন প্রতিপক্ষকে তুলোধুনো করার প্রসঙ্গ এলে কিয়েরন পোলার্ড,থিসারা পেরেরা,হ্নাদিক পান্ডিয়াদের সাথে ডুপ্লেসিসের নামটিও আসবেই।হোক দক্ষিণ আফ্রিকার হয়ে মাঠে নামা কিংবা আইপিএল,বিগব্যাশের ধুন্ধুমার লড়াই সবক্ষেত্রেই ডুপ্লেসিস কুল ও ক্যালকুলেটেড ক্রিকেটের জন্য বিখ্যাত। চমৎকার শটসিলেকশন, দারুণ রানিং বিটুইন দ্য উইকেট এবং বিগশট-গ্যাপশটে সমান দক্ষতা এসবকিছুর মিশেলে ডুপ্লেসিসের ব্যাটিংয়ে এক ভিন্ন আমেজ ফুটে উঠে। একধরণের আভিজাত্য বজায় রেখে ব্যাটিংয়ের কৌশল ডুপ্লেসিসের মধ্যে দেখা যায়। এবং সবকিছু মিলিয়ে ডুপ্লেসিসের ব্যাটিংয়ে একটি বিশেষ মেজাজ ফুটে উঠে।।

দুর্দান্ত এক ফিনিশার

এ সময়ের ক্রিকেটব্যাটিংয়ে সফল  ফিনিশারদের মধ্যে ডুপ্লেসিসের নামটি রাখতে হবে।হোক ন্যাশনাল টিমের খেলা কিংবা আইপিএল প্রভৃতি ফ্রাঞ্চাইজি ক্রিকেট সবক্ষেত্রেই  ডুপ্লেসিস দ্রুততম সময়ে উইকেটে সেট হয়ে ম্যাচকে নিয়ন্ত্রণ করার আশ্চর্য ক্ষমতা রাখেন।ডুপ্লেসিস আসার পর দক্ষিণ আফ্রিকার টপঅর্ডারে  দারুণ পরিবর্তন ঘটে। এসময়ের ক্রিকেটে একাই ম্যাচকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা খুব কম ব্যাটসম্যানের মধ্যে দেখা যায় এক্ষেত্রে বিরাট কোহলি,স্টিভেন স্মিথ, রোহিত শর্মা, সাকিব আল হাসান , ডুপ্লেসিসের কথা বিশেষভাবে বলতে হয়।

সব ফ্রাঞ্চাইজি লিগেই জনপ্রিয়

বিশ্বের সব ক্রিকেট লিগেই ডুপ্লেসিস অটোমেটিক চয়েছ হিসেবে পরিচিত।আর এক্ষেত্রে সবধরণের উইকেটে এই ব্যাটসম্যানের অসাধারণব্যাটিং দক্ষতাকে বিশেষভাবে বিবেচনা করা হয়। এসবের সাথে নিখুঁত শটসিলেকশন এবং শটকে সার্থকভাবে এক্সিকিউট করার আশ্চর্য এক ক্ষমতা রয়েছে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যানের ব্যাটিংয়ে।গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রায় একাই তাঁর দুর্দান্ত ব্যাটিং নিশ্চয় অনেকের মনে থাকবে। উল্লেখযোগ্য তথ্য হচ্ছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আইপিএলে সবচেয়ে সফল বিদেশি ব্যাটসম্যানের একজন ডুপ্লেসিস। আইপিএলের ইতিহাসে সফল বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে ডুপ্লেসিস অন্যতম।

তবু কিছু ব্যর্থতা-সমালোচনা

যদিও ডুপ্লেসিস এসময়ের ক্রিকেটের এক সুপারম্যান  হিসেবে পরিচিত তবু কিছু ব্যর্থতা , অভিযোগ নিজের ইতিহাসের সাথে যুক্ত করে নিয়েছেন এই দক্ষিণ আফ্রিকান ব্যাটিং লিজেন্ড।গত ওয়ানডে বিশ্বকাপে তাঁর অধীনে দক্ষিণ আফ্রিকার শোচনীয় পারফরম্যান্সের জন্য অধিনায়ক হিসেবে ডুপ্লেসিসের ব্যর্থতাকে দায়ী করা হয়। এমনকি গত বিশ্বকাপে না খেলা স্বদেশি ডিভিলিয়ার্সের সাথে তাঁর দ্বন্দ্বের খবর প্রকাশিত হলে  ডুপ্লেসিস ব্যাপকভাবে সমালোচিত হন ।

ডুপ্লেসিসের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

এ সময়ের জনপ্রিয় ক্রিকেটারদের একজন ফাফ ডুপ্লেসিস।ফাফ ডুপ্লেসিসের ক্যারিয়ার সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য এখানে তুলে ধরছি। 

টেস্ট অভিষেকে সেঞ্চুরি

ফাফ ডুপ্লেসিসের টেস্টে অভিষেক হয় ২০১২ সালে অষ্ট্রেলিয়ার বিপক্ষে। এবং সেই অভিষেক টেস্টে এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান ১১০ রান করেন। দক্ষিণ আফ্রিকার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ফাফ ডুপ্লেসিস অভিষেক টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন। অভিষেক টেস্টে ডুপ্লেসিসের শতকটি ক্রিকেট বোদ্ধাদের নজর কেড়েছিল।এরপর ডুপ্লেসিস আরো ৯টি টেস্ট শতক হাঁকান।

অধিনায়ক হিসেবে তিনফরম্যাটে সেঞ্চুরি

শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক তিলকেরত্নে দিলশানের পর ডুপ্লেসিস দ্বিতীয় ক্রিকেটার যিনি অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন।


একই মাঠে তিন ফরম্যাটে সেঞ্চুরি

ফাফ ডুপ্লেসিস সেই বিরল ব্যাটসম্যান যিনি একই মাঠে ক্রিকেটের তিন ফরম্যাটে সেঞ্চুরি করেছেন।

 আইপিএলে দ্রুততম দুই হাজার রান


আইপিএলে বরাবরই জনপ্রিয় এক ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসিস। আইপিএলে তাঁর বেশকিছু রেকর্ড রয়েছে। আইপিএলে ডুপ্লেসিসের অন্যতম এক রেকর্ড হলো ফাফ ডুপ্লেসিস আইপিএলে চতুর্থ বিদেশি ব্যাটসম্যান হিসেবে দ্রুততম সময়ে ২ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।এই দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আইপিএলে মাএ ৬৭ইনিংস খেলে ২ হাজার স্পর্শ করেন।

বল টেম্পারিং করে সমালোচিত

ক্রিকেটের মাঠে চমৎকার সব ইনিংস খেলে সুনাম কুড়ানোর পাশাপাশি ডুপ্লেসিসের নামের পাশে কিছু কলংকও  যুক্ত হয়েছে।বল টেম্পারিংয়ের অভিযোগে ডুপ্লেসিস দু'বার অভিযুক্ত হন ।২০১৩সালে পাকিস্তানের বিপক্ষে বল টেম্পারিংয়ের অপরাধে ডুপ্লেসিস অভিযুক্ত হন ।পরবর্তীতে ২০১৬সালে আবারো অষ্ট্রেলিয়ার বিপক্ষে বল টেম্পারিং করে অভিযুক্ত হন।

ডুপ্লেসিসের ক্রিকেট ক্যারিয়ার

আন্তর্জাতিক ক্রিকেটে ২০১১সালে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে ডুপ্লেসিসের অভিষেক হয়। টেস্ট অভিষেক ২০১২সালে এবং টিটুয়েন্টি অভিষেকও ২০১২সালে।

টেস্ট ক্যারিয়ার- ৬৯টেষ্ট-৪,১৬৩রান-সেঞ্চুরি(১০)/হাফসেঞ্চুরি (২১)

ওয়ানডে ক্যারিয়ার-১৪৩ ওয়ানডে-৫,৫০৭ রান-সেঞ্চুরি(১২)/হাফসেঞ্চুরি (৩৫)

টিটুয়েন্টি ক্যারিয়ার-৫০ টিটুয়েন্টি- ১,৫২৮রান-সেঞ্চুরি(১)/হাফসেঞ্চুরি (১০)আদার যত গুণ

                                                         

প্রিয় ক্রিকেট ডটকমঃ আদা সবার কাছে প্রিয় এবং পরিচিত  এক মশলা। বিভিন্ন ধরণের খাদ্য তৈরির ক্ষেএে যেমন আদার ডাক পড়ে তেমনি এ মশলার মধ্যে প্রচুর পুষ্টিকর উপাদানও রয়েছে।ফলে আদা খাবারের স্বাদ যেমন বাড়িয়ে দেয় তেমনি সারাবছর শরীরকে সুস্থ ও সবল রাখতে আদার তুলনা নেই। আদার বহুমাত্রিক গুণাগুণ নিয়েই এ লেখা(তথ্যসূএ:বাংলাহেলথ২৪)। 

আদার ব্যবহার

বিশ্বব্যাপী খাদ্যশিল্পে আদা ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আদাকে  খাদ্যশিল্পের এক অত্যাবশ্যকীয় মশলা বলা যায়।বিভিন্ন মুখরোচক খাবার তৈরিতে আদা ব্যবহার করা হয়। রন্ধনশিল্পে আদার চাহিদা ব্যাপক। পানীয় তৈরিতে আদার ব্যবহার হয়। বিভিন্ন ধরণের আচার তৈরিতে আদা ব্যবহ্নত হয়। ওষুধশিল্পে আদা ব্যবহ্নত হয়। সুগন্ধি তৈরিতে আদার প্রচুর চাহিদা রয়েছে।

শরীরকে শীতল রাখে

যারা নিয়মিত আদা খান তাদের শরীর সবসময় শীতল থাকে। নিয়মিত আদা খেলে শরীর শীতল থাকে।

হার্ট ভালো রাখে

হার্টকে ভালো রাখার জন্য নিয়মিত আদা খেতে পারেন।রক্তের অনুচক্রিকা এবং হ্নদযন্ত্রের কার্যক্রম ঠিক রাখতে আদা খুব কার্যকর।

আদা ব্যথানাশক

হাড়ের বিভিন্ন ক্ষয়জনিত ব্যথায় আদা উপকারী। বিশেষত আথ্রাইটিস প্রভৃতি হাড়ের রোগে হাড়ের জোড়ায় ব্যথা হয় ।আর হাড়ের জোড়ার ব্যথায় আদা খেতে পারেন। এসবের বাইরে শরীরের যেকোন ধরণের ব্যথা প্রশমনে আদা উপকারী।তবে আদার গুণাগুণ পুরোপুরি পেতে চাইলে এটি কাঁচা অবস্থায় খেতে হবে।

মৌসুমী জ্বর, কাঁশিতে উপকারী

ঋতু পরিবর্তন জনিত বিভিন্ন রোগ যেমন জ্বর,কাঁশি, গলাব্যথা,মাথাব্যথায় আদা উপকারী। নিয়মিত আদা খেলে এসব মৌসুমী রোগব্যধি সহজে শরীরে প্রবেশ করতে পারে না। এছাড়া আদায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল  উপাদান যা শরীরের রোগ জীবাণু ধ্বংস করে।

রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়

আদা আমাদের শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে।তাই শরীরকে রোগমুক্ত রাখতে আদা খাওয়ার বিকল্প নেই।

ডায়াবেটিস,মাইগ্ৰেনে উপকারী

আদা শুধু মশলা হিসেবে কাজ করে তাই নয় সেই সাথে আদা মাইগ্ৰেনজনিত ব্যথা ও ডায়াবেটিস জনিত বিভিন্ন শারীরিক জটিলতা প্রশমনে সাহায্য করে।

রক্তসঞ্চালন স্বাভাবিক রাখে

নিয়মিত পরিমিত পরিমাণে আদা খেলে শরীরের রক্তাসঞ্চালন প্রক্রিয়া স্বাভাবিক হয়।আদায় বিদ্যমান ম্যাগনেশিয়াম,জিংক প্রভৃতি শরীরের রক্তপ্রবাহের প্রক্রিয়া স্বাভাবিক রাখে।

আমাশয়,জন্ডিসে উপকারী

আমাশয়ের সমস্যায়,জন্ডিস,পেটফাঁপা প্রভৃতি জটিলতায় আদার রস খুব উপকারী। এছাড়া গলা পরিষ্কার রাখতে আদা খুব কার্যকর।

শরীরের ক্ষত শুকাতে আদা

শরীরের কোথাও ক্ষত থাকলে তা দ্রুত শুকাতে আদা খুব কার্যকর। আদায় এমন কিছু উপাদান রয়েছে যা কাঁটাছেড়া,ক্ষত দ্রুত ভালো করে।

মুখের রুচি বাড়ায়

আদা খেলে বদহজম দূর হয় এবং মুখের রুচি বেড়ে যায় তাই যারা মুখের রুচি নিয়ে চিন্তিত তাদের জন্য নিয়মিত আদা খাওয়া খুব উপকারী।

বমিভাব নিয়ন্ত্রণ করে

অনেকে যানবাহনে চলাফেরার সময়ে বমি করে থাকেন।আর বমিবমি ভাব দূর করার জন্য আদা খুব উপকারী। বমিভাব হলে কাঁচা আদা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায়।

ঠান্ডাজ্বরে আদা উপকারী

ঠান্ডাজ্বর ও ভাইরাসজনিত জ্বর প্রতিরোধে আদা খুবই উপকারী।আদার রস হালকা গরম করে সমপরিমাণ মধুর সাথে মিশিয়ে দিনে কয়েকবার খেলে ঠান্ডা জনিত জ্বর ও ভাইরাসজনিত জ্বরে উপকার পাওয়া যায়।

পেটের পীড়ায় উপকারী

পেটের পীড়া খুবই কষ্টদায়ক একটি সমস্যা।আর পেটের পীড়ায় বা পেটের অস্বস্তিতে আদা আদা একটি আদর্শ পথ্য।হজমে সহায়তার পাশাপাশি খাবারের গুণাগুণ শরীরের বিভিন্ন অংশে পৌঁছে দিতে আদা সক্রিয় ভূমিকা পালন করে। তাছাড়া পেটে ব্যাকটেরিয়ার সংক্রমণ প্রতিরোধে আদা উপকারী।

ফুসফুসের জন্য উপকারী

ফুসফুসের যেকোন সাধারণ সংক্রমণ বা রোগের ক্ষেত্রে আদা বেশ উপকারী।আদা সর্দিকাশি , শ্বাস-প্রশ্বাসের সাধারণ সমস্যা দূর করে।

আদা ওজন কমায়

যারা অতিরিক্ত ওজন নিয়ে চিন্তিত তাদের জন্য আদা উপকারী।আদা আমাদের অতিরিক্ত খিদে নিয়ন্ত্রণে দারুণ ভূমিকা পালন করে।রোজ সকালে আদা কুঁচি লবণ মাখিয়ে খেলে অকারণ খিদে পাওয়া কমবে ফলে শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হবে।গরম পানিতে আদা ফুটিয়ে খেলেও একই উপকার মিলবে।

ঝলমলে ত্বক, চুলের জন্য আদা

আদায় রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন তা আমাদের ত্বক ও চুলকে ঝলমলে এবং সতেজ রাখতে সহায়তা করে।

প্রদাহ দূর করে

আদা খেলে শরীরের সমস্ত প্রদাহ কমে । বিশেষ করে বাতের ব্যথায় আদা একটি মহৌষধ। আদায় বিদ্যমান বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান শরীরের বাতের ব্যথা, পেশির ব্যথা নিয়ন্ত্রণে সাহায্য করে।

কোলেস্টেরল কমায়

আমরা জানি শরীর সুস্থ রাখতে রক্তের কোলেস্টেরল নিয়ন্ত্রণের বিকল্প নেই।আদা শরীরের খারাপ কোলেস্টেরল কমায় ও ভালো কোলেস্টেরল বাড়িয়ে দেয় এরফলে শরীরের  কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে।

আদা মাংসপেশীর ব্যথা কমায়

ভারি ব্যয়াম বা জিমে যাওয়ার আগে আদা খেয়ে নিন। গবেষণায় দেখা গেছে আদা একটি প্রাকৃতিক ব্যথা উপশমকারী এবং প্রদাহরোধী উপাদান হিসেবে কাজ করে। ভারি ব্যয়াম বা জিমের পর শরীরে যে ব্যথা হয় তা আদা খেলে সেরে যায়।

নারীদের ঋতুস্রাবকালিন ব্যথা কমায়

আদার বহুমাত্রিক উপকারিতা আছে।আদা নারীদের ঋতুস্রাবকালিন ব্যথা প্রশমনে সাহায্য করে।

স্মৃতিশক্তি সংরক্ষণ করে

মস্তিষ্কের জন্য আদা খুব উপকারী। মস্তিষ্কের স্মৃতিশক্তি বাড়ানোর জন্য নিয়মিত আদা খেতে পারেন।

সর্তকতা

আদার ব্যাপক উপকারী গুণের সাথে এর কিছু ক্ষতিকর দিকও রয়েছে।তাই কোন কোন ক্ষেত্রে আদা খাওয়া ক্ষতিকর হতে পারে তা জেনে নিন।

অন্তঃস্বত্ত্বা নারীর জন্য ক্ষতিকর

বিশেষজ্ঞরা বলেন অন্তঃস্বত্ত্বা অবস্থায় নারীদের আদা খাওয়া উচিত নয় কারণ অন্তঃস্বত্ত্বা অবস্থায় অতিরিক্ত আদা খেলে প্রিম্যাচিওর শিশু জন্মের সম্ভাবনা বেড়ে যায়।

ওজন বাড়াতে চাইলে আদা নয়

যারা ওজন কমাতে চান তাদের জন্য আদা উপকারী হলেও যারা ওজন বাড়াতে চান তাদের জন্য আদা এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ। কারণ আদা খিদে কমায় এছাড়া শরীরের চর্বি গলানোর প্রক্রিয়ায় আদা কার্যকর।

ডায়াবেটিসের ওষুধ খেলে আদা নয়

স্বাস্থ্যবিদদের মতে যারা ডায়াবেটিস,উচ্চরক্তচাপের ওষুধ খান তাদের জন্য আদা এড়িয়ে চলাই ভালো।

২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা

                                                                

প্রিয় ক্রিকেট ডটকমঃ আজ ২১শে ফেব্রুয়ারি , আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।প্রিয় ক্রিকেট ডটকম'র পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে ২১শে ফেব্রুয়ারির শুভেচ্ছা জানাচ্ছি। এবং সেই সাথে সকল ভাষাশহীদ ও ভাষাসৈনিকের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিশেষে এখানে ভাষা আন্দোলন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু তথ্য ও বাংলা ভাষার কিছু সাম্প্রতিক  তথ্য তুলে ধরা হলো(তথ্যসূএ: উইকিপিডিয়া ও বাংলাপিডিয়া)।

ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ তথ্য

১.বাংলাভাষা আন্দোলনের সময়কাল ১৯৪৭-১৯৫৬খ্রিষ্টাব্দ।
২.১৯৪৭ সালের ১৫সেপ্টেম্বর তারিখে তমদ্দুন মজলিসের পক্ষ থেকে "পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু" শিরোনামে পুস্তক প্রকাশিত হয়।
৩.১৯৪৭সালের ডিসেম্বরের শেষের দিকে বাংলাকে রাষ্ট্রভাষা করার সমর্থনে প্রথম "রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ" গঠিত হয়।
৪.রাষ্ট্রভাষা সংগ্ৰাম পরিষদের প্রথম আহ্বায়ক ছিলেন অধ্যাপক নূরুল হক ভূঁইয়া।
৫.১৯৪৮সালের ২৫শে ফেব্রুয়ারি গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত পাকিস্তান গণপরিষদে ইংরেজি ও উর্দুর পাশাপাশি বাংলা ভাষা ব্যবহারের দাবি তুলেন।
৬.১৯৫৪সালের ৭ই মে পাকিস্তান গণপরিষদে বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করা হয়।
৭.১৯৫৬সালে পাকিস্তানের প্রথম সংবিধানে ২১৪নম্বর অনুচ্ছেদে উর্দুর পাশাপাশি বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করা হয়।
৮.বাংলাদেশ সংবিধানের তৃতীয় অনুচ্ছেদে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে।
৯.সর্বস্তরে বাংলার ব্যবহার নিশ্চিত করতে বাংলাদেশ সরকার ১৯৮৭সালে বাংলাভাষা প্রচলন আইন জারি করে।
১০.১৯৯৯সালের ১৭নভেম্বর ইউনেস্কো ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে।

পৃথিবীতে বাংলা ভাষার অবস্থান

১.পৃথিবীতে মাতৃভাষীর সংখ্যা বিবেচনায় বাংলা ভাষার অবস্থান ৫ম।
২.২০০০সাল থেকে বিশ্বের প্রায় ১৯৩টি রাষ্ট্রে ২১শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হচ্ছে।
৩.বর্তমানে বিশ্বে ৩০কোটির বেশি মানুষ বাংলা ভাষায় কথা বলে।
৪.বাংলা ভারতের এিপুরা ও পঞ্চিমবঙ্গে ব্যবহ্নত প্রধান ভাষা।
৪.ভারতের বিহার, উড়িষ্যা ও আসামের কাছাড় জেলায় প্রচুরসংখ্যক বাংলাভাষী মানুষ বসবাস করে।
৫.ভারতের পঞ্চিমবঙ্গ ,এিপুরা ও কাছাড় জেলার প্রশাসনিক ভাষা বাংলা।
৬.যুক্তরাজ্যের হিথরো বিমানবন্দরে বাংলাভাষায় ঘোষণা দেয়া হয়।
৭.বিশ্বে ছয়হাজারের বেশি ভাষা রয়েছে।এর মধ্যে বাংলা ভাষার অবস্থান শীর্ষ দশের ভেতরে রয়েছে।
৮.বিশ্বের বিভিন্ন বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা ও সাহিত্য পড়ানো হয়।এর মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিদ্যালয় হলো ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়, মিউনিখ বিশ্ববিদ্যালয়, টোকিও বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, শিকাগো বিশ্ববিদ্যালয় ।
৯.যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র , জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষার বেশকিছু সংবাদপত্র,রেডিও, টেলিভিশন ইত্যাদি রয়েছে।


আইপিএলে দল পেলেন সাকিব এবং মোস্তাফিজ

                                                                  

প্রিয় ক্রিকেট ডটকম: অবশেষে ১৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ভারতের চেন্নাইয়ে হয়ে গেল ১৪তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্লেয়ার নিলামের আসর। এবারের আইপিএল নিলামেবাংলাদেশ থেকে দল পেয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান এবং কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমান। সাকিবকে ৩কোটি ২০ লাখ রুপিতে কিনেছে কেকেআর। মোস্তাফিজকে ১কোটি রুপিতে কিনেছে রাজস্থান রয়্যালস। তবে বাংলাদেশ থেকে আর কোন ক্রিকেটার এবারের আইপিএল নিলামে দল পাননি। এসবের বাইরে এবার আইপিএল নিলামে পাঞ্জাব নতুন নামে এসেছে পাঞ্জাব কিংস নামে। এবং শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকার এবারের আইপিএলে দল পেয়েছেন।তবে বেশকজন তারকা ক্রিকেটার ১৪তম আইপিএল নিলামে দল পাননি(তথ্যসূএ:প্রথম আলো ও হিন্দুস্থান টাইমস)।


নিলামে সর্বোচ্চ দামে বিক্রিত তারকাদের খবর

এবারের আইপিএল নিলামে অনেক তারকা ক্রিকেটার দল পাননি । আবার অনেক নতুন তারকাকে নিয়ে ছিল কাড়াকাড়ি।১৪তম আইপিএল নিলামে ১হাজার ১১৪জন ক্রিকেটার থেকে নিলামের মাধ্যমে বেছে নেওয়া ২৯২জন ক্রিকেটার চূড়ান্ত নিলামে উঠেন এবং সেখান থেকে ৮টি ফ্রাঞ্চাইজি তাদের পছন্দের প্লেয়ারদের বেছে নেয়।তারকা প্লেয়ারদের মধ্যে এবার আইপিএল নিলামে ক্রিস মরিচ,কাইল জেমিসন,গ্লেন ম্যাক্সওয়েল,মঈন আলী,শুভম দুবে, সাকিব আল হাসান ভালো দামে বিক্রি হন।ক্রিস মরিচকে  রাজস্থান রয়্যালস ১৬কোটি ২৫লাখ রুপিতে কিনে নেয়। নিউজিল্যান্ডের স্পিডস্টার কাইল জেমিসনকে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ১৫কোটি রুপিতে কিনে নেয়।ম্যাক্সওয়েলকে ১৪কোটি ২৫লাখ রুপিতে কিনেছে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।


কোন তারকা কত দাম পেলেন

এবারের আইপিএল নিলামে তারকা প্লেয়ারদের নিয়ে ছিল ব্যাপক টানাটানি।কে কোন তারকাকে দলে ভেড়াবে সেটি নিয়ে সবগুলো ফ্রাঞ্চাইজিই ব্যস্ত ছিল। আসুন দেখে নিই কোন তারকা ক্রিকেটার কোন দলে কত দামে বিক্রি হলেন।

ক্রিস মরিচ  -১৬কোটি ২৫লাখ রুপি- রাজস্থান রয়্যালস।
কাইল জেমিসন- ১৫কোটি রুপি- রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
গ্লেন ম্যাক্সওয়েল - ১৪কোটি ২৫লাখ রুপি- রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
মঈন আলী - ৭কোটি রুপি -চেন্নাই সুপার কিংস।
শুভম দুবে-৪কোটি ৪০লাখ রুপি-রাজস্থান রয়্যালস।
সাকিব আল হাসান- ৩কোটি ২০ লাখ রুপি- কেকেআর।
পীযুষ চাওলা -২কোটি ৪০লাখ রুপি- মুম্বাই ইন্ডিয়ান্স।
হরভজন সিং-২কোটি রুপি- কেকেআর।
কেদার যাদব- ২কোটি রুপি -সানরাইজার্স হায়দরাবাদ।
ডেভিড মালান-১কোটি ৫০ লাখ রুপি-পাঞ্জাব কিংস।
মুজিব উর রহমান-১কোটি ৫০লাখ রুপি -সানরাইজার্স হায়দরাবাদ।
মোস্তাফিজুর রহমান-১কোটি রুপি- রাজস্থান রয়্যালস।
উমেশ যাদব-১কোটি রুপি- দিল্লি ক্যাপিটালস।
ফেবিয়ান এলেন- ৭৫লাখ রুপি-পাঞ্জাব কিংস।
চেতেশ্বর পুজারা- ৫০লাখ রুপি-চেন্নাই সুপার কিংস।
জিমি নিশাম-৫০লাখ রুপি-কেকেআর।
অর্জুন টেন্ডুলকার-২০লাখ রুপি- মুম্বাই ইন্ডিয়ান্স।

যেসব তারকা দল পাননি


১৪তম আইপিএল নিলামে বেশকজন তারকা ক্রিকেটার দল পাননি।কোন দলই এদেরকে নেয়নি। এক্ষেত্রে উল্লেখযোগ্য তারকারা হচ্ছেন জেসন রয়,অ্যারন ফিঞ্চ,আলেক্স হেলস,আদিল রশিদ,এভিন লুইস,গ্লেন ফিলিপস,কুশল পেরেরা,শেলডন কটরেল,শন মার্শ,ডারেন ব্রাভো, মার্টিন গাপটিল,কোরি অ্যান্ডারসন,ওশানে থমাস,ম্যাথু ওয়েড,শন অ্যাবট,ইশুরু উদানা।

দল পেলেন সাকিব এবং মোস্তাফিজ

বাংলাদেশের ক্রিকেটামুদীদের জন্য বড় সুখবর নিয়ে এসেছেন সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান। এবার আইপিএলের নিলামে দুজনই দল পেয়েছেন।গত আইপিএলে নিষেধাজ্ঞার কারণে সাকিব অংশ নিতে পারেন নি। এছাড়া মোস্তাফিজও গত আইপিএলে বাক পাননি।তবে এবারের আইপিএল নিলামে বাংলাদেশের এদুই তারকাই দল পেয়েছেন। বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে বেশ কাড়াকাড়ি ছিল এবারের নিলামে তবে শেষপর্যন্ত শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স সাকিবকে ৩কোটি২০লাখ রুপিতে কিনে নেয়। বাংলাদেশের কাটার মাষ্টার মোস্তাফিজুর রহমানকে নিয়েছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস মোস্তাফিজকে ১কোটি রুপিতে কিনে নেয়।

কিংস ইলেভেন পাঞ্জাব এখন পাঞ্জাব কিংস


গত আইপিএলে দারুণ ক্রিকেট উপহার দিয়েও শেষপর্যন্ত শিরোপার স্বাদ পায়নি কিংস ইলেভেন পাঞ্জাব।এবার দলটি নাম পরিবর্তন করেছে।আইপিএলে প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাবের নাম পরিবর্তন করে এবার  হয়েছে পাঞ্জাব কিংস। অর্থাৎ ১৪তম আইপিএলে পাঞ্জাব কিংস নামেই দলটি খেলবে।

১৪তম আইপিএলের ৮ স্কোয়াড

১৪তম আইপিএলের নিলাম বেশ জমজমাট হয়েছে বলা যায়।হাড্ডাহাড্ডি নিলামে দলগুলো ছিল বেশ সতর্ক।সব দলই নতুন ও পুরাতনের মিশেলে শক্তিশালী দল গঠন করতে সচেষ্ট ছিল। আসুন এবারের আইপিএলের স্কোয়াডগুলো দেখে নিই।

কেকেআর

যারা থেকে গেলেনঃ এউইন মরগান,আন্দ্রে রাসেল,প্যাট কামিন্স, দীনেশ কার্তিক,শুভমান গিল, সুনীল নারাইন,কমলেশ নাগরকোটি,কুলদীপ যাদব,লুকি ফার্গুসন,নিতিশ রানা, প্রসিদ্ধ কৃষ্ণ,শিভাম মাভি, রাহুল এিপাটি,বরুণ চক্রবর্তী,টিম সেইফার্ট।

নতুন প্লেয়ারঃ সাকিব আল হাসান, হরভজন সিং,বেন কাটিং,ভেঙ্কটেশ আইয়ার,পবন নেগি,করুন নায়ার।

রাজস্থান রয়্যালস

যারা থেকে গেলেনঃ  সঞ্জু স্যামসন,জস বাটলার,বেন স্টোকস, জোফরা আর্চার,যশস্বী জয়শওয়াল,রিয়ান পরাগ,ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া,মহীপাল লমরোর,শ্রেয়াশ গোপাল,অ্যান্ড্রু টাই, জয়দেব উনাদকাট, কার্তিক ত্যাগি।


নতুন প্লেয়ারঃ মোস্তাফিজুর রহমান,শুভম দুবে,ক্রিস মরিচ,কেসি কারিয়াপ্পা,লিয়াম লিভিংস্টোন।

পাঞ্জাব কিংস

যারা থেকে গেলেনঃ লোকেশ রাহুল,ক্রিস গেইল,মায়াঙ্ক আগারওয়াল, নিকোলাস পুরান,সরফরাজ খান, মুরুগান অশ্মিন,দীপক হুছা, মোহাম্মদ শামি,ক্রিস জর্ডান,অশ্বদীপ সিং,রবি বিষ্ণু।

নতুন প্লেয়ারঃ ডেভিড মালান,ঝাই রিচার্ডসন, শাহরুখ খান,রিলি মেরিডিথ,মোজেস হেনরিকস,ফেবিয়ান এলেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

যারা থেকে গেলেনঃ বিরাট কোহলি,এবি ডিভিলিয়ার্স,যুজবেন্দ্র চাহাল, নবদীপ সাইনি,এডাম জাম্পা,ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিকেল, মোঃ সিরাজ,কেইন রিচার্ডসন,জশ ফিলিপে।

নতুন প্লেয়ারঃ কাইল জেমিসন,গ্লেন ম্যাক্সওয়েল, মোঃ আজহার উদ্দিন,ডেনিয়েল ক্রিষ্টিয়ান,ডেনিয়াল স্যামস।

দিল্লি ক্যাপিটালস

যারা থেকে গেলেনঃ শ্রেয়াশ আয়ার,পৃথ্বী শ,আজিঙ্কা রাহানে,শিখর ধাওয়ান,ঋষভ পন্ত,কাগিসো রাবাদা,শিমরণ হেটমায়ার,মার্কাস স্টয়নিস,ক্রিস ওকস, রবিচন্দ্রন অশ্বিন,অক্ষর প্যাটেল,ঈশান্ত শর্মা,অমিত মিশ্র,আনরিখ নর্সজে।

নতুন প্লেয়ারঃ স্টিভেন স্মিথ, উমেশ যাদব,স্যাম বিলিংস,টম কুরান।

মুম্বাই ইন্ডিয়ান্স

যারা থেকে গেলেনঃ রোহিত শর্মা, রাহুল চাহার,জসপ্রিথ বুমরা, কুইন্টন ডি কক,ট্রেন্ট বোল্ট,ক্রুনাল পান্ডিয়া,ঈশান কিষাণ,কিয়েরন পোলার্ড,ক্রিস লিন,সূর্যকুমার যাদব,সৌরভ তিওয়ারি,ধবল কুলকার্নি,হ্নাদিক পান্ডিয়া।

নতুন প্লেয়ারঃ পীযুষ চাওলা,জিমি নিশাম, অর্জুন টেন্ডুলকার,এডাম মিললে,নাথান কুল্টারনাইন।

চেন্নাই সুপার কিংস

যারা থেকে গেলেনঃ এম এস ধোনি,ফাফ ডুপ্লেসিস,সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা,অম্বাতি রাইডু,এনগিদি,ঋতুরাজ গায়কোয়াড়,ডোয়াইন ব্রাভো,দীপক চাহার,মিচেল স্যান্টনার, ইমরান তাহির, শার্দুল ঠাকুর,শ্যাম কুরান,রবিন উথাপ্পা,করণ শর্মা,জশ হার্জেলউড।

নতুন প্লেয়ারঃ মঈন আলী, চেতেশ্বর পুজারা,কৃষ্ণপা গৌতম।

সানরাইজার্স হায়দরাবাদ

যারা থেকে গেলেনঃ জনি বেয়ারস্টো,ডেভিড ওয়ার্নার, রশিদ খান,মনীশ পারবে, কেন উইলিয়ামসন,শ্রীবৎস গোস্বামী,প্রিয়ম গগ', ঋদ্ধিমান সাহা, মোহাম্মদ নবী, মিচেল মার্শ,বিজয় শঙ্কর,জেসন হোল্ডার, আবদুল সামাদ,টি নটরাজন, ভুবনেশ্বর কুমার,শাহবাজ নাদিম, অভিষেক শর্মা,সিদ্ধার্থ খল,খলিল আহমেদ,সন্দিপ শর্মা,বাসিল থাম্পি।

নতুন প্লেয়ারঃ কেদার যাদব, মুজিব উর রহমান।

সাম্প্রতিক চাকরির খবর

                                                       

প্রিয় ক্রিকেট ডটকম: দেশের চাকরির বাজারের সাম্প্রতিক কিছু নিয়োগ বিজ্ঞপ্তি এখানে দেখে নিন।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগ

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নামঃ সহকারী প্রকৌশলী/সহকারী ব্যবস্থাপক (কারিগরি), সহকারী ব্যবস্থাপক (সাধারণ ও হিসাব/রাজস্ব/নিরীক্ষা), উপ-সহকারী প্রকৌশলী, সহকারী কর্মকর্তা (কারিগরি ও সাধারণ), সহকারী কর্মকর্তা (হিসাব/রাজস্ব)।

যোগ্যতা :পদভেদে কোন তৃতীয় বিভাগ ছাড়া ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ,বিএসসি/বিকম স্মাতক/স্মাতকোওর ডিগ্ৰি।
বেতন: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে পদভেদে ৯ম ও ১০ম গ্ৰেড।
বয়স: অনুধ্ব' ৩০ বছর।
আবেদনের মাধ্যম: অনলাইন (http://bgdcl.teletalk.com)
আবেদনের সময়: ২৪/০২/২০২১ তারিখ থেকে ১৫/০৩/২০২১ তারিখ বিকাল ৫.০০ঘটিকা।

সূত্র:বিডিজবস ডটকম(www.bdjobs.com)।

ট্রান্সকম বেভারেজে নিয়োগ

দেশের শীর্ষস্থানীয় কোম্পানী ট্রান্সকম বেভারেজে সিনিয়র সেলস এক্সিকিউটিভ/সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
 পদের নাম: সিনিয়র সেলস এক্সিকিউটিভ/সেলস এক্সিকিউটিভ।
যোগ্যতা:স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ন্যূনতম স্মাতক/বিবিএ/এমবিএ পাস।

অন্যান্য যোগ্যতা: প্রার্থীর দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট অফিসে অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
বয়স: অনুধ্ব' ৩৫ বছর।
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন প্রক্রিয়া: আগ্ৰহীরা বিডিজবস অনলাইনের(www.bdjobs.com) মাধ্যমে আবেদন করতে পারবেন।
 আবেদনের শেষ তারিখ: ১৫/০৩/২০২১।

সূএ:বিডিজবস ডটকম (www.bdjobs.com)।


ব্র্যাকে নিয়োগ

ব্র্যাকে" ঋণ কর্মকর্তা "পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম: ঋণ কর্মকর্তা,প্রগতি।
পদসংখ্যা: অনির্দিষ্ট।
যোগ্যতা: যেকোন স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে (কোন পর্যায়ে ৩য় বিভাগ ছাড়া) স্মাতকোওর ডিগ্ৰি। শিক্ষা জীবনের সবপর্যায়ে ২য় বিভাগ অথবা জিপিএ/সিজিপিএ ২.০০ থাকতে হবে।

মাসিক বেতন: ২৩,৫২৮টাকা ও অন্যান্য সুবিধা।
কর্মস্থল:ব্র্যাক মাঠ কার্যালয়।
আবেদন: অনলাইন (careers.brac.net অথবা www.bdjobs.com)
আবেদনের শেষ তারিখ: ২১/০২/২০২১।

সূত্র:বিডিজবস ডটকম।

ব্র্যাকে নিয়োগ

ব্র্যাকে "ম্যানেজমেন্ট ট্রেইনি" পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:ম্যানেজমেন্ট ট্রেইনি।
পদসংখ্যা: অনির্দিষ্ট।
যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্মাতকোওর ডিগ্ৰি। শিক্ষা জীবনের সবপর্যায়ে ১ম বিভাগ/সিজিপিএ ৩.০০ থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকলে ভালো।তবে ফ্রেসরাও আবেদন করতে পারবেন।
মাসিক বেতন: ৫০,০০০টাকা ও অন্যান্য সুবিধা।
কর্মস্থল: বাংলাদেশের যেকোন স্থান।
আবেদন প্রক্রিয়া: অনলাইন (careers.brac.net অথবা www.bdjobs.com)।
আবেদনের শেষ তারিখ:২৭/০২/২০২১। সূত্র: বিডিজবস ডটকম (www.bdjobs.com)।


সরস্বতী পূজার শুভেচ্ছা

                                                               


প্রিয় ক্রিকেট ডটকম : আজ বিশ্বজুড়ে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা।প্রিয় ক্রিকেট ডটকম'র পক্ষ থেকে সকল পাঠক ও শুভানুধ্যায়ীকে সরস্বতী পূজার শুভেচ্ছা জানাচ্ছি। প্রতিবছর বিশ্বজুড়ে হিন্দু সম্প্রদায় মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে সরস্বতী পূজার আয়োজন করে থাকেন। দেবী সরস্বতীকে বিদ্যা ও সংগীতের দেবী হিসেবে পূজা করা হয়।

উল্লেখ্য বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীরা সরস্বতী পূজার আয়োজন করে থাকেন।

শীতে ভ্রমণে বেরোবার আগে

                                              

প্রিয় ক্রিকেট ডটকমঃ বলা হয় শীত হলো ভ্রমণের ঋতু।শীতের ভ্রমণ অন্য সময়ের চেয়ে বেশি আনন্দদায়ক।কারণ বৃষ্টি বাদলের চিন্তা নেই।শীতে যেকোন স্থানে ভ্রমণ করা যায়। এসবকিছু বিবেচনা করে অনেকেই শীতকালে ভ্রমণ করতে পছন্দ করেন। আর শীতের ভ্রমণকে আরো বেশি আনন্দদায়ক করে তুলতে এখানে কিছু টিপস তুলে ধরছি।

কোথায় বেড়াতে যাবেন

ভ্রমণের আগে পরিকল্পনা জরুরি। কোথায় যেতে চান তার আগে নির্ধারণ করুন।তাছাড়া শীতে কোথায় ভ্রমণে গেলে বেশি সুবিধা সেটিও জেনে নিন। এ বিষয়ে আশপাশের কাউকে জিজ্ঞেস করতে পারেন।এছাড়া নির্ভরযোগ্য কোন অনলাইন ভ্রমণগাইডের সহায়তা নিতে পারেন।বেড়াতে যাবার আগে জেনে নিন কোথায় ভ্রমণ করলে বাজেট কত লাগবে।আপনার বাজেট কতটা তাও দেখে নিন।কতদিনের জন্য ভ্রমণে যেতে চান তাও নিশ্চিত করুন।যেখানে যেতে চান সেই স্থানে থাকা-খাওয়ার সুবিধা আছে কিনা দেখে নিন।সবকিছুর পর আপনি সাগর,পাহাড়, নদী,বন,হাওড়,ঠিক কোথায় বেড়াতে বেশি পছন্দ করেন তা জেনে নিয়ে ভ্রমণের স্থান নির্ধারণ করুন। 

হোটেলের খোঁজখবর 

কোথাও বেড়াতে যাবার আগে সেখানে মানসম্মত হোটেল আছে কিনা তা জেনে নিন।এখন ইন্টারনেট সার্স করলে মোটামুটি সব হোটেলের ঠিকানা, ফোন ইত্যাদি পেয়ে যাবেন।কোথায় কেমন সুবিধা,ভাড়া ইত্যাদি তথ্য অনলাইনেই পেয়ে যাবেন।তাছাড়া ভালো মানের রেস্টুরেন্ট আছে কিনা তাও জেনে নিন।আপনার সঙ্গী কতজন তা নিশ্চিত হয়ে নিন।কেমন পরিবেশে থাকতে আপনার আগ্রহ বেশি সে বিষয়টি মাথায় রাখুন।এছাড়া যেখানে যেতে চান সেই স্থানটির নিরাপত্তা ব্যবস্থা কেমন তাও জেনে নিন।সবকিছুর পর করোনাকালে স্বাস্থ্যগত সুরক্ষার বিষয়টি খেয়াল রাখুন।

যাতায়াত সুবিধা 

কোথাও বেড়াতে যাবার আগে সে স্থানটির যাতায়াত সুবিধা জেনে নিন।গাড়ী না ট্রেন কোনটি বেশি সুবিধাজনক তা জেনে নিন।রাস্তাঘাট ভালো কিনা সেটিও জেনে নিন। বাস বা ট্রেনে গেলে টিকেট, সময়সুচি ইত্যাদি জেনে নিন।বাসে গেলে বাস সরাসরি সেই স্থানে যায় কিনা তাও জেনে নিতে হবে।তাছাড়া প্রাইভেট গাড়ীতে যাওয়া যায় কিনা জেনে নিন।

কি কি দেখা যাবে

ভ্রমণের স্থান নির্ধারণ করার পর জেনে নিন সেই জায়গায় কি কি আকর্ষণীয় জিনিস আছে।কিভাবে সহজে দর্শনীয় স্থানে ঘুরা যাবে।অন্যান্য আরও কি দেখার আছে তাও জেনে নিন।এ কাজে অনলাইনের সহায়তা নিতে পারেন। ভ্রমণে বেরোবার আগে পছন্দের জায়গাটির বিস্তারিত জেনে নিন তাহলে পরে কোন ঝামেলা হবে না।

নিরাপত্তা ও পরিবেশ জেনে নিন

কোথাও বেড়াতে যাবার আগে সেই স্থানটির নিরাপত্তা ও পরিবেশ আগাম জেনে নেয়া উচিত। পাশাপাশি সেই স্থানটির জরুরি ফোন নম্বর,নিকটস্থ থানার ফোন নম্বর,টুরিস্ট পুলিশের হেল্পলাইন নম্বর,নিকটস্থ হাসপাতাল,ব্যাংক ও বাজারের লোকেশন  ইত্যাদি আগাম জেনে নেয়া ভালো।

ব্যাকপ্যাক

ব্যাকপ্যাক যেকোন ভ্রমণের গুরুত্বপূর্ণ অংশ।কোথাও বেড়াতে গেলে ব্যাগপ্যাক কি হবে তা আগেই ঠিক করে নিন।যেমন উঁচু জায়গায় বেড়াতে গেলে পাতলা ব্যাগ সুবিধাজনক। আবার সমতল কোথাও বেড়াতে গেলে কিছুটা ভারি ব্যাগপ্যাক নিতে পারেন।তবে এক্সপার্টদের মতে শীতের ভ্রমণে পাতলা ব্যাগপ্যাক নিয়ে যাওয়াই ভালো।তাই শীতে বেড়াতে গেলে একান্ত দরকারী কাপড়চোপড়ই শুধু সাথে রাখুন।এছাড়া একান্ত দরকারী জিনিস ব্রাশ, টুথপেষ্ট ,সাবান, স্যানিটইজার,মাস্ক,জুতা ইত্যাদি আগেই গুছিয়ে রাখুন।শীতের ভ্রমণে বেশি ভারি ব্যাগ এড়িয়ে চলা ভালো।

ভ্রমণের পোশাকআশাক 

শীতে ভ্রমণে গেলে গাঢ় রংয়ের পোশাক আরামদায়ক হবে।তবে মনে রাখতে হবে বেশি পরিমাণে ভারি পোশাক বহন করলে ব্যাগপ্যাকের ওজন বেড়ে যেতে পারে।আর অবশ্যই প্রয়োজনীয় শীতের পোশাক সাথে রাখতে হবে।তাছাড়া এক্সপার্টদের মতে পাহাড় বা বনাঞ্চলে বেড়াতে গেলে  উজ্জ্বল রংয়ের পোশাক এড়িয়ে চলা উচিত।

প্রয়োজনীয় ওষুধপএ সাথে নিন

শীতে ভ্রমণের সময় বিভিন্ন মৌসুমী রোগব্যাধি হানা দিতে পারে।পুরনো রোগ থাকলে প্রয়োজনীয় ওষুধ সাথে রাখুন।বিভিন্ন টেলিমেডিসিন নম্বর কোথাও লিখে রাখুন।

এই শীতে কোথায় ভ্রমণে যাবেন

শীতে ভ্রমণ করলে সারা বছরজুড়ে বিপুল প্রাণশক্তি পাওয়া যায়।তাছাড়া ভ্রমণে অভিজ্ঞতা বাড়ে। ভ্রমণ জীবনের বহুমাএিক দিকের সাথে পরিচিত হবার সুযোগ দেয়। এ শীতে ভ্রমণের সেরা কিছু স্থানের পরিচয় তুলে ধরছি।

সাগরের কাছে সেন্টমার্টিন দ্বীপে

এই শীতে সমুদ্রের কাছাকাছি কিছু সময় কাটাতে চাইলে যেতে পারেন সেন্টমার্টিন দ্বীপে।প্রতিবছর লাখ লাখ পর্যটকের পদভারে মুখরিত থাকে সেন্টমার্টন দ্বীপ।বাংলাদেশের সবচেয়ে আর্কষণীয এ দ্বীপে শীতকালে বেড়িয়ে আসতে পারেন।

বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকত 

শীতে ভ্রমণের জন্য আদর্শ এক স্থান হলো কক্সবাজার সমুদ্রসৈকত।শীতকালে বেড়াতে যেতে চাইলে বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্রসৈকতে যেতে পারেন।তবে শীতে কক্সবাজার বেড়াতে যাবার আগে হোটেল ও অন্যান্যকিছু আগাম বুক করে যান কারণ শীতে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকের সংখ্যা বেড়ে যায়।

অপরূপ সাজেক ভ্যালি

এই শীতে ভ্রমণের জন্য্য চমৎকার এক স্থান সাজেক ভ্যালি।সাজেক ভ্যালিকে বলা হয় রাঙামাটির ছাদ।চারপাশে মনোরম পাহাড় সাজেক ভ্যালির মূল আর্কষণ। রাঙামাটি জেলায় অবস্থিত অপরূপ সাজেক ভ্যালি হতে পারে শীতে ভ্রমণের সেরা জায়গা।

জল-পাহাড়ের জাফলং 

এ-ই শীতে যেতে পারেন সিলেটের জাফলং।জাফলং গেলে   জল ও পাহাড়ের অপূর্ব মিলন অবশ্যই ভালো লাগবে।শীতে জাফলং ভ্রমণে ভিন্ন এক আনন্দ রয়েছে।ভারত-বাংলাদেশ সীমান্তে বহে চলা সারি নদী আর জাফলংয়ের প্রকৃতি যেকোন ভ্রমণপিপাসুকে আনন্দ দেবে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল

শীতে ভ্রমণের জন্য সেরা এক স্থান হতে পারে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল।এখানে লাউয়াছড়া জাতীয় উদ্যান, সীতেশ বাবুর চিড়িয়াখানা, চারদিকে সারি সারি চাবাগান আর অপরূপ প্রকৃতি  যে কারো প্রাণ জুড়াবে।

মাধবকুণ্ড 

মৌলভীবাজার জেলার বড়লেখায় অবস্থিত মাধবকুণ্ড জলপ্রপাত এই শীতে ভ্রমণের জন্য হতে পারে  চমৎকার এক স্থান।মাধবকুণ্ড বাংলাদেশের বৃহওম জলপ্রপাত।লিখেছেন ঃপ্রভাকর চৌধুরী 

চট্টগ্রাম টেস্টে টাইগারদের পরাজয়ের পর

                                               

প্রিয় ক্রিকেট ডটকমঃ লেখাটি শুরুর আগে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডে  সিরিজে হোয়াইটওয়াশ করার জন্য টাইগার ওয়ানডে দলকে অভিনন্দন  জানাচ্ছি। এবং স্বীকার করছি ওয়ানডেতে বাংলাদেশ অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে।তবে এই লেখাটি শুধুই চট্টগ্রাম টেস্ট নিয়ে। চট্টগ্রাম টেস্টে পঞ্চম দিন ছাড়া বাকিটুকু বাংলাদেশের নিয়ন্ত্রণে ছিল।কিন্তু শেষদিনের ব্যর্থতায় বাংলাদেশ এই টেস্ট হেরে গেল।সাকিব ইনজুরিতে পড়ায় উইন্ডিজ টিম পুরোপুরি সুযোগ নিয়েছে। মায়ার্সকে লাইফ দিয়ে বাংলাদেশ ভালো খেসারত দিয়েছে। আসুন চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের পরাজয়ের কারণগুলো দেখে নিই।

টাইগার ব্যাটসম্যানদের তবু ধন্যবাদ

চট্টগ্রাম টেস্টে করোনার দীর্ঘ বিরতির পর বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রত্যাশার চেয়ে ভালো খেলেছে এটুকু স্বীকার করতে হচ্ছে। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করোনা পরবর্তী এ-ই টেস্টে টাইগারদের ব্যাটিং আশাব্যঞ্জক ছিল। তবে প্রায় চারশ রানের টার্গেট চেজ করে চতুর্থ ইনিংসে  উইন্ডিজকে জয়ের পথে নিয়ে যান তরুণ ব্যাটসম্যান মায়ার্স।অবশ্য মায়ার্সকে বাংলাদেশের ফিল্ডাররা লাইফ দিয়েছেন যা খুব দৃষ্টিকটু ছিল।অধিনায়ক মুমিনুল হক দারুণ ব্যাটিং করেছেন।মিরাজ ভালো ব্যাট করতে পারেন একথা চট্টগ্রাম টেস্টে বুঝা গেল তাঁর প্রথম সেঞ্চুরি দেখে।এবং দলের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় মিরাজ এমন একটি ইনিংস খেলেছেন সেজন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। মোটকথা চট্টগ্রাম টেস্টে টাইগারদের ব্যাটিং নিয়ে কোন অনুশোচনার সুযোগ  নেই।

টেস্টস্কোয়াড নিয়ে জিজ্ঞাসা আছে

চট্টগ্রাম টেস্টে টাইগার শিবিরে আসলে কিছু দুর্ভাগ্য ভর করেছিল।হঠাৎ সাকিব ইনজুরিতে পড়ায় বাকি বোলারদের উপর বাড়তি চাপ ছিল।আর এখানে একটি কোয়েশ্চন থেকে যায় স্কোয়াড নিয়ে। এক পেসার নিয়ে বাংলাদেশ কি সঠিক  কাজটি করেছে?  নাকি বাংলাদেশ উইন্ডিজ টিমকে কিছুটা হালকা ভাবে নিয়েছিল?বাংলাদেশ নাইম বা তাইজুলের পরিবর্তে তাসকিন,রাহি বা ইবাদতের একজনকে নিলে বরং ভালো করতো।যদিও সিলেক্টররা সেটি করেননি।তাছাড়া শান্তর পরিবর্তে সৌম্য সরকার বা মাহমুদুল্লাহ দলে থাকলে একজন বাড়তি বোলার পাওয়া যেত।তাইজুল বা নাইম একজনকে বিশ্রামে রাখা যেত।টেস্টে একজন পেসার নিয়ে মাঠে নামা কোন অর্থেই যুক্তিযুক্ত ছিল না এবং চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিন অধিনায়ক মুমিনুল নিশ্চয় এটি বুঝতে পেরেছেন। টেস্টে সেট ব্যাটসম্যানের উপর পেসবোলিংয় দিয়ে চাপ প্রয়োগের কৌশলটি সম্ভবত সিলেকটরদের ভাবনায়ও ছিল না।

মাহমুদুল্লাহর বিকল্প ছিল না

বাংলাদেশের সেরা ব্যাটসম্যানদের একজন মাহমুদুল্লাহ রিয়াদ।তাছাড়া তাঁর স্পিন দেশের উইকেটে খুব কার্যকর।তবে ব্যাট হাতে বাজে ফর্মের জন্য্ মাহমুদুল্লাহকে টেস্ট থেকে বাদ দেয়া হয়েছে।কিন্তু আমাদের কোয়েশ্চন হচ্ছে  চট্টগ্রাম টেস্টে মাহমুদুল্লাহর বিকল্প কে ছিলেন।শান্তর পরিবর্তে সৌম্যকে টেস্টে রাখলে বাংলাদেশ চট্টগ্রাম টেস্টে অন্যরকম কিছুও হয়তো করে ফেলতো।এসবের সাথে বড় জিজ্ঞাসা হলো টেস্টে  স্পিননির্ভর দল করলে ব্যাটিংয়ে বাড়তি নজর দেয়ার কথা আমরা ভুলে গেলাম কেন।তবে এ যুক্তি খন্ডন করা যায় যেহেতু চট্টগ্রাম টেস্টে সিনিয়র  ব্যাটসম্যানরা ভালো করেছেন।কিন্তু বোলিংয়ে চোখ দিলে খটকা লাগে কারণ সাকিবের অবর্তমানে তাইজুলের সাথে রিয়াদের স্পিন বা সৌম্যের মি্ডিয়াম পেস  হলে হয়তো ম্যাচের ফল অন্যরকমও হতে পারতো।

ক্যাস মিস মানে ম্যাচ মিস

 যেকোন পর্যায়ের ক্রিকেটে ক্যাচ মিস বা টপঅর্ডার ব্যাটসম্যানকে লাইফ দেয়া মানে ম্যাচে নিজেকে ব্যাকফুটে ফেলে দেয়া।আর ওয়েস্ট ইন্ডিজের মতো পেশাদার ক্রিকেটটিমের কোন টপঅর্ডার ব্যাটসম্যানকে লাইফ দিলে ম্যাচ হাতছাড়া হবেই। চট্টগ্রাম টেস্টে  মায়ার্সকে আউটের সুযোগ মিস করেই বাংলাদেশ আসলে ম্যাচে হেরে গেছে।অবশ্য করোনার দীর্ঘ বিরতির ছাপ এমনকিছু বিপওি ঘটাতে পারে তবে ভবিষ্যতে এমনটা কাম্য নয়।টেস্ট ক্রিকেটে ফিল্ডিংয়ের ছোট ভুল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে।কারণ এখানে আপনি ব্যাটসম্যানকে সহজে আউট করার সুযোগ পাবেন না।এখানে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করলে তবেই সাফল্য আসবে।মায়ার্স বয়সে তরুণ কিন্তু ব্যাট হাতে নিজের জাত ঠিকই চেনালেন।আর মায়ার্সের কাজকে সহজ করে দিয়েছেন বাংলাদেশের ফিল্ডাররা।সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো দেশের পরিচিত মাঠে ফিল্ডিংয়ে ভুল অবশ্যই দৃষ্টিকটু।

চার স্পিনার নিয়ে কথা

চট্টগ্রাম টেস্টে আমরা দেখলাম বাংলাদেশ চার স্পিনার নিয়ে নেমেছে।সাকিব,মিরাজ,তাইজুল এবং  নাইম।পেসার শুধু মোস্তাফিজ। সাকিব অলটাইম চয়েজ হিসেবে ছিলেন তবে ইনজুরির কারণে প্রয়োজনের সময় মাঠে নামতে পারেননি।।তাইজুল অভিজ্ঞ ও পরীক্ষিত পারফরমার হিসেবে ছিলেন।মিরাজ অলরাউন্ডার হিসেবে দলে ছিলেন এবং ব্যাট হাতে কার্যকর একটি সেঞ্চুরি করেছেন।নাইমকে স্পেশালিষ্ট স্পিনার হিসেবে নেয়া হয়েছিল।নাইম কোন কোন ওভারে ভালো টার্ন পেয়েছেন।তবে প্রয়োজনের সময় কাজের কাজ অর্থাৎ উইকেট ফেলতে ব্যর্থ হন।এখানে নাইম বা তাইজুলের একজনকে বিশ্রাম দিয়ে একজন পেসার খেলানো উচিত ছিল। 

ব্যাটসম্যান মুমিনুলকে ধন্যবাদ


অধিনায়কত্বের পাশাপাশি বাংলাদেশের  সেরা টেস্টব্যাটসম্যান মুমিনুল হোক চট্টগ্রাম টেস্টে সেঞ্চুরির(ক্যাপটেনস নক) মাধ্যমে দলকে শক্তিশালী অবস্থানে নিয়ে যান।এজন্য মুমিনুলকে ধন্যবাদ দিতেই হচ্ছে। মুমিনুল চট্টগ্রামে সেঞুরির মধ্যদিয়ে টেস্ট ক্রিকেটে নিজের দশম সেঞ্চুরির দেখা পেয়েছেন।বাংলাদেশের হয়ে টেস্টে  সর্বাধিক সেঞ্চুরির মালিক এখন মুমিনুল হক।তামিম ইকবাল টেস্টে ৯টি সেঞ্চুরি করেছেন।বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে টেস্টে সর্বাধিক রান মুশফিকুর রহিমের (৭টি শতকসহ ৪৪৬৯ রান)।

চট্টগ্রামে যেকারণে হেরে গেলো বাংলাদেশ 

চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের টিম সিলেকশন ভুল ছিল।এক পেসারনির্ভর টেস্ট স্কোয়াড দেয়া মোটেও সঠিক ছিল না।টেস্ট দলে মাহমুদুল্লাহকে রাখা উচিত ছিল।তাহলে একজন বাড়তি স্পিনার নেয়ার প্রয়োজন পড়তো না এবং আরো একজন পেসার অনায়াসে স্কোয়াডে রাখা যেত।এমনকি সৌম্য বা সাইফুদ্দিনকে রাখলেও কাজ হতো।শান্তর পরিবর্তে এদের একজনকে টেস্টে সুযোগ দিলে ব্যাটিংয়ের পাশাপাশি একজন বাড়তি বোলারকে পাওয়া যেত।তখন মোস্তাফিজের সাথে আরো একজন পেসার খেলানো যেত।টেস্টক্রিকেট অনেকটাই  ধৈর্য ও কৌশলের খেলা এবং পেসাররা এই কৌশলের মধ্যে অনেকটা ঝোড়ো হাওয়ার মতো কাজ করেন। একজন চৌকস পেসার  টেস্ট ম্যাচের গতিপথ মুহূর্তে পাল্টে দিতে পারেন।এজন্য টেস্টে একাধিক পেসার নেয়ার রীতি চালু রয়েছে।চট্টগ্রাম টেস্টে বাংলাদেশ সেই নিয়মের ব্যতিক্রম করেছে।চট্টগ্রাম টেস্টে কাইল মায়ার্স যখন  সেট হয়ে গেলেন এবং লাইফ পেলেন তখন মুমিনুলের হাতে আরেকজন পেসার থাকলে ম্যাচ অন্যদিকে মোড় নিতে পারতো।একাধিক পেসার থাকলে পঞ্চম দিন  টির আগে বাংলাদেশ দ্রুত আরো কিছু উইকেট ফেলতে পারতো কিংবা উইন্ডিজ ব্যাটসম্যানদের উপর আরো বেশি চাপ তৈরি করতে সক্ষম হতো।মোস্তাফিজের সাথে তাসকিন,রাহি বা ইবাদতের একজন দলে থাকলে ওয়েস্ট ইন্ডিজের রানের গতিও থামানো যেত।চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের বোলাররা ওয়েস্ট ইন্ডিজের রানের গতি থামাতে ব্যর্থ হয়এবং এটি এ টেস্টে টাইগারদের পরাজয়ের অন্যতম কারণ।অথচ চতুর্থ ইনিংসে বাংলাদেশ  দারুণ একটি টার্গেট দিয়েছিল।এবং চট্টগ্রাম টেস্টে চতুর্থ দিন শেষেও ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ছিল।মূলত পঞমদিন ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের হাতে চলে যায়।

লিখেছেনঃপ্রভাকর চৌধুরী 

টানা দ্বিতীয়বার বিগব্যাশ চ্যাম্পিয়ন সিডনি সিক্সার্স

                                             


প্রিয় ক্রিকেট ডটকমঃফ্রাঞ্জাইজি ক্রিকেটের জনপ্রিয় আসর বিগব্যাশের ২০২০/২১সালের শিরোপা জিতল সিডনি সিক্সার্স।এবারের বিগব্যাশে দারুণ ক্রিকেট উপহার দিয়েছে দলটি।আইপিএলের পর টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে দর্শকপ্রিয় আসর হচ্ছে বিগব্যাশ।এবছরের বিগব্যাশে মাঠের লড়াই বেশ জমে উঠেছিল। চার ছয়ের উন্মাদনায় মুখরিত ছিল পুরো টুর্নামেন্ট। এবং শেষপর্যন্ত শিরোপা জয় করল সিডনি সিক্সার্স।এটি হচ্ছে দলটির টানা দ্বিতীয়বার বিগব্যাশ জেতার রেকর্ড।এ নিয়ে মোট তিনবার বিগব্যাশ শিরোপা জিতল সিডনি সিক্সার্স।ফাইনালে সিডনি সিক্সার্সের প্রতিপক্ষ ছিল পার্থ স্কোরচার্স।তথ্যসূএঃ ইএসপিএন ক্রিকইনফো।

 কেমন ছিল এবারের বিগব্যাশ লিগ

ক্রোনার মধ্যেও এবার বিগব্যাশ লিগের ব্যাটবলের লড়াই বেশ জমে উঠেছিল।শুরু থেকে বিগব্যাশে করোনার কোন ছাপ ছিল না।ব্যাটসম্যান এবং বোলাররা দারুণ ক্রিকেট উপহার দিয়েছেন। এবারও যথারীতি সব টিম ছিল তারুণ্যনির্ভর।বেশকিছু মেধাবী তরুণকে এবার বিগব্যাশে পারফর্ম করতে দেখা গেছে।বিগব্যাশের চিরচেনা পাওয়ারহিটিং ব্যাটিং ও আক্রমণাত্মক বোলিং এবারও
ছিল।ফাইনালে সিডনি সিক্সারের জেমস ভিনসের ৬০ বলে ৯৫ রানের ঝড়ো ব্যাটিং সত্যিই দৃষ্টিনন্দন ছিল।আর ভিনসের ৯৫ রানই মূলত সিডনি সিক্সার্সকে ম্যাচে এগিয়ে দেয়।সিডনি সিক্সারের ১৮৯ রানের টার্গেট চেজ করতে নেমে পার্থ স্কোরচার্স ১৬১ রান করতে সমর্থ হয়।

২০২০/২১ বিগব্যাশে সর্বোচ্চ রানকারী ১০ ব্যাটসম্যান

এবারের বিগব্যাশে সর্বাধিক রান করেছেন সিডনি থান্ডারের এডি  হেলস। ১৫ ম্যাচে হেলস ১টি সেঞ্চুরিসহ ৫৪৩রান করেন।সর্বোচ্চ ইনিংস ১১০ রানের।সিডনি সিক্সার্সের  জেমস ভিনস ১৬ ম্যাচে  ৪ ফিফটিসহ করছেন ৫৩৭রান।সর্বোচ্চ ইনিংস অপরাজিত ৯৮ রান।সিডনি সিক্সার্সের ফিলিপ ১৬ ম্যাচে ৩ ফিফটিসহ করেছেন ৫০৮ রান।ব্রিসবেন হিটের লিন ১৩ ম্যাচ খেলে ৫ ফিফটিসহ  করেছেন ৪৫৮রান।পার্থ স্কোরচার্সের কলিন মনরো ১৬ ম্যাচ থেকে ৪ফিফটিসহ করেছেন ৪৪৩রান।এডিলেড স্টাইকার্সের উয়েদারহোল্ড  ১৫ ম্যাচে করেছেন ৩ ফিফটিসহ ৪৩৩ রান। পার্থ স্কোরচার্সের লিভিংস্টোনস ১৪ ম্যাচ থেকে সংগ্রহ করেছেন ৩ফিফটিসহ ৪২৬রান।এডিলেড স্টাইকার্সের ক্যারি ১৩ ম্যাচে ১টি শতকসহ করেছেন ৪২৫ রান।পার্থ স্কোরচার্সের ইনগ্লিস ১৭ ম্যাচ থেকে ৩ফিফটিসহ করেছেন ৪১৩ রান।এবারের বিগব্যাশে দশম সর্বোচ্চ রানকারী ব্যাটসম্যান সিডনি থান্ডারের  ফার্গুসন ১৫ম ম্যাচে ৩ফিফটিসহ ৪০৫রান। 

এবারের বিগব্যাশের সেরা দশ বোলার

২০২০/২১ সালের বিগব্যাশের সেরা দেশ বোলারের তালিকায় সবার উপরে রয়েছেন পার্থ স্কোরচার্সের রিসার্ডসন ১৭ ম্যাচে ২৯ উইকেট। সিডনি সিক্সার্সের ডারসুর্স ১৩ ম্যাচ খেলে নিয়েছেন  ২৪ উইকেট। ব্রিসবেন হিটের স্টিকিটি ১৬ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট। এডিলেড স্টাইকার্সের অ্যাগার ১৫ ম্যাচ থেকে নিয়েছেন ২২ উইকেট। সিডনি থান্ডারের টি শাঙ্গা ১৫ ম্যাচ থেকে নিয়েছেন  ২১ উইকেট। পার্থ স্কোরচার্সের এজে টিই ১৭ ম্যাচে নিয়েছেন  ২১ উইকেট। হোবার্ট হ্যারিক্যানসের ইলিচ ১৪ ম্যাচে নিয়েছেন ২০ উইকেট।এডিলেড স্টাইকার্সের সিডল ১৩ ম্যাচে নিয়েছেন  ১৯ উইকেট।মেলবোর্ন স্টার্সের এডাম জাম্পা ১২ ম্যাচ থেকে নিয়েছেন ১৯ উইকেট। মেলবোর্ন রেনিগেটসের হার্জলগো ১৩ ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন।

বিগব্যাশ ফাইনাল রেকর্ড

২০১০/১১ সালে বিগব্যাশ লিগ শুরু হয়ে।বিগব্যাশে প্রথমবার শিরোপা জেতে সিডনি সিক্সার্স।এবারের বিগব্যাশে মোট ৮টি টিম ছিল।এবার শিরোপা জেতে সিডনি সিক্সার্স এবং রানার্সআপ হয় পার্থ স্কোরচার্স।বিগব্যাশে সবচেয়ে বেশি(৩বার) শিরোপা জিতেছে সিডনি সিক্সার্স ও পার্থ স্কোরচার্স।বিগব্যাশের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক ক্রিস লিন(২৭৯০রান) সর্বাধিক উইকেট শিকারী বেন লাপলিন(১০৫উইকেট)। 

বিগব্যাশ চ্যাম্পিয়ন তালিকা

২০১১ বিগব্যাশ শিরোপাজয়ী সিডনি সিক্সার্স এবং রানার্সআপ মেলবোর্ন স্টার্স।
২০১২ বিগব্যাশ শিরোপাজয়ী ব্রিসবেন হিট এবং রানার্সআপ পার্থ স্কোরচার্স।
২০১৩ বিগব্যাশ শিরোপাজয়ী পার্থ স্কোরচার্স এবং রানার্সআপ হোবার্ট হ্যারিকেনস।
২০১৪ বিগব্যাশ শিরোপাজয়ী পার্থ স্কোরচার্স এবং রানার্সআপ সিডনি সিক্সার্স।
২০১৫ বিগব্যাশ শিরোপাজয়ী সিডনি থান্ডার এবং রানার্সআপ মেলবোর্ন স্টার্স।
২০১৬ বিগব্যাশ শিরোপাজয়ী পার্থ স্কোরচার্স এবং রানার্সআপ সিডনি সিক্সার্স।
২০১৭ বিগব্যাশ শিরোপাজয়ী এডিলেড স্টাইকার্স এবং রানার্সআপ হোবার্ট হ্যারিকেনস।
২০১৮ বিগব্যাশ শিরোপাজয়ী  মেলবোর্ন রেনিগেটস এবং রানার্সআপ মেলবোর্ন স্টার্স।
২০১৯/২০ বিগব্যাশ শিরোপাজয়ী  সিডনি সিক্সার্স এবং রানার্সআপ মেলবোর্ন স্টার্স।
২০২০/২১ বিগব্যাশ শিরোপাজয়ী সিডনি সিক্সার্স এবং রানার্সআপ পার্থ স্কোরচার্স।


আইপিএল ১৪তম আসরের নিলাম

                                            

প্রিয় ক্রিকেট ডটকমঃ টিটুয়েন্টি  ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৪ তম আসরের  নিলাম এই মাসে বসছে।চার-ছয়ের জমজমাট লড়াইয়ে কোন তারকা কোন টিমে খেলবেন তা জানা যাবে এ-ই মাসের ১৮তারিখে।২০২১ সালের ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে ১৪তম আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে। 

কতজন প্লেয়ার নিবন্ধন করেছেন 

আইপিএলের ১৪তম আসরের নিলামে ভারত ও অন্যান্য দেশ মিলে সর্বমোট ১০৯৭জন ক্রিকেটার নাম দিয়েছেন। বাংলাদেশের সাকিব আল হাসানসহ ৫জন ক্রিকেটার এবারের আইপিএল নিলামে নাম নিবন্ধন করেছেন। আইপিএলের নিলাম এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে। আইপিএলের ১৪তম আসরের নিলামে ৮১৪জন ভারতীয় এবং বাইরের ২৮৩জন ক্রিকেটার নাম দিয়েছেন। এবার আইপিএল নিলামে  সবচেয়ে বেশি বিদেশি  ক্রিকেটার নাম দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ থেকে (৫৬জন)।

কোন দেশের কতজন প্লেয়ার নিলামে উঠছেন

আইপিএল নিলাম মানে ক্রীড়া বিশ্বের এক মহা আয়োজন। বিশ্বের কোটি কোটি দর্শকের চোখ থাকে এই নিলামে।এবারের আইপিএল নিলামে আয়োজক দেশ ভারত থেকে নাম দিয়েছেন সবচেয়ে বেশি ক্রিকেটার (৮১৪জন),ওয়েস্ট ইন্ডিজের (৫৬জন), অস্ট্রেলিয়া থেকে(৪২জন),দক্ষিণ আফ্রিকা থেকে (৩৮জন),শ্রীলংকা থেকে (৩১জন),আফগানিস্তান থেকে (৩০জন),নিউজিল্যান্ড থেকে (২৯জন),ইংল্যান্ড থেকে(২১জন),সংযুক্ত আরব আমিরাত থেকে (৯জন),নেপাল থেকে( ৮জন),স্কটল্যান্ড থেকে (৭জন),বাংলাদেশ থেকে (৫জন),জিম্বাবুয়ে থেকে (২জন),যুক্তরাষ্ট্র থেকে (২জন),আয়ারল্যান্ড থেকে (২জন),নেদারল্যান্ড থেকে (১জন)।

কাদের দিকে বেশি দৃস্টি থাকবে

আইপিএল নিলাম বহুকারণে গুরুত্বপূর্ণ। প্রথমত এখানে বিশ্বের সব বড়  তারকারা খেলে থাকেন।তাছাড়া  আইপিএলে সবচেয়ে বেশি দামে প্লেয়ার কেনাবেচা চলে।এসবের সাথে শক্তিশালী ও চৌকস দল গড়তে আইপিএলে ফ্রাঞ্চাইজিগুলোর চেষ্ঠা  আর আয়োজন সবার কাছে এক আকর্ষণীয় বিষয় হিসেবে পরিগনিত হয়।এবারের আইপিএল নিলামে বেশকিছু তারকা ক্রিকেটারের দিকে সবার চোখ থাকবে। 

ভারত

ভারতের নতুন ও পুরাতন মিলিয়ে বেশকিছু তারকা ক্রিকেটারের দিকে এবারের আইপিএর নিলামে সবার দৃস্টি নিবদ্ধ থাকবে।এ সময়ে বিশ্বের  সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি কোন ফ্রাঞাইজিতে যান সেদিকে অনেকের দৃষ্টি থাকবে। আইপিএলে সর্বাধিক রান এখন কোহলির।এছাড়া গেল আসরে দারুণ ব্যাট করা কে এল রাউল,রিসব পনত,রোহিত শর্মা,শ্রেয়াস আয়ার, সনজু স্যামসনের দিকে সবার চোখ থাকবে।ভারতের বোলারদের মধ্যে বুমরা,সামি,অশ্বিন,বরুন চক্রবর্তী,নবদ্বীপ সাইনি কোন ফ্রাঞাইজিতে যান সেটি নিয়ে সবার আগ্রহ থাকবে।

ওয়েস্ট ইন্ডিজ

এবারের  নিলামে উইন্ডিজ তারকাদের দিকে সবার বেশি দৃস্টি থাকবে।ক্রিস গেইল,কিয়েরন পোলার্ড,হেটমায়ার,এভিন লুইস, নিকোলাস পুরান,শেলডন কটরেল,জেসন হোল্ডারদের দিকে সবার দৃস্টি থাকবে। 

অস্ট্রেলিয়া


 আইপিএলের শুরু থেকেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের দাপট চলছে। বিদেশিদের মধ্যে আইপিএলে সর্বাধিক রান করেছেন ডেভিড ওয়ার্নার।এছাড়া ফিনস, ম্যাকসওয়েল,স্টয়নিস,প্যাটিনসন,স্টার্ক,কামিনসরা বরাবরই আইপিএলে সফল।

নিউজিল্যান্ড 

এবারের আইপিএল নিলামে নিউজিল্যান্ডের বেশকিছু  ক্রিকেটারের টিম পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন উইলিয়ামস টিম পাবেন একথা প্রায় নিশ্চিত করে বলা যায়।ট্রেনট বোল্ট গেল আসরে ভালো করেছেন।তিনিও টিম পাবেন বলে অনুমান করা যায়। এছাড়াও ফার্গুসনসহ নতুনদের অনেকেই সুযোগ পেতে পারেন।

ইংল্যান্ড

আইপিএলে ইংল্যান্ডের ক্রিকেটারদের চাহিদা অনেক।এবারের আসরের নিলামে এর ব্যতয় ঘটবেনা বলেই অনুমান করা যায়। বাটলার,বেয়ারস্টো,মইন আলী,শেম কারেন,জোফরা আর্চার এবারের নিলামে টিম পাবেন একথা প্রায় নিশ্চিত করে বলা যায়। 


শ্রীলংকা

২০২১ সালের আইপিএল নিলামে শ্রীলংকার ৩১জন ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন। শেষপর্যন্ত কতজন টিম পান সেটি অবশ্য দেখার বিষয়।কুশল পেরেরা, ইশুরু উদানা টিম পেতে পারেন।উদানা গত আইপিএলে ভালো বল করেছেন।এছাড়া নতুন কেউ কেউ হয়তো টিম পাবেন।

দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার ডি কক, ডু প্লেসিস,ডিভিলিয়ার্স,এনগিদি,নর্টজে,রাবাদা,তাহির আইপিএলে প্রায় নিশ্চিতভাবে টিম পাবেন।ডিভিলিয়ার্স,ডু প্লেসিস, রাবাদা,নর্টজে গত আইপিএলেও অসাধারণ পারফর্ম করেছেন।

বাংলাদেশ 


বাংলাদেশ থেকে এবারের আইপিএল নিলামে  সাকিব ছাড়াও আরো চার ক্রিকেটারের নাম শুনা যাচ্ছে। তবে শেষপর্যন্ত সাকিব ছাড়া আরও কেউ   টিম পাবেন কিনা  সেটি অবশ্য আগাম বলা কঠিন।

আফগানিস্তান ও অন্যান্য

আফগানিস্তানের রশিদ খানের সাথে আরো কেউ কেউ এবার আইপিএল নিলামে টিম পেতে পারেন।এছাড়া জিম্বাবুয়ের  টেলরের টিম পাবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া আয়ারল্যান্ড থেকে পল স্টারলিং টিম পেতে পারেন।নেপাল,স্কটল্যান্ড,নেদারল্যান্ড থেকে কেউ কেউ এবার আইপিএলে সুযোগ পেতে পারেন।

আইপিএলে সর্বাধিক রান

আইপিএলের ইতিহাসে তাকালে আয়োজক দেশ ভারত ছাড়াও বিদেশি ক্রিকেটারদের ব্যাটবলের ব্যাপক দাপট দেখা যায়।আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। বিরাট কোহলি  ১৯২টি আইপিএল ম্যাচ খেলেছেন এবং তাঁর মোট রান  ৫৮৭৮রান (সর্বোচ্চ ১১৩)।সুরেশ রায়না আইপিএলে মোট ১৯৩টি ম্যাচ ৫৩৬৮ রান(সর্বোচ্চ অপরাজিত ১০০)।ডেভিড ওয়ার্নার বিদেশিদের মধ্যে সর্বাধিক রানকারী (১৪২ ম্যাচে ৫২৫৪ রান)ব্যাটসম্যান (সর্বোচ্চ ১২৬)।রোহিত শর্মা আইপিএলে মোট ২০০ম্যাচ খেলে ৫২৩০রান করেছেন (সর্বোচ্চ অপরাজিত ১০৯)।শিকর ধাওয়ান আইপিএলে মোট ১৭৬টি ম্যাচ খেলে ৫১৯৭ রান করেছেন (সর্বোচ্চ অপরাজিত ১০৬)।

আইপিএলে সর্বাধিক উইকেট

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বোচ্চ উইকেট শিকারী লংকান গতিতারকা লাসিথ মালিঙ্গা ১২২ম্যাচে ১৭০ উইকেট। অমিত মিশ্র ১৫০ ম্যাচ খেলে নিয়েছেন ১৬০টি  উইকেট।পিযুষ চাওলা আইপিএলে ১৬৪ম্যাচ খেলে ১৫৬টি উইকেট নিয়েছেন।উইন্ডিজ তারকা ডিজে ব্রাভো ১৪০ ম্যাচে বোলিং করে ১৫৩টি উইকেট নিয়েছেন। ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং আইপিএলে ১৬০ ম্যাচ খেলে ১৫০টি  উইকেট নিয়েছেন। 

ভারতীয় ক্রিকেটের একাল সেকাল

                                                        


বলা হয় ক্রিকেটের জনপ্রিয় দলগুলোর শীর্ষে ভারতের অবস্থান।আর এক্ষেএে অবশ্য সঙ্গত কারণগুলো অস্বীকার করার উপায় নেই। ইতিহাস থেকে দেখা যায় ভারতীয় ক্রিকেটে কখনো তারকা খেলোয়াড়ের অভাব ছিল না।সেই সুনীল গাভাস্কার,কপিল দেব তারপর ক্রিকেটের লিটলমাষ্টার শচীন টেন্ডুলকার থেকে হালের বিরাট কোহলি,রোহিত শর্মার মত তারকাদের দেখা মেলে ভারতীয় ক্রিকেটে। অর্থাৎ ভারতের ক্রিকেটে তারকার ছড়াছড়ি এক বিশেষ বৈশিষ্ট্য। এছাড়াও আরো কিছু ঐতিহাসিক বৈশিষ্ট্য রয়েছে এই ক্রিকেটখেলুড়ে দেশটির।যেমন ফিল্ডিংয়ে চিরকালের দুর্বলতা।তবে সময়ের সাথে ভারতের ফিল্ডিংয়ের মান বেড়েছে।সৌরভ গাঙ্গুলী অধিনায়ক থাকাকালীন ফিল্ডিং বেশ দুর্বল ছিল যদিও সৌরভের হাতে বিশ্বকাপ ট্রফি উঠেছে।এম.এস.ধোনি আসার পরে অবশ্য অনেককিছু পাল্টেছে এই দলটির। আবার আইপিএল শুরুর পরে বেশকিছু নতুন পরিবর্তন ঘটেছে ভারতীয় ক্রিকেটে।ভারতীয় ক্রিকেটের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ চিএ নিয়েই এ লেখা।


ফ্ল্যাট উইকেটে সাফল্য বেশি

ভারতীয় ক্রিকেটের বহুকালের এক বদনাম ছিল বাউন্সি উইকেটে ব্যর্থতা।কারণ ভারতীয় ব্যাটসম্যানরা ফাষ্ট ও বাউন্সি উইকেটে রান পেত না।ফলে দেশটি সবসময় ফ্ল্যাট ও স্লো উইকেটে খেলতে পছন্দ করে। যদিও কিছু কিছু ব্যাটসম্যান বাউন্সি উইকেটে সফল হয়েছেন। সুনীল গাভাস্কার,শচীন,দ্রাবিড়,রাহানে,কোহলি এরা কিন্তু বিদেশের বাউন্সি উইকেটে সফলতা পেয়েছেন। এছাড়া ফ্ল্যাট উইকেটে সাফল্য পাওয়ার পেছনে অন্যতম কারণ ছিল দলটিতে বিশ্বমানের স্পিনারের ছড়াছড়ি। ভারতীয় ক্রিকেটে অনিল কুম্বলে থেকে অশ্মিন,চাহাল পর্যন্ত কখনোই মেধাবী স্পিনারের সংকট ছিল না।ফলে ভারতের গেমপ্ল্যান,পিচ,একাদশ সবকিছু ছিল স্পিন নির্ভর।এছাড়া দলটিতে দক্ষ পেসারের চরম সংকট ছিল।জানা যায় এর ফলে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রকরা পরবর্তীতে অভ্যন্তরীণ লিগ ও ক্রিকেটে বাউন্সি উইকেটে মনোযোগী হন।তারপর থেকে দলটিতে সামি,বুমরাদের মত গতি তারকার আর্বিভাব ঘটে। এবং এখনতো ভারতের পেস আক্রমণকে বিশ্বের সেরা পেস আক্রমণ হিসেবে ভাবা হয়।তবু দেশের মাটিতে ভারতের আন্তর্জাতিক সিরিজগুলোতে ফ্ল্যাট উইকেটকে প্রাধান্য দেয়া হয়।আর এর পেছনে বড় কারণ অশ্মিন,জাদেজাদের মত বিশ্বমানের স্পিনারের ছড়াছড়ি। এসবের বাইরে বলা যায় যারা হরভজন সিং,অশ্মিন,জাদেজার ঘূর্ণিজাদু একবার দেখেছেন তারা বারবার ফ্ল্যাট উইকেটে ভারত খেলুক তেমনকিছুই চাইবেন।

বাউন্সি উইকেটে দুর্বলতা পুরনো

ভারতের ব্যাটসম্যানদের বাউন্সি উইকেটে দুর্বলতার বদনাম আছে । সেই সৌরভ গাঙ্গুলীর সময়থেকে এই বদনাম ভারতীয় ক্রিকেটের সঙ্গী।তবু এর ভেতরে শচীন টেন্ডুলকার, রাহুল দ্রাবিড়,কোহলির মত কিছু ব্যাটসম্যান এই বদনাম গোছাতে পেরেছেন। এছাড়া নতুনদের অনেকেই বাউন্সি উইকেটে ভালো করছেন।অবশ্য আইপিএলের বদৌলতে নতুনদের অনেকেই ফাষ্টবোলারদের বিপক্ষে সাবলিল ক্রিকেট খেলছেন।বীরেন্দর শেবাগের মত হাডহিটারদের হাত ধরে ফাষ্টবোলিংয়ের বিপক্ষে সাবলিল হবার সুযোগ পায় ভারতের ব্যাটিং।অবশ্য শচীনের অবদান এক্ষেত্রে স্মরণযোগ্য।দ্রাবিড়ও বাউন্সি উইকেটে সফলতা দেখিয়েছেন।ধীরে ধীরে ভারতীয় ব্যাটসম্যান এবং বোলাররা বাউন্সি উইকেটে মানিয়ে নিতে শিখছেন।

স্পিননির্ভর দল

বিশ্বক্রিকেটে স্পিননির্ভরতার জন্য বিখ্যাত ভারতীয় ক্রিকেট। যদিও এশিয়ার প্রায় সব বড় ক্রিকেট শক্তি স্পিনের উপর অধিক নির্ভরশীল।শ্রীলংকা, বাংলাদেশ, পাকিস্তান এবং হালের আফগানিস্তান অনেকাংশে স্পিনের উপর নির্ভরশীল। পাকিস্তানে অবশ্য সবসময়ই মেধাবী পেসারদের সন্ধান পাওয়া যায়।তবে এই সময়ে এশিয়ার সেরা পেস অ্যাটাক ভারতের একথা সব ক্রিকেট বোদ্ধা স্বীকার করেন।সামি,বুমরা আর ইশান শর্মার সমন্বয়ে গড়া পেস অ্যাটাক এখন শুধু এশিয়া নয় ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী এক পেস অ্যাটাক। তবু এসবের সাথে ভারতীয় স্পিনজাদু ভুলে যাবার কোন সুযোগ নেই।কারণ অশ্মিনের বলের ঘূর্ণি কিংবা চাহালের লেগব্রেক সব ব্যাটসম্যানের জন্যই এক আলাদা ভাবনার বিষয়। এবং ভারতের স্পিনাররা সবধরণের উইকেটে সাফল্য লাভের সামর্থ্য রাখেন। ভারতীয় স্পিনারদের মত এতো চমৎকারভাবে বলের নিয়ন্ত্রণ  বিশ্বের খুব কম স্পিনারই জানেন। ক্রিকেটবোদ্ধারা জানেন যে একজন স্পিনারের বড় গুণ হচ্ছে বলের টার্ন, সঠিক জায়গায় বল ফেলার ক্ষমতা ও ব্যাটসম্যানের দুর্বলতা বুঝার ক্ষমতা। আর এসব গুণ সবচেয়ে ভালোভাবে ভারতীয় স্পিনারদের মধ্যে দেখা যায়। 

দুর্বল ফিল্ডিং

একসময় ভারতের ক্রিকেটে বড় দুর্বলতা ছিল ফিল্ডিং।তবে যুবরাজ সিং,মো:কাইফ,রায়না,কোহলিদের হাত ধরে এখন ভারতের ফিল্ডিং বিশ্বমানের হয়ে উঠেছে। দুর্বল ফিল্ডিংয়ের জন্য একসময় ভারতের প্রচন্ড সমালোচনা হতো। এমনকি ফিল্ডিংয়ের দুর্বলতার জন্য দলটির বহু কাঠখড় পোহাতে হয়েছে । গাঙ্গুলী অধিনায়ক হবার পর ভারতের জাতীয় দলে বেশকজন ভালো ফিল্ডারের আগমন ঘটে। মোঃ কাইফ, যুবরাজ সিং,সুরেশ রায়না এক্ষেত্রে উল্লেখযোগ্য নাম। কাইফের দুর্দান্ত ফিল্ডিং ভারতীয় দলের জন্য সত্যিই অন্যরকম এক বিষয় ছিল। এছাড়া যুবরাজ সিং এবং সুরেশ রায়না অসাধারণ ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত। পরবর্তীতে বিরাট কোহলি,রবীন্দ্র জাদেজাও দুর্দান্ত ফিল্ডিং করে নজর কাড়েন।এখন অবশ্য ভারতের ফিল্ডিংয়ের মান অনেকগুণে বেড়েছে। ভারতীয় দলের উঠতি প্লেয়ারদের মধ্যে ফিটনেস সচেতনতা বেড়েছে।

বিদেশে ব্যর্থতা; পুরনো অভিযোগ

বর্তমান ক্রিকেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের একটি ভারত।ভারতের ব্যাটিং, বোলিং,ফিল্ডিং তিন ক্ষেএেই বিশ্বসেরা প্লেয়ারের ছড়াছড়ি। ভারতের ব্যাটিং লিজেন্ড বিরাট কোহলি এই সময়ের ক্রিকেটবিশ্বে এক বিস্ময়কর আবিষ্কার। অসাধারণ ধারাবাহিকতা আর সেঞ্চুরির পর সেঞ্চুরি দিয়ে কোহলি ক্রিকেটের রেকর্ডবুকে ঝড় বইয়ে দিচ্ছেন।একসময় ভারতের লিটলমাষ্টার শচীন টেন্ডুলকার সেঞ্চুরির সেঞ্চুরি করে ক্রিকেটের  খাতায় নতুন অধ্যায় যুক্ত করেছেন।তবু এতোসব রেকর্ডের ভিড়ে   বিদেশের মাটিতে ব্যর্থতার বদনাম বহু আগে থেকেই ভারতীয় ক্রিকেটের সাথে যুক্ত ছিল।আর এক্ষেত্রে  বিদেশের বাউন্সি উইকেটে ভারতের ব্যাটসম্যানদের ব্যর্থতাকে প্রধান কারণ হিসেবে দেখা হতো।তবে শচীন,দ্রাবিড়ের মত কিছু ভারতীয় ব্যাটসম্যান বিদেশেও সাফল্য পেয়েছেন। ধোনির অধিনায়কত্ব লাভের পর ভারত বিদেশের মাটিতে ব্যাটিংয়ের সফলতা লাভ করে। কোহলির হাতধরে ভারতীয় ব্যাটিং (বিশেষত ওয়ানডে, টিটুয়েন্টি) বিদেশে আরো সাবলিল হয়েছে।

তারকানির্ভর দল

বলা হয় ভারতের ক্রিকেট সবসময় তারকানির্ভর।কখনো কপিল দেব কখনো গাভাস্কার আবার কখনো শচীন,সৌরভ কিংবা কোহলিনির্ভর দল ভারত।দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড বা ওয়েষ্টইন্ডিজ,অষ্ট্রেলিয়া যেখানে পুরো টিমনির্ভর গেমপ্ল্যানে খেলে ভারত সেখানে তিনচারজন তারকাপ্লেয়ারের উপর নির্ভর করে খেলে।তবে এসব অভিযোগ পুরনো এখন এসব কমছে। বিরাট কোহলি ছাড়াও ভারত ভালো ফাইট দিচ্ছে।ইশান্ত শর্মা,সামিকে ছাড়াও মাঠে বেশ সাফল্য পাচ্ছে দলটি।একসময় শচীন টেন্ডুলকার ও রাউল দ্রাবিড়কে ছাড়া ভারতের ব্যাটিং লাইন ম্যাড়ম্যাড়ে লাগতো তবে পরবর্তীতে এ ধারা পাল্টে যায়।এখন লেট অর্ডারে ভালো ব্যাটসম্যান রয়েছে দলটিতে।২০২০ সালের শুরুতে অষ্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় টেস্টে লেট অর্ডারের ব্যাটিং এক বিষয় ছিল। এছাড়া একসময় ভারতীয় পেসাররা ম্যাচ জেতাতে পারে এ কথা কেউ বিশ্বাস করতো না তবে বুমরা,সামিদের সময়ে একথা বলার সুযোগ আর নেই।তবে ভারতীয় ক্রিকেটে ব্যাটিং ও বোলিংয়ে কখনো তারকা ক্রিকেটারের অভাব ছিল না। ইএসপিএন ক্রিকইনফোর তালিকায় ক্রিকেটের তিন ফরমেটে শীর্ষ সেঞ্চুরিয়ান হিসেবে ভারতীয়দের জয়জয়কার দেখা যায়।শচীন টেন্ডুলকার তিন মিলিয়ে ১০০ টি সেঞ্চুরি নিয়ে রয়েছেন সবার শীর্ষে।কোহলি করেছেন ৭০টি সেঞ্চুরি।দ্রাবিড়ের সেঞ্চুরি ৪৮টি। রোহিত শর্মা করেছেন তিন ফরমেট মিলিয়ে ৩৯টি সেঞ্চুরি।বীরেন্দর শেবাগের সেঞ্চুরি ৩৮টি।সৌরভ গাঙ্গুলী ৩৮টি সেঞ্চুরি করেছেন। সুনীল গাভাস্কারের ৩৫টি সেঞ্চুরি রয়েছে।

তারকা স্পিনারের দেশ

বলা হয় ভারত হচ্ছে স্পিন বোলারের খনি।কারণ এতো বেশি মেধাবী স্পিনার বিশ্বের আর কোথাও পাওয়া যায় না।অষ্ট্রেলিয়ার শেন ওয়ার্নের গল্প বাদ দিলে বলা যায় ক্রিকেট ইতিহাসের সব সেরা স্পিনারই এশিয়া ও ভারতের।এক্ষেএে অবশ্য এ অঞ্চলের ঐতিহ্যবাহী ফ্ল্যাট উইকেট এক মূল অনুসঙ্গ।ফ্ল্যাট উইকেটে স্পিনারদের জন্য বোলিং করা তুলনামূলকভাবে সহজ হয়।আর এরফলে ভারতীয় দলে কখনোই মেধাবী স্পিনারের অভাব ছিল না। ভারতীয় ক্রিকেটে সেই অনিল কুম্বলে থেকে হালের যুজবেন্দ্র চাহাল পর্যন্ত বহু মেধাবী স্পিনারের সন্ধান পাওয়া যায়।হয়তো ভবিষ্যতে আরো দারুণসব স্পিনার ভারতে তৈরি হবে। ইএসপিএন ক্রিকইনফোর তালিকা অনুযায়ী ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে শীর্ষ উইকেটশিকারি বোলারের মধ্যে একাধিক ভারতীয় স্পিনার রয়েছেন।অনিল কুম্বলে ক্রিকেটের তিন ফরমেট মিলিয়ে শীর্ষ উইকেটশিকারির  তালিকায় তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে রয়েছেন।কুম্বলের তিন ফরমেট মিলিয়ে উইকেট সংখ্যা ৯৫৬টি। এছাড়া হরভজন সিংয়ের মোট উইকেট ৭১১টি।রবিচন্দন অশ্মিন মোট ৫৭৭টি উইকেটের মালিক।অশ্মিন এখধো খেলছেন তাই তাঁর উইকেট আরো বাড়বে বলে ধারণা করা যায়। রবীন্দ্র জাদেজা এই মুহূর্তে বিশ্ব তথা ভারতীয় ক্রিকেটের গুরুত্বপূর্ণ এক স্পিনার । জাদেজার মোট উইকেট সংখ্যা ৪৪৩টি।

বিশ্বকাপে সবসময়ই ফেভারিটের তকমা

ভারতীয় ক্রিকেটের আরেক সুনাম হলো বিশ্বকাপে সবসময় ফেবারিট হিসেবে শুরু করা। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে ভারত সবসময় এক সমীহজাগানো দল হিসেবে পরিচিতি পেয়েছে।এবং পরিসংখ্যান ঘাটলে দেখা যায় শিরোপা জয় ছাড়াও ভারত বিশ্বকাপের চূড়ান্ত পর্বে রেকর্ডসংখ্যকবার খেলেছে। এছাড়া বিশ্বকাপে ব্যক্তিগত পারফর্মেন্স বিবেচনায় ভারতের প্লেয়ারদের অবস্থান সবসময়ই শীর্ষে।এক বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির(৫টি) রেকর্ড ভারতীয় ব্যাটসম্যান রোহিত শর্মার। বিশ্বকাপ ক্রিকেটে সর্বাধিক রানের (২,২৭৮রান) মালিক ভারতের শচীন টেন্ডুলকার।এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের রূপকার(৬৭৩)ভারতের লিটলমাষ্টার শচীন টেন্ডুলকার। এসবই ক্রিকেটশক্তি হিসেবে ভারতকে স্বীকৃতি দেয়। বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির (৬টি)রূপকারও  ভারতীয় ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার এবং রোহিত শর্মা।  উল্লেখ্য ভারত একাধিকবার বিশ্বকাপ শিরোপাও জিতেছে । বিশ্বকাপ ক্রিকেটের সর্বাধিক শিরোপা জয়ী অষ্ট্রেলিয়া(৫টি)।দুটি করে বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা জিতেছে ভারত ও ওয়েষ্টইন্ডিজ।


অসাধারণ ক্রিকেট অধিনায়কদের দেশ

ভারতীয় ক্রিকেটের কথা এরে বলতেই হয়ে ভারত ক্রিকেটে কিছু অসাধারণ অধিনায়ক পেয়েছে।যদিও আজহারউদ্দীন ম্যাচ পাঠানোর কলংকে নিজেকে জড়িয়েছেন।ভারতের অধিনায়কদের দিকে তাকালে দেখা যায় সেখানে সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়কত্ব করেছেন এমএস ধোনি (২০০ম্যাচ),ধোনির নেতৃত্বে ভারত ২০০টি ম্যাচ খেলে ১১০টি ম্যচে জয়লাভ করেছে।ধোনির নেতৃত্বে ভারত একাধিক বিশ্বকাপ শিরোপাও জিতেছে। এবং বলা হয় সৌরভ গাঙ্গুলির হাত ধরে যে ভারতীয় দল নতুনভাবে নিজেদের মেলে ধরে ধোনির অধিনায়কত্বে সে দলটি এক ধাপ এগিয়ে  আধুনিক ক্রিকেট পরাশক্তি হিসেবে বিশ্বআসরে স্থান পায়।ভারতীয় ক্রিকেট দলকে ১৭৪টি ম্যাচে নেতৃত্ব দেন মোঃ আজহারউদ্দিন। আজহারউদ্দীনের নেতৃত্বে ভারত ১৭৪টি ম্যাচের মধ্যে ৯০টিতে জয় পায়।সৌরভ গাঙ্গুলি ভারতকে বিশ্বকাপ শিরোপা এনে দেন।ভারতীয় ক্রিকেটে এক নবজাগরণ ঘটে সৌরভের হাত ধরে।সৌরভ ১৪৬টি ম্যাচে ভারতকে নেতৃত্ব দেন যেখানে ৭৬টি ম্যাচে জয়লাভ করে।রাউল দ্রাবিড় ভারতের অন্যতম সফল এক অধিনায়ক। দ্রাবিড়ের নেতৃত্বে ভারতীয় দল ৭৯ ম্যাচ খেলে ৪২টিতে জয়লাভ করে। ভারতের প্রথম বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেব।কপিল দেবের নেতৃত্বে ভারত  ৭৪টি ম্যাচ খেলেছে  যেখানে ৩৯ ম্যাচে ভারতীয় দল জয় পায়।বর্তমানে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিচ্ছেন এ সময়ের বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় আইকন বিরাট কোহলি। 

লিখেছেনঃপ্রভাকর চৌধুরী 


সাম্প্রতিক চাকরির খবর

                                                      


প্রিয় ক্রিকেট ডটকমঃ সরকারি পাঁচ ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীরা আবেদন করতে পারেন। 

পদঃঅফিসার(ক্যাশ)

মোট পদসংখ্যাঃ১৪৩৯

সোনালী ব্যাংকঃ৮৪৬টি

জনতা ব্যাংকঃ১০৫টি

অগ্রণী ব্যাংকঃ৪০০টি

রূপালী ব্যাংকঃ৮৫টি

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকঃ৩টি

যোগ্যতাঃযেকোন অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ১টি প্রথম বিভাগসহ যেকোন বিষয়ে  স্নাতকোত্তর ডিগ্রি বা চারবছর মেয়াদি স্নাতক ডিগ্রি। তবে কোন পরীক্ষায় তৃতীয় বিভাগ থাকলে আবেদন করা যাবে না।

বেতনঃ জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ১৬,০০০-৩৮,০০০ টাকা।

বয়সঃ প্রার্থীর বয়স এ বছরের ১মার্চ সর্বোচ্চ  ৩০বছর।তবে মুক্তিযোদ্ধার সন্তান  ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য ক্ষেএে বয়স সর্বোচ্চ ৩২ বছর। 

আবেদনের প্রক্রিয়াঃ অনলাইন (https://erecruitment.bb.org.bd)

আবেদনের শেষ তারিখঃ২২ফেব্রুয়ারি,২০২১ রাত ১১টা ৫৯মিনিট পর্যন্ত।

আবেদন ফিঃ২০০ টাকা।

সূএঃপ্রথমআলো অনলাইন 


বিকেএসপিতে ২০২১ সেশনে ভর্তি চলছে

                                               

প্রিয় ক্রিকেট ডটকমঃ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান(বিকেএসপি) দেশের প্রধান ও একমাত্র  সরকারি ক্রীড়া শিক্ষালয়।দেশের বিভিন্ন বিভাগে বিকেএসপির বেশকিছু  আঞ্চলিক  কেন্দ্র রয়েছে। বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব, ব্যাটসম্যান মুশফিক, লিটনরা বিকেএসপিতে পড়াশোনা করেছেন। বিকেএসপিতে ২০২১ শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থী ভর্তি চলছে।

প্রাথমিক বাছাই 

বিকেএসপিতে ভর্তির জন্য প্রাথমিক বাছাই পরীক্ষায় কোয়ালিফাই করতে হয়।তবে তার আগে অনলাইনে রেজিষ্ট্রেশন করতে হয়ে।অনলাইন রেজিষ্ট্রেশন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের ন্যায় এবারও নতুন শিক্ষার্থী ভর্তির প্রাথমিক বাছাই হবে বিকেএসপির  বিভিন্ন আঞ্চলিক  অফিসে। নির্ধারিত দিনে দেশের বিভিন্ন আঞ্চলিক অফিসে(সকাল ৯টা থেকে বিকাল ৪টা)  বাছাই পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রাথমিক বাছাইয়ের দিনে নিজ নিজ খেলা অনুযায়ী ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে। প্রাথমিক বাছাইয়ের দিনে প্রাথমিক ডাক্তারি ও শারীরিক যোগ্যতার পরীক্ষা নেয়া হবে। আগ্রহীদের নির্ধারিত দিনে নিজ নিজ  খেলা অনুযায়ী ক্রীড়া সড়ঞ্জাম ও পোশাক সাথে করে নিতে হবে।

যেসব খেলায় ভর্তি হতে পারবেন

বিকেএসপিতে বিভিন্ন খেলা ক্যাটাগরিতে ভর্তি হওয়া যাবে। ক্যাটাগরিগুলো যথাক্রমে  ক্রিকেট,ফুটবল,হকি,অ্যাথলেটিকস,আরচারি,সাঁতার, ডাইভিং, কারাতে,বক্সিং,জুডো,কাবাডি,উশু,জিমন্যাসটিকস,বাস্কেটবল, টেনিস,স্কোয়াশ,ভলিবল,তায়কোয়ানদো,শুটিং, টেবিলটেনিস।

প্রাথমিক রেজিষ্ট্রেশন 

বিকেএসপিতে ভর্তি হতে চাইলে নিজ বিভাগের বাছাইয়ে অংশগ্রহণের পূর্বে অনলাইনে  রেজিষ্ট্রেশন করতে হবে।বিকেএসপির ওয়েবসাইটে প্রবেশ করে রেজিষ্ট্রেশন করতে হবে।এবং নির্ধারিত দিনে রেজিষ্ট্রেশনের হার্ডকপি ও ২০০টাকা জমা দিয়ে বাছাই পরীক্ষায় অংশ নেয়া যাবে।বাছাই পরীক্ষায় অংশ নিতে চাইলে এ-ই ওয়েবসাইট থেকে রেজিষ্ট্রেশন করতে হবে(http://bksp.bd.com)।প্রাথমিক পরীক্ষার ফল জানা যাবে এই ওয়েবসাইটে (http://www.bksp.gov.bd/)।

চূড়ান্ত নির্বাচন

চূড়ান্তভাবে নির্বাচিতদের নিয়ে সাত দিনের প্রশিক্ষণ কোর্স হবে।প্রশিক্ষণ কোর্সে যোগদানের দিন নিজ নিজ ক্রীড়া বিভাগের ব্যবহারিক পরীক্ষা নেয়া হবে।সেইসাথে ব্যবহারিক ও চূড়ান্ত ডাক্তারি পরীক্ষাও করা হবে।

প্রয়োজনীয় কাগজপত্র 

বিকেএসপিতে ভর্তির জন্য চূড়ান্তভাবে মনোনীত হলে প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করতে হবে।প্রশিক্ষণ কোর্সে যোগদানের দিন ২ কপি রঙিন পাসপোর্ট সাইজ ছবি,জন্মনিবন্ধন সনদ,পিইসি ও জেএসসি/জেডিসি সনদের সত্যায়িত কপি সাথে নিতে হবে।চূড়ান্ত প্রশিক্ষণ বিকেএসপির ঢাকা ও অন্যান্য আঞ্চলিক কার্যালয়ে পরিচালিত হবে । 

বিভাগভিওিক প্রাথমিক বাছাই পরীক্ষার  তারিখ ও ভেন্যু


সিলেট বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ (৫ ও ৬ ফেব্রুয়ারি,২০২১),
ভেন্যু (বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র,খাদিম নগর,সিলেট)।

বরিশাল বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ ও ভেন্যু(৯ও১০ ফেব্রুয়ারি,২০২১),ভেন্যু (বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গড়িয়ারপাড়,বরিশাল)।

খুলনা বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ ও ভেন্যু(১২ও ১৩ফেব্রুয়ারি,২০২১),
বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, আফিলগেট,খুলনা)।

রংপুর বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ ও ভেন্যু(১৯ও ২০ফেব্রুয়ারি,২০২১),ভেন্যু(বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, বাঁশের হাট,দিনাজপুর)। 

রাজশাহী বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ ও ভেন্যু(২২ও ২৩ ফেব্রুয়ারি,২০২১),ভেন্যু(মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, রাজশাহী)। 

চট্টগ্রাম বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ ও ভেন্যু (২৬ও ২৭ ফেব্রুয়ারি,২০২১),ভেন্যু( বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, পাহাড়তলি,চট্টগ্রাম)। 

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের প্রাথমিক বাছাইয়ের তারিখ ও ভেন্যু (৫ও ৬ মার্চ,২০২১)ভেন্যু(বিকেএসপি,জিরানী,আশুলিয়া, সাভার, ঢাকা)।

বিস্তারিত তথ্যঃ www.bksp.gov.bd 

এইসএসসির পর উচ্চশিক্ষার সাতকাহন

                                                        

প্রিয় ক্রিকেট ডটকমঃ এইসএসসির ফল প্রকাশিত হয়েছে।এখন উচ্চশিক্ষা নিয়ে  ভাবার মূল সময় এসেছে।তবে আশার খবর হলো দেশে উচ্চশিক্ষার সুযোগ বেড়েছে।এখন সামর্থ্য থাকলে উচ্চশিক্ষা নেয়া খুব কঠিন কিছু নয়।দেশে সাধারণ ও বিশেষায়িত দুই ধরণের  উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।দেশে উচ্চশিক্ষার  মূল দুই ধারা হচ্ছে যথাক্রমে   জ্ঞানভিওিক ও কর্মমুখী উচ্চশিক্ষা।আর উচ্চশিক্ষার চিন্তা শুরুর আগে সিদ্ধান্ত  গ্রহন গুরুত্বপূর্ণ। এবং সঠিক সিদ্ধান্ত  নেয়ার আগে কিছু বিষয় জেনে নিতে হবে।এইসএসসির পর উচ্চশিক্ষার বিভিন্ন খুটিনাটি নিয়ে এ লেখা। 

নিজের  লক্ষ্য   ও উদ্দেশ্য জানুনঃ উচ্চশিক্ষায় ভর্তির আগে নিজের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন হোন।এতোদিন যেভাবে পড়েছেন  উচ্চশিক্ষা এ থেকে অনেকটাই ভিন্ন। এখানে বিষয় নির্বাচন থেকে আবাসন, আর্থিক সামর্থ্য অনেককিছু নিয়ে ভেবে তারপর সিদ্ধান্ত নিতে হবে। এছাড়া নিজের আগ্রহ এখানে খুব গুরুত্বপূর্ণ। আর আগ্রহ থাকলে উচ্চশিক্ষা খুব কঠিন কিছু নয়।

জ্ঞানভিওিক না কর্মমুখী উচ্চশিক্ষাঃ আপনি   জ্ঞানভিওিক বা কর্মমুখী বিষয়ে হায়ার এডুকেশন/উচ্চশিক্ষা নিতে পারেন। তবে তার আগে চাই সঠিক সিদ্ধান্ত গ্রহন।    জ্ঞানভিওিক উচ্চশিক্ষা মানে মানবিক(সাহিত্য,ইতিহাস,সমাজবিজ্ঞান, আইন ইত্যাদি)ও বাণিজ্য(বিবিএ ইত্যাদি) বিষয়ক। কর্মমুখী উচ্চশিক্ষা মূলত  বিজ্ঞানের ছাএদের জন্য(প্রকৌশল,মেডিকেল,কৃষিবিষয়ক)। দুধরণের উচ্চশিক্ষাই ভালো তবে আপনাকে যেকোন একটি বেছে নিতে হবে।   জ্ঞানভিত্তিক  উচ্চশিক্ষার জন্য সাধারণ  বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে আর কর্মমুখী উচ্চশিক্ষার জন্য রয়েছে  বিশেষায়িত  বিশ্ববিদ্যালয়।

সঠিক  প্রতিষ্ঠান নির্বাচনঃঃ  উচ্চশিক্ষার  জন্য ভালো   প্রতিষ্ঠান  নির্বাচন জরুরি।যেখানে ভালো শিক্ষক  রয়েছেন  এবং পড়াশোনার মান যেখানে ভালো  তেমন    প্রতিষ্ঠানে উচ্চশিক্ষার জন্য ভর্তির চেষ্টা করুন।এছাড়া  আবাসন সুবিধা আছে কিনা  জেনে নিন।যাতায়াত সুবিধা কেমন তা জেনে নিন।

কঠোর পরিশ্রমের ইচ্ছাঃ বাংলাদেশের বাস্তবতায় বলা যায় এখানে উচ্চশিক্ষার জন্য  কঠোর পরিশ্রমের  আগ্রহ থাকতে হবে। উচ্চশিক্ষার জন্য কঠোর পরিশ্রমের ক্ষমতা  ও সদিচ্ছা থাকতে হবে।

আর্থিক সামর্থ্যঃ উচ্চশিক্ষার  জন্য মেধার সাথে কিছু আর্থিক সামর্থ্যও থাকতে হবে।বিশেষত উচ্চশিক্ষার প্রথমদিকে আর্থিক সাপোর্ট খুব গুরুত্বপূর্ণ। তাই উচ্চশিক্ষার জন্য ভর্তির আগে এসব বিষয় স্পষ্ট বুঝে নিতে হবে।আর্থিক প্রিপারেশন ছাড়া উচ্চশিক্ষার  চিন্তা করা কিছুটা হলেও ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

কী পড়বেন কেন পড়বেন

বলা হয় শিক্ষার জন্য ইচ্ছা শক্তি খুব গুরুত্বপূর্ণ। তবে তার আগে চাই নিজের লক্ষ্য ও পছন্দের বিষয় সম্পর্কে জানা।নিজের আগ্রহের পথে উচ্চশিক্ষার সিদ্ধান্ত নিলে সফলতার সম্ভাবনা বেশি থাকবে।আবার এমনও আছে প্রথমদিকে কোন বিষয় জটিল মনে হবে এবং সময়ের সাথে সাথে সেটি হয়ে উঠবে প্রিয় এক আশ্রয়।তাই উচ্চশিক্ষার  আগে চাই  কী পড়বেন কেন পড়বেন তা ভালো করে জেনে নেয়া।উচ্চশিক্ষার জন্য সাধারণ (থিওরিটিক্যাল) বিষয় বেছে নিতে পারেন।সেখান থেকে বিচারক, শিক্ষক, আমলা,ব্যাংকার,গবেষক,আইনজীবী, ব্যবসায়ী ইত্যাদি হতে পারবেন।আবার কর্মমুখী উচ্চশিক্ষা নিয়ে  হতে পারেন ডাক্তার, ইঞ্জিনিয়ার,গবেষক, বিজ্ঞানী ইত্যাদি।

সাধারণ স্নাতক  ডিগ্রি

এইসএসসি পাশের পর দেশে বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চারবছর মেয়াদি  স্নাতক (বিজ্ঞান,মানবিক,বাণিজ্য) কোর্সে  ভর্তি হতে পারবেন।এছাড়া দেশের প্রায় সব জেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে চারবছর মেয়াদি  (বিজ্ঞান, মানবিক,বাণিজ্য) স্নাতক কোর্সে  ভর্তি হতে পারেন।পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান,মানবিক ও বাণিজ্য বিভাগের বিভিন্ন  বিষয়ে  ভর্তি হতে পারেন।তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় সেখানে  তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষায় বসতে হবে।সেইসাথে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে খরচ কম হবে।তবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে স্নাতক  পড়তে চাইলে খরচ বেশি পড়বে। তাছাড়া অনেক নামী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য পরীক্ষা দিতে হবে।

ইঞ্জিনিয়ারিং ডিগ্রি /কৃষিবিদ

দেশে এইসএসসির পর উচ্চশিক্ষার জন্য রয়েছে  প্রকৌশল ও কৃষি বিশ্ববিদ্যালয়।রাষ্ট্রের উন্নয়নে এসব বিশ্ববিদ্যালয়ের  স্নাতকদের সরাসরি অবদান আছে ।এসব বিশ্ববিদ্যালয়ের  প্রকৌশল ও কৃষি বিষয়ক চারবছর মেয়াদি স্নাতক কোর্সে ভর্তি হতে পারেন।তবে সেখানে ভর্তিপরীক্ষায় বসতে হবে।আর এসব ডিগ্রী নিয়ে  দেশ-বিদেশে চাকরির সুযোগ পাবেন।

চিকিৎসা শিক্ষা 

সরাসরি মানবসেবার জন্য সম্মানজনক ও আদর্শ এক পেশা হচ্ছে ডাক্তারি।আর ডাক্তার হতে হলে লাগবে এমবিবিএস ডিগ্রি। এইসএসসি পাশের পর প্রয়োজনীয় সব শিক্ষাগত যোগ্যতা থাকলে দেশের বিভিন্ন সরকারি  ও  প্রাইভেট মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তি  হতে পারেন।তবে আসন সংখ্যা সীমিত হওয়ায় সেখানে  তীব্র প্রতিযোগিতাপূর্ণ ভর্তিপরীক্ষায় বসতে হবে।সরকারি মেডিকেলে পড়তে খরচ পড়বে কম।তাছাড়া  আরও কিছু সুবিধা পাবেন।তবে প্রাইভেট মেডিকেলে পড়তে খরচ পড়বে অনেক।

নার্সিং ডিগ্রি

এইসএসসির পর বিশেষত মেয়েদের জন্য এক আদর্শ পেশা নার্সিং।নার্সিং ডিগ্রির জন্য্য দেশে বেশকিছু সরকারি ও বেসরকারি নার্সিং কলেজ রয়েছে।  প্রয়োজনীয় যোগ্যতা থাকলে নার্সিং ডিগ্রির জন্য ভর্তি হতে পারেন।তবে নার্সিং কোর্সে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগ থেকে এইসএসসি পাশ হতে হবে।নার্সিং ডিগ্রির পর প্রয়োজনীয় দক্ষতা অর্জনের মাধ্যমে সরকারি/বেসরকারি খাতে দেশে ও বিদেশে চাকরির সুযোগ পাবেন।

মার্চেন্টডাইজিং ও ফ্যাশন ডিজাইন

পোশাক শিল্প  দেশের অর্থনীতির বড় এক চালিকাশক্তি। তাছাড়া এখানে রয়েছে  মিড লেভেলের বিপুল জব।তবে এখাতে ভালো চাকরি পেতে হলে লাগবে মার্চেন্টডাইজিং ও ফ্যাশন ডিজাইন বিষয়ে স্নাতক ডিগ্রি। এইসএসসি পাশের পর এসব বিষয়ে স্নাতক পড়তে পারেন।এ বিষয়ে স্নাতক  পাশ করে দেশ ও  দেশের বাইরে বিপুল চাকরির সুযোগ রয়েছে। 


গণযোগাযোগ ও সাংবাদিকতা

এইসএসসির পর বিভিন্ন  সংবাদ মাধ্যমে  সরাসরি কাজ করার জন্য  করতে পারেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক কোর্স।এখানে সার্টিফিকেটের পাশাপাশি যথাযথ দক্ষতা অর্জনের মাধ্যমে দেশ ও দেশের বাইরে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বেশকিছু বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি পড়ানো হয়ে।

বিদেশে উচ্চশিক্ষা


এইসএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করতে পারেন।বিশ্বের বিভিন্ন  নামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির মাধ্যমে নিতে পারেন বৈশ্বিক শিক্ষার স্বাদ।বিশ্বের বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের বৃওির জন্য আবেদন করতে পারেন।এজন্য  পছন্দের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ভিজিট করলে সব তথ্য পাবেন।এছাড়া  দৈনিক প্রথমআলো পএিকার "স্বপ্ননিয়ে" (swapno@prothomalo.com)পেজটি নিয়মিত ভিজিট করলে এ বিষয়ে  অনেক তথ্য পাবেন।


এ সময়ের জনপ্রিয় বিষয়

এই সময়ে উচ্চশিক্ষার  জনপ্রিয় বিষয়গুলোর মধ্যে রয়েছে  ইঞ্জিনিয়ারিং,চিকিৎসা শিক্ষা, আর্কিটেকচার,ফার্মেসি,বিবিএ,আইন,হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি।এখন  উচ্চশিক্ষার জন্য উপরিউক্ত বিষয়গুলোর চাহিদা তুলনামূলকভাবে  বেশি।

ইঞ্জিনিয়ারিং

এখনকার পৃথিবী ব্যাপকভাবে ইঞ্জিনিয়ারিং প্রযুক্তি উপর নির্ভরশীল।আর সব প্রযুক্তির কারিগর হচ্ছেন ইঞ্জিনিয়াররা।টেলিভিশন থেকে কেমিকেল প্রযুক্তি সবকাজের জন্য ইঞ্জিনিয়ারের চাহিদা ব্যাপক।ফলে ইঞ্জিনিয়ারিং এ সময়ের উচ্চশিক্ষার বাজারে সবচাইতে জনপ্রিয়। 

চিকিৎসাশিক্ষা 

এ সময়ের উচ্চশিক্ষার বাজারে চিকিৎসা শিক্ষার চাহিদা ব্যাপক।দেশ ও বিদেশে  বিপুলসংখ্যক দক্ষ  চিকিৎসকের  চাহিদা রয়েছে।আর এজন্য চিকিৎসা বিষয়ে নিতে হবে উচ্চশিক্ষা।

আর্কিটেকচার


দক্ষ আর্কিটেকট ছাড়া কোন টেকসই অবকাঠামো নির্মাণ সম্ভব নয়।আর এজন্য দরকার আর্কিটেকচার বিষয়ে উচ্চশিক্ষা। আর্কিটেকচার এ সময়ের   উচ্চশিক্ষার জনপ্রিয় এক বিষয়। এ বিষয়ে স্নাতক ডিগ্রি নিয়ে দেশ ও বিদেশে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। 

ফার্মেসি

দেশে ও বিদেশে ঔষুধ শিল্পের প্রসার দিনদিন বাড়ছে। আর ঔষধ শিল্পের জন্য ফার্মেসি বিষয়ে স্নাতক ডিগ্রিধারীর চাহিদাও বাড়ছে। এ সময়ের জনপ্রিয় এক পেশা উচ্চতর  ডিগ্রিধারী ফার্মাসিস্ট।দেশে বেশকিছু বিশ্ববিদ্যালয়ে  এইসএসসি পাশের পর ফার্মেসি বিষয়ে স্নাতক  ডিগ্রি নেয়ার সুযোগ রয়েছে। 


বিবিএ

দেশ ও বিদেশে আর্থিক খাতে ব্যাংক,বীমা,শিল্পকারখানা ইত্যাদির ম্যানেজমেন্ট পরিচালনার জন্য ব্যাপক সংখ্যক বিবিএ ডিগ্রিধারী গ্রেজুয়েটের চাহিদা রয়েছে। এ সময়ের উচ্চশিক্ষার বাজারে বিবিএ ডিগ্রির চাহিদা ব্যাপক।এইসএসসির পর দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি  বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ার সুযোগ রয়েছে। 


আইন 

মানুষের  আইনগত অধিকার নিয়ে  কাজ করার জন্য পড়তে পারেন  আইন। আইন পড়ে সরকারি চাকরি ছাড়াও স্বাধীনভাবে আইনজীবী হিসেবে ব্যাপক কাজের সুযোগ রয়েছে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চতর শিক্ষার সুবিধা রয়েছে।

হোটেল ম্যানেজমেন্ট

হোটেল  ম্যানেজমেন্ট এ সময়ের উচ্চশিক্ষার এক  জনপ্রিয় বিষয়। তবে এ পেশায় যুক্ত হতে লাগবে হোটেল ম্যানেজমেন্ট এন্ড ট্যুরিজম বিষয়ে স্নাতক ডিগ্রি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ বিষয়টি পড়ানো হয়।এ বিষয়ে উচ্চতর ডিগ্রির মাধ্যমে দেশে ও  বিদেশে প্রচুর কাজের সুযোগ রয়েছে।