আইপিএল নিয়ে ক্রিকেপ্রেমীদের আগ্ৰহের কমতি নেই।আর এর মধ্যে অনেকেই জানতে চান আইপিএলের ইতিহাসে সেরা ব্যাটসম্যান কারা।কোন ব্যাটসম্যানটি সবচেয়ে বেশি রান করেছেন। আবার কে সর্বাধিক ছক্কা মেরেছেন।আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আইপিএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লিগ। সেই সাথে এখানে বিশ্বের সবসেরা প্লেয়াররাই খেলার সুযোগ পান। সবচেয়ে মজার বিষয় হলো বহু বিখ্যাত প্লেয়ার ক্রিকেটের ইতিহাসে নিজের অসাধারণ সব রেকর্ড গড়লেও আইপিএলে খেলার সুযোগ পাননি। বিপরীত ঘটনাও আছে। অনেক তরুণ প্লেয়ার আইপিএলে খেলে বিখ্যাত হয়েছেন।আর এসব বিচিত্র ঘটনাবলির জন্যই মনে হয় আইপিএলের এতো কদর।আইপিএলের পাঁচ সেরা ব্যাটসম্যানকে নিয়ে এ লেখা।
আইপিএলের পাঁচ সেরা ব্যাটসম্যান
আইপিএল মানে ধুমধাড়াক্কা ব্যাটিং আর টাইমিংয়ের অসাধারণ প্রদর্শনী।ফলে আইপিএলের ব্যাটিং দেখার আগ্ৰহ থাকে সবার মধ্যে। এমনকি আইপিএলের জন্য ক্রিকেটব্যাটিংয়ের ধারণায় বহু রূপান্তর ঘটে গেছে। আইপিএল ইতিহাস ঘাটলে বিদেশি ব্যাটসম্যানদের বহুমাত্রিক রেকর্ডের সন্ধান পাওয়া যায়। আইপিএলের সেরা বিদেশি ব্যাটসম্যানদের রেকর্ডের দিকে তাকালে প্রথম পাঁচটি নাম আসে যথাক্রমে ডেভিড ওয়ার্নার,এবি ডিভিলিয়ার্স,ক্রিস গেইল,শেন ওয়াটসন ও কিয়েরন পোলার্ড। আসুন আইপিএলের এই পাঁচ সেরা বিদেশি ব্যাটসম্যানের রেকর্ড ও অন্যান্য জেনে নিই (সূত্র: ইএসপিএন ক্রিকইনফো)।
ডেভিড ওয়ার্নার: বিদেশিদের মধ্যে সেরা
ডেভিড ওয়ার্নার অষ্ট্রেলিয়ার ক্রিকেটে সর্বকালের অন্যতম সেরা ওপেনার। এরকম দুর্দান্ত টেকনিক ও স্টাইলিশ ব্যাটসম্যান ক্রিকেটের ইতিহাসেই হাতেগোনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হলো ওয়ার্নার আইপিএলের অন্যতম সেরা বিদেশি ব্যাটসম্যান। আইপিএলের ইতিহাস ঘাটলে দেখা যায় বিদেশিদের মধ্যে ওয়ার্নারের রান সবচেয়ে বেশি। দৃষ্টিনন্দন ব্যাটিংয়ের জন্য বিখ্যাত এই অসি ওপেনার আইপিএলে ১৪২ ম্যাচ খেলে ৫২৫৪রান করেছেন যা আইপিএলে বিদেশি ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। আইপিএলে ওয়ার্নার ৪টি সেঞ্চুরি করেছেন। এছাড়া আইপিএলে বিদেশি ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক হাফসেঞ্চুরিও এই ব্যাটসম্যানের দখলে।
এবি ডিভিলিয়ার্স:আইপিএলেও সফল এই সুপারস্টার
এবি ডিভিলিয়ার্স শুধু যে সফল ব্যাটসম্যানই নন সেই সাথে আইপিএলের সেরা এক বিদেশি ব্যাটসম্যান তা হয়ত অনেকের অজানা। রেকর্ড ঘাটলে দেখা যায় গ্লামারাস এই ব্যাটসম্যান আইপিএলেও নিজের ব্যাটিংয়ের ঝাঁজ ধরে রেখেছেন।ডিভিলিয়ার্স আইপিএল ইতিহাসে দ্বিতীয় সেরা বিদেশি ব্যাটসম্যান।চারছয়ের পসরা সাজিয়ে ডিভিলিয়ার্স ১৬৯ম্যাচ খেলে ৪৮৪৯রান করেছেন। আইপিএলে এই ব্যাটসম্যান ৩সেঞ্চুরি ও ৩৮টি হাফসেঞ্চুরি করেছেন।
ক্রিস গেইল: আইপিএলের তৃতীয় সেরা বিদেশি
বলা হয় আইপিএল যদি শুধু ভারতীয় প্লেয়ার নিয়ে চলত তবে নিশ্চয় এই লিগটি এতো বেশি আকর্ষণ পেত না।আর ক্রিস গেইল না খেললে আইপিএল হয়তো এতো জমজমাট ব্যাটিং রেকর্ড পেত না।। ক্রিস গেইল আধুনিকক্রিকেটের এক স্বতন্ত্র ব্রান্ড।ক্রিকেটে বহু ইতিহাসের রুপকার এই উইন্ডিজ ওপেনার।আইপিএলে সেরা বিদেশি ব্যাটসম্যানদের তালিকায়ও রয়েছেন গেইল।গেইল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ১৩২ম্যাচ খেলে ৪৭৭২রান করেছেন।আইপিএলে সবচেয়ে বেশি সেঞ্চুরি (৬) ও সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের(১৭৫) রেকর্ডও এই ব্যাটসম্যানের দখলে।
শেন ওয়াটসন:অন্যতম সেরা বিদেশি ব্যাটসম্যান
অষ্ট্রেলিয়ার সাবেক এই মারকুটে ব্যাটসম্যান বরাবরই আইপিএল মাতিয়েছেন এবং নিজের নামের পাশে এক অনন্য রেকর্ডও রেখেছেন।শেন ওয়াটসন সফল বিদেশি ব্যাটসম্যানদের তালিকায় প্রথম পাঁচজনের মধ্যে রয়েছেন। বিশ্বের সেরা এই লিগে ওয়াটসন ১৪৫ম্যাচ খেলে ৩৮৭৪রান করেছেন। আইপিএলে ৪টি সেঞ্চুরি আছে এই ব্যাটসম্যানের ।
কিয়েরন পোলার্ড:পঞ্চম সেরা বিদেশি
উইন্ডিজ ব্যাটসম্যানরা বরাবরই আইপিএলে সফল।আর টিটুয়েন্টি ক্রিকেটে হার্ডহিটারদের চাহিদা বেশি হওয়ায় উইন্ডিজরা বরবরাই এখানে সুযোগ পান। এবং আইপিএলের ইতিহাস ঘাটলে সফলদের তালিকায় ওয়েষ্টইন্ডিজের ব্যাটসম্যানদের নাম সবসময়ই মেলে।আইপিএলের সেরা বিদেশি ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন উইন্ডিজ হাডহিটার কিয়েরন পোলার্ড।পোলার্ডের দল মোম্বাই ইন্ডিয়ানস এবারও আইপিএল শিরোপা জিতেছে।পোলার্ড আইপিএলে ১৬৪ম্যাচ খেলে ৩০২৩রান করেছেন। সেইসাথে ১৫টি ফিফটিও আছে এই ব্যাটসম্যানের।
লিখেছেন: প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন