প্রিয় ক্রিকেট ডটকম: টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল নতুন এক রেকর্ড স্পর্শ করেছেন। বর্তমানে বিশ্বের অন্যতম সেরা এই স্ট্রোকমেকার বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপের এক ম্যাচে স্বীকৃত টিটুয়েন্টি ক্রিকেটে ৬হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে স্বীকৃত টিটুয়েন্টি ক্রিকেটে তামিম এই রেকর্ড স্পর্শ করলেন।
টিটুয়েন্টি ক্রিকেটে যেভাবে তামিমের ৬হাজার রান হলো
টিটুয়েন্টি ক্রিকেটের অন্যতম কোয়ালিটি স্ট্রোকপ্লের সক্ষমতা।আর এই বিশেষ গুণটি তামিমের ব্যাটিংয়ে বেশ ভালোভাবেই রয়েছে। বাংলাদেশের হয়ে একমাত্র আন্তর্জাতিক টিটুয়েন্টি সেঞ্চুরির রূপকারও এই বাঁহাতি ওপেনার।আর এবার স্বীকৃত টিটুয়েন্টিতে ৬হাজার রানের মালিক হলেন তামিম। তামিম ইকবাল ২১২ টি স্বীকৃত টিটুয়েন্টি ম্যাচ খেলে ৬হাজার রানের মালিক হলেন।এই রেকর্ডের পথে তামিম আন্তর্জাতিক টিটুয়েন্টির পাশাপাশি বিপিএল,সিপিএল,কাউন্টি ক্রিকেট, বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপ,পিএসএলে অংশগ্রহণ করেন।
তামিমের সর্বোচ্চ ইনিংস
স্বীকৃত টিটুয়েন্টি ক্রিকেটে তামিমের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ১৪১রানের।২০১৯ সালের বিপিএল ফাইনালে ঢাকা ডায়নামাইটসের বিরুদ্ধে তামিম মাএ ৬১ বলে ১৪১ রানের এক অসাধারণ ইনিংস খেলেন। বাংলাদেশের হয়ে এখনো আন্তর্জাতিক টিটুয়েন্টির একমাত্র সেঞ্চুরিয়ান এই বাঁহাতি ওপেনার।২০১৬সালের টিটুয়েন্টি বিশ্বকাপে ওমানের বিরুদ্ধে তামিম তাঁর একমাত্র আন্তর্জাতিক টিটুয়েন্টি সেঞ্চুরি করেন। তামিমের পরেই রয়েছে সাকিবের নাম ।সাকিব স্বীকৃত টিটুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে স্বীকৃত টিটুয়েন্টি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রান মুশফিকুর রহিমের ।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন