প্রিয় ক্রিকেট ডটকম : বিশ্বের অন্য অনেক ক্রিড়া তারকার মত সাকিব আল হাসান এবার খেলোয়াড় তৈরির জন্য বিশ্বমানের একাডেমি করছেন। বাংলাদেশে সরকারি ব্যবস্থাপনায় ক্রিড়াশিক্ষার এক সুপরিচিত প্রতিষ্ঠান হচ্ছে বিকেএসপি। এছাড়া আরো কিছু প্রতিষ্ঠান ব্যক্তিউদ্যোগে গড়ে উঠেছে।তবে বাংলাদেশে ব্যক্তিউদ্যোগে এমন বিশ্বমানের ক্রিড়াশিক্ষা প্রতিষ্ঠান এই প্রথম।ঢাকার অদূরে রূপগঞ্জের কাঞ্চন পৌরসভায় সাকিবের একাডেমির কাজ দ্রুতলয়ে চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো সাকিবের একাডেমিতে দেশের পাশাপাশি বিদেশের তরুণ-তরুণীরাও ভর্তির সুযোগ পাবে।
সাকিব আল হাসানের একাডেমি পরিচিতি
সাকিব আল হাসান তাঁর ক্রিকেট একাডেমি গড়ে তুলছেন ঢাকার অদূরে রূপগঞ্জে। উল্লেখ্য এর আগে সাকিব ২০২০ সালের মার্চে নিজের একটি বিশ্বমানের একাডেমি করার কথা জানিয়েছিলেন।সে সময় সাকিব জানিয়েছিলেন তিনি সময় ও সুযোগ পেলে একটি বিশ্বমানের একাডেমি করতে চান। এছাড়া সাকিব বলেছিলেন তিনি তাঁর একাডেমিকে দেশি ও বিদেশি উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উপযুক্ত করে সেই মানের করতে চান। সাকিবের সেই একাডেমি আলোর মুখ দেখতে যাচ্ছে।
যেসব সুবিধা থাকছে সাকিবের একাডেমিতে
সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমিতে বেশকিছু অত্যাধুনিক সুযোগ-সুবিধা থাকছে। সাকিবের ক্রিকেট একাডেমির বিভিন্ন সুযোগ-সুবিধা ইত্যাদি এখানে তুলে ধরার চেষ্টা করছি।
পূর্ণাঙ্গ মাঠ
সাকিবের একাডেমিতে থাকছে পূর্ণাঙ্গ মাঠ। এছাড়া পূর্ণাঙ্গ মাঠের সাথে তৈরি হচ্ছে কয়েকটি অনুশীলন মাঠ। সেইসাথে এই একাডেমিতে থাকছে সর্বাধুনিক সুবিধাসহ চমৎকার ইনডোর মাঠ। এসবের সাথে আধুনিক জিমনেসিয়ামের ব্যবস্থা থাকছে এই মাঠে।থাকছে ভার্চুয়াল বোলিং মেশিন।
আবাসিক ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা
সাকিব আল হাসানের স্বপ্নের একাডেমিতে আবাসিক ভবন তৈরি হচ্ছে। সেইসাথে এই অত্যাধুনিক ক্রিকেট একাডেমিতে তৈরি হচ্ছে আধুনিক সুবিধা সম্বলিত প্রশাসনিক ভবন। এরসাথে থাকবে আবাসিক হোষ্টেল সুবিধা।
কোচ ও সাপোর্ট স্টাফ
সাকিব আল হাসান তাঁর একাডেমির জন্য দেশের শীর্ষ কোচদের নিয়োগ করবেন। এছাড়া একাডেমির জন্য একজন শীর্ষ কোচ থাকবেন।এর বাইরে থাকবেন কয়েকজন বয়সভিত্তিক কোচ এবং এদের অধীনে থাকবেন বিশেষায়িত ব্যাটিং, বোলিং , ফিল্ডিং ও উইকেটরক্ষক কোচ। এসবের সাথে এই একাডেমিতে সার্বক্ষণিক ফিজিও ও বিশ্লেষক থাকবেন। এছাড়া সাকিব সময় পেলেই নিজে যুক্ত থাকবেন একাডেমির সাথে। ইতিমধ্যে এই একাডেমির জন্য গ্ৰাউন্ডসম্যান ও পিচকিউরেটর নিয়োগ করা হয়েছে।আর একাডেমি দেখভালের মূলদায়িত্বে থাকছেন দেশসেরা কোচ সালাউদ্দিন।
ভর্তিপ্রক্রিয়া
সাকিবের একাডেমিতে দেশ ও বিদেশের শিক্ষার্থীদের জন্য ভর্তির সুযোগ থাকছে। এছাড়া কোয়ালিটি নিয়ে কোন ছাড় দিতে রাজি নন সাকিব।তাই তিনি জানিয়েছেন যে তাঁর একাডেমিতে ভর্তি হবার জন্য কিছু বেশি ব্যয় হতে পারে।প্রথমে দেশি-বিদেশি মিলিয়ে ১৫০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে সাকিবের ক্রিকেট একাডেমিতে।তবে এই একাডেমিতে ভর্তির ক্ষেএে যাচাই-বাছাই হবে বিশেষ পরীক্ষার মাধ্যমে।ভর্তির পর সবাইকে আলাদা আলাদা গ্ৰুপে ভাগ করে ক্লাস নেয়া হবে।
চলছে নির্মাণকাজ
সাকিবের অত্যাধুনিক ক্রিকেট একাডেমির কাজ দ্রুতলয়ে চলছে।জানা যায় একাডেমির ভেতরের নির্মাণাধীন দৃষ্টিনন্দন কারুকাজ আর স্থাপত্যশৈলী যে কারো নজর কাড়বে।প্রায় ১৬ বিঘা জমির উপর নির্মিত হচ্ছে এই ক্রিকেট একাডেমি।
একাডেমিক কার্যক্রম
সাকিব আল হাসানের অত্যাধুনিক ক্রিকেট একাডেমির ভর্তি ও অন্যান্য একাডেমিট কার্যক্রম শুরু হবে এই বছরের ফেব্রুয়ারির দিকে।
পৃষ্টপোষক কোম্পানী
দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমির মূল পৃষ্টপোষক প্রতিষ্ঠান মাসকো গ্ৰুপ।এ একাডেমি করতে মূল বিনিয়োগ করছে দ্যা সাকিব আল হাসান ফাউন্ডেশন ও মাসকো গ্ৰুপ।
পরিশেষে সাকিব আল হাসানের ক্রিকেট একাডেমির সাফল্য ও সমৃদ্ধি কামনা করছি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন