ওয়েষ্টইন্ডিজের দীর্ঘদেহী হাডহিটার মারলন স্যামুয়েলস পেশাদার ক্রিকেটকে বিদায় জানিয়েছেন (সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)। ক্রিকেটের সর্বকালের সেরা ফিনিশারদের একজন হিসেবে তাকে মনে করা হয়।ওয়েষ্টইন্ডিজের টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল স্যামুয়েলসের। অসাধারণ টাইমিং ও স্টাইলের জন্য বিখ্যাত এই উইন্ডিজ ব্যাটসম্যান ক্রিকেটের এক আলাদা ব্রান্ড হিসেবে খ্যাত।তিনধরণের ক্রিকেটেই সামুয়েলসের দারুণ সফলতা রয়েছে।যদিও বিচিত্র সব কান্ডকীর্তির জন্য বারবার আলোচিত হয়েছেন তবু দুর্দান্ত এক ফিনিশার হিসেবে স্যামুয়েলসকে মনেরাখতে হবে।স্যামুয়েলসের সবচেয়ে বড় গুণ ছিল চাপের মুহূর্তে নিজেকে মেলে ধরা।স্যামুয়েলস দাঁড়িয়ে গেলে ম্যাচের গতিপথ পাল্টে যেত নিমেষে। এবং তাঁর এসব গুণের ফলে ওয়েষ্টইন্ডিজ টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পায়।বলা হয় স্যামুয়েলস,সামি,ব্রাভো,পোলার্ড, গেইলের সমন্বয়ে গড়া ওয়েষ্টইন্ডিজ দলটি ছিল টিটুয়েন্টি ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা দল। আসুন মারলন স্যামুয়েলসের ক্যারিয়ারের খবর জেনে নিই।
স্যামুয়েলসের অনন্য কীর্তি
ওয়েষ্টইন্ডিজের প্রথম টিটুয়েন্টি বিশ্বকাপ জয়ের নায়ক স্যামুয়েলস। মারকুটে এই ব্যাটসম্যানের হাতধরে বহুদিন পর ওয়েষ্টইন্ডিজ পুরনো রূপে ফিরে আসে।স্যামুয়েলস অডিআই ক্রিকেটের সর্বোচ্চ পার্টনারশিপের অন্যতম রুপকার।ক্রিকেটপ্রতিভার নিরব খনি ওয়েষ্টইন্ডিজের এক উজ্জ্বল আবিস্কার নিঃসন্দেহে স্যামুয়েলস।স্যামুয়েলস দুটি বিশ্বকাপ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচের অনন্য গৌরব অর্জন করেন।স্যামুয়েলস উইকেটে সেট হয়ে গেলে যেকোন প্রতিপক্ষের জন্য এক বড় মাথাব্যথার কারণ হয়ে যেতেন।এবং এটি তাঁর বিশেষত্ব।স্যামুয়েলসের প্রতিভার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে ২০১২বিশ্বকাপ ফাইনালে মালিঙ্গাকে মারা ৫ছক্কার গল্প।এবং এই দৃষ্টান্ত ক্রিকেটের ইতিহাসে বহুদিন টিকে থাকবে।স্যামুয়েলস ব্যাটিংয়ের পাশাপাশি অফস্পিনার হিসেবেও দারুণ কার্যকর ছিলেন।বিশেষত ব্র্যাকথ্রো স্পিনার হিসেবে তিনি খুবই সফলতা দেখিয়েছেন।
স্যামুয়েলসের বিতর্কিত ঘটনাবলি
স্যামুয়েলস যেমন প্রতিভাবান ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন তেমনি বিতর্কও চিরকাল সঙ্গী ছিল তাঁর। কখনো ম্যাচের মধ্যে মেজাজ হারিয়ে হয়েছেন বিতর্কিত কখনোবা সংবাদসম্মেলনে টেবিলের উপর পা তুলে হয়েছেন কলংকিত। এমনকি বিগব্যাশে শেনওয়ার্নের সাথে মাঠে প্রকাশ্য ঝগড়ায় জড়িয়েছেন এই উইন্ডিজ হাডহিটার।
স্যামুয়েলসের ক্যারিয়ার
স্যামুয়েলসের প্রতিভা নিয়ে কারো প্রশ্ন নেই তবে তাঁর ধারাবাহিকতা নিয়ে আলোচনা আছে।বলা হয় ধারাবাহিকতার অভাবে প্রত্যাশাঅনুযায়ী পারফর্ম করতে পারেননি এই দীর্ঘদেহী ব্যাটসম্যান।তবু ক্রিকেটের রেকর্ডবুকে নিজের নামের পাশে বেশকিছু সম্মানজনক নিদর্শন রেখেছেন স্যামুয়েলস।স্যামুয়েলস ২০৭টি অডিআই খেলে ৫হাজারের বেশি রান করেছেন। তাঁর ১০টি অডিআই শতক রয়েছে।স্যামুয়েলস ৭১টি টেষ্ট খেলেছেন যেখানে ৭টি সেঞ্চুরির সাথে ১টি ডাবলসেঞ্চুরিও আছে। টেষ্টে স্যামুয়েলস সাড়ে তিন হাজারের বেশি রান করেছেন। টিটুয়েন্টিতে স্যামুয়েলস দেড়হাজারের বেশি রান করেছেন।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন