প্রিয় ক্রিকেট ডটকম: ভাষা শেখার ক্ষেত্রে ভোকাবুলারি খুব গুরুত্বপূর্ণ। ভোকাবুলারি মানে শব্দভান্ডার।বলা হয় ভোকাবুলারি বা শব্দভান্ডার যেকোন ভাষার প্রাণ।যেকোন ভাষা আয়ত্ত্ব করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি হলো সেই ভাষার ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা রাখা।আর কোন বিশেষ ভাষাগত জড়তার পেছনে মূল ফ্যাক্ট হিসেবে সেই ভাষার ভোকাবুলারি সম্পর্কে দুর্বলতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়। অর্থাৎ যেকোন ভাষা শেখার প্রধান শর্ত হলো সেই ভাষার ভোকাবুলারি সম্পর্কে ভালো ধারণা রাখা। যেকোন ভাষার ভোকাবুলারির ভান্ডার সমৃদ্ধ করতে পারলে সেই ভাষাটি আয়ত্ত্ব করা সহজ হয়ে যায়।এখানে ইংরেজি ভোকাবুলারি কিভাবে বাড়াবেন সেটি নিয়ে আলোচনা করব।
কেন ভোকাবুলারি বাড়াবেন
এটি ডিজিটালাইজেশনের যুগ।এখন শিক্ষা,বাণিজ্য , যোগাযোগ বহুলাংশে ডিজিটাল প্রযুক্তি নির্ভর।আর এখনো ডিজিটাল প্রযুক্তির ব্যবহারিক তথ্যের বড় অংশ ইংরেজি ভাষায় লিপিবদ্ধ।আর আমাদের দেশে যেহেতু আন্তর্জাতিক যোগাযোগ, আন্তর্জাতিক বাণিজ্য, দেশের বাইরে উচ্চশিক্ষা ইত্যাদির জন্য মূলভাষা ইংরেজি তাই ইংরেজি ভাষার ভোকাবুলারি বাড়ানোর বিকল্প নেই। এমনকি বৈদেশিক কর্মসংস্থানের জন্য ইংরেজি ভোকাবুলারি বাড়ানোর বিকল্প নেই। আউটসোর্সিং, ডিজিটাল মার্কেটিং, ই-কমার্সের এ যুগে নিজেকে এগিয়ে রাখতে ইংরেজি ভোকাবুলারি বাড়ানো জরুরি।
কিভাবে ইংরেজি ভোকাবুলারি বাড়াবেন
ইংরেজি ভোকাবুলারি বাড়ানোর বহু উপায় রয়েছে।তবে এসবকিছুর আগে চাই প্রচন্ড একাগ্ৰতা। আপনাকে দৈনিক কিছুসময় অনলাইনে ইংরেজি পএিকা পড়ার অভ্যাস করতে হবে। ইংরেজি মুভি দেখার অভ্যাস করতে পারেন। এমনকি খেলাধুলার ইংরেজি ধারাভাষ্য শুনতে পারেন।মনে রাখবেন ইংরেজি শব্দ মোবাইলেও পড়তে পারেন তবে খাতায় লিখতে হবে তানাহলে সহজে শব্দের অর্থ ভুলে যাবেন।অভিজ্ঞদের মতে মোবাইলের পড়া খুব বেশি মনে রাখা যায়না।এক্ষেএে খাতায় লিখে রাখতে হবে।যেকোন শব্দ শেখার পর সেটির সমার্থক শব্দ জেনে নিন।এভাবে শব্দটি আপনার মনে গেথে যাবে।ভোকাবুলারি খাতায় লিখে শিখলে বেশি মনে থাকে। আসুন ভোকাবুলারি বাড়ানোর আরো কিছু চমৎকার উপায় জেনে নিই।
নিয়মিত পড়তে হবে
ইংরেজি ভোকাবুলারি বাড়াতে চাইলে নিয়মিত পড়তে হবে। নিয়মিত নতুন নতুন শব্দ সিলেক্ট করে লিখে রাখুন।যতদিন পর্যন্ত কোন শব্দ আয়ত্ত্বে আসছে না সেটি ততদিন পর্যন্ত অনুশীলন করতে হবে। বিগত দিনের শব্দটি মাঝেমাঝে স্মরণ করার চেষ্টা করুন। এভাবে বারবার শব্দটি নিয়ে চিন্তা করলে সেটি স্মৃতিতে গেথে যাবে।
বিভিন্ন ক্লাসের ইংরেজি টেক্সটবই অনুশীলন
নতুন ইংরেজি শব্দ শেখার ক্ষেত্রে মাধ্যমিক, উচ্চমাধ্যমিকসহ বিভিন্ন ক্লাসের ইংরেজি টেক্সটবইয়ের পাঠগুলো পড়তে পারেন। এখানে নতুন শব্দগুলোর অর্থ বের করে কোথাও লিখে রাখুন।এটি বেশ সুবিধাজনক এক পদ্ধতি। এছাড়া যারা বিখ্যাত ব্যক্তিদের জীবনী পড়তে ভালোবাসেন তারা ইংরেজি জীবনী পড়তে পারেন। অজানা শব্দ পেলে গুগলে সার্চ করে অর্থসহ খাতায় লিখে রাখতে পারেন।
অনলাইন ডিকশনারির ব্যবহার
ইংরেজি ভোকাবুলারি বাড়াতে চাইলে প্রচন্ড ইচ্ছার বিকল্প নেই।আর এক্ষেত্রে প্রচুর অনুশীলনের সাথে একটি অনলাইন ডিকশনারি হতে পারে দারুণ সহায়ক।যখন সময় পান মোবাইলের অনলাইন ডিকশনারিতে চোখ বুলান। পছন্দের শব্দটির অর্থ ও সমার্থক শব্দগুলো জেনে নিন। অনলাইনে বিখ্যাত তারকাদের ইংরেজি জীবনী ডাউনলোড করতে পারেন।এবং সেটি থেকে নতুন শব্দ পেলে তার অর্থ অনলাইন ডিকশনারিতে দেখে নিন এবং খাতায় লিখে রাখুন।
নতুন শব্দটি ব্যবহার করুন
নতুন যে শব্দটি শিখলেন সেটি নিয়ে বাক্যতৈরির চেষ্টা করুন। এমনকি সেই শব্দটির বিপরীত শব্দটিও জেনে নিন।এভাবে নতুন শব্দ নিয়ে চিন্তা করলে সেটি স্মৃতিতে বহুদিন থেকে যাবে। অর্থাৎ ইংরেজি ভোকাবুলারি বাড়াতে চাইলে নতুন শব্দ শেখার সাথে সাথে সেটির নিয়মিত ব্যবহার খুব জরুরি।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন