WHAT'S NEW?
Loading...

২০২০সালে তামিম লিটনের নতুন মাইলফলক

                                                           


প্রিয় ক্রিকেট ডটকম : ২০২০ সালে ক্রিকেটেও করোনার আঘাত লেগেছে।বিশ্বব্যাপী ক্রিকেটে বেশ ছন্দপতন ছিল বছরজুড়েই।তবু এসবের মধ্যে ক্রিকেট শেষপর্যন্ত চলেছে। দেশের ক্রিকেটের জন্যও গেল বছরটি খুব যে ভালো গেছে সেটি বলা যাবেনা। কিছু হোম এন্ড এওয়ে সিরিজ বাতিল হয়েছে।এক্ষেএে শ্রীলঙ্কা সিরিজের কথা বলা যায়। তবে বাতিল হওয়া কিছু সিরিজ এ বছর হতে পারে।আর এসব দুটানা, দোলাচলের মধ্যেও দেশের ক্রিকেটের জন্য একটি সুখবর আছে।২০২০সালে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ানের শীর্ষপাঁচে স্থান করে নিয়েছেন বাংলাদেশের দুই টপ অর্ডার ব্যাটসম্যান তামিম ইকবাল এবং লিটন দাস(সূত্র: আইসিসি)।২০২০ সালে ওয়ানডে ক্রিকেটের সর্বাধিক সেঞ্চুরিয়ান শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের মধ্যে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে তামিম ইকবাল এবং লিটন দাস। খবরটি নিঃসন্দেহে দেশের ক্রিকেট অনুরাগীদের জন্য বড় এক আনন্দের বিষয়।

২০২০সালে ওয়ানডের শীর্ষ পাঁচ সেঞ্চুরিয়ান


করোনা বিপর্যয় তবু  ক্রিকেটের রাশ পুরোপুরি টেনে ধরতে পারেনি এটি ২০২০সালে ছিল এক স্বস্তির ঘটনা।মাঠের ক্রিকেট তবু কিছু কিছু চলেছে। বেশকিছু দেশ হোম এন্ড এওয়ে সিরিজ খেলেছে।ওয়ানডে ক্রিকেটের জন্য গেল বছরটি মোটামুটি স্বস্তিদায়ক ছিল বলা যায়।২০২০সালে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকা সম্প্রতি আইসিসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। 

স্টিভ স্মিথ সবার শীর্ষে

স্টিভ স্মিথের জন্য ২০২০সালটি স্মরণীয় হয়ে থাকবে একথা বলা যায়। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা ও জনপ্রিয় এই ব্যাটসম্যান গেল বছর ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি (৩) সেঞ্চুরি হাঁকিয়েছেন। এবং সঙ্গতকারণেই ২০২০সালের ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ান হিসেবে তিনি শীর্ষে অবস্থান করছেন।

দ্বিতীয় ও তৃতীয় স্থানে তামিম- লিটন


২০২০সালে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল। তামিম গেল বছর ওয়ানডে ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেছেন। এছাড়া লিটন দাসও ২০২০সালে ওয়ানডে ক্রিকেটে ২টি সেঞ্চুরি করে সর্বাধিক সেঞ্চুরিয়ানের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন।

চতুর্থ ও পঞ্চম স্থানে আকিব-ফিন্স


২০২০সালে ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যানের তালিকায় শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন ওমানের ব্যাটসম্যান আকিব ইলিয়াস।আকিব গেল বছর ওয়ানডেতে ২টি সেঞ্চুরি করেছেন।আর শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের এই তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন অষ্ট্রেলিয়ার টপঅর্ডার ব্যাটসম্যান অ্যারন ফিন্স।ফিন্স গেলবছর ওয়ানডে ক্রিকেটে ২টি সেঞ্চুরি করেন।

কোহলির বিরল দুর্ভাগ্য

বিরাট কোহলি গেল দশকের ওয়ানডে ক্রিকেটের সবচেয়ে আলোচিত ব্যাটসম্যান।বিরাট কোহলি মানে সেঞ্চুরির পর সেঞ্চুরি। এবং এই ব্যাটিং সেনসেশনের জন্য ওয়ানডে ক্রিকেট এক প্রিয় ফরমেট। টাইমিং ও স্কিলের  প্রয়োগ যেহেতু ওয়ানডেতে তুলনামূলক ভালো ভাবে সহজ হয় ফলে বিরাট কোহলির জন্য ওয়ানডে বরবরাই প্রিয়।তবে ২০২০ সালে বিরাট কোহলি ওয়ানডেতে কোন সেঞ্চুরি করতে পারেননি।এটি গেল বছরের ওয়ানডে ক্রিকেটের জন্য একটি অদ্ভুত ঘটনা বলা যায়। উল্লেখ্য বিরাট কোহলি তাঁর ওয়ানডে অভিষেকের বছরেও (২০০৮) এরূপ দুর্ভাগ্যের শিকার হয়েছিলেন।২০০৮সালেও কোহলি ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরিবঞ্ছিত ছিলেন।

বাংলাদেশের শীর্ষ পাঁচ ওয়ানডে সেঞ্চুরিয়ান

বাংলাদেশের সবচেয়ে শক্তির জায়গা ওয়ানডে ক্রিকেট।এটি ক্রিকেটবিশ্বে স্বীকৃত। বাংলাদেশের হয়ে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল (১৩সেঞ্চুরি)। সাকিবের ওয়ানডে সেঞ্চুরির সংখ্যা ৯টি।তারপর মুশফিকের অবস্থান। মুশফিকের ওয়ানডে সেঞ্চুরি ৭টি। শাহরিয়ার নাফিস ওয়ানডেতে ৪টি সেঞ্চুরি করেছেন। এছাড়া ইমরুল কায়েস ওয়ানডে ক্রিকেটে ৪টি সেঞ্চুরি করেছেন।