কয়টি টিম অংশগ্রহণ করবে
বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপে মোট পাঁচটি টিম খেলবে। ইতিমধ্যে প্লেয়ার ড্রাপট শেষ হয়েছে।প্রতিটি টিম ১৬জন করে প্লেয়ার দলভুক্ত করেছে। বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপের টিমগুলো যথাক্রমে বেক্সিমকো ঢাকা,জেমকন খুলনা,মিনিষ্টার গ্ৰুপ রাজশাহী,গাজী গ্ৰুপ চট্টগ্রাম, ফরচুন বরিশাল।
কোন তারকা কোন টিমে
বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপে দেশের প্রায় সব তারকাই অংশ নেবেন।সাকিব আল হাসান এ টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন। খেলবেন আশরাফুল, তাসকিন,মুশফিক,তামিম, রুবেল হোসেন,সাইফুদ্দিন,নাঈম শেখসহ প্রায় সব তারকা ক্রিকেটার। সেইসাথে অনুর্ধ১৯ বিশ্বকাপজয়ী দলের বেশকিছু তারকাও এই টুর্নামেন্টে দলভুক্ত হয়েছেন। আসুন জেনে নেই বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপে কোন তারকা কোন টিমে খেলছেন সেই খবর।
জেমকন খুলনা-সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, আল-আমিন হোসেন, শুভাগত হোম।
বেক্সিমকো ঢাকা-মুশফিক,নাঈম শেখ, সাব্বির রহমান, রুবেল হোসেন
গাজী গ্ৰুপ চট্রগ্রাম- মোস্তাফিজ,লিটন দাস,সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন, শামসুর রহমান
ফরচুন বরিশাল-তামিম ইকবাল,আফিফ, তাসকিন,মিরাজ,আবু জায়েদ চৌধুরী
মিনিস্টার গ্ৰুপ রাজশাহী-আশরাফুল, সাইফুদ্দিন, নাজমুল হোসেন শান্ত
কখন খেলা ও সম্প্রচার
বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপ এইবছরের নভেম্বরের শেষসপ্তাহে শুরু হবে।প্রতিটি টিমে কোচিং স্টাফ দেবে বিসিবি।সেইসাথে দলগুলো লোকাল কোচদেরও নিতে পারবে। বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপের জন্য প্রতিটি ফ্রাঞ্চাইজি বিসিবিকে ২কোটি টাকা করে দেবে। সবচেয়ে উল্লেখযোগ্য খবর হচ্ছে বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপের সম্প্রচার স্বত্ব পেয়েছে দেশের নতুন স্পোটর্স টিভিচ্যানেল টি-স্পোটর্স।টি-স্পোটর্স সবগুলো খেলা সম্প্রচার করবে।
মাঠে নামবেন সাকিব
ক্রিকেটভক্তদের জন্য সবচেয়ে আনন্দের বিষয় হলো বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপের জন্য দলভুক্ত হয়েছেন।জেমকন খুলনার হয়ে আবার মাঠে ফিরবেন সাকিব আল হাসান। সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধু টিটুয়েন্টি কাপ দেশের ক্রিকেটামুদীদের জন্য এক আনন্দের সংবাদ বলা যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন