প্রিয় ক্রিকেট ডটকম : ব্যাটসম্যানদের জন্য এক নেগেটিভ ফিগার হলো ডাক।ডাক মানে শূন্য রানে আউট হয়ে যাওয়া।আর কেউই চায়না শূন্য রানে আউট হতে। এমনকি ব্যাট করতে নামলে কোন ক্রিকেটার নিজের নামের পাশে ডাক বা শূন্য রান চায় না।তবু এটি যেহেতু ক্রিকেট সুতরাং এখানে আপনি নাচাইলেও ডাক পেতে পারেন।এবং প্রায় প্রত্যেক বিখ্যাত ব্যাটসম্যান ক্যারিয়ারে কখনো না কখনো ডাক মেরেছেন। টিটুয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ডাক পাওয়াদের নিয়েই এ লেখা।
টিটুয়েন্টি ক্রিকেটে ডাকের গল্প
ক্রিকেটের নতুন সংস্করণ। এখানে বিশ ওভারের ক্রিকেটের লড়াই চলে।চারছয় আর উওেজনার বহুমাত্রিকতা এই সংস্করণকে দিয়েছে ভিন্ন এক সৌন্দর্য। কিন্তু ডাক বা শূন্যরানে আউট হওয়ার ঘটনা এখানে কম নয়। এমনকি বিখ্যাত কিছু ব্যাটসম্যানও টিটুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারাদের তালিকায় বেশ উপরের দিকেই রয়েছেন।যেমন শ্রীলঙ্কার সাবেক গ্ৰেট ব্যাটসম্যান দিলসানের কথাই বলা যায়।দিলসান আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সর্বাধিক ডাক মেরেছেন। এছাড়া পাকিস্তানের উমর আকমল এ তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন। শ্রীলঙ্কার বিশ্বসেরা অলরাউন্ডার থিসারা পেরেরা, বাংলাদেশের সৌম্য সরকার , তামিম ইকবাল এ তালিকায় রয়েছেন।
সর্বাধিক ডাকপাওয়া দশ ব্যাটসম্যান
টিটুয়েন্টি কিংবা অন্য যেকোন ফরমেটেই ডাক পাওয়া নিশ্চিতভাবে ভালো খবর নয়। তবু বিপুল সংখ্যক ব্যাটসম্যান ক্যারিয়ারে ডাক মেরেছেন। টিটুয়েন্টিতে একাধিক ডাক মারার ঘটনা একেবারে কম নয়। বেশকজন ব্যাটসম্যান টিটুয়েন্টিতে একাধিক ডাক মেরেছেন। টিটুয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ডাক মারা দশ ব্যাটসম্যানের কথা এখানে তুলে ধরছি(সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)।
সর্বাধিক ডাক দিলসানের
শ্রীলঙ্কার সাবেক বিশ্বসেরা মারকুটে ব্যাটসম্যান তিলকেরত্নে দিলসানের ব্যাটিং প্রত্যেক ক্রিকেটপ্রেমীর জন্য এক অন্যরকম আনন্দের অনুভূতি।দিলসানের দারুণ সব শট এখনো ক্রিকেটের এক প্রাসঙ্গিক অধ্যায়।তবে দিলসানের একটি রেকর্ড অবশ্য তাঁর নামের সাথে বেমানান। আন্তর্জাতিক টিটুয়েন্টিতে দিলসান সবচেয়ে বেশি (১০) ডাক মেরেছেন। তাঁর বিখ্যাত দিলস্কুপ সবার প্রিয় এক টিটুয়েন্টি শট।দিলসান ৮০টি টিটুয়েন্টি ম্যাচ খেলে ১৮৮৯ রান করেছেন।বিশ ওভারের ক্রিকেটে দিলসানের ১সেঞ্চুরি ও ১৩টি ফিফটি আছে।
উমর আকমল ডাক মারায় বিখ্যাত
পাকিস্তানের মারকুটে ব্যাটসম্যান উমর আকমল ক্যারিয়ারে বেশকিছু ডাক মেরেছেন।উমর আকমল আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সবচেয়ে বেশি (১০)ডাক মেরেছেন।উমর আকমল ৮৪ম্যাচ খেলে ১৬৯০রান করেছেন। তাঁর ৮টি ফিফটিও রয়েছে।
কেভিন ওব্রায়েন সর্বাধিক ডাক মেরেছেন
কেভিন ওব্রায়েন টিটুয়েন্টি ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের অন্যতম।এই হাডহিটারের ব্যাটিং সবসময়ই সুখকর এক অনুভূতি। অসাধারণ স্টাইল ও টাইমিং মিলিয়ে কেভিন ওব্রায়েন নিজেকে এক অন্য উচ্চতায় নিয়ে গেছেন।অথচ টিটুয়েন্টি ক্রিকেটের আন্তর্জাতিক এরিয়ায় এই ব্যাটসম্যান ১০টি ডাক মেরেছেন। টিটুয়েন্টি ক্রিকেটে ৯৬ম্যাচ খেলে ১৬৭২রান করেছেন এই হাডহিটার যাতে রয়েছে ১সেঞ্চুরি ও ৩ ফিফটি।
স্টারলিং তালিকার শীর্ষে রয়েছেন
আয়ারল্যান্ডের বিখ্যাত ব্যাটসম্যান পল স্টারলিং টিটুয়েন্টি ক্রিকেটের সর্বাধিক ডাক মারাদের তালিকায় শীর্ষে অবস্থান করছেন।স্টারলিং দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য বিশ্বের সব বড় টিটুয়েন্টি লিগের এক অটোমেটিক চয়েছ। আয়ারল্যান্ডের ব্যাটিংলাইনআপের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান ক্যারিয়ারে ৭৮টি টিটুয়েন্টি ম্যাচ খেলেছেন যাতে রয়েছে ২১২৪রান ও ১৮টি ফিফটি।স্টারলিং তাঁর টিটুয়েন্টি ক্যারিয়ারে ৯টি ডাক মেরেছেন।
সর্বাধিক ডাক মারার তালিকায় রয়েছেন ইংল্যান্ডের এলজে রাইট
ডাক পাওয়া খুব সুখকর ঘটনা নয় তবু বেশকজন বিখ্যাত ব্যাটসম্যান টিটুয়েন্টিতে একাধিক ডাক মেরেছেন। তেমনি টিটুয়েন্টি ক্রিকেটে ডাক মেরে বিখ্যাত হয়েছেন ইংল্যান্ডের এলজে রাইট।এলজে রাইট ৫১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি খেলেছেন। তাঁর রয়েছে ৭৫৯রান ও ৪টি ফিফটি।রাইট তাঁর টিটুয়েন্টি ক্যারিয়ারে ৯টি ডাক মেরেছেন।
শহীদ আফ্রিদি বেশকিছু ডাক মেরেছেন
পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহীদ আফ্রিদি টিটুয়েন্টি ক্রিকেটের বড় এক বিজ্ঞাপন।তবে ডাক মারার ক্ষেএে বেশ এগিয়ে রয়েছেন এই অলরাউন্ডার। তিনি আন্তর্জাতিক টিটুয়েন্টিতে ৮টি ডাক মেরেছেন। টিটুয়েন্টি ক্রিকেটের আন্তর্জাতিক পরিসরে ৯৯টি ম্যাচ খেলে ৪ফিফটিসহ ১৪১৬রান সংগ্ৰহ করেছেন আফ্রিদি।
থিসারা পেরেরার ডাকের তালিকাও বেশ দীর্ঘ
শ্রীলঙ্কার দীর্ঘদেহী অলরাউন্ডার থিসারা পেরেরা টিটুয়েন্টি ক্রিকেটের বিশ্বপরিসরে বেশ জনপ্রিয় এক নাম।থিসারা শ্রীলঙ্কা ক্রিকেট টিমের নির্ভরযোগ্য এক অলরাউন্ডার। এছাড়া বিশ্বের সব ফ্রাঞ্জাইজি টিটুয়েন্টি লিগেই থিসারা পেরেরার ভালো রেকর্ড আছে।থিসারা পেরেরা ৮১টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ১২০১রান করেছেন। সেইসাথে থিসারার ৩টি টিটুয়েন্টি ফিফটিও আছে।।থিসারা তাঁর টিটুয়েন্টি ক্যারিয়ারে ৮টি ডাক মেরেছেন।
সৌম্য সরকারও সর্বাধিক ডাকের তালিকায় রয়েছেন
বাংলাদেশের স্টাইলিশ ব্যাটসম্যান সৌম্য সরকার টিটুয়েন্টি ক্রিকেটে সবসময়ই ভালো খেলে থাকেন।প্রচুর শটখেলতে সক্ষম এই ওপেনার টিটুয়েন্টি ক্রিকেটের সর্বাধিক ডাকপাওয়াদের তালিকায়ও শীর্ষে রয়েছেন।সৌম্য তাঁর আন্তর্জাতিক টিটুয়েন্টি ক্যারিয়ারে ৫০টি ম্যাচ খেলে ২ফিফটিসহ ৮৮৫রান সংগ্ৰহ করেছেন। সেইসাথে আন্তর্জাতিক টিটুয়েন্টিতে সৌম্য সরকারের ৮টি ডাকও আছে।
কামরান আকমল সর্বাধিক ডাক মারাদের তালিকায় রয়েছেন
পাকিস্তানের উইকেটরক্ষকব্যাটসম্যান কামরান আকমল টিটুয়েন্টি ক্রিকেটের আন্তর্জাতিক পরিমণ্ডলে ডাক মারার রেকর্ড গড়েছেন।এই মারকুটে ব্যাটসম্যান ৫৮টি আন্তর্জাতিক টিটুয়েন্টি ম্যাচ খেলে ৭টি ডাক মেরেছেন। ৫ ফিফটিসহ তাঁর মোট রান ৯৮৭।
৬টি ডাক মেরেছেন যারা
টিটুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ৬টি করে ডাক মেরেছেন বেশকজন ব্যাটসম্যান ।এদের মধ্যে উল্লেখযোগ্য নাম যথাক্রমে রোহিত শর্মা, তামিম ইকবাল,ডেভিড ওয়ার্নার,রস টেলর,এলটন চিগুম্বুরা,লেন্ডল সিমন্স,জেপি ডোমিনি, মোঃ হাফিজ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন