WHAT'S NEW?
Loading...

সাম্প্রতিক চাকরির খবর

                                                      

প্রিয় ক্রিকেট ডটকম : দেশের চাকরির বাজারে বেশকিছু নতুন চাকরির আবেদন চলছে।সরকারী চাকরির পাশাপাশি বেশকিছু প্রাইভেট চাকরির আবেদনও চলছে। এছাড়া ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। বেশকিছু ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিয়োগের আবেদনও চলছে।এই সময়ের কিছু চাকরির তথ্য এখানে তুলে ধরছি।

চলছে ৪৩তম বিসিএসের আবেদন

যারা বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করতে আগ্রহী তাদের জন্য সুখবর হচ্ছে ৪৩তম বিসিএসের নিয়োগের আবেদন চলছে।যারা ফ্রেশ গ্ৰেজুয়েট ও যাদের বয়স ২১- ৩০ বছর তারা এই বিসিএসের আবেদন করতে পারবেন।আর মুক্তিযোদ্ধার সন্তান ,নাতি-নাতনি , প্রতিবন্ধী ও স্বাস্থ্যক্যাডারে আবেদনের যোগ্যদের জন্য বয়স সর্বোচ্চ ১৮- ৩২ বছর।৪৩তম বিসিএসের সার্কুলার পাবেন বাংলাদেশ সরকারী কর্মকমিশনের ওয়েবসাইটে(bpsc.gov.bd)।

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনপত্র জমাদান শুরুর তারিখ :৩০/১২/২০২০ (সকাল ১০.০০)


আবেদনপত্র জমাদানের শেষ তারিখ : ৩১/০১/২০২১(সন্ধ্যা ৬.০০)

পদসংখ্যা :১৮১৪টি

আবেদনের পদ্ধতি


৪৩ তম বিসিএসে যারা আবেদন করতে ইচ্ছুক তারা http://bpsc.teletalk.com.bd এই ওয়েবসাইটে অথবা বাংলাদেশ সরকারী কর্মকমিশনের ওয়েবসাইট www.bpsc.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদনপত্র (BPSC form 1)পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম এবং ফি জমাদান সম্পন্ন করতে পারবেন।

আবেদন ফি জমাদান

প্রথম এসএমএস (sms) : টাইপ BCS<space>user id লিখে send করুন 16222 নম্বরে।
দ্বিতীয় এসএমএস (sms): টাইপ BCS <space>yes <space>pin  লিখে send করুন 16222 নম্বরে।

আবেদন ফি:৭০০টাকা।তবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ,প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেএে আবেদন ফি ১০০টাকা।


দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে চাকরি

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নিয়োগের জন্য আবেদন চলছে।
পদসংখ্যা : ১৪০টি
আবেদনের যোগ্যতা : কোন স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইসএসসি সার্টিফিকেট বা সমমানের ডিগ্ৰি।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার টাইপে বাস্তব অভিজ্ঞতা।
বেতন :৯,৩০০ - ২২,৪৯০ টাকা।
বয়স: ১৮-৩০বছর।
আবেদনের মাধ্যম : অনলাইন।
আবেদনের শেষতারিখ : ৩০/০১/২০২১(বিকাল ৫.০০)
আবেদন করতে ভিজিট করুন : http://ddmr.teletalk.com.bd

এনসিসি ব্যাংকে চাকরি

দেশের সুপরিচিত প্রাইভেট কমার্সিয়াল ব্যাংক" এনসিসি ব্যাংক" এ "ক্রেডিট অ্যাডমিনিষ্ট্রেশন অফিসার "পদে আবেদন চলছে।

পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা : যেকোন বিষয়ে মাষ্টার্স ডিগ্ৰি।
অভিজ্ঞতা : ২-৭বছরের অভিজ্ঞতা।
বয়স : সর্বোচ্চ ৪০ বছর।
চাকরির ধরণ : ফুলটাইম।
চাকরিস্থল : বাংলাদেশের যেকোন স্থান।
আবেদনের মাধ্যম : অনলাইন
আবেদনের শেষদিন: ৭ জানুয়ারি,২০২১।
সূত্র:বিডিজবস ডটকম(www.bdjobs.com)

সোশাল ইসলামী ব্যাংকে চাকরি

সোশাল ইসলামী ব্যাংকে" প্রবেশনারী অফিসার "পদে নিয়োগের জন্য আবেদন চলছে।
পদসংখ্যা : অনির্দিষ্ট
যোগ্যতা: এমবিএ/এমবিএম/ইউজিসি অনুমোদিত প্রাইভেট বা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে মাষ্টার্স ডিগ্ৰি। এছাড়া সব একাডেমিক পরীক্ষায় উচ্চতর জিপিএসহ প্রথম বিভাগ থাকতে হবে।
অন্যান্য দক্ষতা : বেসিক কম্পিউটার স্কিল বিশেষত এমএস অফিসে দক্ষ হতে হবে।
বয়স: সর্বোচ্চ ৩০ বছর।
চাকরির ধরণ : ফুলটাইম
চাকরিস্থল : বাংলাদেশের যেকোন স্থান।
বেতন : মাসিক বেতন ৪০ হাজার টাকা ।
আবেদনের শেষতারিখ: ১০ জানুয়ারি,২০২১
আবেদনের মাধ্যম : অনলাইন (ভিজিট: www.siblbd.com/career)
সূএ : বিডিজবস ডটকম (www.bdjobs.com)