প্রিয় ক্রিকেট ডটকম: উইন্ডিজ সিরিজের জন্য টাইগারদের প্রাথমিক ওয়ানডে দল আগেই ঘোষণা করা হয়েছিল।এবার ওয়ানডে সিরিজের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হলো। এবারের ওয়ানডে স্কোয়াডে কিছু চমক আছে। একাধিক নতুন পেসার চূড়ান্ত স্কোয়াডে স্থান করে নিয়েছেন। আবার একাধিক অভিজ্ঞ প্লেয়ার বাদ পড়েছেন।সম্ভবত নির্বাচকদের দৃষ্টি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ছিল ফলে তারা দলের মধ্যে যথেষ্ট ব্যাকআপ প্লেয়ার তৈরি করতে চেয়েছেন।হয়তো এসবকিছু বিবেচনা করে একাধিক নতুন পেসারকে চূড়ান্ত স্কোয়াডে সুযোগ দেয়া হয়েছে।
ব্যাটিং- বোলিংয়ে পুরনোরাই ভরসা
আমরা যদি উইন্ডিজ সিরিজের জন্য টাইগারদের চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড দেখি তাহলে দেখবো নির্বাচকরা পুরনোদের উপর যথারীতি আস্থা রেখেছেন। ওপেনিংয়ে যথারীতি তামিম ইকবাল,লিটন দাস রয়েছেন। ওপেনিংয়ে নতুন করে নাজমুল হোসেনকে নেয়া হয়েছে। মিডল অর্ডারে যথারীতি রয়েছেন মুশফিক, সাকিব,মাহমুদুল্লাহ,সৌম্য, মিঠুন ।লেট অর্ডারে আফিফ, সাইফুদ্দিন,মিরাজই ভরসা। এছাড়া স্পিনে সাকিব,মিরাজ, তাইজুলদের উপর আস্থা রেখেছেন নির্বাচকরা।পেস বোলারদের মধ্যে রুবেল হোসেন, মোস্তাফিজ, তাসকিন আগেই প্রায় নিশ্চিত ছিলেন।আর এদের ছাড়া এ মুহূর্তে বিকল্পও নেই।পেসার হিসেবে একাধিক নতুন মুখ চূড়ান্ত স্কোয়াডে স্থান পেয়েছেন। মাশরাফি দলে নেই তাই হয়তো নির্বাচকরা পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ বিবেচনায় নিয়ে একাধিক নতুন পেসারকে দেখতে চাইছেন।
যেসব তারকাপ্লেয়ার বাদ পড়লেন
ওয়ানডে র প্রাথমিক স্কোয়াডে অভিজ্ঞ পেসার আল-আমিন হোসেন স্থান পেলেও চূড়ান্ত স্কোয়াডে তাকে রাখা হয়নি।হয়তো তরুণদের সুযোগ দিতেই বাদ পড়েছেন এই পেসার।এছাড়া তারকা অলরাউন্ডার মোসাদ্দেক হোসেনকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি।তবে যথারীতি আরেক তারকা অলরাউন্ডার আফিফ হোসেন চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন।মো:নাঈম শেখকে চূড়ান্ত স্কোয়াডে রাখা হয়নি।এক্ষেএে নির্বাচকদের কৌশল বুঝা যায়নি।
নতুন যারা চূড়ান্ত স্কোয়াডে স্থান পেলেন
আগেই জানা গিয়েছিল বিসিবি পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ মাথায় রেখে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে। উইন্ডিজ সিরিজের চূড়ান্ত স্কোয়াডে বিসিবির ভবিষ্যতের ভাবনা ফুটে উঠেছে। বর্তমান বয়স হিসেব করলে দেশসেরা পেসার মাশরাফির পরবর্তী বিশ্বকাপ খেলার সম্ভাবনা খুব কম।আর এসবকিছু বিবেচনা করে সম্ভবত নির্বাচকরা নতুন পেসারদের চূড়ান্ত স্কোয়াডে নিয়েছেন।এক্ষেএে ২০২০সালের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী পেসার শরিফুল ইসলাম চূড়ান্ত স্কোয়াডে স্থান পেয়েছেন। এছাড়া তরুণ পেসার হাসান মাহমুদ দেশের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্টে বেশ কিছুদিন যাবত ভালো করছেন ফলে তিনিও ওয়ানডের চূড়ান্ত স্কোয়াডে স্থান পেয়েছেন। এছাড়া আরেক তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান চূড়ান্ত স্কোয়াডে রয়েছেন।
অধিনায়ক তামিমের প্রথম আন্তর্জাতিক সিরিজ
এই সিরিজের মধ্যদিয়ে বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক তামিম ইকবালের আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ অধিনায়কত্ব শুরু হবে। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব লাভের পর তামিম আর কোন আন্তর্জাতিক সিরিজে নেতৃত্ব দেননি।এবং তামিমের জন্য বড় এক সুখবর হলো এবার নিষেধাজ্ঞা কাটিয়ে দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলের সাথে রয়েছেন। তাই তামিম নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন।তবে মাশরাফি দলে নেই ফলে ওয়ানডে সিরিজে সাকিব,তামিম, মুশফিক, রিয়াদ,মোস্তাফিজের উপর অনেক বেশি দায়িত্ব থাকবে।
ওয়েষ্টইন্ডিজ-বাংলাদেশ ওয়ানডে রেকর্ড
বাংলাদেশ ও ওয়েষ্ট ইন্ডিজের মধ্যে ইতিপূর্বে ৩৮টি ওয়ানডে খেলা অনুষ্ঠিত হয়েছে। এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ১৫টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে । এছাড়া ওয়েষ্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ ২১টি ওয়ানডে হেরেছে। বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুটি ওয়ানডেতে ফল আসেনি। উল্লেখ্য বাংলাদেশ ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ হেরেছে শ্রীলংকার বিপক্ষে (৩৯ম্যাচ) এবং বাংলাদেশ সর্বাধিক ওয়ানডে জিতেছে জিম্বাবুয়ের বিপক্ষে(৪৭ম্যাচ)।
বাংলাদেশের চূড়ান্ত ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম,মাহমুদুল্লাহ রিয়াদ,লিটন দাস,মো: মিঠুন, সৌম্য সরকার,আফিফ হোসেন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, নাজমুল হাসান, মেহেদী হাসান মিরাজ, মো:সাইফুদ্দিন, মেহেদী হাসান,হাসান মাহমুদ, শরিফুল ইসলাম
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন