আজ বাংলাদেশ ক্রিকেট দলের সফল অধিনায়ক ও একসময়ের দেশসেরা পেসার মাশরাফি বিন মুর্তজার জন্মদিন।১৯৮৩ সালের ৫অক্টোবর মাশরাফি নড়াইলে জন্মগ্ৰহন করেন।আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ২০০১ সালে।আসুন মাশরাফির জন্মদিনে তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু তথ্য জেনে নেই।
মাএ ১৮ বছর বয়সে টেষ্ট অভিষেক হয় মাশরাফির
মাশরাফি বিন মুর্তজা মাএ ১৮ বছর বয়সে টেষ্টে অভিষিক্ত হন।তাঁর টেষ্ট অভিষেক হয় ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে।
বারবার ইনজুরিতে ক্ষতিগ্ৰস্থ হয়েছে ক্যারিয়ার
মাশরাফির ক্যারিয়ারে বারবার ইনজুরি হানা দিয়েছে।মাশরাফির হাঁটুতে সাতবার অপারেশন হয়েছে।
ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে বাদ পড়েন
২০১১ বিশ্বকাপে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দলের খেলার কথা ছিল।কিন্ত হঠাৎ ইনজুরির কারণে তিনি বিশ্বকাপ থেকে ছিটকে যান।তাঁর পরিবর্তে সাকিব আল হাসান ২০১১ বিশ্বকাপে বাংলাদেশকে নেতৃত্ব দেন।
তবু দারুণ এক ক্যারিয়ার উপহার দেন
মাশরাফি ইনজুরিতে পিছিয়ে গেলেও দারুণ এক ক্যারিয়ার গড়েছেন একথা নিদ্ধিধায় বলা যায়।তিন ফরমেট মিলিয়ে তাঁর উইকেট সংখ্যা ৩৯০।ব্যাটহাতে আছে চার ফিফটিসহ ২,৯৬১ রান।
অধিনায়ক হিসেবে অসামান্য সাফল্য
বাংলাদেশের সাবেক এই সফল অধিনায়ক ৮০টি অডিআই ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫০টিতে জয় উপহার দিয়েছেন।তাঁর নেতৃত্বে বাংলাদেশ ২৮টি টিটুয়েন্টি খেলে ১০টিতে জয় পেয়েছে।
লিখেছেন:প্রভাকর চৌধুরী
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন