WHAT'S NEW?
Loading...

এবারের এইসএসসি ও সমমানের রেজাল্ট বিকল্প উপায়ে

                                                             


 

অবশেষে এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষা বাতিল ঘোষিত হল(সূএ:সমকাল)।এবারের এইসএসসি ও সমমানের পরীক্ষার ফল নির্ধারিত হবে বিকল্প পদ্ধতিতে।আর এক্ষেএে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফল গড় করে চূড়ান্ত ফলাফল দেয়া হবে।এর ফলে এবারের এইসএসসি পরীক্ষার্থী এবং অভিভাবকদের উৎকন্ঠা কিছুটা কমলো বলা যায় ।

এবারের এইসএসসি পরীক্ষায় পরীক্ষার্থী ছিল ১২লাখ।বিকল্প উপায়ে এইসএসসি ও সমমানের পরীক্ষার রেজাল্ট ডিসেম্বরের মধ্যেই প্রকাশ করতে চায় সরকার।

লিখেছেন:প্রভাকর চৌধুরী