প্রিয় ক্রিকেট ডটকম: স্মার্টফোন ছাড়া এখন জীবন যেন চলেই না।ঘর, অফিস,ব্যবসা সবক্ষেত্রে স্মার্টফোনের ব্যবহার এখন এক চরম বাস্তবতা। এছাড়া দৈনন্দিন জীবনের বহুমাত্রিক ব্যস্ততায় স্মার্টফোন প্রতিনিয়ত এক বড় সহায়ক হয়ে উঠছে।তবে এসবের ভিড়ে প্রায়শ স্মার্টফোনের নিরাপত্তার প্রশ্নটি সেভাবে ভাবাই হয়না। কিন্তু টেকনোলজি বিশেষজ্ঞদের মতে স্মার্টফোনের নিরাপত্তা একটি বড় বিষয়। এবং তাদের মতে এখানে ছাড় দেয়া মোটেই বুদ্ধিমানের কাজ নয়।কারণ আপনার স্মার্টফোনে যদি নিরাপত্তা ত্রুটি থাকে তাহলে এটি হতে পারে আপনার জন্য এক বড় বিড়ম্বনার কারণ।তাই নিজের মত স্মার্টফোনের নিরাপত্তাও জরুরি। আসুন এই সময়ের সবচেয়ে নিরাপদ স্মার্টফোনগুলোর খবর জেনে নিই।
কোন স্মার্টফোনব্রান্ড বেশি নিরাপদ
স্মার্টফোনের বাজারে প্রতিনিয়ত নতুন নতুন ডিভাইস আর ব্রান্ড আসছে। এমনকি স্মার্টফোনকেন্দ্রিক বহু নতুন কোম্পানি তৈরি হচ্ছে। এছাড়া সব নির্মাতাই নিজের স্মার্টফোনটির ফিচার ও সুবিধার উন্নয়নে ব্যাপক কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে।এর সাথে বিশ্বজুড়ে এসব স্মার্টফোনকে কেন্দ্র করে বড় এক বিজ্ঞাপনের বাজার তৈরি হয়েছে।আর এসবকিছুর ভিড়ে স্মার্টফোনের নিরাপত্তা নিয়ে সম্প্রতি একটি তথ্য বেরিয়েছে। কাউন্টারপয়েন্ট টেকনোলজি নামক এক বৈশ্বিক (তথ্যপ্রযুক্তি পণ্যবিষয়ক) বাজার গবেষণা প্রতিষ্ঠান সম্প্রতি বিশ্বের সবচেয়ে নিরাপদ স্মার্টফোনের তালিকা প্রকাশ করেছে।
কাউন্টারপয়েন্ট টেকনোলজির ট্রাষ্টর্র্যাংকিং ২০২০শীর্ষক এক প্রতিবেদনে (সূত্র: যুগান্তর) বিশ্বের সবচেয়ে নিরাপদ স্মার্টফোনব্রান্ডের একটি তালিকা প্রকাশ করেছে।আর এক্ষেত্রে তারা সফটওয়্যার, নিরাপত্তা,গঠনগত মান ও ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য উপযুক্ততা এই চার মানদন্ড নিধারণ করে। এবং এই জরিপে দেখা যায় অপারেটিং সিস্টেম ও সিকিউরিটি সফটওয়্যার আপডেটের ক্ষেএে শীর্ষ দশ স্মার্টফোনব্রান্ডের মধ্যে সবার উপরে আছে নোকিয়া তারপরই রয়েছে ওয়ানপ্লাস । এছাড়া সবচেয়ে নিরাপদ স্মার্টফোনব্রান্ডের তালিকায় তিন নম্বর স্থানে রয়েছে স্যামসাং।স্যামসাংয়ের পরেই রিয়েলমি ও শাওমির অবস্থান।
শীর্ষ দশ নিরাপদ স্মার্টফোনব্রান্ড ২০২০
২০২০ সালের নিরাপদ ১০ স্মার্টফোনব্রান্ড যথাক্রমে ১.নোকিয়া,২.ওয়ানপ্লাস,৩.স্যামসাং,৪.রিয়েলমি,৫.শাওমি,৬.হোয়াওয়ে,৭.অপো,৮.লেনোভো,৯.এলজি , ১০.ভিভো।
এই জরিপে কাউন্টারপয়েন্ট টেকনোলজি আরো জানায় যে নিরাপত্তা ব্যাকআপ ও নিয়মিত সফটওয়্যার আপডেটের দিক থেকে নোকিয়া ও ওয়ানপ্লাস দুটি শীর্ষ স্মার্টফোন ব্রান্ড। এছাড়া জরিপে প্রকাশ নোকিয়া স্মার্টফোন সবচেয়ে বেশিদিন টেকসই সার্ভিসের নিশ্চয়তা দেয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন