WHAT'S NEW?
Loading...

উইন্ডিজ সিরিজের বাংলাদেশ দল মূল্যায়ন

                                                                 



অবশেষে ঘোষিত হলো ওয়েষ্ঠইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের বাংলাদেশ দল। কিছু ব্যতিক্রম ছাড়া মোটামুটি প্রত্যাশিত দলই করা হয়েছে।ব্যতিক্রম হচ্ছে  মাশরাফি কোন দলেই স্থান পাননি।অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহকে টেষ্টের জন্য বিবেচনা করা হয়নি।মাশরাফির বয়স ৩৭হয়ে গেছে এবং কোচরা তাকে দলে রাখার পক্ষে মত দেননি মিডিয়াসূএে তেমনটাই জানা যায়।তবে মাহমুদুল্লাহকে কেন টেষ্টদলে নেয়া হয়নি সেটি জানা যায়নি।সম্ভবত টেষ্টে তাঁর ধারাবাহিক বাজে ফর্ম এক্ষেএে একটি কারণ ছিল।  টেষ্টের মিডল  অর্ডারে মাহমুদুল্লাহকে তবু মিথুনের চেয়ে বেশি দরকারি বলেই মনেহয়। যাহোক শেষপর্যন্ত টিমম্যানেজমেন্ট নিশ্চয় ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছেন।

ব্যাটিং লাইনআপ ঠিক আছে

টেষ্টের ব্যাটিংয়ের জন্য দল সিলেকশন ভালো হয়েছে।তবে কথা হলো যদি কেমার রোচ বা শ্যানন গ্ৰ্যাভিয়েল বিপদজনক হয়ে উঠেন তখন কেমন করবে টাইগারদের টপ অর্ডার।এক্ষেএে মাহমুদুল্লাহবিহীন টেষ্টদলে নাইম শেখকে  নিলে হয়তো আরো ভালো হতো।অবশ্য সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এই টিম সিলেকশন ঠিকই আছে।ঢাকা ও চট্টগ্রামের উইকেট বিবেচনায় টেষ্ট ও ওয়ানডের জন্য এই দল সিলেকশনকে  সঠিক বলতে হবে।আর সবকিছুর পর মূলকথা হলো বিগত কয়েক মাসের বিরতির পর বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে কিভাবে আবার  পুরনো ফর্ম খোঁজে পায়।আর একটি বিষয় সত্য যে  উইন্ডিজ দলের বোলিং আক্রমণে অভিজ্ঞ কেমার রোচ,শ্যানন গ্ৰ্যাভিয়েল যেকোন উইকেটে ঝড় তোলার সামর্থ্য রাখেন।শ্যানন গ্ৰ্যাভিয়েলের গুডলেনথ ও শটপিচ বলগুলো বাংলাদেশের টপঅর্ডারে সমস্যা সৃষ্টির যথেষ্ট যোগ্যতা রাখে। এরসাথে রোচের সুইং ও ফুললেনথ ডেলিভারি টাইগার টপঅর্ডারের পরীক্ষা নিতেই পারে।যদিও আশার কথা হলো তামিম,মুশফিক, সাকিব,লিটন দাস এই মূল চার টপঅর্ডার ব্যাটসম্যান দলে রয়েছেন।আর সাথে যদি মুমিনুল সেট হয়ে যান তাহলে বাংলাদেশ টেষ্টে ভালো কিছুই করবে। মাহমুদুল্লাহ দলে নেই তাই টেষ্টের ব্যাটিংয়ে মুশফিকের উপর বাড়তি দায়িত্ব থাকবে। এছাড়া টেষ্টের মূল একাদশে সুযোগ পেলে মোঃমিথুনকে আরও দায়িত্বশীল ব্যাটিং করতে হবে। বাংলাদেশের ওয়ানডে দল ভালো হয়েছে। তামিম ইকবাল অধিনায়ক হিসেবে নতুন এক যাএা শুরু করবেন। এছাড়া অভিজ্ঞ মুশফিক এবং সাকিব রয়েছেন দলে। সাইফুদ্দিন, মাহমুদুল্লাহ,লিটন, মোসাদ্দেক,সৌম্য ওয়ানডেতে ব্যাটিংয়ে মূল দায়িত্ব পালন করবেন।আর ওয়েষ্টইন্ডিজের এবারের ওয়ানডে বোলিং লাইন কিছুটা দুর্বল একথা আপাতত ধারণা করা যাচ্ছে।



বোলার সিলেকশন ভালো হয়েছে

টেষ্টের বোলার সিলেকশন নিয়ে বড় কোন প্রশ্ন নেই।তবে আল আমিন হোসেনকে কেন রাখা হয়নি সেটি স্পষ্ট নয়।আল আমিন সোজা বল বেশ ভালো করেন যা টেষ্টে প্রতিপক্ষের ব্যাটসম্যাদের জন্য বেশ চিন্তার কারণ হয়ে থাকে। তাই তাকে দলে সুযোগ দিলে হয়তো টেষ্টে সুফল মিলতো।যদিও স্মরণযোগ্য যে তাসকিন আহমেদ টেষ্ট দলে স্থান পেয়েছেন। তাসকিন সোজা বল ও রাইজিং ডেলিভারি বেশ ভালোই করেন। টেষ্টে তাসকিনের ইফেকটিভ রাইজিং ডেলিভারি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।বিশেষত তাসকিনের গুডলেনথ ও ফুললেনথ ডেলিভারি বেশ কার্যকর হতে পারে। মোস্তাফিজ যদি ফর্মে থাকেন তাহলে অবশ্যই নতুন বলে ভালো কিছুই করবেন।ওয়েষ্টইন্ডিজের এবারের দলটি যদিও তারুণ্যনির্ভর তবু এদের বেশকজনের ফাষ্টক্লাশ ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।এছাড়া ব্রাথওয়েট বেশ অভিজ্ঞ ব্যাটসম্যান। তিনি সামনে থেকে ব্যাটিংয়ে নেতৃত্ব দেবেন।ফলে বাংলাদেশের বোলারদের খুব বেশি আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ নেই।টেষ্টেদলে ইবাদত ও রাহি আছেন।বিগত কিছু সিরিজে এরা দুজন ছিলেন টেষ্টবোলিংয়ের মূলকান্ডারি।তবে আমাদের কথা হচ্ছে টেষ্টের বোলিংয়ে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেল প্রয়োজন।আর এক্ষেএে তাসকিনকে টেষ্টের মূল একাদশে রাখা উচিত।কারণ টেষ্টে বেশি তারুণ্যনির্ভর বোলিং শেষে বুমেরাং হতে পারে।আর টেষ্ট ও ওয়ানডেতে বাংলাদেশের মূল বোলিংকান্ডারি শেষপর্যন্ত সাকিব এবং মোস্তাফিজ।আর ওয়ানডেতে এদুজনের সাথে সাইফুদ্দিন হবেন মূল বোলার।


মাহমুদুল্লাহর রিপ্লেসমেন্ট 

তিনি বল ও ব্যাট দুক্ষেএেই পারঙ্গম এবং প্রয়োজনীয়। এছাড়া বাউন্স ও গতির বিপক্ষে মাহমুদুল্লাহ ভালো ব্যাটিং করেন। স্টোকমেকার হিসেবে গতি ও বাউন্সের বিপক্ষে সফল এই অভিজ্ঞ ব্যাটসম্যান।মাহমুদুল্লাহকে টেষ্টের দলে রাখা হয়নি এবং এর পেছনে সম্ভবত তাঁর ধারাবাহিক বাজে ফর্ম দায়ি ছিল।এখন মাহমুদুল্লাহর অনুপস্থিতিতে সাকিব, মুমিনুলের উপর ব্যাটিংয়ের বাড়তি দায়িত্ব থাকবে। নতুনদের মধ্যে নাইম শেখকে টেষ্টে সুযোগ দেয়া যেত। কারণ ইনফর্ম নাইম শেখ  নিয়ন্ত্রিত স্টোক খেলায় পারদর্শী যা উইন্ডিজ বোলারদের বিপক্ষে বেশি কার্যকর হতো।তবে ওয়ানডে দলে নিইম শেখ সুযোগ পেয়েছেন এটি অবশ্যই ইতিবাচক।

মাশরাফি নেই , সাইফুদ্দিন আছেন

 বাংলাদেশের ওয়ানডে দলের বড় এক ভরসার জায়গা নিঃসন্দেহে মোঃ সাইফুদ্দিন।বল,ব্যাট দুই ক্ষেএেই ওয়ানডেতে সাইফুদ্দিন দুর্দান্ত এক প্লেয়ার।এই সিরিজে দেশের একসময়ের সবচেয়ে দ্রুতগতির বোলার ও সাবেক সফলতম অধিনায়ক মাশরাফিকে ছাড়া খেলতে হবে।আর সাইফুদ্দিন ফর্মে থাকলে ওয়ানডেতে অলরাউন্ডার-মাশরাফি'র অভাব অনেকটাই পূরণ হতে পারে।

লিখেছেন:প্রভাকর চৌধুরী