WHAT'S NEW?
Loading...

প্রথমবারের মত এলপিএলের নিলামে উঠছেন রুবেল, মিরাজ

                                                              


প্রথমবারের মত বিদেশী কোন লিগের নিলামে উঠতে যাচ্ছেন মেহেদি হাসান মিরাজ ও রুবেল হোসেন।প্রথমবারের মত লঙ্কান প্রিমিয়ার লিগের নিলামে উঠছেন মিরাজ  এবং রুবেল হোসেন।উল্লেখ্য মিরাজ ও রুবেলের সাথে এলপিএলের নিলামে উঠবেন বাংলাদেশের আরো তিন ক্রিকেটার।লঙ্কান গণমাধ্যম এ খবর জানিয়েছে।মিরাজ ও রুবেলের সাথে নিলামে উঠছেন সাকিব,তামিম ও মুশফিক।সাকিব এলপিএলের নিলামে উঠবেন একথা আগেই জানা গিয়েছিল।তবে অন্যদের খবর কিছুটা বিলম্বে জানা গেল।

নিলামে মুশফিক উইকেটরক্ষক-ব্যাটসম্যান কোটায় থাকবেন।তামিম থাকবেন ব্যাটসম্যান কোটায়।অলরাউন্ডার কোটায় থাকবেন সাকিব ও মিরাজ।আর জাতীয় দলের পেসার রুবেল হোসেন এলপিএলের নিলামে থাকবেন পেসার কোটায়।

এবার এলপিএলের প্রথম আসর বসবে।মোট ৫টি দল মূল টুনামেন্টে খেলবে।তিনটি ভেন্যুতে খেলাগুলো হবে।প্রতিটি দলে সর্বোচ্চ ৬জন বিদেশী প্লেয়ার দলভুক্ত হতে পারবেন।মূল টুনামেন্ট মাঠে গড়াবে এ বছরের ১৪ নভেম্বর।এর আগে নিলাম হবে ১অক্টোবর।এলপিএল সমাপ্ত হবে ৬ডিসেম্বর।

লিখেছেন:প্রভাকর চৌধুরী