এবারের আইপিএলে টানা হারছে কিংস ইলিভেন পাঞ্জাব।কেএল রাউল,ম্যাক্সওয়েল,সামিদের নিয়ে গড়া পাঞ্জাব খুব বেশি সুবিধা করতে পারেনি।উপরন্তু প্রায় মাঝারি মানের বোলিং নিয়ে গতকাল হায়দারাবাদ সহজেই পাঞ্জাবকে হারিয়ে দিয়েছে।ফলে সবার মুখে আবারো ঘুরছে গেইলকে খেলানো হচ্ছেনা কেন।
অবশেষে পাঞ্জাবের কোচ অনিল কুম্বলে গেইলের না খেলার কারণ জানিয়ে দিলেন।কুম্বলে জানিয়েছেন গেইল ফুড পয়জনিংয়ে ভোগছেন।অবশ্য শুরু থেকেই পাঞ্জাবের অধিনায়ক কেএল রাউল গেইলের না খেলার কারণ স্পষ্ট করে জানাতে চাননি।ফলে গেইলের বিষয়ে সবাই জানতে চাইছিলেন।
গেইলবিহীন পাঞ্জাব গতকালকের ম্যাচে হায়দারাবাদের কাছে শোচনীয়ভাবে হারে।সামি,ম্যাক্সওয়েলরা হায়দারাবাদের ব্যাটসম্যানদের লাগাম টানতে ব্যর্থ হন।ফলে হায়দারাবাদ বড় স্কোর করার সুযোগ পায়।এবং ব্যাটিংয়ে নেমে পাঞ্জাবের ব্যাটসম্যানরা হায়দারাবাদের দারুণ গেমপ্ল্যান ও ফিল্ডিংয়ের কাছে হেরে যায়।হায়দারাবাদের বোলারদের হিসেবি বোলিং পাঞ্জাবকে কোনঠাসা করে ফেলে।পাঞ্জাবের হয়ে যাকিছু ব্যতিক্রম ছিলেন নিকোলাস পুরাণ।পুরাণ বেশকিছু বিগহিটের মাধ্যমে দ্রুত রান তুলতে শুরু করেন।তবে অপরপাশে কোন ব্যাটসম্যান দাড়াতে পারেনননি।ফলে পাঞ্জাব বিপুল ব্যবধানে হেরে যায়।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন