ক্রিকেটের বিখ্যাত ব্যাটসম্যানদের নিয়ে সাপোর্টার ও বিশ্লেষকদের মধ্যে প্রতিনিয়ত আলোচনা চলে।এ যেন মাঠের বাইরে অন্য এক ক্রিকেট।এই যেমন ভারত এডিলেড টেষ্টে বাজে বাটিং করল আর অতিউৎসাহী দর্শকদের কেউ কেউ এখানে অধিনায়ক বিরাট কোহলির বউকে পর্যন্ত দায়ি করলেন।আসলে ক্রিকেটের বাইরের আলোচনা কখনো কখনো মাঠের মত আলোচিত হয়ে উঠে।তবে আজকের এই লেখা তেমন কিছু নয়।এ লেখার বিষয় হচ্ছে বিখ্যাত ব্যাটসম্যানদের প্রিয়শট কোনটি। অর্থাৎ ঠিক কোন শটটি কোন বিখ্যাত ব্যাটসম্যান ভালো খেলতেন সেটিই এখানে তুলে ধরা হবে।আর এক্ষেত্রে তথ্যসূএ হিসেবে রয়েছে ইন্ডিয়া টাইমস।ছবি:ধোনির হেলিকপ্টার শট।
শচীনের প্রিয়শট স্টেইট ড্রাইভ
যিনি সেঞ্চুরির সেঞ্চুরি করেছেন তাকে নিয়ে আলোচনার শেষ নেই।আর সেই ব্যাটসম্যানটি হচ্ছেন ক্রিকেটের লিটল মাষ্টারখ্যাত শচীন রমেশ টেন্ডুলকার। শচীনের অন্ধর আর বাইরের খবর নিয়ে সবসময়ই আলোচনা চলে ক্রিকেটপাড়ায়।আর এমন অসাধারণ এক ব্যাটসম্যানের খবর স্বাভাবিকভাবেই সবার আগ্ৰহের কেন্দ্রবিন্দু হবার দাবি রাখে। শচীন টেন্ডুলকার সবচেয়ে নিখুঁত ভাবে খেলতেন স্টেইট ড্রাইভ।আর ক্রিকেট বিশ্লেষকদের দৃষ্টিতে শচীন প্রায় সব ক্লাসিক্যাল শটই ভালো খেলতেন তবু তাঁর ট্রেডমার্ক শট হচ্ছে স্টেইট ড্রাইভ।পেস ও স্পিন দুই ধরণের বলের বিপক্ষেই শচীন দারুণ স্টেইট ড্রাইভ খেলতেন।এই লিটলমাষ্টারের ক্যারিয়ারের উল্লেখযোগ্য সংখ্যক রান এসেছে এই শটটি থেকে। টাইমিং ও পাওয়ারের সমন্বয়ে শচীন সবধরণের উইকেটেই দারুণসব স্টেইট ড্রাইভ খেলেছেন।
দ্রাবিড় কভার ড্রাইভ ভালো খেলতেন
রাউল দ্রাবিড়কে ক্রিকেটের ক্লাসিক্যাল ঘরানার সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান বলা হয়।রাউল দ্রাবিড়ের টেকনিক ও টাইমিং ক্রিকেটের সবকালের এক উল্লেখযোগ্য উদাহরণ। দ্রাবিড় যে শটটি খেলতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করতেন সেটি হচ্ছে কভার ড্রাইভ।বলা হয় দ্রাবিড়ের মত নিখুঁত কভার ড্রাইভ খেলতে সক্ষম ব্যাটসম্যান ক্রিকেটে খুব বেশি নেই।আর এই শটটি থেকে ক্যারিয়ারে প্রচুর রান করেছেন দ্য ওয়াল খ্যাত এই ভারতীয় ব্যাটিং লিজেন্ড ।
জয়াসুরিয়ার সেরাশট কভার ড্রাইভ
অডিআই ক্রিকেটের সবসময়ের এক আইকন সনাৎ জয়াসুরিয়া।যারা জয়াসুরিয়ার অডিআই ব্যাটিং দেখেছেন তারা নিশ্চিতভাবে আনন্দ পেয়েছেন।এবং দারুণ টাইমিং দিয়ে অডিআই ওপেনিংয়ে যে ঝড় তুলতেন এই বাঁহাতি ব্যাটসম্যান তা সত্যিই ক্রিকেটের এক অনন্য অধ্যায়। ক্লাসিক্যাল ক্রিকেটে জয়াসুরিয়ার মত মারকুটে ব্যাটসম্যান আসলেই এক বিস্ময়। কভার ড্রাইভকে জয়াসুরিয়ার সেরাশট বলা হয়। এবং বিশ্লেষকদের মতে জয়াসুরিয়ার প্রিয় ও সেরাশট হচ্ছে কভার ড্রাইভ।
গাঙ্গুলীর অফড্রাইভ স্মরণযোগ্য
ভারতের হয়ে ইনিংস ওপেন করতে নেমে গাঙ্গুলী ও শচীনের বোঝাপড়া এখনো ক্রিকেটের ইতিহাসে আলোচিত উদাহরণ।বলা হয় ভারতের ব্যাটিংয়ে নতুন যুগের সূচনা হয়েছিল গাঙ্গুলীর হাত ধরে।দ্রুত রানরেট বাড়ানোর ক্ষেত্রে গাঙ্গুলী সবসময় ছিলেন এক অসাধারণ ব্যাটসম্যান। এছাড়া লফটেড শট খেলার ক্ষেএেও সৌরভ গাঙ্গুলী বেশ মুন্সিয়ানার পরিচয় দেন। গাঙ্গুলী সবচেয়ে ভালো খেলতেন অফড্রাইভ।
লারার ট্রেডমার্ক শট কভার ড্রাইভ
ক্রিকেটের আলোচনায় কখনো কখনো থামতে হয় বিশেষত যখন কথা উঠে ব্রায়ান লারার মত বিশ্বসেরা কোন ব্যাটসম্যানের প্রিয়শট কোনটি।ব্রায়ান লারা যিনি কিনা টেষ্টক্রিকেটে একইনিংসে চারশ রানের মালিক তাঁর প্রিয়শট খোঁজা অবশ্যই কঠিন এক কাজ। তবু ক্রিকেট বিশ্লেষকরা শেষপর্যন্ত সিদ্ধান্তে এসেছেন যে ব্রায়ান চার্লস লারার ট্রেডমার্ক শট হচ্ছে কভার ড্রাইভ।এই শটটি সবচেয়ে সুন্দরভাবে খেলতেন ক্রিকেটের বরপুত্র খ্যাত ব্রায়ান লারা।
রিকি পন্টিংয়ের পুলশট
অষ্ট্রেলিয়ার সাবেক বিশ্বকাপজয়ী ব্যাটসম্যান রিকি পন্টিং ক্রিকেট ইতিহাসের এক অনন্য অর্জন। দুর্দান্ত টাইমিং ও টেকনিকের জন্য পন্টিং সবসময়ই আলোচিত এক ব্যাটিংলিজেন্ড। উইকেটে আধিপত্য বিস্তার করে খেলতে খুবই পারঙ্গম ছিলেন এই অসি ব্যাটসম্যান।রিকি পন্টিং সবচেয়ে ভালো খেলতেন পুলশট।বিশেষত বাউন্সি উইকেটে পন্টিংয়ের পুলশট পেসবোলারদের জন্য ছিল এক আলাদা ভাবনার বিষয়।
এম এস ধোনির হেলিকপ্টার শট
ভারত তথা বিশ্বের তাবত ক্রিকেটের গল্পে ধোনি এক ধাঁধা। বিশ্বজয়ী উইকেটরক্ষক।আবার অধিনায়ক হিসেবে বিশ্বজয়ী। এছাড়া নিজের একটি ট্রেডমার্ক শটও তৈরি করেছেন এই লিজেন্ড।এম ধোনির প্রিয়শট হেলিকপ্টার শট। এমনকি শচীন টেন্ডুলকারও ধোনির উদ্ভাবন করা এই শটটি খেলতে পছন্দ করতেন । হেলিকপ্টার শটকে জনপ্রিয় করে তুলেন ধোনি।
ইমজামামের প্রিয়শট স্কয়ার ড্রাইভ
পাকিস্তানের সাবেক বিখ্যাত মিডলঅর্ডার ব্যাটসম্যান ইনজামাম উল হক বহুকারণে আলোচিত।ইনজামাম ক্লাসিক্যাল ঘরানার জনপ্রিয় ব্যাটসম্যান ছিলেন।যদিও বিশাল বপু ও কুড়ে স্বভাবের জন্য ইনজামাম সবর্দাই ছিলেন সমালোচিত।তবে সবকিছুর বাইরে ইনজামামের ব্যাটিংস্টাইল ও রেকর্ড সবসময়ই আলোচিত এক বিষয়।এই ব্যাটসম্যানের যে শটটি বিশ্লেষকদের কাছে খুবই আলোচিত সেটি হলো স্কয়ার ড্রাইভ।অবশ্য ইনজামাম লফটেড ড্রাইভও চমৎকার খেলতেন।
সাঙ্গাকারার কভার ড্রাইভের কথা
কুমার সাঙ্গাকারা লংঘারভার্সন ক্রিকেটের এক প্রিয়মুখ। সাবেক এই লংকান লিজেন্ডের ব্যাটিং নিয়ে আলোচনার শেষ নেই।আর এমন তুখোড় ও ক্লাসিক ব্যাটসম্যান ক্রিকেটে খুবই হাতেগোনা। সাঙ্গাকারার প্রিয়শট কভার ড্রাইভ। সাঙ্গাকারার ক্যারিয়ারে কভার ড্রাইভ এক অবিচ্ছেদ্য অংশ।
পিটারসনের সুইচ হিট
কেবিন পিটারসন ইংল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রতিভাবান ব্যাটসম্যান।দীর্ঘদেহী এই হাডহিটারের ব্যাটিং ক্রিকেটপ্রিয়দের কাছে সবসময়ই আনন্দের বিষয়। কেবিন পিটারসনের সুইচ হিট ক্রিকেটের এক অনন্য গল্প।বলা বাহুল্য পিটারসনের প্রিয়শট হচ্ছে সুইচ হিট।
দিলসানের দিলস্কুপ
তিলকেরত্নে দিলসান শ্রীলংকার সাবেক বিশ্বসেরা হাডহিটার।দিলসান অসাধারণ ফিল্ডার ।আবার পার্টটাইম স্পিনার হিসেবে ব্যাপক সফল ছিলেন এই লংকান গ্ৰেট।তবে এখানে বলছি দিলসানের প্রিয় ক্রিকেট শটের কথা।দিলসান অফ ও অনসাইডে দুর্দান্ত সব শট খেলতে সক্ষম ছিলেন।এবং তাঁর সবধরণের শট খেলার দক্ষতা ছিল।তবু প্রিয়শট খুঁজলে বলতে হয় দিলসান সবসময় স্কুপ খেলতে পছন্দ করতেন যাকে বলা হয় 'দিলস্কুপ'।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন