এবারের আইপিএলে শুরুর দিকে বিরাট কোহলি সেভাবে জ্বলে উঠতে পারেননি।তবে ধীরে ধীরে স্বরুপে ফিরছেন এই ব্যাটিং লিজেন্ড।আর ইতিমধ্যে তিনি আইপিএলে নতুন এক রেকর্ড গড়ে ফেলেছেন ।আইপিএলে সবচেয়ে বেশি রান এখন কোহলির।এছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে আইপিএলে সাড়ে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন এই বিশ্বসেরা ওয়ানডাউন ব্যাটসম্যান।
আইপিএলের শুরুতে নিস্ত্রিয় ছিলেন কোহলি
এবার আইপিএল শুরুর পর সবাই কোহলিকে নিয়ে বিভিন্ন আলোচনা শুরু করেন কারণ কোহলি প্রথমদিকে রান পাননি।তবে গত শনিবারের ম্যাচে রাজস্থান রয়ালসের বিপক্ষে তাঁর ব্যাট জ্বলে উঠে ।৫৩ বলে ৭২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কোহলি।
আইপিএলে নতুন রেকর্ড
রাজস্থানের বিপক্ষে ম্যাচে অনবদ্য ব্যাটিং করে আইপিএলে নতুন এক রেকর্ড গড়েন এই ব্যাটিং লিজেন্ড।রাজস্থানের বিপক্ষে ম্যাচে ৭২ রান করার মধ্যদিয়ে কোহলি আইপিএলে প্রথম ব্যাটসম্যান হিসেবে সাড়ে পাঁচ হাজার রান করার গৌরব অর্জন করেন।উল্লেখ্য আইপিএলে মাএ তিনজন ব্যাটসম্যান পাঁচ হাজার রান করার কৃতিত্ব অর্জন করেছেন।রাজস্থানের বিপক্ষে ম্যাচজয়ী ইনিংসের পর আইপিএলে কোহলির রান সাড়ে পাঁচ হাজার অতিক্রম করে।আইপিএলে কোহলির ৫টি সেঞ্চুরি ও ৩৭টি হাফসেঞ্চুরি আছে।
আইপিএলে সর্বোচ্চ রানকারী তিন ব্যাটসম্যান
বিরাট কোহলি -৫৫৪৫ রান।
সুরেশ রায়না- ৫৩৬৮ রান।
রোহিত শর্মা - ৫০৭৪ রান।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন